Pubali TOURS & Travels

Pubali TOURS & Travels We cater to all aspects of your travel, from hotel reservations to vacation homes, from flight booki

পূবালী ইলিশ কাহন ১বৃষ্টি নামল। বর্ষার কালো মেঘের বৃষ্টি। মেঘলা ঠান্ডায় শরীর ভারী। এ রকম সময়ই স্বামীর সোহাগে পেটে সন্তান ...
17/06/2024

পূবালী ইলিশ কাহন ১
বৃষ্টি নামল। বর্ষার কালো মেঘের বৃষ্টি। মেঘলা ঠান্ডায় শরীর ভারী। এ রকম সময়ই স্বামীর সোহাগে পেটে সন্তান আসে ইলিশ-বৌয়ের। পোয়াতি ইলিশ-বৌ ডিম ছাড়তে আসবে মিষ্টি জলের নদীতে। মা গঙ্গা আর মাসি পদ্মার বুকে জল বেড়েছে। সেই জলে ইলিশ-বৌ সন্তানের জন্ম দেবে। বছরে মাত্র দু’বার আসা মিষ্টি জলের নদীতে। সেখানে ডিম ছেড়ে সন্তানদের বড় করে আবার ফিরে আসতে হবে। এই যাওয়া-আসা ইলিশের জীবনে আছে বলেই সে ‘উজানবায়ী মাছ’। ইলিশরা এ ভাবেই ঘুরতে আসে আশ্বিনের প্রথমে কৃষ্ণা নদীতে। কার্তিক মাসে প্রথমে ইলিশ-বর-বৌ আসে গোদাবরী আর ইরাবতী নদীতে। ফাল্গুন-চৈত্রে সিন্ধু নদে। গঙ্গা-পদ্মায় আসে বর্ষায় আর শীতে।
১০ ম বর্ষপূর্তিতে সবার আমন্ত্রণ -----অনেক আনন্দ আপনার অপেক্ষায়

*****পূবালী অথ নেপাল কথা ******উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে আটটি তাল বা সরোবর । লেকের চারপাশে ঘুরে বেড়াতে ভালো লাগবে । ভালো লা...
09/06/2024

*****পূবালী অথ নেপাল কথা ******

উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে আটটি তাল বা সরোবর । লেকের চারপাশে ঘুরে বেড়াতে ভালো লাগবে । ভালো লাগলে কাঠের রঙ্গিন ডুঙ্গা চেপে ভেসে বেড়াতে পারেন সরোবরের বুকে । আর পাহাড় ভালো লাগলে কোজাগরী পূর্ণিমার রাতে যখন চরাচর চাঁদের নরম আলোয় ভেসে যাবে তখন অপলক নয়নে তাকিয়ে থাকবেন মাউন্ট অন্নপূর্ণার দিকে ---ঝরে পড়া সৌন্দর্যকে হৃদয়ের মনিকোঠায় ভরে নেবেন -----যাবেন নাকি পুবালির সাথে এবার পুজোয় ঘরের কাছের বিদেশ নেপাল -----

আরো কিছু তথ্য জানাই আপনাদের ---পৃথিবীর (২৬২৫০ফুটের ) বেশি উচ্চতা বিশিষ্ট মাত্র ১৪ টি চিরতুষারাবৃত গিরিশৃঙ্গের মধ্যে ৮ টির অবস্থান নেপালে । উচ্চতার নিরিখে এগুলি হলো ----মাউন্ট এভারেস্ট,কাঞ্চনজঙ্ঘা ,লৎসে,মাকালু,চো -ওউ ,ধৌলাগিরি,মানসলু ও অন্নপূর্ণা । বিশ্বের দশটি
উচ্চতম শৃঙ্গের মধ্যে আটটির অবস্থান নেপালে ( ২য় ও ৯ ম ছাড়া ) সমগ্র নেপালে আছে ১০ টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ---কাঠমান্ডু,দরবার স্কোয়ার ,স্বয়ম্ভূনাথ স্তূপ ,বৌধনাথ স্তুপ,পশুপতিনাথ মন্দির,পাটন দরবার স্কোয়ার ,ভক্তপুর দরবার স্কোয়ার ,ছাঙ্গুনারায়ণ ,ও লুম্বিনী । দুটি ন্যাচারাল সাইট ---রয়েল চিত্বন পার্ক,সাগরমাথা ন্যাশনাল পার্ক ।

মুঠোফোনে --৯০০৭৬৬৮৩৭০**৯৮৩১৭৩৫৩৭৩**www.pubalitours.com

কাউন্ট ডাউন শুরু। ..আর মাত্র ৯০ দিন বাকি ----লাদাখ ----পূবালী আবার লাদাখে ---৯ ই সেপ্টেম্বর ২০২৪---বিশদে জানতে ফোন করুন ...
08/06/2024

কাউন্ট ডাউন শুরু। ..আর মাত্র ৯০ দিন বাকি ----লাদাখ ----পূবালী আবার লাদাখে ---৯ ই সেপ্টেম্বর ২০২৪---বিশদে জানতে ফোন করুন --৯০০৭৬৬৮৩৭০**৯৮৩১৭৩৫৩৭৩

