09/05/2023
🌳 *সবুজ সমারোহে সুন্দরী ডুয়ার্স* 🌳
পূজোর ছুটির আমেজে ও অক্টোবর মাসের মনোরম আবহাওয়ায় কাটাতে চাই সবুজের মাঝে।
এবার দেখি কি কি থাকছে এই অভিনব সুন্দর ভ্রমণে।
🏡 ৪ দিনের রাত্রিবাস 🏡 + 🚂 ট্রেনজার্নি তে অতিরিক্ত ২ দিন 🚂।
[২ রাত গরুমারা, ১ রাত জয়ন্তী, ১ রাত জলদাপাড়া]
🚗🚗 *কি কি দেখব?* 🚗🚗
মূর্তি নদীতে বিকালের সূর্যাস্ত, ভাগ্য ভালো থাকলে নদীতীরে জল খেতে দেখতে পারেন বন্য হাতির দলকে, সামসিং এর চা বাগানে নিজস্বী ছবি তুলতে মন্দ লাগবে না, সুন্তালেখোলার ঝুলন্ত ব্রীজ, রকি আইল্যান্ডে পাথরের বাঁকে বয়ে চলা তিরতিরে নদী এগুলিতো আছেই। এছাড়াও আছে লালিগুরাস পয়েন্ট, ঝালং, জলঢাকা ব্যারেজ, ছোট গ্রাম বিন্দু, বক্সা, রাজাভাতখাওয়া, জয়ন্তীর কটেজ থেকেই নদীবক্ষ ও তৎসহ ভূটান পাহাড়, পুখরি লেক, মহাকাল, খয়েরবাড়ি চিতাবাঘ শুশ্রূষা কেন্দ্র, জলদাপাড়া হলং প্রভৃতি।
🔸🔸 *কোথায় থাকব এবং কি করব* 🔸🔸
সবুজ ঘেরা চা বাগান সংলগ্ন সুন্দর সাজানো ডিলাক্স রিসর্ট আমাদের তিনদিনের ঠিকানা, আর জয়ন্তীতে নদী পার্শ্ববর্তী কটেজ।
আর আমরা ঐ চার পাঁচ দিন কাটাবো একেবারে চিন্তামুক্ত হয়ে নিজেদের মতো করে।
🍛🍛 *আমাদের সম্ভাব্য মেনু* 🍛🍛
◆ রিসর্টে পৌঁছে: ওয়েলকাম ড্রিঙ্কস
◆ সকালে: লুচি, তরকারি, মিস্টি
◆ দুপুরে: ভাত, ডাল, আলুভাজা, পাঁচমেশালি তরকারি, কাতলা কালিয়া, চাটনি
◆ সন্ধ্যাবেলা: নিরামিষ পকোরা, চা
◆ রাতে: ভাত, সবজি দেওয়া তরকারী, চিকেন কষা
🚂🚃🚃🚃🚃🚃
*শুভযাত্রা ৩০/০৯/২০২৩, ১৩/১০/২৩, ২০/১০/২০২৩ এবং ৩০/১০/২০২৩*
🔵🔵 *আমরা কি কি দেব* 🙂 🔵🔵
● আপ ডাউন স্লিপার ক্লাস ট্রেন টিকিট,
● পরিবার প্রতি আলাদা ঘর (সম্পূর্ণ স্যানিটাইজ)
● সমস্ত খাওয়া দাওয়া (সুস্বাদু ঘরোয়া অনুকরণে রান্না)
● গাড়িতে ঘোরাঘুরি (একটি গাড়িতে ৬/৭ জনের বেশি নয়, যাতে বেশি চাপাচাপি না হয়)
● একজন অভিজ্ঞ এবং বিনয়ী ডুয়ার্স গাইড
🔺🔺 আমরা কি দেব না 😔 🔺🔺
শুধুমাত্র জঙ্গল সাফারি, প্রবেশ মূল্য, জঙ্গল গাইড আপনাদের অতিরিক্ত খরচ।
🙏🙏 *খরচ জনপ্রতি মাত্র ৯৫০০/-* 🙏🙏
_[বি.দ্র: যদি কেউ ৩রাত্রি/৪দিন করতে চান, তাহলে জনপ্রতিখরচ ৮০০০/-]_
🐘🐘 তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন