07/08/2023
অরুণাচল প্রদেশ !
"উদীয়মান সূর্যের দেশ" অরুণাচল প্রদেশকে প্রকৃতি তার সমস্ত সুন্দর রূপগুলি একত্রিত করে সাজিয়ে দিয়েছে |
ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার রাজ্যগুলির মধ্যে আয়তনে দ্বিতীয় বৃহত্তম অরুণাচল প্রদেশ, এখনো বেশিরভাগ ভ্রমনার্থীদের কাছে অনেকটাই অজানা অথবা অদেখা |
পূর্বে মায়ানমার, পশ্চিমে ভূটান এবং উত্তরে চিনের তিব্বত অঞ্চলের সাথে আন্তর্জাতিক সীমান্ত ভাগ রয়েছে আর এটির দক্ষিনে রয়েছে ভারতবর্ষের আসাম ও নাগাল্যান্ড রাজ্য |
সরকারি অনুমতি সাপেক্ষে বেশীরভাগ স্থানই বর্তমানে ভ্রমনার্থীদের জন্য উন্মক্ত |
বরফাবৃত্ত হিমালয় পর্ব্বত শ্রেনীর উত্তর-পূর্ব অংশ, সু-উচ্চ গিরিপথ, অগুন্তি হ্রদ, দৃষ্টিনন্দন জলপ্রপাত, চঞ্চলা নদী, সবুজ-নীবিড় জঙ্গল এবং মোহময়ী উপত্যকার সমন্ময় .... প্রকৃতির এক অভাবনীয় সৃষ্টি !
এছাড়াও, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের অসাধারন কৃতিত্তের নিদর্শন এবং সু-উচ্চ ভারত-চীন সীমান্তে নিজেদের উপস্থিতিও এক বিস্ময়কর অনুভুতি |
আমরা, এখানকার সব ট্যুরিষ্ট স্পটে বেড়ানোর সমস্ত পরিষেবা অর্থাৎ থাকা-খাওয়া, যাতায়াত ও বেড়ানো এবং সরকারি অনুমতির ব্যাবস্থা করে থাকি |
ভ্রমন ইচ্ছুকেরা বিশদে জানার জন্য হোয়াটসএ্যাপ মেসেজ করুন এই নম্বরে: ৯০০৭২০৬৬৫১ |
নমস্কার !