01/06/2024

পূবালীর পক্ষ্ম থেকে জানানো যাইতেছে যে আমাদের প্যাকেজ বিষয়ক সমস্ত তথ্য আমাদের ওয়েবসাইটে পাবেন ----আমাদের ওয়েবসাইট -----http://www.pubalitours.com

পূবালী ভ্রমণ সম্পাদকের কলমে ,বহুদিন ধরেই ভ্রমণার্থীদের কাছ থেকে অনুরোধ আসছিলো ঈশ্বরভিত্তিক  ট্যুরের  জন্য । আমরা পুবালির...
30/05/2024

পূবালী ভ্রমণ সম্পাদকের কলমে ,

বহুদিন ধরেই ভ্রমণার্থীদের কাছ থেকে অনুরোধ আসছিলো ঈশ্বরভিত্তিক ট্যুরের জন্য । আমরা পুবালির পক্ষ্ থেকে স্বল্প খরচে আপনাদের জন্য নতুন ভাবনার ঈশ্বরভিত্তিক ট্যুর নিয়ে এসেছি-----পূবালী সতীপীঠ ----স্বল্প সময়ের জন্য ---এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গই এমন স্থান যেখানে একই জেলাতে পাঁচটি সতীপীঠের (Satipeeth) রয়েছে। লাল মাটির দেশ বীরভূমকে (Birbhum)বলা চলে মা কালীর চারণভূমি। কংকালীতলা (Kankalitala), বক্রেশ্বর (Bakreswar), নলাটেশ্বরী (Nalateswari), ফুল্লরা (Fullora) নন্দিকেশ্বরী (Nandikeswari) - এই পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে। এই সকল সতীপীঠকে নিয়ে আমাদের এই নতুন ভাবনার ট্যুর । আসুন আমরা এই পীঠের মাহাত্ম্য গুলি সম্পর্কে অবগত হই । তারপর বেরিয়ে পড়তে আমাদের ফোন করুন ---৯০০৭৬৬৮৩৭০**৯৮৩১৭৩৫৩৭৩
কংকালীতলা
৫১ সতীপীঠের শেষ পীঠ কংকালীতলা, বোলপুর স্টেশন থেকে প্রায় ৭ কিমি দূরে কোপাই নদীর তীরে অবস্থিত। পুরাণ মতে, দেবীর কাঁকাল বা কোমরের কংকাল এই স্থানে পড়েছিল। যার ফলে এখানকার নাম কংকালীতলা। এছাড়াও এই মন্দিরে দেবী, দেবগর্ভা হিসেবে পূজিত হন। এখানে কোনও মাতৃ বিগ্রহ বা প্রতিমা নেই। কংকালী মায়ের ছবিতেই পুজো করা হয় এখানে। প্রতি অমাবস্যায় এখানে পুজো করা হয়। তবে কালীপুজোর অমাবস্যায় রীতি মেনে বিশেষ যজ্ঞ হয় এখানে। কংকালীতলা মন্দিরের পাশেই রয়েছে পাড় বাঁধানো ছোট পুকুর, যার চারিদিকে সিঁড়ি নেমে গেছে জলে। এটাই আসল সতীকুণ্ড। যার মধ্যে সতীর কাঁকাল পড়েছিল।পুরাণ মতে বিষ্ণুর সুদর্শনচক্রের আঘাতে সতীর অস্থি এখানে এত জোরে পড়েছিল যে, তার আঘাতে একটি কুণ্ডর সৃষ্টি হয় এখানে। এই কুণ্ড খুব পবিত্র বলে বিশ্বাস করা হয়‌। শোনা যায়, ওই কুণ্ডে ৩ টি সুড়ঙ্গের মাধ্যমে যুক্ত রয়েছে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে। তার মধ্যে একটি দিয়ে বছরভর জল আসে ওই কুণ্ডে। আর সে কারণেই কখনও শুকোয় না কংকালীতলার কুণ্ড। তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি ১৯-২০ বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডটি। আর ঠিক সেই সময় যেকোনও কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও। আবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ড।

নলাটেশ্বরী

বীরভূমের নলহাটি স্টেশনের নিকটবর্তী এই স্থানে দেবী পার্বতীর কন্ঠনালী পড়েছিল। সেই থেকে এই এই পিঠের নাম নলাটেশ্বরী। লোক মুখে প্রচারিত, কামদেব স্বপ্নাদেশে সতীরী কন্ঠনালী উদ্ধার করেন। দেবী এখানে ত্রিনয়নী কালিকা রূপে পূজিত হন। এই সতীপীঠের নামানুসারেই জায়গাটির নাম দেওয়া হয়েছে নলহাটি। একটি ছোট টিলার উপরে গড়ে উঠেছে মা নলাটেশ্বরী মন্দির, যা একসময় ঢাকা ছিল ঘন জঙ্গলে। এই মন্দিরের মা আমিষাশী। বছরের ৩৬৫ দিনেই এখানে মা-কে অন্ন ভোগ দেওয়া হয়।

পূবালী সম্পাদকের কলমে ,সংস্থার তরফ থেকে বলা হয়েছে ২৬ শে নভেম্বর  ২০২৪ কেরালা সফরে যেতে । আগেও  অনেক বার ভগবানের নিজের দে...
24/05/2024

পূবালী সম্পাদকের কলমে ,
সংস্থার তরফ থেকে বলা হয়েছে ২৬ শে নভেম্বর ২০২৪ কেরালা সফরে যেতে । আগেও অনেক বার ভগবানের নিজের দেশে এই সবুজে মোড়া রাজ্যে গেছি কিন্তু কিছু অপূর্নতা রয়ে গেছে । সবুজে মোড়া এই সবুজরাণীর দেশে এই অপূর্ণতা এবার পূর্ণ করার ইচ্ছা আছে আপনাদের সাথে ।শেয়ার করছি ---
অপূর্ণতা ১ --আথিরাপল্লীর জলপ্রপাতে স্নান করে সামনের ক্যাফেটেরিয়ার ঝুলন্ত ব্যালকনিতে কফি পান করা --------
অপূর্ণতা ২-মুন্নারে ঢেউ খেলানো চা বাগানে মান্না দের "হয়তো তোমারি জন্য ...." গানটি রিল বানিয়ে সকলকে পাঠানো -----
অপূর্ণতা ৩--পেরিয়ারে বোট সাফারিতে আপার ডেকে বসে সপরিবার হাতির দলের দিনান্তে ঘরে ফেরা দেখা -------
অপূর্ণতা ৪---আলেপ্পির ব্যাক ওয়াটারে হাউস বোটে থেকে শরৎ চাটুজ্যের "পরিণীতা " আর একবার শেষ করা ----------
অপূর্ণতা ৫---কোভালামের লাইট হাউসের তীরের বিয়ার পাবে বসে পছন্দের পানীয় নিয়ে কেরোলিয়ান রেসিপিতে বানানো পমপ্লেট তন্দুর খাওয়া --
অপূর্ণতা ৬--কন্যাকুমারীতে খুব সকালে ঘুম থেকে উঠে বিবেকানন্দ রক ও থিরু ভালুর স্ট্যাচুর মধ্যে দিয়ে নীল জলরাশির মাঝে লাল চেলি পরা সূর্যকে দেখা -----
যাবেন নাকি আমাদের সাথে আপনার কিছু অপূর্ণতা দূর করতে ??? আমরা যাচ্ছি ২৬শে নভেম্বর ২০২৪---আপনাদের অপেক্ষ্যায় পূবালী ---মুঠোফোনে --৯৮৩১৭৩৫৩৭৩***৯০০৭৬৬৮৩৭০---www .pubalitours .com

হাতির পিঠে জঙ্গল যান ,ভীষণ রকম বেস্ট কাঠমান্ডু বা নাগরকোটে সূর্যোদয়ের রঙের খেলা দেখতে আসুন পূবালীতে পুজোর ক দিন   পোখরাত...
24/05/2024

হাতির পিঠে জঙ্গল যান ,ভীষণ রকম বেস্ট
কাঠমান্ডু বা নাগরকোটে সূর্যোদয়ের রঙের খেলা দেখতে আসুন পূবালীতে
পুজোর ক দিন পোখরাতে কাটান ,মা আসছে বছর আসুক হরেক আশিস সাথে ।
পূবালীর সাথে চলুন কাছের বিদেশ নেপাল -----আমরা যাচ্ছি ১১ই অক্টোবর ২০২৪ ---মাথাপিছু ২০০০০ টাকা ---মুঠোফোনে--৯৮৩১৭৩৫৩৭৩/৯০০৭৬৬৮৩৭

হিমাচলের তীর্থন উপত্যাকার গ্রামে গ্রামে ঘুরে  বেড়িয়ে ,নদীর জলে পা ডুবিয়ে বসে থেকেই সময় কেটে যায় । সোজা গ্রাম হয়ে বরফ ঢাক...
17/05/2024

হিমাচলের তীর্থন উপত্যাকার গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়ে ,নদীর জলে পা ডুবিয়ে বসে থেকেই সময় কেটে যায় । সোজা গ্রাম হয়ে বরফ ঢাকা জ্যালোরি পাস্ হয়ে তীর্থন উপত্যকা । তীর্থন নদীর দু পাশে ছড়ানো হিমাচলের এক অতীব সুন্দর উপত্যকা তীর্থন ভ্যালি । চোখের সামনে উদার প্রকৃতির বিপুল উদ্ভাস । গ্রামেহিমাচলেরর মুকুট যেন পীরপাঞ্জাল পর্বত শ্রেণী । রোদে জ্বলজ্বল করছে । তীর্থন নদীতে মেলে প্রচুর সুস্বাদু ট্রাউট মাছ । পাখির ডাক শুনে ,, ঝর্ণার গান শুনে আর কাকচক্ষু নদীর জলে পা ডুবিয়ে কটা দিন কাটাবেন নাকি তীর্থনে ----নির্জন স্বর্গে ------TIRTHAN ---A SECLUDED HEAVEN !

