02/09/2021
দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা সবকিছু কাটিয়ে ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে পাহাড়ে ছুট ছুট ছুট। উৎসবের আলো এক এক করে নিভতে শুরু করলেও আপনাদের মনের আলোগুলো ঝকঝক করবে বেড়াতে যাওয়ার আনন্দে।
পাহাড়ের কোলে পাঁচরাত ছদিনের অবকাশ যাপন এর সঙ্গে।
☘️ছোট্ট নদী, চা বাগান আর আপনি পাশাপাশি,
প্রথম দিনের নিভৃতবাসের ঠিকানা তাবাকোশী।☘️
Day 1: নভেম্বরের তেরো তারিখ সকালে আপনাকে পৌঁছে যেতে হবে এন জে পি, শিলিগুড়ি বা বাগডোগরা। সেখানেই সকালের ব্রেকফাস্ট সেরে গাড়ি করে আমরা রওনা দেব তাবাকোশির দিকে। যাওয়ার পথে দেখে নেবো মিরিক লেক। সেখানে খানিক ঘোরাঘুরি করে দুপুরের মধ্যে তাবাকোশি পৌঁছে যাবো। ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বো পাহাড়ি জঙ্গলের পথে পথে, হারিয়ে যেতে মানা নেই চা বাগানের সবুজের ভেতর। সন্ধে নামতে গুটি গুটি পায়ে ফিরে আসা হোমস্টে তে। চা এর সাথে টা, আর এর সঙ্গেই জমে উঠবে আড্ডা। রাতের খাওয়া সেরে পাড়ি সোজা ঘুমের দেশে।
☘️কাঞ্চনজঙ্ঘাকে মুঠোয় এনে
লেপচাজগৎ দ্বিতীয় দিনে☘️
Day 2: পরের দিন মানে 14th নভেম্বর সকালে ব্রেকফাস্ট সেরে মালপত্র গাড়িতে তুলে অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব লেপচাজগত। সেখানে মেঘ গাভীর মতো চড়ে। আর মেঘ সরে গেলেই চোখ ধাঁধানো কাঞ্চনজঙ্ঘা এক্কেবারে আপনার মুঠোয় ধরা দেয়। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইন গাছের সারি, তারই বুক চিরে চলে গেছে কালো মসৃণ রাস্তা। এইসব নিয়েই তৈরি ছোট্ট গ্রাম লেপচাজগতে কিভাবে যে আপনার দুপুর গড়িয়ে বিকেল হয়ে ঝিঁঝি ডাকা রাত হয়ে যাবে আপনি টের ও পাবেন না।
☘️আমি জানি জানি জানি
সে-ই পাহাড়ের রানী।
নস্ট্যালজিক ছাদের ধারের রেলিং
ভালোবাসা আর আদরে মোড়া বাঙালির দার্জিলিঙ।☘️
Day 3: 15th নভেম্বর, সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে। চা জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ে আমাদের দুদিনের আস্তানায় ঢুকে হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেতে খেতেই আমাদের গাড়ি অপেক্ষা করবে হোটেলের নীচে। চড়ে বসতেই গাড়ি চলবে দার্জিলিংয়ের রাস্তা ধরে চিড়িয়াখানার দিকে। নানান পশুপাখি বিশেষতঃ রেড পান্ডার পাণ্ডামি দেখে মন ভরলে ফিরে আসবো ম্যালে। তারপর বাকি সন্ধেটুকু অলসভাবে ঘুরে বেড়ানো, টুকটাক কেনা কাটার জন্য বরাদ্দ। হোটেলে ফিরে রাতের খাবার খেয়ে গুডনাইট বলার পালা কারণ আগামীকাল ভীষণ এক্সসাইটিং হতে চলেছে।
Day 4: 16th নভেম্বর, সক্কাল সক্কাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো আমরা সাইট সিয়িং এ। একে একে দেখে নেব পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, দালি মনাস্ট্রি, রক গার্ডেন, হ্যাপি ভ্যালি টি এস্টেট, জামুনির মতো সব জায়গা। এর মাঝেই সময় করে লাঞ্চ সেরে ফেলবো। তারপর আবার চলে আসবো ম্যালে। আগেরদিন যেসব জিনিসপত্র দরদাম করে কেনা যায়নি সেগুলো আরো একবার দরদাম করার চেষ্টা করা যাবে। ইচ্ছে হলে ঢুঁ মারা যেতেই পারে কেভেন্টার্স বা গ্লেনারিসে, চটপট সেলফি তুলে আপলোডানো যাবে ফেসবুকে।
☘️মেঘ পিওনের ডাকে এলো ঘরে ফেরার চিঠি,
ফেরার আগে শেষ দিনটা তিনচুলেতে উঠি?☘️
Day 5: 17th নভেম্বর, সকাল বেলা ব্রেকফাস্ট করে রওনা হবো। আজকের গন্তব্য তিনচুলে। যাওয়ার পথে দেখবো তাকদা অর্কিড গার্ডেন, রংলি রংলিয়াট টি গার্ডেন, গুমবাদাড়া ভিউ পয়েন্ট, লামহাট্টা, পেশক টি গার্ডেন, লাভার্স মিট ভিউ পয়েন্ট। দুপুর গড়ানোর আগেই পৌঁছে যাবে তিনচুলের হোমস্টেতে। খাওয়া দাওয়া সেরে আলসে মেজাজে পায়ে হেঁটে ঘুরে দেখবো আশপাশ। সন্ধে বেলায় আজ রয়েছে স্পেশাল ব্যবস্থা বনফায়ারের। আগুনের তাপে হাত পা সেঁকতে সেঁকতে চা স্ন্যাকস এর সাথে জমবে আড্ডা। আজ আমাদের বেড়ানোর শেষ রাত। তাই রাতের খাওয়া সেরে একটু দেরী করে শুলেও ক্ষতি নেই।
