TO & FRO is operating customized tour for your own small personal group. We are Active Member of TAAB Of India. TO & FRO Authorized/Recognized by:
MSME-Govt.
(1)
Address
199, Nagendra Nath Road Satgachi, Dum Dum
Kolkata
700028
Opening Hours
Monday | 10am - 9pm |
Tuesday | 10am - 9pm |
Wednesday | 10am - 9pm |
Thursday | 10am - 9pm |
Friday | 10am - 9pm |
Saturday | 10am - 9pm |
Sunday | 10am - 1pm |
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when To & Fro , Travel with smile fills you up from inside posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to To & Fro , Travel with smile fills you up from inside:
Videos
Shortcuts
Category
Our Story
TO & FRO এমন এক ভ্রমণ সংস্থা যারা সকলের কথা ভেবে ভ্রমণ পরিচালনা করে। প্রত্যেক মানুষের সুবিধা-অসুবিধা বা পছন্দ –অপছন্দের কথা ভেবে তাদের মতন করে ভ্রমণসুচী তৈরি করে। আমাদের লক্ষ্য হল সত্যিকারের ভ্রমণ পিপাসু মানুষের তৃষ্ণা মেটানো। বেড়াতে চলুন আপনার নিজের বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন-দের নিয়ে তৈরী ছোট গ্রুপ (কমপক্ষে ৮জন থেকে ১৬ বা ২০ জন অ্যাডাল্ট মেম্বার যাদের বয়স ৯+)নিয়ে আপনাদেরই পছন্দ মতন যেকোন দিনে। আপনারা যাঁরা ব্যক্তিগত ছোট দল নিয়েই বেড়াতে যেতে ভালোবাসেন আমরা তাঁদের সুবিধা মতন, বাজেট অনুযায়ী বা অন্যান্য ইচ্ছানুযায়ী আকর্ষনীয় ভাবে প্যাকেজ পরিবেশন করি। এক্ষেত্রে সুবিধা হল এই যে, আপনাদের ৩০-৪০ জন দিয়ে তৈরী অচেনা মানুষের দলের সঙ্গে বেড়াতে যেতে হয়না। কোনোপ্রকার অসন্তোষ/মনোমালিন্য মনে পুষে রেখে বেড়াতে হয়না এবং এই কারণে আপনার নিজের গ্রুপের স্বতন্ত্রতা বজায় থাকে, যা আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা আপনাদের বাজেট অনুযায়ী সমস্ত প্যাকেজ তৈরী/পরিবর্তন/পরিমার্জন করে থাকি। এছাড়াও আপনাদের সুবিধার্থে নিজেদের ইচ্ছানুযায়ী, নিজস্ব বাজেট অনুযায়ী লাঞ্চ ও ডিনার করার সুযোগ দিয়ে থাকি, এতে আপনাদেরই টাকা সাশ্রয় হয়। প্যাকেজ রেট দেওয়ার সময় আমরা এই খরচ ছাড়াই রেট ধার্য করি।প্রসঙ্গতঃ জানাই যাঁরা ট্যুর বিবরনী ভালো করে না জেনে-বুঝে, কোন্ কোন্ স্থান ভ্রমণে থাকবে এবং কিভাবে সেই স্থান আমরা ভ্রমণ করব, সাইটসিয়িং- স্পট এর এন্ট্রি ফি দেওয়া হবে কিনা বা সেই খরচ কম না বেশী ইত্যাদী গুরুত্বপূর্ণ বিষয় কোনো আলোচনা না করে কেবলমাত্র কম খরচে প্যাকেজ ট্যুর করানোর এবং সেই সঙ্গে তিনবেলা বাঙালি খাবারের ভুঁড়িভোজ এই দুই প্রতিশ্রুতিকেই প্যাকেজ ট্যুর বুক করার মূল কারণ হিসাবে গণ্য করেন, তাঁরা আমাদের সঙ্গে ট্যুরে গেলে এই সুবিধাগুলি নাও পেতে পারেন। আমাদের ট্যুরে বাঙালি খাবারের ভুঁড়িভোজ করাবো এমন প্রতিশ্রুতি বা অন্য কোনপ্রকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা ট্যুর বুক করিনা। যে কোন নতুন জায়গাতে ভ্রমণের একটা অঙ্গ সেখানকার লোকাল খাবার চেখে দেখা। বাঙালি খাবার তো সারা বছরই খাই আমরা। আমরা এটাই বিশ্বাস করি যে, যাঁরা প্রকৃতঅর্থে ভ্রমণপিপাসু তাঁরা কেবল মাত্র ভাত-ডাল-মাছ খাবার জন্য বেড়াতে যাননা। আমাদের ট্যুর বুক করার আগে আমাদের প্যাকেজ / দিনলিপি / কি কি অন্তর্ভুক্ত / বহিঃর্ভুক্ত আছে, হোটেল-গাড়ীর শ্রেণীবিচার করে নেবেন, তারপর বুক করবেন। আমরা TAAB –এর সদস্য এবং G.S.T Registered ট্যুর অপারেটর, তাই আমাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশী দায়বদ্ধতা থাকে, এবং আমাদের একটা নির্দিষ্ট Code of Conduct এবং Quality of Standard maintainকরতে হয় বলে সস্তায় ট্যুর করানো সম্ভব হয়না।
আমরা যেগুলি করিনাঃ · আমরা কোন বেনামী রেলের টিকিট কেটে ভ্রমনার্থীদের নিয়ে বেড়াতে বেরোই না । · অযথা মিথ্যা প্রতিশ্রুতি দিইনা। · ভ্রমণ চলাকালীন নিজেদের দায়িত্ব এড়িয়ে যাই না । · সচেতন ভাবে কোন ভ্রমনার্থী কে অসুবিধায় ফেলিনা। সাধারণত আমরা সেই সব ভ্রমনার্থী-দের নিয়ে ভ্রমণে যেতে আগ্রহী নই, যারা শুধুমাত্র মাছের বড় টুকরো, মাংসের পরিমাপ বা হোটেলের ঘরের পরিসর ছোট না বড় এইসব ব্যাপার নিয়েই বেশী মাথা ঘামান, বেড়ানোর প্রতি মোটেও আগ্রহী হন না । যে সকল ভ্রমনার্থী সত্যিকারের প্রকৃতি- প্রেমী,ভ্রমণ পিপাসু, অ্যাডভেঞ্চারপ্রিয় বা যে সকল ভ্রমনার্থী চাঁদনী রাতে , ঘোর বর্ষায় বা হিমেল হাওয়ার টানে নিজেকে উজাড় করে প্রকৃতির শোভা উপভোগ করতে জানেন, আমরা তাদের নিয়ে ভ্রমনে যেতে খুব উৎসাহিত বোধ করি। TO & FRO Associated with Travel Agents Association of Bengal (TAAB) as an Active Member.D