পূবালীর  সাথে স্বাধীনতা দিবসে পুরী চলুন ----সমুদ্র থেকে হোটেল দু মিনিটের পথ---খুব ভোরে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের লাল রঙে আ...
10/05/2024

পূবালীর সাথে স্বাধীনতা দিবসে পুরী চলুন ----সমুদ্র থেকে হোটেল দু মিনিটের পথ---খুব ভোরে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের লাল রঙে আবার নতুন করে প্রিয়জনকে দেখা ---বাঁক নিয়ে ফেরি করা মিষ্টিওলার কাছ থেকে ছানাপোড়া খাওয়া ----বেলায় নোন জল গায়ে মেখে ঢেউ এর সাথে জলকেলি --বিকালে গোড়ালি জলে ডুবিয়ে ঝিনুক কুড়ান আর সূর্যাস্তের রং গায়ে মেখে হোটেলে ফেরা ----যাবেন নাকি কটা দিন কাটাতে নীলাচলের আঁচলে ?----আমরা যাচ্ছি ১৪ ই অগস্ট ২০২৪-----ফোন করুন ৯৮৩১৭৩৫৩৭৩---

পূবালী সফরসূচি ২০২৪ কবে কোথায় কখন এক ঝলকে দেখে নিন ভালো লাগলে প্ল্যানিং করুন ----টিকিট  তুলে রাখুন --চার পাঁচদিনের জন্য ...
09/05/2024

পূবালী সফরসূচি ২০২৪
কবে কোথায় কখন এক ঝলকে দেখে নিন
ভালো লাগলে প্ল্যানিং করুন ----টিকিট তুলে রাখুন --চার পাঁচদিনের জন্য কেজো মনটাকে খোলা প্রকৃতির মাঝখানে প্রজাপতির মতো ডানা মেলতে দিন --আর জীবনের বেঁচে থাকার মধু আহরণ করে নিন ।
ফোন করতে পারেন ৯৮৩১৭৩৫৩৭৩ অথবা ৯০০৭৬৬৮৩২০

পূবালী প্ৰাক পূজা ছুটির সুলুকসন্ধান ... -----পূবালী সম্পাদকের কলমে ,অফিসে শীততাপনিয়ন্ত্রিত ঘরের কাঁচের জানালা দিয়ে বাইরে...
08/05/2024

পূবালী প্ৰাক পূজা ছুটির সুলুকসন্ধান ... -----
পূবালী সম্পাদকের কলমে ,
অফিসে শীততাপনিয়ন্ত্রিত ঘরের কাঁচের জানালা দিয়ে বাইরে তাকাতেই বুকটা কেঁপে উঠলো ---বাইরে ৪৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা । প্রকৃতির রোষানলে মানবজীবন ওষ্ঠাগত । বেলা দশটার পর অফিস বাজার লোকালয় মানবশুন্য হয়ে পড়ছে । সবাই হয় অফিসের চার দেওয়ালে নয় বাড়ির মধ্যে নতুবা কেউ কেউ ফেসবুক -হোয়াটসআপে উদ্দেশ্যহীনভাবে অঙ্গুলিচালনায় ব্যস্ত । আমরা যারা বেড়ানোর সাথে যুক্ত তারাও ব্যস্ত হয়ে পড়েছি ----পুজোর টিকিট বুকিং শুরু হবে জুন মাস থাকে ---একমাস বাকি নেই ।লেখা দিতে হবে ----এবার অফিসের নির্দেশ এসেছে ছোট্টো ছুটির সুলুকসন্ধান দিতে । আসুন না এই গরমে ঘরে বসে ছোট্টো ছুটির একটা রোডম্যাপ করে ফেলি । পূবালী ফেসবুক পেজে আগামী একমাস জুড়ে আমি নিয়মিতভাবে ছোট্ট ছুটির উপর সুলুকসন্ধান দেব ----ভালো লাগলে প্ল্যানিং করুন ----টিকিট তুলে রাখুন --চার পাঁচদিনের জন্য কেজো মনটাকে খোলা প্রকৃতির মাঝখানে প্রজাপতির মতো ডানা মেলতে দিন --আর জীবনের বেঁচে থাকার মধু আহরণ করে নিন ।

পূবালী প্ৰাক পূজা ছুটির সুলুকসন্ধান ....চতুর্থ  ভাগ -----দাওয়াপনি পূবালী সম্পাদকের কলমে ,অফিসে শীততাপনিয়ন্ত্রিত ঘরের কাঁ...
04/05/2024

