21/11/2023
■23/03/2024 - আমাদের যাত্রা শুরুর দিন আজ । স্বপ্নের ভূস্বর্গে কয়েক টা দিন হৈ হৈ করে কাটানোর উত্তেজনা সাথে করে ট্রেন সফর শুরু করব 13151 KOAA JAT Exp এ সকাল 11.50 টায়।
■24/03/2024 - আজকে পুরো দিন টাই কাটবে ট্রেন সফরে আর সাথে ভূস্বর্গে পৌঁছনোর তাড়া।
■25/03/2024 - সকাল 8.50 এ জম্মু পৌঁছে আমরা রওনা দেব আমাদের প্রথম দুদিনের গন্তব্য কাটরা হোটেলের উদ্দেশ্যে । কাটরার হোটেলে পৌঁছে প্রত্যেকে নিজেদের পরিবার সহ ঘর নিয়ে স্নান ও খাওয়া -দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম করবেন এবংসময় করে বৈষ্ণোদেবী যাত্রার পরচি সংগ্রহ করতে যেতে হবে।
■26/03/2024 - মাতা বৈষ্ণোদেবী মন্দির দর্শন সেরে আমরা হোটেলে ফিরে আসব। আজ আমাদের হোটেলে ফিরে আসতে প্রায় বিকেল হয়ে যাবে। সন্ধ্যার পর হোটেলে বিশ্রাম এবং রাত্রিবাস । আর অবশ্যই পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুতি নিতে হবে।
■ 27/03/2024 - আমরা সকাল সাড়ে আটটার মধ্যে প্রাতরাশ সেরে কাটরা থেকে রওনা দেব পহেলগাঁমের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের আভাস কিছুটা পেয়েই যাব পাটনিটপ দর্শনের মাধ্যমে । এরপর পহেলগাঁম পৌঁছে প্রথমে নিজেদের পরিবার নিয়ে হোটেল Room এ Check In করে গরম
চায়ের কাপ হাতে গিয়ে বসবেন হোটেলের আঙিনায় - আর প্রাণ ভরে উপভোগ করবেন পাইন ঢাকা পাহাড় ও ঠিক পাশে দিয়ে বয়ে চলা লিডার নদীর জলের আওয়াজ। আজ আমাদের রাতের ঠিকানা অবশ্যই শ্রীনগর হোটেলে
■ 28/3/2024 - তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে তা না হলে হয়ত মিস্ হয়ে যাবে সকালের রোমান্টিক সৌন্দর্য যার জন্য পহেলগাঁম যাওয়া। এরপর প্রাতঃরাশ সম্পূর্ণ করে আপনারা যাবেন আরু ভ্যালি,বেতাব ভ্যালি ও চন্দনওয়ারি যে ট্যুরে। আর দুপুরের খাওয়া দাওয়া সেরে যাবেন বৈশারণ ভ্যালি। আজও রাত্রিবাস পহেলগাঁম হোটেলে।
■ 29/03/2024 - আজকে আমাদের গন্তব্য পরিবর্তনের দিন
প্রাতঃরাশের পর্ব মিটিয়ে আমরা রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্য। এই যাত্রাপথে আমরা দেখব জাফরান চাষের জন্য বিখ্যাত পামপোর, অবন্তীপুরার শিব মন্দির, হালামুলার ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। এরপর শ্রীনগর পৌঁছে আমরা উঠব Dal Lake এর বুকে ভাসমান ঐতিহ্যের House Boat এ। দুপুরের খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে আমাদের নির্ধারিত শিকারা ভ্রমণ। আমরা আনন্দ নেব সূর্যাস্তের সময়কার অপরূপ সৌন্দর্য আর Dal Lake এর সেই বিখ্যাত Floting Market এর। আজকের রাতটা অবশ্যই আমরা কাটাব House Boat এই।
■ 30/03/2024 - আমাদের আজ আবারও গন্তব্য বদল। হাউসবোট থেকে আমরা তিন দিনের জন্য গিয়ে উঠব শ্রীনগর হোটেলে। আজকে আমরা Gulmarg এ ঘুযতে যাব। শ্রীনগর থেকে রওনা দিয়ে পিরপঞ্জাল এর দৃশ্য, রাস্তার ধারে রংবাহারি ক্ষেতের শোভা দেখতে দেখতে নরবাল,কুনজার, ট্যাংমারগ পেরিয়ে আমরা পৌঁছে যাব Gulmarg। এরপর আপনারা নিজের খরচে গন্ডোলা করে যেতে পারেন আফারওয়াট অবধি। এছাড়াও দেখে নিতে পারেন Golf Course, মহারাজা Palace ইত্যাদি । এরপর আমরা ফিরে আসব শ্রীনগর হোটেলে।
■ 31/03/2024 - আমাদের গন্তব্য 2730 মিটার উচ্চতার Sonmarg।শ্রীনগর থেকে Sonmarg এর 84 কিমি যাত্রা পথে সবুজ ঘাসে মোড়া পাহাড়ি ঢাল,পাইন গাছের বন, তাজিওয়াস হিমবাহের অপরূপ সৌন্দর্য, মুগ্ধ করবেই।শ্রীনগর থেকে Sonmarg গামী রাস্তাই হজরতবাল গান্দেরবাল হয়ে কারগিল, জোজিলা পাস যাচ্ছে। Sonmarg যাবার পথে আমরা অবশ্যই থামব ওয়াইল ব্রিজে । এরপর Sonmarg পৌঁছে আপনারা পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে ঘুরে আসতে পারেন তাজিওয়াস হিমবাহ থেকে কিংবা আলাদা গাড়ি ভাড়া নিয়ে Zero Point থেকে। Sonmarg ঘুরে আমরা এরপর ফিরে আসব শ্রীনগর হোটেলে ।
■ 01/04/2024 - প্রাতঃরাশের পর আমরা যাব শ্রীনগর শহরে মোগল সম্রাটদের তৈরি শালিমার বাগ, নিশাত বাগ, চশমাশাহি, পরিমলহল সঙ্গে টিউলিপ বাগান শঙ্করাচায মন্দিরে। সন্ধ্যার দিক টা বরাদ্দ থাকবে লালচকের
বাজার কিংবা ডাল লেকের ধারে বাজার থেকে কেনাকাটার জন্য।
■ 02/04/2024 - শ্রীনগর হোটেল ছেড়ে আজ সরাসরি জম্মু চলে যাব আমরা। জম্মু থেকে রাত নটার সময় অমৃতসর গামী ট্রেন।
■03/04/2024 - রাত দেড়টা নাগাদ অমৃতসর পৌঁছনোর সাথে সাথেই আপনাদের হোটেলে পৌঁছে দেব।বাকি রাত টা বিশ্রাম করে সকালে প্রাতঃরাশের পর প্রথম যাবেন জালিয়ানওয়ালা বাগ, Golden Temple, দূর্গিয়ানা টেম্পল এবং দুপুরের খাওয়া দাওয়ার পর যাবেন ওয়াগা বর্ডার। এরপর ফিরে এসে হোটেলে রাত কাটানো।
■ 04/04/2024 - আজ সন্ধ্যা 6.30 pm এ কলকাতা গামী ট্রেন ধরব আমরা।
■ 05/04/2024 - সারাদিন ট্রেনেই কাটবে।
■ 06/04/2024 - কলকাতা ফিরে আসব অনেক অনেক মধুর স্মৃতি নিয়ে।