YatraPath

YatraPath Welcome to the family of YatraPath...
(11)

আসবে আমাদের পাহাড় আর ফুল দিয়ে ঘেরা ছোট্টো ঠিকানায়ে???লামাহাটা বোমজান হোমস্টে ❤️❤️❤️
05/05/2024

আসবে আমাদের পাহাড় আর ফুল দিয়ে ঘেরা ছোট্টো ঠিকানায়ে???

লামাহাটা বোমজান হোমস্টে ❤️❤️❤️

যাবেন নাকি এই গরমে ঝাঁপাক করে জলে ঝাঁপ মারতে???? 😉😉😉
04/05/2024

যাবেন নাকি এই গরমে ঝাঁপাক করে জলে ঝাঁপ মারতে????

😉😉😉

🏔️  𝗦𝗜𝗟𝗞 𝗥𝗢𝗨𝗧𝗘 𝗧𝗢𝗨𝗥  🏔️𝐌𝐎𝐁   𝟗𝟏𝟐𝟑𝟎𝟓𝟓𝟕𝟐𝟒/𝟖𝟗𝟏𝟎𝟎𝟔𝟑𝟔𝟒𝟖𝐘𝐀𝐓𝐑𝐀𝐏𝐀𝐓𝐇 𝐓𝐎𝐔𝐑 & 𝐓𝐑𝐀𝐕𝐄𝐋𝐒☃️🌲☃️🌲🌞🦋❄️🏔️⛰️🌲☃️🌲🪟জানালা দিয়ে বাইরে তাকানো য...
04/05/2024

🏔️ 𝗦𝗜𝗟𝗞 𝗥𝗢𝗨𝗧𝗘 𝗧𝗢𝗨𝗥 🏔️
𝐌𝐎𝐁 𝟗𝟏𝟐𝟑𝟎𝟓𝟓𝟕𝟐𝟒/𝟖𝟗𝟏𝟎𝟎𝟔𝟑𝟔𝟒𝟖

𝐘𝐀𝐓𝐑𝐀𝐏𝐀𝐓𝐇 𝐓𝐎𝐔𝐑 & 𝐓𝐑𝐀𝐕𝐄𝐋𝐒

☃️🌲☃️🌲🌞🦋❄️🏔️⛰️🌲☃️🌲
🪟জানালা দিয়ে বাইরে তাকানো যাচ্ছে না এখনিই, মনে হচ্ছে যেন বাইরে সবকিছু ঝলসে যাচ্ছে।🌞🌞
ঘরের বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন "লু" ব‌ইছে চারিদিকে। দিনে একাধিকবার স্নান করেও দরদর করে ঘামছে শরীর। আর তার সাথে ঘামাচির প্রাদুর্ভাব এবং শরীরে অসস্তি। 😰😰
আর কটাদিন বাদে এরকমই হতে চলেছে আমাদের "সাহারা মরুভূমি" থুরি "কলকাতা এবং শহরতলীর" অবস্থা। গরমকাল আসার আগেই এখন যেমন হাঁসফাঁস অবস্থা হচ্ছে, June-July মাসে যে কি হবে ভেবেই কষ্ট হয়।🥵🥵🥵🥵🥵

আচ্ছা ধরুন আমি যদি বলি এই June July মাসেই আপনাকে জ্যাকেট পরে থাকতে হবে, কিংবা গিজারের গরম জলে হাত মুখ ধুতে হবে, তাহলে কি আপনি আমাকে পাগল ভাববেন???🤔🤔🤔🤔
আর যদি বলি রাতে কম্বল জড়িয়ে গুটিসুটি করে ঘুমাতে হবে তাহলে নির্ঘাত বলবেন এই গরমে আমার মাথা নষ্ট হয়ে গেছে। 😵‍💫😵‍💫😵‍💫🫨😵‍💫
আজ্ঞে না, আমি যা যা বললাম সেই সবকটাই সত্যি হবে, আর এই কথাগুলো সত্যি করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের 𝑺𝒊𝒍𝒌 𝑹𝒐𝒖𝒕𝒆 𝑻𝒐𝒖𝒓 ❤️❤️❤️❤️

🥰🥰☃️☃️☃️🏔️🗻🗻🗻🏔️🏔️☃️☃️☃️❄️❄️❄️
একটু চোখ বন্ধ করে ভাবুন তো...
পাহাড়ের কোলে ছোট্ট একটা বাড়ি। 🏠 সেই বাড়ির অতিথি আজকে আপনি। আপ্যায়নের কোনো খামতি রাখছেন না ওনারা। সময় মত গরম গরম সুস্বাদু খাবার পরিবেশন‌ই হোক কিংবা আপনার মুখ ফুটে বলার আগেই চায়ের কাপ হাতে ধরিয়ে দেওয়া‌ হোক, আপনার নিজের ঘরের কথা মনে পরবেই পরবে।🥰🥰🥰🥰
আর যদি ব্যালকনি থেকে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাওয়া যায় এবং পাশ দিয়ে বয়ে চলা নদীর আওয়াজ শোনা যায় তাহলে তো কোনো কথাই নেই।
হ্যা, ঠিক এরকম জায়গাতেই রাখবো আপনাদের।
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

আমার কাছে পাহাড়ে ঘুরতে যাবার অন্যতম প্রধান আকর্ষণ হল ওই পাইনে ঢাকা একাবেকা রাস্তা গুলো। রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছগুলো বরাবরই আমাকে মন্ত্রমুগ্ধ করে রাখে। কি যেন একটা টান অনুভব করি ওই কুয়াশামাখা পাইনের জঙ্গলে। আপনিও বোদহয় আমার মতন‌ই এইরকম অনুভব করে থাকেন পাহাড়ে। তাহলে বলবো এই অনুভূতি গুলো আরো গাঢ় হতে চলেছে আপনার।
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