পূবালী প্ৰাক পূজা ছুটির সুলুকসন্ধান ....চতুর্থ ভাগ -----দাওয়াপনি
পূবালী সম্পাদকের কলমে ,
অফিসে শীততাপনিয়ন্ত্রিত ঘরের কাঁচের জানালা দিয়ে বাইরে তাকাতেই বুকটা কেঁপে উঠলো ---বাইরে ৪৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা । প্রকৃতির রোষানলে মানবজীবন ওষ্ঠাগত । বেলা দশটার পর অফিস বাজার লোকালয় মানবশুন্য হয়ে পড়ছে । সবাই হয় অফিসের চার দেওয়ালে নয় বাড়ির মধ্যে নতুবা কেউ কেউ ফেসবুক -হোয়াটসআপে উদ্দেশ্যহীনভাবে অঙ্গুলিচালনায় ব্যস্ত । আমরা যারা বেড়ানোর সাথে যুক্ত তারাও ব্যস্ত হয়ে পড়েছি ----পুজোর টিকিট বুকিং শুরু হবে জুন মাস থাকে ---একমাস বাকি নেই ।লেখা দিতে হবে ----এবার অফিসের নির্দেশ এসেছে ছোট্টো ছুটির সুলুকসন্ধান দিতে । আসুন না এই গরমে ঘরে বসে ছোট্টো ছুটির একটা রোডম্যাপ করে ফেলি । পূবালী ফেসবুক পেজে আগামী একমাস জুড়ে আমি নিয়মিতভাবে ছোট্ট ছুটির উপর সুলুকসন্ধান দেব ----ভালো লাগলে প্ল্যানিং করুন ----টিকিট তুলে রাখুন --চার পাঁচদিনের জন্য কেজো মনটাকে খোলা প্রকৃতির মাঝখানে প্রজাপতির মতো ডানা মেলতে দিন --আর জীবনের বেঁচে থাকার মধু আহরণ করে নিন ।

দাওয়াইপানি ভিলেজ-----
শহুরে কোলাহল থেকে মাত্র ৭৬ কিলোমিটার দূরে নির্জন প্রকৃতির কোলে লুকিয়ে আছে উত্তরবঙ্গের স্বল্প পরিচিত এক নিঝুম গ্রাম, নাম তার দাওয়াইপানি। শান্ত, নিরিবিলি পাহাড়ি গ্রাম, নাম না জানা রঙিন ফুল আর খাঁটি দার্জিলিং চায়ে চুমুক দিয়ে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে অবশ্যই আপনার গন্তব্যহোক দাওয়াইপানি। দার্জিলিং থেকে মাত্র এক ঘন্টার পথ দাওয়াইপানি। বাগডোগরা কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়িতে দাওয়াইপানি যেতে সময় লাগবে ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা মতো। পর্যটকদের কাছে একটু অফবিট ঠিকই। কিন্তু যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁদের কাছে স্বর্গরাজ্য। টাইগার হিলের উল্টোদিকে ৬৫০০ ফুট উচ্চতায় জঙ্গলে ঘেরা গ্রাম দাওয়াইপানি। দার্জিলিং শহর থেকে দূরত্ব মাত্র ২১ কিলোমিটার। শান্ত এই গ্রামটি থেকে এবং হোমস্টে থেকে সোজাসুজি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। আরও বেশ কিছু শৃঙ্গের অপার্থিব সৌন্দর্য মন ভালো করে দেবে। দাওয়াইপানি থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য আসাধারণ। পুরো দাওয়াইপানি গ্রামটাই যেন ভিউপয়েন্ট। দার্জিলিংয়ের মতো রাত থাকতে উঠে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে টাইগার হিলে যাওয়ার কোনও দরকার নেই, এখানে কষ্ট করে হাত বাড়িয়ে জানলার পর্দা সরিয়ে দিলেই হল। তাহলেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা বা কাঞ্চন'দা স্বয়ং আপনার জানলার বাইবে মাথা উঁচু করে দাড়িয়ে রয়েছে। তাহলে আসছেনতো এই দাওয়াইপানি।

পূবালী সম্পাদকের কলমে ,ভ্রমণ ম্যানেজারের জীবনে দেশের মধ্যে বহু জায়গায় জীবনে ঘোরার সৌভাগ্য হয়েছে । ভ্রমণ পাগল বাঙালীকে আস...
03/05/2024

