29/01/2023
❤️ চলুন যাই সুন্দরবন। ❤️
🏞️তিন দিন দুই রাত। মাথা পিছু খরচ 3200 টাকা। আহারাদি, সরকারী গাইড ও অভিজ্ঞ ট্যুর ম্যানেজার সহ। 🌹
🚻 দর্শনীয় স্থান- সজিনাখালি,🐊 পাখিরালয়, 🦜সুধান্যখালি,🐢 কালিতলা, 🐅শরৎ খালি ১ ও ২ এবং আরো অনেক জায়গা।
🚄যাত্রার দিন ১৫ ই ফেব্রুয়ারী। উত্তর ২৪ পরগনা ন্যাজাট থেকে সকাল ৮:৩০ এ লঞ্চ ছাড়বে এবং ১৭ তারিখ বিকালে ন্যাজাট ঘাটেই লঞ্চ থামবে। লঞ্চেই ফ্যামিলি নিয়ে রাত কাটানো স্নান ও বাথরুমের ব্যাবস্থা।
🏬 আলাদা করে হোটেল নিতে হলে 800-1000 টাকার ভেতর ফোর বেডের ভালো রুম করে দেওয়ার দায়িত্ব আমাদের। তবে লঞ্চেই রাত কাটাতে পারেন। ৫৫ জনের ক্যাপাসিটি আছে লঞ্চে।
⭕ বি:দ্র:- ফ্যামিলি ট্যুর। এবং বুকিং এর শেষ তারিখ ১ লা ফেব্রুয়ারী।
🔷🔷 মেনু 🔷🔷
🌝দিন-১
🌤️সকালে- ডিম, কলা, পাউরুটি
☀️দুপুরে- ডাল, ভাত, আলু ভাজা, মাছের কালিয়া, চাটনি, পাপড়।
🌥️সন্ধ্যা- চাউমিন।
🌙রাতে- ভাত, ডাল, ভাজা, ডিমেরকারি, মিষ্টি।
---
🌝দিন- ২
🌤️সকালে- কচুরি, চানা মটর।
🌞দুপুরে- ভাত, ডাল, বেগুনি, সব্জী , খাসির মাংস, চাটনি, পাপড়।
🌥️সন্ধ্যায়- এগরোল।
🌙রাতে- ভাত, ডাল, আলু ভাজা, মাছের কালিয়া।
---
🌝দিন ৩
🌤️সকাল- রুটি, কাশ্মীরি আলুর দম।
🌞দুপুর- ভাত, ডাল, মালাইকারী, মুরগীর মাংস।
🌥️সন্ধ্যো- চা, পকোরা।
WhatsApp-💠 Phoon
83919 69417(Bishnu)
8250828103 (Sukanta)
9609407905 (Rintu)
8637514724 (Samir)