🔍🔍🔍 সিল্করুটে গিয়ে কি কি দেখবেন???🔍🔍🔍

প্রথমেই বলে রাখি পাহাড়ে ফর্দ বানিয়ে ঘোরার পক্ষপাতী আমি একদম‌ই না, বরং অপছন্দ‌ই করি। পাহাড়ে গিয়ে চুপচাপ পাহাড় দেখুন পাহাড়কে উপভোগ করুন। পাহাড় আর মেঘেদের খেলা, খুনসুটি দেখুন। কুয়াশামাখা পাইনের জঙ্গলের নিস্তব্ধতাটাকে উপভোগ করুন‌।
হ্যা, সাইটসিন্ পয়েন্ট‌ও আছে অনেক। সেগুলো হলো,
✓ জুলুক, নাথাং ভ্যালি, বাবা মন্দির, কুপুপ লেক, পদমচেন, লিংতাম, আরিতার, মাংখিম, সিলারিগাও, রিষিখোলা ইত্যাদি। এগুলো তো শুধু জায়গার নাম, এখানে আছে অনেক সাইটসিন পয়েন্টস।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

🚙 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙏𝙤𝙪𝙧 𝙄𝙩𝙞𝙣𝙚𝙧𝙖𝙧𝙮 🚙
Day 1: Pick from Njp railway station and transfer to Sillarygaon.
Day 2: Sillarygaon to Lingtam via Aritar Lake, Mankhim view point, Siddhivinayak Temple sightseeing.
Day 3: Lingtam to Zuluk, Nathang Valley, Old Baba Mandir, Kupup lake sightseeing and back to Lingtam.
Day 4: Lingtam local sightseeing which includes Agamlok Monestry, Hanging Bridge, Bagoda river, Suvnedara etc.
Day 6: After completing breakfast check out from the homestay and transfer to Njp railway station.

✅ 🅸🅽🅲🅻🆄🆂🅸🅾🅽 ✅
Family wise Accommodation
Daily Meals (Breakfast, Lunch, Evening Snacks, Dinner)
All Major Transportation
All sightseeing

❎ ​​🅴🆇🅲🅻🆄🆂🅸🅾🅽 ❎
Permit Charges
Entry Tickets, Packing charges
Syndicate Parking Chgs
Any other food and beverage which is not mentioned above

💰🏧💸💰🏧💸💰🏧💸💰🏧💸💰🏧💸💰🏧
এবার আসি আসল কথায়। খরচ কত???🤔🤔🤔
একদমই বলবো না যে জলের দরে ট্যুর প্যাকেজ দিচ্ছি কিংবা এত সস্তা যে কেউ দিতেই পারবে না। না, বলবো না এসব।
কারন আমরা একটা কোয়ালিটি মেনটেন করি এবং তার জন্য আমাদের একটু খরচ করতেই হয়। যেমন সিল্করুটে বসে সজনে ডাটা ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল হোক কিংবা কাতলা কালিয়া, আমরা গ্যেষ্টদের খাওয়াই।
দুপুরে আলুপোস্ত বানাই এক্কেবারে খাটি‌ পোস্ত দিয়েই, সুক্তোতে দুধের পরিমান জলের চেয়ে বেশিই থাকে। সন্ধ্যে বেলায় ডিমের ডেভিল সার্ভ হয়। 🥨🍟🍕🫔🌮🥙🍛🍲🥗🦞🍣🍤🍨🥮
আর এসব কারনে সত্যি বলতে গেলে আমরা চেয়েও একদম সস্তায় ট্যুর প্যাকেজ বানাতে পারি না। তবে এটা বলতে পারি যে Pocket Friendly ই হবে, খুব বেশি দর হাকবো না।

For 8 Pax - 6,200/- per person
For 7 Pax - 6,500/- per person
For 6 Pax - 7,000/- per person
For 5 Pax - 7,500/- per person
For 4 Pax - 8,000/- per person
For 3 Pax - 9,300/- per person
For 2 Pax - 12,000/- per person
(Please Note, this offer is valid only for June to August month, Season rate may differ and accommodation will provided by us minimum Double Sharing basis)

তাই বলি আর ভাবনা চিন্তা না করে গরমের কথা মাথায় রেখে এখন‌ই বুক করে ফেলুন আপনাদের সিল্করুট ট্যুর আমাদের সাথে।
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
𝐒𝐨𝐦𝐝𝐢𝐩𝐚 𝐁𝐚𝐬𝐮 𝐆𝐡𝐨𝐬𝐡: 𝟖𝟗𝟏𝟎𝟎𝟔𝟑𝟔𝟒𝟖
𝐔𝐝𝐢𝐭 𝐆𝐡𝐨𝐬𝐡 : 𝟗𝟏𝟐𝟑𝟎𝟓𝟓𝟕𝟐𝟒
𝐲𝐚𝐭𝐫𝐚𝐩𝐚𝐭𝐡𝟏𝟕@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐮𝐝𝐢𝐭𝐠𝐡𝐨𝐬𝐡𝟏𝟗𝟗𝟏@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐘𝐚𝐭𝐫𝐚𝐏𝐚𝐭𝐡 𝐭𝐨𝐮𝐫 & 𝐭𝐫𝐚𝐯𝐞𝐥𝐬

🫶🫶🫶🫶🫶🫶 *THANK YOU* 🫶🫶🫶🫶🫶🫶

Lamahatta, a serene hamlet nestled in the heart of the Eastern Himalayas, is a hidden gem waiting to be explored. Surrou...
03/05/2024

Lamahatta, a serene hamlet nestled in the heart of the Eastern Himalayas, is a hidden gem waiting to be explored. Surrounded by lush green pine forests and offering panoramic views of the majestic Kanchenjunga, Lamahatta stands as a testament to the untouched beauty of nature. This tranquil village, located at an altitude of 5,700 feet, is an ideal retreat for those seeking solace and a break from the hustle and bustle of city life.