পূবালী সম্পাদকের কলমে ,

ভ্রমণ ম্যানেজারের জীবনে দেশের মধ্যে বহু জায়গায় জীবনে ঘোরার সৌভাগ্য হয়েছে । ভ্রমণ পাগল বাঙালীকে আসমুদ্র হিমাচল দেখেছি সর্বত্র বেড়াতে । সকলের সাথে কথা বলে দেখেছি ,প্রত্যেকের হৃদমাঝারে বিদেশে যাবার একটা সুপ্ত বাসনা আছে । পাসপোর্ট,ভিসা,ডলার এক্সচেঞ্জ ,ভাষার সমস্যা ,নির্ভরযোগ্য কেউ সাথে না যাওয়া -------নানান সমস্যার জন্য যাওয়া হয় না । পুবালির তরফ থেকে আমরা আবার একটা গ্রুপ ডিপারচার ঠিক করেছি ----১৪ ই নভেম্বর ২০২৪ ---৪ রাত্রি ৫ দিন । হবেন নাকি সঙ্গী আমাদের ?
" ছোট্ট ছুটি দিচ্ছে ডাক/ঘুরে আসুন ব্যাংকক "' বিশদ জানতে ফোন করুন ৯৮৩১৭৩৫৩৭৩**৯০০৭৬৬৮৩৭০
ভ্রমণ সম্পাদক
পূবালী
অথ ব্যাংকক কথা
সমুদ্রের উপর প্যারাসেলিং, সবুজ সমুদ্রজলে কায়াকিং, ওয়াটার বাইকিং, ব্যানানো বোট রাইডিং, ব্যাংককে সাফারি ওয়ার্ল্ডে পশুপাখির আশ্চর্য সব কেরামতি সব মিলিয়ে বাঙালি পর্যটকদের এক বিশুদ্ধ প্রমোদ ভ্রমণ ব্যাংকক আর পাটায়া।
ব্যাংকক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। শহরটাকে সাপের মত পেঁচিয়ে রয়েছে একাধিক উড়ালপুল। শহর টাকে দু ভাগে ভাগ করে বইছে চাওফ্রায়া নদী, লাগোয়া ওয়াটকো মন্দিরের গায়ে থাই শিল্পশৈলীর বর্ণময় প্রলেপ। ভিতরে রয়েছে শায়িত বুদ্ধ। নদীর অপর পাড়ে প্যাগডাকৃতির ওয়াই অরুণ বৌদ্ধ মন্দির টি আরো পুরাতন। এই শহর কেনাকাটার স্বর্গরাজ্য। শহরের বাইরে সাফারি ওয়ার্ল্ড ও মেরিন পার্ক। দুটোই একসঙ্গে রয়েছে। সেখানে পশুপাখির হট্টমেলা। প্রবেশপথের সামনেই খোলা জায়গায় ম্যাকাও পাখি গাছের ডালে ঝুলছে - সব পাখি ই ছাড়া। তারপর শিপাঞ্জির খেলা, স্টেজের ওপর শিম্পাঞ্জির গিটার - ড্রাম বাজানো, নাচ জিমন্যাস্টিক, কুস্তি দেখে অবাক হতে হয়। আছে শিল মাছের খেলা। কুচকুচে কালো জলচর প্রাণীগুলো দারুন খেলা দেখালো জলের মধ্যে, আছে স্টান্ট শো। অভিনব ডলফিন শো মুগ্ধ করে।
পাটায়া
ব্যাংকক থেকে ১৪৭ কিমি দূরের পাটায়া। ৩ ঘণ্টার মধ্যে পৌঁছানো যায়। পাটায়া সাগরের তীরে জমজমাট শহর। পাটায়ার সৈকত থেকে স্পীড বোট, ক্যাটাম্যারন বোটে চলুন কোরাল আইসল্যান্ড। দেখুন প্যারাসালিং। প্যারাসুট চড়ে এক চক্কর আকাশ ভ্রমণ। সাগরজলে ওপর আকাশে ভাসমান প্যারাসুটগুলি দেখতে রগিন পাখির মতো লাগে। কোরাল আইসল্যান্ডে রয়েছে কয়াকিং, ব্যনানো বোট রাইড।গ্লাসবটম বোট এ প্রবাল দেখতে যাওয়া যায়। সন্ধ্যাবেলা চলুন আলকাজার শো দেখতে। পাটায়া থেকে ফেরার পথে দেখা যায় জেমস ফ্যাক্টরি ও শোরুম।

পূবালী প্ৰাক পূজা ছুটির সুলুকসন্ধান ....তৃতীয় ভাগ -----ওয়েনাডপূবালী সম্পাদকের কলমে ,অফিসে শীততাপনিয়ন্ত্রিত ঘরের কাঁচের ...
03/05/2024

পূবালী প্ৰাক পূজা ছুটির সুলুকসন্ধান ....তৃতীয় ভাগ -----ওয়েনাড

পূবালী সম্পাদকের কলমে ,

অফিসে শীততাপনিয়ন্ত্রিত ঘরের কাঁচের জানালা দিয়ে বাইরে তাকাতেই বুকটা কেঁপে উঠলো ---বাইরে ৪৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা । প্রকৃতির রোষানলে মানবজীবন ওষ্ঠাগত । বেলা দশটার পর অফিস বাজার লোকালয় মানবশুন্য হয়ে পড়ছে । সবাই হয় অফিসের চার দেওয়ালে নয় বাড়ির মধ্যে নতুবা কেউ কেউ ফেসবুক -হোয়াটসআপে উদ্দেশ্যহীনভাবে অঙ্গুলিচালনায় ব্যস্ত । আমরা যারা বেড়ানোর সাথে যুক্ত তারাও ব্যস্ত হয়ে পড়েছি ----পুজোর টিকিট বুকিং শুরু হবে জুন মাস থাকে ---একমাস বাকি নেই ।লেখা দিতে হবে ----এবার অফিসের নির্দেশ এসেছে ছোট্টো ছুটির সুলুকসন্ধান দিতে । আসুন না এই গরমে ঘরে বসে ছোট্টো ছুটির একটা রোডম্যাপ করে ফেলি । পূবালী ফেসবুক পেজে আগামী একমাস জুড়ে আমি নিয়মিতভাবে ছোট্ট ছুটির উপর সুলুকসন্ধান দেব ----ভালো লাগলে প্ল্যানিং করুন ----টিকিট তুলে রাখুন --চার পাঁচদিনের জন্য কেজো মনটাকে খোলা প্রকৃতির মাঝখানে প্রজাপতির মতো ডানা মেলতে দিন --আর জীবনের বেঁচে থাকার মধু আহরণ করে নিন ।

