27/11/2021
ট্রাভেল এজেন্ট হিসাবে কিছু গেস্টদের কাছে কয়েকটি আবেদন:
০১. একই ট্যুরের জন্য বিভিন্ন ট্রাভেল কোম্পানি বিভিন্ন রেট দিয়ে থাকে। স্বল্প মূল্য না দেখে, দেখুন কোন এজেন্ট কত দিনের ট্যুর অফার করছে, ট্যুর শুরু আর শেষ কোথায়, কি কি পরিষেবা দিচ্ছে, কোথায় কত রাত স্টে করাচ্ছে, হোটেল ক্যাটাগরি কি ইত্যাদি। টাকার পরিমাণ দেখে বিচার করলে ঠকবেন। পরে গ্রুপে হাহুতাশ করে লাভ নেই।
২. ট্রাভেল এজেন্ট বাছার ক্ষেত্রে পারদর্শিতা দেখান যতটা রেট কম করার ব্যাপারে দেখান। ব্যাঙ্ক ডিটেলস, ট্রেড লাইসেন্স ইত্যাদি দেখে পয়সা দিন, কম পয়সা র পেছনে ছুটবেন না।
৩. আজকাল বেশিরভাগ ট্রাভেল এজেন্সির কাজ অনলাইন চলছে। ট্রাভেল এজেন্টের পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স নম্বর, প্রয়োজনে চেয়ে নিন। যদি তাতেও অনলাইন টাকা দিতে সন্দেহ হয়, তাহলে আপনার বুকিং না করাই উভয়ের পক্ষে ভালো। সন্মান এবং ভরসা উভয়েরই পাওয়া উচিত।
৪. ট্রাভেল এজেন্টকে টোকেন এডভান্স দিয়ে, বাকি টাকা ট্যুর শুরু হলে দেব টাইপ মানসিকতা পোষণ করবেন না কারণ আপনার জন্য হোটেল, গাড়ী, পারমিট অগ্রিম বুকিং করতে যে টাকা লাগে সেটা অন্তত বিবেচনা করে এডভান্স করবেন। নইলে নিজের গিয়ে বুক করুন (তাতে অন্তত কাউকে দোষারোপ করতে পারবেন না)।
৫. ট্যুর চলাকালীন সময় সমন্ধে সচেতন থাকুন। মনে রাখবেন, আপনি দেরি করলে পৃথিবীর কোনো ট্রাভেল এজেন্টের ক্ষমতা নেই যে আপনাকে সব জায়গা সময়ের মধ্যে ঘুরে দেখাবে। তাই অযথা নিজের ভুলের জন্য ট্রাভেল এজেন্টদের দায়ী করবেন না।
৬. অনেকেই দেখি গ্রুপে অভিযোগ করেন যে কেন ট্রাভেল এজেন্ট রা প্যাকেজ মূল্য জিজ্ঞেস করলে ইনবক্স দেখতে অনুরোধ করে প্রকাশ্যে না বলে। বেক্তিগত ভাবে আমিও কিছু অংশে এই দাবীর সাথে সহমত পোষণ করি। তবু একবার ভেবে দেখুন তো ডেট, কতজন ট্রাভেল করবেন, কবে ট্রাভেল করবেন, বাচ্ছা থাকলে তার বয়স কত, কত রুম লাগবে ইত্যাদি তথ্য ছাড়া কি সঠিক রেট দেওয়া ট্রাভেল এজেন্টদের পক্ষে সম্ভব? নিজেরাও নিজেদের ত্রুটি মানতে শিখুন।
৭. অনেক অভিজ্ঞ, জ্ঞানী ভূপর্যতক আজকাল গুগলের কৃপায় কিছু জায়গায় ঘুরে, সসম্মানে ব্যবসা করা, আপাত শিক্ষিত ট্রাভেল এজেন্টদের চিটিংবাজি, দালাল ইত্যাদি উপাধি দিচ্ছেন। কোন অধিকারে? আপনার পোষালে প্যাকেজ বুকিং করবেন, নইলে নিজে বেড়াতে যাবেন - মিটে গেল। যেই অপগন্ড অন্য মানুষকে সন্মান দিতে পারে না, সে আর যাই হোক পর্যটক হতে পারে না।
৮. হোম স্টে র রেট কেন বেশি এটা বুঝতে টুরিস্ট থেকে অভিধানের বাইরে বেরিয়ে পর্যটক হতে হবে। যারা সেটা পারবেন না, প্লিজ অফবিট জায়গায় গিয়ে হোম স্টে তে থাকবেন না। আমি যেমন ফিজিক্স বুঝি না, সেটা আমার ত্রুটি, ফিজিক্স এর তথ্য গুলো ভুল নয়।
৯. আপনার বাড়ীর ১৩/১৪ বছরের সন্তান আপনার কাছে বাচ্ছা, সেটাই স্বাভাবিক। কিন্তু হোটেলে তাকে এডাল্ট হিসাবেই গণ্য করবে। অযথা ৯ - ১০ বছরের উর্ধে সন্তানদের বাচ্ছা বানিয়ে ডিসকাউন্ট চেয়ে নিজেদের বিব্রত করবেন না।