Day 6: 18th নভেম্বর, সকালে বিছানা ছাড়বো একটু গড়িমসি করে। ব্রেকফাস্ট সেরে দেখতে যাবো তিনচুলে মনাস্ট্রি, তিনচুলে ভিউ পয়েন্ট। ফিরে এসে দুপুরের খাওয়া সেরে বেড়িয়ে পড়বো এন জে পির উদ্দেশ্যে। ব্যাগভর্তি সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের এই বেড়ানো শেষ হবে এখানেই।
সঙ্গী হতে চাইলে যোগাযোগ করুন চটপট। একবার ভরসা করে দেখুন না, বাকি বিশ্বাসটুকু আমরা অর্জন করে নিতে পারি কিনা!!!
Booking open
Call/ whatsapp @7439957028
Once the festive mood gets over.....Let's seek serenity at the Stream of Tabakoshi, the beautiful Kanchenjunga from Lepcha jagat, the Rock Garden of Darjeeling and lastly Tinchuley View Point...
Day 1: All you need to do is reach at NJP, Siliguri or Bagdogra Airport at 13th November, 2021 early morning. After breakfast our destination will be Tabakoshi, while on the way we will get a view of Mirik Lake and by noon we will reach out destination. After lunch you can roam around the tea garden as long as you wish. Later the evening snacks and dinner will be provided at the Homestay.
Day 2: On 14th November, after breakfast we will leave behind the tea garden of Tabakoshi for the one and only Kanchenjunga... After reaching Lepcha jagat, you will feel lost within the valley of pine trees and Kanchenjunga... well of course it will be waiting for you playing hide and seek with the clouds....
Day 3: Are you bored of your alarm clock! Well on 15th November, 2021 you will wake up from the chirping of the birds of Lepcha jagat... After breakfast again we will leave for our next destination, Darjeeling; our stay at Darjeeling is for two days, after lunch, your ride will be waiting for you to make a quick visit at the Darjeeling zoo, well if you are at Darjeeling, how can we miss out the mall visit! On your return, you can take a peek at the mall and after returning to the Hotel dinner will be served...
Is it sounding exciting! Well there's more....
Day 4: Well on 16th November, 2021 after breakfast we will be out for sightseeing, Peace Pagoda, Japanese Temple, Ghoom Monastery, Batasia Loop, Dali Monastery, Rock Garden, Happy Valley Tea Estate, and Jamunia, you must be thinking so much to see and that too at such a short time, when will we have lunch? Don't worry, it's all sorted, and then what!! Well again back to the bargaining at mall or maybe some selfies at Glenary's and Keventer's to upload at Facebook and Instagram...
Day 5: On 17th November, 2021, after breakfast again we will seek out our new destination Tinchuley, on our way we will do few sightseeing like, Takda Orchid Garden, Gumbadara View Point, Lamahatta, and many more... After reaching our home stay, lunch will be provided, since we are almost at the end of our short trip, today we have something special for the evening, how about enjoying some bonfire with a feel of winter!!
Day 6: After breakfast we will leave for Tinchuley View Point and Tinchuley Monastery. On returning to the home stay, after lunch we will be packing our bags with loads of memories and leave for NJP...
If you want to be a part of this solitary retreat, contact us at:
Call/ whatsapp @7439957028
Booking open