Adjacent to Lamahatta, the charming towns of Takdah and Tinchuley offer their unique attractions, making this region a must-visit for travelers. Takdah, known for its colonial-era bungalows and sprawling tea gardens, brings a touch of historical elegance to the area. The Orchid Center in Takdah is a visual treat for nature lovers, showcasing a wide variety of exotic orchids.

Tinchuley, on the other hand, is a quaint mountain village that boasts of organic farming practices and sustainable tourism initiatives. The Tinchuley Monastery and the Sunrise Point are popular attractions, providing visitors with spiritual solace and breathtaking views of the sunrise over the Himalayas.

Amidst this enchanting landscape, our homestay offers a warm and welcoming retreat for guests. Our property is designed to blend seamlessly with the natural surroundings, providing a peaceful and comfortable stay. With cozy rooms that offer stunning views of the surrounding mountains and forests, our homestay is the perfect base for exploring the wonders of Lamahatta, Takdah, and Tinchuley.

We invite you to book your stay with us and embark on a journey of discovery and relaxation. Whether you're an adventure seeker, a nature lover, or simply in need of a peaceful retreat, our homestay in Lamahatta promises an unforgettable experience amidst the beauty of the Eastern Himalayas. Come, be our guest, and let the magic of this region rejuvenate your spirit.

Lamahatta Bomzan Homestay 🦋🦋🦋🦋
📱8910063648 / 091230 55724

সুন্দরবন ইলিশ উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা ইতিমধ্যেই। বিগত বছরগুলির ন্যায় এবছরেও জমিয়ে হবে সুন্দরবন ইলিশ উৎস...
20/04/2024

সুন্দরবন ইলিশ উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা ইতিমধ্যেই। বিগত বছরগুলির ন্যায় এবছরেও জমিয়ে হবে সুন্দরবন ইলিশ উৎসব।
জমিয়ে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, গান-নাচ, আড্ডা আরো অনেক কিছুই থাকবে।

তাই আমাদের সাথে এই বর্ষায় সুন্দরবন ইলিশ উৎসবে যেতে হলে এখন‌ই যোগাযোগ করুন।।
YatraPath tour & travels

Are you looking for a trip that promises unforgettable adventures amidst breathtaking landscapes? Look no further! Ladak...
19/04/2024

Are you looking for a trip that promises unforgettable adventures amidst breathtaking landscapes? Look no further! Ladakh is the perfect place for you amigos. ❤️❤️
🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️

Ladakh, nestled in the northernmost part of India, beckons with its rugged terrain, ancient monasteries, and pristine lakes. Whether you're a thrill-seeker craving high-altitude treks, a cultural enthusiast drawn to centuries-old Buddhist monasteries, or simply in search of solace amidst nature's grandeur, Ladakh has something for everyone.
Embark on a journey of discovery as you traverse winding mountain roads, marvel at snow-capped peaks, and immerse yourself in the region's rich cultural tapestry.
With every turn revealing a new vista and every experience leaving an indelible mark on your soul, a Ladakh trip promises to be an adventure of a lifetime.
☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️☃️

Is this not enough to visit Ladakh??? Then what are you waiting for my friends??? Hurry up!!!

Date of journey: 5th September from Leh Airport
Duration: 6 nights 7 days
3 nights at Leh, 2 nights at Nubra Valley & 1 night at Pangong.
Including: Family wise Accommodation, Daily Breakfast and Dinner, All Sightseeing & many more Surprises...
🔵🟣🟤🔴🟠🟡🟢🔵🟣🟤🔴🟠🟡🟢🔵🟣🟤

Contact Person:
Udit Ghosh 9123055724
Somdipa Basu Ghosh 8910063648
YatraPath tour & travels

হয়ে যাক তাহলে এই আগষ্টে একটা গোয়া ট্যুর...বস্, সেই মজা আর পাগলামি হতে চলেছে। গোয়াকে কদিনের জন্য পাগল করতে আমরা রেডি হ...
18/04/2024

হয়ে যাক তাহলে এই আগষ্টে একটা গোয়া ট্যুর...
বস্, সেই মজা আর পাগলামি হতে চলেছে।
গোয়াকে কদিনের জন্য পাগল করতে আমরা রেডি হচ্ছি, আপনারাও কি সঙ্গে যাবেন????

হোক্... হোক্... হোক্... গোয়া ট্যুর।
YatraPath tour & travels


Happy Eid Al-FitrEid Mubarak ho Sabko...
11/04/2024

Happy Eid Al-Fitr
Eid Mubarak ho Sabko...

লাদাখ যাবার ইচ্ছে মোটামুটি আমাদের সকলের মনে একবার না একবার আসেই। আমাদের ঊইসলিষ্টে এই লাদাখ ট্রিপ যে থাকবেই এটা বলাই বাহু...
07/04/2024

লাদাখ যাবার ইচ্ছে মোটামুটি আমাদের সকলের মনে একবার না একবার আসেই। আমাদের ঊইসলিষ্টে এই লাদাখ ট্রিপ যে থাকবেই এটা বলাই বাহুল্য। কিন্তু অনেক সময় হয় ঠিকঠাক Information এর অভাবে অথবা Budget এর কারনে আমাদের এই লাদাখ ট্যুর ক্যান্সেল করতে হয়। অনেক সময় সঠিক গ্রুপ হয়ে ওঠে না যাবার। প্ল্যান‌ বানাবার সময় অনেকে সম্মতি দিলেও শেষবেলায় অনেকেই কেটে পরে। অতঃপর প্ল্যান ভেস্তে যাওয়া।