জীবনের মতো জায়গারও দুটো আলাদা ভাগ আছে। চেনা ও অচেনা! আর কেরলের কথা যদি ধরা যায়, তা হলে মুন্নার কিংবা আলেপ্পির সৌন্দর্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে, এমন অপরূপ অথচ অচেনা বেড়ানোর জায়গা ওই রাজ্যেই একটা ছেড়ে পাঁচটা আছে।

ওয়েনাড: আপনার হয়তো সিমলা, কুলু, মানালি, মুসৌরি বেড়িয়েও নিরিবিলিতে পাহাড়ের সৌন্দর্য দেখার আরও ইচ্ছে হয়েছে। সেক্ষেত্রে কেরলের ওয়েনাড স্বচ্ছন্দে ঘুরে আসতেই পারেন। অরণ্য, পাহাড়, জলধারায় মোড়া এক অপরূপ নিরিবিলি দ্রষ্টব্যস্থান। চার দিকে সবুজ, সবুজ আর সবুজ, সঙ্গে পাল্লা দিয়ে অপার নিরিবিলি। পাখিদের কলরব ছাড়া খুব বেশি আওয়াজ কানে আসবে না এখানে।ওয়েনাড অভয়ারণ্যের সৌন্দর্য বর্ণনার অতীত! এমনকি এখান থেকে ঘুরে আসতে পারেন কর্নাটকের বিখ্যাত বন্দিপুর অভয়ারণ্য। ওয়েনাডের চেম্বরা পাহাড়ে ট্রেকিং, পাহাড়ের গায়ে বিস্তীর্ণ চা-বাগানের পাশাপাশি এড়াক্কল গুহা ও মিনমুত্তি ঝরণাও অবশ্যই দেখতে হবে। এখানে থাকার সবচেয়ে উত্তম জায়গা ট্রি হাউস। এর ভেতরের অত্যাধুনিক বন্দোবস্ত এক দুর্দান্ত আকর্ষণ।
(সংগৃহীত )

বিশদ জানতে ফোন করুন ৯৮৩১৭৩৫৩৭৩**৯০০৭৬৬৮৩৭০

ইছামতিকে লেখা কিন্নরের চিঠি                                           কিন্নরের আঁচলে রাত  এখন গভীর  । রাতের  শেষ ট্রেনটা...
01/05/2024

ইছামতিকে লেখা কিন্নরের চিঠি
কিন্নরের আঁচলে
রাত এখন গভীর । রাতের শেষ ট্রেনটা হুইসেল বাজিয়ে কখন চলে গেছে । ঘুম আসছিলো না । তোর কথা মনে আসছিলো ইছামতি । বেঙ্গালুরুতে আমেরিকান ব্যাংকের চাকরিতে জয়েন করার পর থেকে আর কোলকাতায় আসিস নি দু বছর হলো । সেদিন whatsappe লিখে পাঠালি ছোট্ট ছুটিতে আসবি । কোথাও যাওয়ার প্ল্যান করতে । তাই ঘুম না আসার জন্য ভাবলাম কোথায় যাওয়া যায় । লিখতে বসে পড়লাম ।মাথায় এলো একটা জায়গার কথা -----কিন্নর সুন্দরীদের আঁচলে ----হিমাচলের কিন্নরে । হাতে ছুটি কম বলে সিমলা থেকে খুব ভোরে উঠে চলে যাবো সারাহান । সিমলা ছাড়াতেই পথ আরো সুন্দর । পাইনের ছায়ামাখা কুফরী ,নিসর্গশোভায় মোড়া নারকান্দা পেরিয়ে সবুজ নির্জন পাহাড়পথে এগিয়ে চলা । ভোরবেলা চলে যাবো ভীমকালী মন্দিরে ---দূরে বরফমোড়া শ্রীখণ্ড পর্বতমালার সদর্পে বিস্তার । ওখান থেকে রুক্ষ পাহাড় আর শতদ্রু ও বাসপা নদীকে সঙ্গী করে হিমাচলের সুন্দর উপত্যকা সাংলায় পৌঁছে যাওয়া । সুন্দর যে কখনো কখনো এতো ভয়ঙ্কর হয় তা সাংলা না এলে জানা জানা যাবে না --যেমন তুই । দুই দিকে পাহাড়ে বিশাল ঘেরাটোপ ---মাঝে বাসপা নদীর এগিয়ে চলা । আপেলের বিস্তীর্ন বাগিচা । ওখান থেকে তোকে নিয়ে যাবো আজাদ কাশ্মীর ----শুনে চমকে উঠলি --তাই না --হিমাচলে কাশ্মীরের গল্প----তবে বলি শোন্ --আসলে অনেক বছর আগে ইন্দো টিবেটিয়ান বর্ডার কর্তৃপক্ষ কাশ্মীর থেকে বেশ কিছু শ্রমিকদের এখানে আনেন । কিন্তু নানান কারণে মতের মিল না হওয়াতে তারা নদীর ওপারে আলাদা বসতি গড়ে তোলেন ---তার থেকে নাম আজাদ কাশ্মীর---ওখান থেকে তিব্বতের শেষ গ্রাম চিৎকুলে পূর্ণিমাতে একটা রাত কাটাবো ।বাসপা নদীর তির তির করে বয়ে চলা জলের ওপর যখন জোছনার আলো খেলা করবে তুই আমায় শোনাবি বিশু পাগলের গান --"তোমায় গান শোনাবো -"ওখান থেকে কল্পা । পাইন আর দেওদারের ঠাসবুনোটে মোড়া প্রকৃতির বুকচেরা রাস্তা উঠে এসেছে কল্পায় । পাইন দেওদারের পাতার ফাঁকে কিন্নর কৈলাস পর্বতমালার বরফমাখা চুড়ো ।মাঝে শিবলিঙ্গ আকারের একখণ্ড পবিত্র শিলাখণ্ড । রোডের ঝলকে এর রং গলানো সোনার মতো লাগে । আরো অনেক কথা বাকি রইলো-সাক্ষাৎে কথা হবে । তুই ভালো থাকিস ।
ইতি
পুলু **আপনারা যাবেন নাকি কিন্নর কৈলাস--পূবালী যাচ্ছে ১১ ই অক্টোবর ২০২৪---যাবেন নাকি ---ফোন করতে পারেন ৯৮৩১৭৩৫৩৭৩ অথবা ৯০০৭৬৬৮৩২০

