
23/05/2025
আকাশ ঘিরে এখন কালো মেঘের আনাগোনা, শোনা যাচ্ছে বর্ষা সুন্দরীর আগমনি বার্তা..পাহাড় এখন সেজেছে সবুজের মায়াবী সাজে..পাহাড়ের হাতছানি এখন উপেক্ষা করা কঠিন..তবুও আপনি হয়তো ভাবছেন সঠিক সময় পুজোর ছুটি..কিন্তু আপনার অনেক জানা জায়গার মধ্যে ঠিক করে উঠতে পারছেন না সঠিক গন্তব্য..তাহলে চোখ রাখুন TRAVEL ICON..The Offbeat Destination Explorer এর আজ ও আগামী প্রতিবেদন গুলিতে..কারণ আমরা আপনাকে আপনার সাধ্য আর চাহিদার মেল বন্ধনে পৌঁছে দেবো সঠিক গন্তব্যে..আজ উত্তর বঙ্গের এমনই এক গ্রামের গল্প শোনাবো..
কাফেরগাঁও:••••••
★কুয়াশা ও মেঘে ঢাকা পাইন গাছে ঘেরা এই ছোট্ট গ্রামটি। কালিম্পং থেকে প্রায় 43 কিমি এবং শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 100 কিমি। এখানে একটি বৌদ্ধ মন্দির ও প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। প্রকৃতি উপভোগ ও পাখি দেখার জন্য বিখ্যাত কাফেরগাঁও। নেওরাভ্যালি ন্যাশনাল পার্কে ওঠার সূচনাবিন্দুও। শিলিগুড়ি থেকে সেবক ব্রিজ পেরিয়ে ডামডিম-গরুবাথান হয়েও আসা যায় কাফেরগাঁও।
★থাকার জন্য রয়েছে " Himalayan Hideaway Resort "এই সুন্দর রিসর্টটি যার Associated Travel Partner হলো TRAVEL ICON..The Offbeat Destination Explorer(A Trusted Name In Offbeat Tourism Since 2014। উন্নত ও সুব্যাপ্ত কাঞ্চনজঙ্ঘার রুপোলি মুকুট কাফেরগাঁও অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। মূল শহর ছাড়িয়ে জঙ্গলের নিরিবিলি পথে ঘুরে বেড়ালেও মন তরতাজা হয়ে উঠবে। ভোরের কুয়াশায় মাঝে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। সন্ধ্যে নামলে এ যেন এক অপরূপ দৃশ্য। মনে হয় অগুনতি জোনাকি দীপ জ্বালিয়ে রেখেছে পাহাড়চুড়োয়। এখানে বসে বসেই সময় কাটিয়ে দেওয়া যায় দুটো দিন
----- কাফেরগাঁও হাইডওয়ে হোমস্টে ( KAFFERGAON HIDEWAY HOMESTAY) —--
কাফেরগাঁও, সবুজ পাহাড়ের কোলে অবস্থিত কালিম্পং জেলার এক অতি শান্ত ও সুন্দর গ্রাম। এই গ্রামের বিশেষত্ব তার অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ, আর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন, যে একবার এখানে আসলে মন চায় ফিরে আসতে বারবার। আর কাফেরগাঁও - এর এই স্বর্গীয় সৌন্দর্যের মাঝেই আপনার জন্য অপেক্ষা করছে কাফেরগাঁও হাইডওয়ে হোমস্টে । পাহাড়ি কাঠ আর স্থানীয় উপকরণে তৈরি এই হোমস্টের প্রতিটি ঘরেই রয়েছে আরামের ছোঁয়া আর জানালার বাইরে রয়েছে দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য সাথে গরম চা বা কফি হাতে মেঘ আর রোদের লুকোচুরি দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে, তা টেরও পাবেন না – যা এককথায় বললে অসাধারন । চাইলে আবার পায়ে পায়ে পাহাড়ি পথ ধরে আবিষ্কার করতে পারবেন কাফেরগাঁও-এর গ্রামীণ জীবন কিংবা ঠান্ডা রাতে উষ্ণ বোনফায়ারের পাশে বসে গল্পের আসর আর আকাশভরা তারার মেলায় হারিয়ে যেতেও পারবেন —- সবকিছুই যেন আপনাকে আরো জীবন্ত করে তুলবে সেই সাথে, এনাদের উষ্ণ আতিথিয়তা আর স্থানীয় চমৎকার খাবারের স্বাদ আপনার মন ভরিয়ে দেবে।
কাফেরগাঁও হাইডওয়ে হোমস্টে-র পাশাপাশি TRAVEL ICON..The Offbeat Destination Explorer (A Trusted Name In Offbeat Tourism Since 2014)র কাছে পাবেন আশেপাশের লোকেশন সংক্রান্ত তথ্য। আপনার পছন্দ অনুযায়ী customize tour package। আমাদের Expert consultant এর সঠিক গাইডেন্সে যা আপনার বেড়ানোর আনন্দ অনেকগুণ বাড়িয়ে তুলবে নিশ্চিত ভাবে।