এই সবকটা সমস্যার কথা মাথায় রেখেই আমরা এই বছরের সেপ্টেম্বর মাসে নিয়ে এসেছি লাদাখ ট্যুর। আমি ট্যুর নিয়ে যাবো, সবসময় সঙ্গে থাকবো।
সকলের কথা মাথায় রেখেই ট্যুরের বাজেট ধার্য করা হয়েছে, যাতে সবাই খুব একটা পকেটের কথাচিন্তা না‌ করেই র‌ওনা দিতে পারেন।
গ্রুপ বানাচ্ছি আমরা, তাই আপনারা দুজন হন আর দশজন, ট্যুর ভেস্তে যাবার কোনো সম্ভাবনাই নেই।

তাই বলি, বেশ কয়েকটা সমস্যার সমাধান আমি করে দিলাম, বাকি কাজটা আপনাদেরকেই করতে হবে।
ট্যুরটার ব্যাপারে বিস্তারিত ভাবে জানতে যোগাযোগ করুন আমার সাথে।
Mob: 9123055724/8910063648
Contact Person:
Udit Ghosh & Somdipa Basu Ghosh
YatraPath tour & travels

Goromer chuti ta eibhabe pahar dekhte dekhte katale kemon hoy??
29/03/2024

Goromer chuti ta eibhabe pahar dekhte dekhte katale kemon hoy??

Discover the Hidden Gems of the Himalayas: Book Your Stay with us Today!Lamahatta: Nestled in the heart of the Darjeelin...
16/03/2024

Discover the Hidden Gems of the Himalayas: Book Your Stay with us Today!

Lamahatta:
Nestled in the heart of the Darjeeling Himalayas, Lamahatta offers a serene escape with its picturesque pine forests and panoramic views of the Kanchenjunga range. Our cozy homestays provide the perfect base to explore the tranquil Lamahatta Park, prayer flags fluttering in the breeze, and the enchanting nearby tea gardens. Wake up to the sound of birds and breathe in the purity of nature in this eco-friendly haven.

Lolegaon:
A canopy of towering pines, the majestic view of the Himalayan snow peaks, and the magical change of colors at sunrise and sunset make Lolegaon a nature lover’s paradise. Stay in our charming homestays and experience the warmth of local hospitality. Don’t miss the canopy walk through the heritage forest, offering a unique perspective of the flora and fauna.

Lingtam:
Unspoiled and off-the-beaten-path, Lingtam is a quaint village that offers a glimpse into rural Sikkimese life. Our homestay, surrounded by the hills, is the perfect retreat for those looking to unwind and connect with nature. Embark on village walks, interact with the friendly locals, and relish organic local cuisine for a truly authentic experience.

Lataguri:
Bordering the verdant Gorumara National Park, Lataguri is an adventurer’s and wildlife enthusiast's gateway to exploring the rich biodiversity of North Bengal. Choose our homestays for a comfortable and immersive jungle experience. Gear up for thrilling wildlife safaris, nature walks, and bird watching tours, and end your day relaxing in the cozy comfort of your homestay, amidst the sounds of the wild.

Sittong:
Often referred to as the ‘Orange Village’ for its abundant citrus orchards, Sittong welcomes visitors with its rustic charm and peaceful ambiance. Our homestay offer a refreshing retreat from city life. Enjoy and explore explore the lush countryside, and soak in the panoramic Himalayan views that make Sittong a memorable escape.

Book Your stay with Us:
Embrace the beauty, tranquility, and adventure of the Himalayas. Each of our homestays is carefully selected to ensure a comfortable, authentic, and memorable stay. Experience local cultures, cuisines, and landscapes with our curated stays in Lamahatta, Lolegaon, Lingtam, Lataguri, and Sittong. Contact us now to secure your booking and embark on a journey that will linger in your memories forever.

📱8910063648 / 9123055724



15/03/2024
"ওরে গৃহবাসীখোল, দ্বার খোল,লাগল যে দোল।স্থলে জলে বনতলেলাগল যে দোল।দ্বার খোল, দ্বার খোল॥"শীতের পোশাক গুলো সব সুটকেসে ঢুকি...
15/03/2024

"ওরে গৃহবাসী
খোল, দ্বার খোল,
লাগল যে দোল।
স্থলে জলে বনতলে
লাগল যে দোল।
দ্বার খোল, দ্বার খোল॥"

শীতের পোশাক গুলো সব সুটকেসে ঢুকিয়ে আমরা আবার তৈরি ডার্মিকুল-এর "চুপতি জলতি ঘমোলি..." অ্যাড দেখার জন্য। আর তার‌ই মাঝে অল্প কটাদিন একটু বসন্তের হাওয়া গায়ে মেখে নেওয়া যাক।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

কোকিলের কুহু কুহু ডাক হোক কিংবা গাড় লাল রঙে ঢেকে যাওয়া পলাশ গাছের মাথা হোক, বরাবরই আমার কাছে এই বসন্তকাল একটু বেশিই প্রিয়। চারিদিকে যেন আবিরের গন্ধ পাই এই সময়টায়।
💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🥀💐🌹💐🌹💐
এই সময়টায় মন যেন হারিয়ে যেতে তায় উদাসী বাউলের মত। মন চায় যেন ভোকাট্টা চাদিয়ালের মত লক্ষ্যহীন ভাবে ভেসে বেড়াই আকাশ জুড়ে। মন খুব করে চায় এই ব্যস্ত শহরের জীবন থেকে কটাদিনের জন্য একটু শান্তির খোঁজে পারি দিই পাহাড়ের কোলে। সে প্রিয় মানুষের সাথেই হোক কিংবা একাকী।
🔴🟠🟡🟢🔵🟣🟤🔴🟠🟡🟢🔵🟣🟤🔴🟠🟡

