19/01/2023
পূর্ব সিকিমের অন্যতম সুন্দর এই জায়গাটি সবার পছন্দের একটা ঠিকানা। যেখানে নিস্তব্ধ ভোরবেলায়, দিনের প্রথম আলোয় রঙিন হয়ে উঠবে কাঞ্চনজঙ্ঘা, কিম্বা স্নিগ্ধ সূর্যালোকে ধীরে ধীরে আলোকিত হবে "জিগজ্যাগ ভ্যালির" ৯২ টা হেয়ার পিন বাঁক। কিম্বা ব্যালকনিতে বসেই ভয়ঙ্কর নদীর যাত্রা, কারসাজি, গান ইত্যাদিতে মগ্ন হয়ে কাটিয়ে দেওয়া যায় বেশ কয়েকটা বেলা।
সিল্করুটের অন্যতম বৈশিষ্ট্য হল, প্রাকৃতিক সৌন্দর্য। চারদিকে বরফে ঢাকা সাদা প্রকৃতি দেখতে দারুন লাগবে। এছাড়াও নদীর রূপ এখানে ভয়ঙ্কর। প্রায় তিন-চার দিক থেকে পাথরের বুক চিরে আছড়ে পড়ছে জলরাশি এবং বিভিন্ন পাথরে ধাক্কা খেয়ে এগিয়ে চলেছে রুদ্র মূর্তিতে।
অপরূপ সুন্দর পূর্ব সিকিমে প্রকৃতি নিজের মনের মাধুরী মিশিয়ে, নিজেকে সাজিয়ে তুলেছে -- শুধুমাত্র আপনাদের কাছে ধরা দেওয়ার জন্য। ভ্রমণবিলাসী বাঙালিকে এভাবেই পাহাড়ের অপরূপ সৌন্দর্য বারবার যেন হাতছানি দিয়ে ডাকে। তাই নতুন স্থান, অল্প জানাকে অনেকটা জানার লোভে এইবার সিল্করুটে চলে আসুন। হলফ করে বলা যায় স্বপ্নের সিল্ক রুটের প্রকৃতির অপরূপ শোভার স্মৃতি নিয়ে বাড়ি ফিরবেন।
14th March 2023 to 18th March 2023.
NJP to NJP pickup and Drop.
9 heads 7600/-
Night Staying :-
Silarigaon
Reshikhola
Nimachin
Juluk
Contact :- Easy Street Tour & Travels.
8777365766