12/02/2024
“এখন আমি একটা পাহাড় কিনতে চাই।
সেই পাহাড়ের পায়ের
কাছে থাকবে গহন অরণ্য,
আমি সেই অরণ্য পার হয়ে যাব,
তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়।
একেবারে চূড়ায়,
মাথার খুব কাছে আকাশ,
নিচে বিপুল পৃথিবী,
চরাচরে তীব্র নির্জনতা।
আমার কষ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না।”
-সুনীল গঙ্গোপাধ্যায়।।
বেড়িয়ে পড়ুন আমাদের সাথে কটা দিন.... নিজেকে নতুন করে খুঁজে দেখুন পাহাড়ি নির্জনতায়। সঙ্গী হোক ওক, পাইন, রডোডেনড্রন আর নাম না জানা ফুলের দল... পাখিদের কুহুতানে ভেসে যাক আপনার নতুন প্রভাত। আমাদের হোমস্টের জানালার পর্দা সরালেই তখন এক অপার্থিব জগৎ। স্বর্ণালী কাঞ্চনজঙ্ঘায় সূর্যের আলোর খেলা আপনাকে এক অনন্য পরিবেশে এনে ফেলবে .... গরম চা/কফির কাপে চুমুক দিতে দিতে আপনি হারিয়ে যান নিজের মধ্যে।
গতানুগতিক ব্যস্তসমস্ত নাগরিক জীবনের পায়ে বেড়ি পরিয়ে কয়েকদিন আপনার সঙ্গী হোক পাহাড়ি পথের বাঁক, ঝর্ণার উচ্ছ্বলতা.... ধোঁয়া ওঠা ম্যাগির প্লেট আপনাকে বার বার মনে করাবে কত অল্পতেই জীবনে সুখী হওয়া যায়, শুধু তা খুঁজে নিতে জানতে হয়।
দিবাবসানে গরম মোমোর সঙ্গে আপন মনের মাধুরী মিশিয়ে উপভোগ করুন এক মায়াবী সন্ধ্যা - যখন তারাদের দল আকাশের চাদর ছাড়িয়ে নেমে আসে আশেপাশের সব নাম-না-জানা পাহাড়ের কোলে, নরম জ্যোৎস্নায় ভেসে যায় চরাচর, তখন নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার অনাবিল আনন্দ বুকে নিয়ে পরের দিনের আবার এক নতুন আশ্চর্য সফরের স্বপ্ন দেখা শুরু করুন।
আপনার পাহাড়ী জীবনের স্বপ্ন পূরণ করতে আমাদের সঙ্গী হোন, বিশদে আমাদের বিভিন্ন পাহাড়ি আস্তানা এবং বিবিধ সফরসূচী ঐ আনুষঙ্গিক পরিষেবাগুলির কথা জানতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে....
📲 9830689177 / 9830107780 / 9830107879
📧[email protected]
SpringVale Resorts Provide tours in Silk Route(Zuluk, Lungthung & Gnathang), Sillery gaon, Rishyap, Kolakham, Daragaon, Ramdhura,Bidhyang