আর কিছু দিনের অপেক্ষা, বসন্ত উৎসবে চারিদিক রঙিন হয়ে উঠবে।💐 এই উৎসবের আমেজ গায়ে মেখে অনেকেই ছুটির দিনগুলো আরো রঙিন করতে বেরিয়ে পরবেন পাহাড়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে অনেকেরই পরিকল্পনা প্রায় শেষের দিকে, আবার অনেকেই ট্রেনের টিকিট কেটে ফেললেও কোন দিকে যাবেন ঠিক করতে পারছেন না।

যারা এখনো ঠিক করতে পারেননি তাদের জন্য এই পাঁচটি জায়গা সন্ধান আমাদের তরফ থেকে। দোলের ছুটিতে আপনারা চলে আসতেই পারেন এখানে। আমাদের এই নিজস্ব হোমস্টে/হোটেল গুলিতে আপনারা থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আর তার সাথে আপনার ভ্রমণ যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য আমরা গাড়ির ব্যবস্থাও করেৎদেবো। তাহলে চলে আসুন। ও আচ্ছা বলাই তো হল না, কোথায় আসবেন। এই নিন...
🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️🏔️

🏡 1. LAMAHATTA BOMZAN HOMESTAY:
এটি দার্জিলিং এর খুবই কাছের জনপ্রিয় একটি জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন সুস্পষ্ট । সূর্য উদয় থেকে সূর্যাস্ত কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপ এখান থেকে আপনার চোখে ধরা দেবে। হাঁটা পথের দূরত্বে ঘুরে আসতে পারে লামাহাটা ইকোপার্ক। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পার্কটি রয়েছে যার মধ্যে একটি লেক রয়েছে যা এখানকার মানুষ পবিত্র হিসাবে মান্য করে।
⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️⛰️

🏡2. LOLEGAON HOTEL SUNRISE:
কালিংপং এর কাছে একটি ছোট্ট শান্ত গ্রাম। এখানকার আশেপাশের পাহাড় ফুলে মোড়ানো ,ঘুম থেকে উঠেই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার চোখ জুড়ানো সৌন্দর্য। আরেকদিকেই পাইন বনের অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। সঙ্গে বাঙালি রান্না ও আতিথেয়তা আপনার ভ্রমণযাত্রাকে সুন্দর করে তুলবে।

🦣🦣🦣🦣🦣🦣🦣🦣🦣🦣🦣🦣🦣🦣🦣🦣🦣
🏡3. LATAGURI DAKBUNGLOW:
পাহাড় -- নদীর মিলনস্থল হচ্ছে এই এই জায়গা টি। এখানে থেকে আপনি যেমন জঙ্গলের অ্যাডভেঞ্চারমূলক ভ্রমণের স্বাদ পাবেন সাথে পাহাড়ি নদী আর সাথে কাঞ্চনজঙ্ঘার দর্শন ও পাবে। লাটা গুড়ি ডুয়ার্স সংলগ্ন এলাকা হওয়ায় আপনি এখান থেকে গরু মারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারিও করতে পারবেন।

🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
🏡4. SITTONG LAVANYA HOMESTAY:
কার্শিয়াং এর কাছে একটি ছোট্ট গ্রাম সিটং। যেখানে পাহাড়ের ঢালে মেঘেদের মেলা বসে, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ দৃশ্য আপনার চোখে পড়বে। তা হয়তো এক নৈসর্গীয় শান্তি আপনাকে দেবে।

🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️
🏡5. LINGTAM YANGSEL RIVER RETREAT:
পূর্ব সিকিমের ছোট্ট একটি গ্রাম। পাহাড়ি নদীর পাড়ে আমাদের এই হোমস্টে । ব্যালকনিতে এসে দাঁড়ালে দেখতে পাবেন চারিদিকে পাহাড়ের ঘেরা এই গ্রামটি। এখানে থেকেই আপনারা সিল্ক রুট ভ্রমণটিও করতে পারেন।

আমরা কিন্তু আবির নিয়ে অপেক্ষা করবো আপনার জন্য। দেখা হচ্ছে তাহলে...

📢📢 বুকিং শুরু হয়ে গেছে, স্বত্তর যোগাযোগ করুন।💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
📱যোগাযোগ-
✴️ Legacies Hotels & Homestays Pvt Ltd
☎️9123055724/8910063648
#সিটং #লামাহাটা #লোলেগাঁও #লাটাগুড়ি #লিংথাম

সেই চিরাচরিত গ্যাংটক টুর থেকে একটু অন্যরকম এই জায়গাটি...... 📍" পেলিং"পেলিং সিকিম এর হিল স্টেশন বলা যায়।এটি কাঞ্চনজঙ্ঘা...
11/03/2024