➽ NJP থেকে কাফেরগাঁও হাইডওয়ে হোমস্টের দূরত্ব প্রায় ১২০ কিমি, রিজার্ভ গাড়িতে সময় লাগবে প্রায় ৩.৫ থেকে ৪ ঘন্টার মত। গাড়ি ভাড়া সিজন এবং অফ সিজন অনুযায়ী নির্ধারিত হয়। গাড়ি ভাড়া আনুমানিক ৩৫০০ থেকে ৫৫০০ এর মতো হয়ে থাকে ।
➽ হোমস্টের খরচ - Rs.১৬০০ জনপ্রতি প্রতিদিন সমস্ত মিলসহ, এর মধ্যে সকালে চা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, সন্ধ্যার snacks, ডিনার -সব অন্তর্ভুক্ত রয়েছে।
➽ এখানে যে ভাবে আপনারা সময়ে কাটাতে পারেন:
Visit nearby attractions
Nature Photography
Bird Watching
Local Culture Exploration
Visit tea gardens
➽ আপনারা সারাবছর এই জায়গাটিতে ঘুরে আসতে পারেন
কি করে আসবেন এখানে ---- আমাদের সাথে অগ্রিম বুকিং করে আসলে আমাদের গাড়ি সময় মতো নিউ জলপাইগুড়ি /শিলিগুড়ি /নিউ মাল /বাগডোগরা থেকে পিক করে নিয়ে আসবে আপনাদের।
আর কোনো ব্যক্তি নিজে আসতে চাইলে নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়ি করে প্রথমে লাভা তারপর সেখান থেকে নিজস্ব
গাড়ি বুক করে আসতে পারেন. এই পথের পারিপার্শ্বিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই
পথে কি কি দেখবেন --- নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে গরুবাথান দেখে, একে একে jhandi, পাপারখেতি, লাভা পার করে পৌঁছে যান আমাদের Associated Himalayan Hideaway Homestay তে
** বড় গ্রুপ এর জন্যে বিশেষ ছাড়ের সুবিধা নিতে আমদের সাথে যোগাযোগ করুন
কোথায় কোথায় ঘুরবেন ---- এখান থেকে sight seeing করতে পারেন চারখোল ,ঝন্ডি ,লোলেগাঁও ,লাভা , রিশপ, তাছাড়া কালিম্পং শহরের পুরো sight seeing করতে পারেন ।
একবার সময় বের করে শহরের কোলাহল ছেড়ে চলে আসুন এখানে দুটি দিন(2N/3D, অথবা 3N/4D) কাটানোর জন্য ।কথা দিচ্ছি আপনাকে হতাশ হতে হবে না। আপনি কোথায় কোথায় রাত্রি যাপন করবেন, কোথায় কোথায় ঘুরবেন তা সাজিয়ে দেবার দায়িত্ব আমাদের. আপনাদের আতিথিয়েতার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি ।
নোট - এখান থেকে সিল্করুট ও ঘুরে নিয়া যায়
তাহলে আসুন নতুন স্বপ্নের ডানা মেলতে আমাদের হাত ধরে ✈️
TRAVEL ICON ..The Offbeat Destination Explorer নিয়ে এসেছে আপনাদের জন্য বিশেষ ভ্রমণ পরিকল্পনা ও আকর্ষণীয় অফার!
ভ্রমণের মাধ্যমে জীবনে আনুন অফুরন্ত আনন্দ ও সৌভাগ্য!
📞 যোগাযোগ করুন: 8910605016 (wap) 8981620940(wap)
E.mail: [email protected]
🌐 fb link:
https://www.facebook.com/Travelicon14
TRAVEL ICON — আপনার ভ্রমণের নির্ভরযোগ্য সঙ্গী
** আমরা বর্তমানে 250 এরও বেশী Offbeat Darjeeling Kalimpong Dooars Sikkim এর Homestays Farmstays Hotels Resorts এর Associated Travel Partner
** আমরা আমাদের অভিজ্ঞতা নিয়ে আপনাদের জন্যে সমগ্র ভারত নেপাল ও ভুটানের যে কোনও জায়গায় আপনাদের সময়ে ও বাজেট বান্ধব customized Package Tour (Family Friends Office [corporate] Educational Institution Solo) এর ব্যবস্থা করে থাকি
** আমরা দেশের সর্বত্র আপনাদের পছন্দের ও বাজেট এর যে কোন Hotel Resort ও যে কোনও ধরনের Transportation ( Cab Traveler Bus) এর ব্যবস্থা করে থাকি
** আমরা Tourism Industry তে 10 বছরের ও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে 24×7 আপনাদের সেবায় নিয়োজিত আছি
তাহলে আর দেরি কেন..আজ যোগাযোগ করুন বিস্তারিত জানতে
TRAVEL ICON..The Offbeat Destination Explorer (A Trusted Name In Offbeat Tourism Since 2014)
Office: Madhyamgram Lake Road
** Follow করুন আমাদের পেইজ টি..অন্য দিন আবার আসবো আরও নতুন নতুন অফ বিট জায়গার সন্ধান দিতে