সেই চিরাচরিত গ্যাংটক টুর থেকে একটু অন্যরকম এই জায়গাটি...... 📍" পেলিং"
পেলিং সিকিম এর হিল স্টেশন বলা যায়।এটি কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখার জন্য বিখ্যাত। মূলত তিনটি ভাগে পেলিংকে ভাগ করা হয়েছে – আপার, মিডল এবং লোয়ার পেলিং। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পেলিং এর আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান। পাগল করা ঝর্ণা, নদী, কমলালেবুর বাগান, পাহাড়ঘেরা লেক, উপত্যকা, সুপ্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি, বিখ্যাত ব্রীজ – এ সবই পেলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ।
পেলিং কাছে দূরে ঘোরার মধ্যে অন্যতম হলো রিম্বি ফলস। দারাপ থেকে আরো ৬ কিমি চললে পথের বাঁদিকে দেখা মিলবে সুন্দরী রিম্বি ঝর্ণার (Rimbi Falls)। মাঝারি উচ্চতার ঝর্ণাটি বেশ সুন্দর, ঠিক যেন রেশমী মখমলের মত ঝরে পড়ছে। রিম্বি নদীকে পথের নিচে সঙ্গী করে গাড়ি করে কিছুটা আগালেই রিম্বি অরেঞ্জ গার্ডেন (Rimbi Orange Garden)। এটি এদিককার নতুন পর্যটন সংযোজন। এছাড়া পেলিং এর দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে আরেকটি নামকরা ঝর্ণা হলো কাঞ্চনজঙ্ঘা ফলস।ঘন সবুজ পাহাড়ের প্রেক্ষাপটে অনেক উঁচু থেকে সশব্দে ঝরে পড়ছে দুগ্ধ ফেনিত জলধারা। যা দেখে মুগ্ধ হতে হ্য়।
পেলিং এর আরেকটি দর্শনীয় স্থান হলো খেচিপেরি লেক। খেচিপেরি লেক এর গেট থেকে জঙ্গলের পথে মিনিট দশেক হাটলেই লেকের কাছে পৌঁছানো যায়। পাহাড় ঘেরা বিশাল লেক।
পেলিং থেকে ৩ কিমি দূরে পাহাড়ের একেবারে মাথায় অবস্থিত সিকিমের দ্বিতীয় প্রাচীনতম বৌদ্ধ গুম্ফা ‘পেমিয়াংশি মনাস্ট্রি’। বেশ কিছুটা খাড়াই রাস্তা হেঁটে উঠতে হবে।
আপনি এখানে গ্রামের মধ্যে হাঁটার মাধ্যমে এখানকার সংস্কৃতি সম্পর্কে অবগত হবেন।ঐতিহ্যবাহী বৌদ্ধ হস্তশিল্পের জন্য বাজারে হাঁটতে পারেন, ঐতিহ্যবাহী তিব্বতি থাংকা বা চিত্রকর্ম যা আপনার নজর কাড়বে।
প্রকৃতি সৌন্দর্যের বিভিন্ন রূপ যদি একসাথে দেখতে হয় তাহলে একবার দুদিনের জন্য ঘুরে আসতে পারেন পেলিং।পেলিং পশ্চিম সিকিমের একটি পছন্দের পর্যটন স্থান হিসাবে ভ্রমণ পিপাসু মানুষের লিস্টে জায়গা করে নিয়েছে।

📢 বুকিং শুরু হয়ে গেছে, স্বত্তর যোগাযোগ করুন।💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
📱যোগাযোগ-
✴️ YATRAPATH TOUR & TRAVELS
☎️8777358813/9123055724/8910063648

ধর্মশালাশহরটি ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত যা দলাই লামার আবাসস্থল হিসাবে পরিচিত।প্রচলিত নাম ধর্মশালা। মূলত...
09/03/2024

ধর্মশালা
শহরটি ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত যা দলাই লামার আবাসস্থল হিসাবে পরিচিত।প্রচলিত নাম ধর্মশালা। মূলত তিব্বতীয় সংস্কৃতি দিয়ে ঘেরা এই শহর, পর্যটকরা তিব্বতে না গিয়েও তিব্বতীয় সংস্কৃতি এখানেই দেখতে পান। শহরটি বেশ জনবসতিপূর্ণ। ধর্মশালায় প্রথম যে নজর করে তা হল পাহাড়ের গায়ে জমে থাকা বরফ গুলো। পাহাড়ের গায়ে এরকম বরফের চাদর সে যেন এক অপরূপ সৌন্দর্য অধিকারী।ম্যাকলিয়ডগঞ্জ, বাসুনাগ, নাদি ও ধলাধার নামক পাহাড়ে এমন বরফ দিন-রাত পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ধর্মশালার প্রধান আকর্ষণ হল সুগ্লাগখাং কমপ্লেক্স, তিব্বতের বাইরের বৃহত্তম তিব্বতি মন্দির এবং দালাই লামার সরকারি বাড়ি। এটি তিব্বতি সংস্কৃতিকে তার সর্বোত্তমভাবে প্রদর্শন করে এবং সারা বিশ্ব থেকে পর্যটক ও তীর্থযাত্রীদের আকর্ষণ করে। এখানে অনেকগুলি মিউজিয়াম রয়েছে যা তিব্বত এর ঐতিহাসিক ঘটনাবলীকে বিবৃত করে।
ধর্মশালায় এ ছাড়াও দেখবার মতো জায়গা গুলো হলো- দলাই লামার আবাসস্থল, ডাল লেক, ভাগসুনাগ জলপ্রপাত, সেন্টস জনস চার্চ, কুনাল পাথারি গুহা মন্দির, কাবেরী সরোবর, কালী ও দূর্গাসা মন্দীর, ওয়ার মেমোরিয়ালটি ইত্যাদি।
ধর্মশালা তার মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য পরিচিত। সবুজে ঘেরা, এটি ধৌলাধর পর্বতমালার অত্যাশ্চর্য দৃশ্য দেখায়।

এরকম একটি জায়গা যদি আপনার নজর কাড়ে🤩🤩 তাহলে দেরি কিসের যোগাযোগ করুন আমাদের সাথে

📢📢 বুকিং শুরু হয়ে গেছে, স্বত্তর যোগাযোগ করুন।💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
📱যোগাযোগ-
✴️ YATRAPATH TOUR & TRAVELS
☎️8777358813/9123055724/8910063648

👯👯👯🤱👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩Happy International Women’s Day! Here’s to the women who inspire us daily with their courage, comp...
08/03/2024

👯👯👯🤱👩‍❤️‍👩👩‍❤️‍👩👩‍❤️‍👩
Happy International Women’s Day! Here’s to the women who inspire us daily with their courage, compassion, and unwavering strength. May you continue to lead the way and shine brightly.

🌲🌳🏞️জঙ্গল দিকে পাড়ি দিলাম... সাথে থাকবে পাহাড়...🏔️🦚🐘🏞️🍀যাবেন নাকি? হাতি পিঠে বসে একটা ছোটো সফর করতে জঙ্গল মধ্যে 😀... ত...
05/03/2024

🌲🌳🏞️জঙ্গল দিকে পাড়ি দিলাম... সাথে থাকবে পাহাড়...🏔️🦚🐘🏞️🍀
যাবেন নাকি? হাতি পিঠে বসে একটা ছোটো সফর করতে জঙ্গল মধ্যে 😀...
তাহলে চলুন লাটাগুড়ি উদ্দেশ্যে ...নিউ জলপাইগুড়ি থেকে মাত্র 2-3 ঘন্টা দূরত্বে অবস্থিত লাটাগুড়ি। ডুয়ার্স সংলগ্ন এই এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার । প্রকৃতি সব সময় তার সৌন্দর্যকে এক রহস্যময় রূপ দিয়ে রাখে।
বন্য প্রাণী দের অবাধ বিচরণ তাদের জীবন যাপন দেখা , অনেক অজানা পাখির দেখা , কিছু বিরল প্রজাতির প্রাণী যা সংরক্ষণ করা হয় এই জাতীয় উদ্যানে। আর আছে বিস্তর জায়গা জুড়ে চা বাগান। পাহাড়ি নদীর তীরে পরিবারের সাথে সময় কাটানো সে এক অন্য রকম আনন্দ।
লাটাগুড়ির আশেপাশে দেখার মতো জায়গাগুলির মধ্যে রয়েছে নেওড়া রেল ব্রিজ, নেওড়া চা বাগান, সরস্বতী বন বস্তি, মহামায়া কালীবাড়ি, বন বিভাগের কালী ও হরি মন্দির, জমিদারের জরাজীর্ণ পুরাতন বাড়ি। আর শনি ও বুধবার লাটাগুড়ি বাজারও দেখার মতো। এ ছাড়া আর একটু এগিয়ে গেলে অবশ্যই ঘুরে আসতে পারেন লালঝামেলা, তিন বিঘা করিডোর, ভুটানের সীমান্তের জয়গাঁও, ফুন্টসালিঙ্গে বা রিশপ ভ্যালি, মূর্তি নদী, সামসিং, সবগুলোই অভূতপূর্ব মন ভালো করা জায়গা।
Lataguri Dakbunglow থেকে মাঝে মধ্যেই ময়ূরের ঝাঁক এর দেখা মেলে। আবার মাঝে মাঝে দূরে চা বাগানের মধ্যে হাতির দলের যাওয়ার শব্দ ভাগ্য ভালো হলে দেখা মিলবে ওনাদের।
সন্ধ্যে বেলায় bonfire/barbeque আর নাচে-গানে জমজমাট একটা সুন্দর আড্ডা।
তাহলে 4-5 দিনের জন্য পাড়ি দেওয়া যেতেই পারে তো!! এমন রোমাঞ্চকর ভ্রমণ আপনাদের সারা জীবন মনে থাকে যাবে 😃😍😍
🌳LATAGURI DAKBUNGLOW 🌳

📢📢 বুকিং শুরু হয়ে গেছে, স্বত্তর যোগাযোগ করুন।💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
📱যোগাযোগ-
✴️ YATRAPATH TOUR & TRAVELS
☎️8777358813/9123055724/8910063648

👣🧳👣চলুন আজ সিকিমের একটা ছোট্ট গ্রাম সম্পর্কে জেনে নি। সামনেই ছুটির দিন অনেকেরই ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি। আবার অনেকেই ঠ...
04/03/2024

👣🧳👣চলুন আজ সিকিমের একটা ছোট্ট গ্রাম সম্পর্কে জেনে নি। সামনেই ছুটির দিন অনেকেরই ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি। আবার অনেকেই ঠিক করেছেন কিছু কিছু জায়গা তার মধ্যে সিকিমও আছে অবশ্যই কিন্তু এই ছোট ছোট পর্যটন কেন্দ্রগুলো আমরা মিস করে যাই।

📍লিংথাম পূর্ব সিকিমের একটা ছিমছাম ছোট্ট পাহাড়ি গ্রাম। খরস্রোতা নদী (bakhuterkhola) তার সৌন্দর্য্যকে আরো বাড়িয়ে তুলেছে। চারিদিকটা পাহাড়ে ঘেরা , এর এক পাহাড়ি নদীর অবিরাম বয়ে চলার শব্দ...পাহাড়ি ফুলের সমাহার। কাছেই দেখতে পাবেন লিংথাম এর সবচেয়ে সুন্দর জায়গা হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজ দেখতেই অনেক পর্যটক ভিড় করেন।
যদি মন চায় পাহাড়ের কোলে এমন একটা জায়গায় কটাদিন কাটাতে যেখানে রয়েছে নিশ্তব্ধতা, শান্তি বিরাজ করছে।
হালকা রোদ যদি ব্যালকনিতে এসে পড়ে... এর সাথে যোগদান করে অজানা পাখির কিচির মিচির ।
এই জায়গাটা থেকে আপনি সিল্করুট এর বিভিন্ন স্পট গুলো ঘুরে আসতে পারেন।
♦️ Lingtam Yangsel River Retreat ♦️
8777358813
9123055724
8910063648

গরমের তাপপ্রবাহ থেকে একটু রেহাই পেতে শহরবাসী ছুটবে  নর্থবেবেঙ্গল দিকে... চলে তো যান!!! কিন্তু দিক ঠিক করতে পারেন না অনেক...
27/02/2024

গরমের তাপপ্রবাহ থেকে একটু রেহাই পেতে শহরবাসী ছুটবে নর্থবেবেঙ্গল দিকে... চলে তো যান!!! কিন্তু দিক ঠিক করতে পারেন না অনেকেই... চেনা জায়গা গুলোতেই মানুষ ভিড় জমিয়ে ফেলেন। এবার যারা ভিড় এড়িয়ে চলতে পছন্দ করেন তাদের জন্য এই ছোটো ছোট গ্রাম গুলি হলো সেরা পর্যটন কেন্দ্র ।

ওই কথায় বলে না - ' রথ দেখা আর কলা বেচা ' দুটোই হলো 😀😀
কাঞ্চনজঙ্ঘার সাদা চাদরে মোড়া মন মুগ্ধ করা দর্শন আর সাথে ঘরোয়া ব্যবস্থাপনার ছোঁয়া। কোথাও কোনো চিৎকার নেই , গাড়ির শব্দ নেই ... আছে শুধু প্রকৃতির সৌন্দর্য তার সুমধুর শব্দ। বড়ো বড়ো পাইন গাছের সারি । যা দেখতে বেশ রোমাঞ্চকর লাগে । নাম না জানা অচেনা পাখির কিচির মিচির, সন্ধ্যে নামলে তো পাহাড় এর এই শান্ত জায়গা গুলো এক অনন্য রুপ ধারণ করে। ব্যালকনি তে দাঁড়িয়ে দূরে পাহাড় গুলোর জনবসতি কে দেখবেন মনে হবে জোনাকি যেনো টিম টিম করে আলো দিচ্ছে 🤩...
আমাদের 2 টো homestay একদম এরকম জায়গা তেই আছে....
📍 LAMAHATTA BOMZAN HOMESTAY (LAMAHATTA)

📍 LOLEGAON HOTEL SUNRISE (KALIMPONG DISTRICT)

4/5 দিন হাতে থাকলে ভিড় যে দিকে তার বিপরীত দিকে হাঁটা শুরু করুন, দেখবেন এক সর্গিয় রুপ প্রকৃতি সাজিয়ে রেখেছে এখানে 🤩🏔️🌳

♦️আপনারা দিন নির্বাচন করে আমাদের জানাবেন , আমরা আপনাদের tour plan দেবো, গাড়ি ব্যবস্থা আমাদের দায়িত্ব 😌🚙🧳🙏

📢📢 বুকিং শুরু হয়ে গেছে, স্বত্তর যোগাযোগ করুন।💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
📱যোগাযোগ-
✴️ YATRAPATH TOUR & TRAVELS
☎️8777358813/9123055724/8910063648

আমরা শহরবাসীরা বড় বড় অট্টালিকা ও চাকচিক্য  মধ্যে কোথাও গিয়ে প্রকৃতির থেকে অনেক দূরে সরে যাচ্ছি। রোজ ব্যস্তময় জীবন এর...
26/02/2024

আমরা শহরবাসীরা বড় বড় অট্টালিকা ও চাকচিক্য মধ্যে কোথাও গিয়ে প্রকৃতির থেকে অনেক দূরে সরে যাচ্ছি। রোজ ব্যস্তময় জীবন এর মধ্যে প্রকৃতিকে অনুভব করার সুযোগই হয় না!🥺
👣👣👣 চলুন না কিছুদিনের জন্য প্রকৃতিকে আরো ভালো করে চিনতে জানতে অনুভব করতে!!😃🤩
সকালে ঘুম টা ভাঙ্গবে ময়ূর এর ডাকে, সামনে চা বাগান আর কিছু দূরে নদীর পাড়। দিনের শুরু টা এরকম হলে কারোর মন ভালো না হয়ে পারে না।🥰
🚙নিউ জলপাইগুড়ি থেকে মাত্র 2-3 ঘন্টা দূরত্বে অবস্থিত লাটাগুড়ি। ডুয়ার্স সংলগ্ন এই এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার । প্রকৃতি সব সময় তার সৌন্দর্যকে এক রহস্যময় রূপ দিয়ে রাখে। গা ছমছম করা এক মোহময় রূপ ধারণ করে। যা আপনাকে সব সময় প্রশান্তির প্রদান করবে সাথে উত্তেজনা কখন কোন বন্যপ্রাণীর দেখা আপনার সৌভাগ্য হয়। প্রকৃতির কোলে এই বন্যপ্রাণীরা কি দারুন ভাবে নিজেদের জীবনযাপন করছে তা আপনি খুব কাছ থেকে নিজের চোখে দেখতে পাবেন। কখনো হাতির দল রাস্তা পারাপার করছে কখনো ময়ূরের ডাক। অনেক অজানা পরি যাই পাখি এর মধ্যে এসে যোগদান করে। ওদের এই স্বাধীন জীবনযাপন কে উপভোগ করার জন্যই আমরা জঙ্গল সাফারির মতো রোমাঞ্চকর যাত্রা করে থাকি, এই পুরো ভ্রমণ যাত্রা কে আরো অ্যাডভেঞ্চার মূলক করার জন্য।
আমাদের লাটাগুড়ি ডাকবাংলো হোমস্টের ব্যালকনি থেকে সামনে যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ।
মাঝে মাঝে হাতির দল খাবার সন্ধানে চলে আসে , ওনাদের দেখা পাওয়া তাও এই ভাবে!!! 🐘🦚🌲🏞️
পাহাড়, নদী, জঙ্গল এই তিনটের মিলনস্থল হচ্ছে আমাদের লাটাগুড়ি। 🏔️🌳🌊🪻🍂
তাহলে আর কি!! প্রকৃতির মাঝে কিছুদিন কাটিয়ে যান দেখবেন এক অফুরন্ত সতেজতা মনের কোনায় নিয়ে বাড়ি ফিরবেন।😌😌😌😌

🚙আমাদের গাড়ি ব্যবস্থা রয়েছে (Njp to Njp), সাফারি ব্যবস্থা করে দেওয়া হয় 🚙

♦️ Lataguri Dakbunglow ♦️

📱📱📱📱
8777358813
9123055724
8910063648
🧳YATRAPATH TOURS & TRAVELS 🧳

Address

Jagaddal
Kolkata
743126

Alerts

Be the first to know and let us send you an email when YatraPath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YatraPath:

Videos

Share

Category



You may also like