ইলিশ উৎসব 2024পূবালী ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আমরা প্রতিবৎসর আয়োজন করি এই উৎসবের।চলুন সকলে মিলে মেতে উঠি পূবা...
30/04/2024

ইলিশ উৎসব 2024
পূবালী ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আমরা প্রতিবৎসর আয়োজন করি এই উৎসবের।
চলুন সকলে মিলে মেতে উঠি পূবালীর ১০ম বর্ষ ইলিশ উৎসব পরবে ।
আমরা যাচ্ছি ১৯ শে জুলাই ২০২৪ ----- ২রাত্রি ৩ দিন এর জন্য
দেরি না করে যোগাযোগ করুন - ৯০০৭৬৬৮৩৭০ | ৯৮৩১৭৩৫৩৭৩

পূবালী প্ৰাক পূজা ছুটির সুলুকসন্ধান ----২য় পর্ব পূবালী সম্পাদকের কলমে ,অফিসে শীততাপনিয়ন্ত্রিত ঘরের কাঁচের জানালা দিয়ে বা...
30/04/2024

পূবালী প্ৰাক পূজা ছুটির সুলুকসন্ধান ----২য় পর্ব
পূবালী সম্পাদকের কলমে ,
অফিসে শীততাপনিয়ন্ত্রিত ঘরের কাঁচের জানালা দিয়ে বাইরে তাকাতেই বুকটা কেঁপে উঠলো ---বাইরে ৪৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা । প্রকৃতির রোষানলে মানবজীবন ওষ্ঠাগত । বেলা দশটার পর অফিস বাজার লোকালয় মানবশুন্য হয়ে পড়ছে । সবাই হয় অফিসের চার দেওয়ালে নয় বাড়ির মধ্যে নতুবা কেউ কেউ ফেসবুক -হোয়াটসআপে উদ্দেশ্যহীনভাবে অঙ্গুলিচালনায় ব্যস্ত । আমরা যারা বেড়ানোর সাথে যুক্ত তারাও ব্যস্ত হয়ে পড়েছি ----পুজোর টিকিট বুকিং শুরু হবে জুন মাস থাকে ---একমাস বাকি নেই ।লেখা দিতে হবে ----এবার অফিসের নির্দেশ এসেছে ছোট্টো ছুটির সুলুকসন্ধান দিতে । আসুন না এই গরমে ঘরে বসে ছোট্টো ছুটির একটা রোডম্যাপ করে ফেলি । পূবালী ফেসবুক পেজে আগামী একমাস জুড়ে আমি নিয়মিতভাবে ছোট্ট ছুটির উপর সুলুকসন্ধান দেব ----ভালো লাগলে প্ল্যানিং করুন ----টিকিট তুলে রাখুন --চার পাঁচদিনের জন্য কেজো মনটাকে খোলা প্রকৃতির মাঝখানে প্রজাপতির মতো ডানা মেলতে দিন --আর জীবনের বেঁচে থাকার মধু আহরণ করে নিন ।

শিলং থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে মেঘালয় পূর্ব খাসি পার্বত্য জেলা পাইনুরস্লা তফসিলের অন্তর্গত একটি গ্রাম ওয়াহখেন। সেখানে খাড়াই পাহাড়ের পাশে আর কোথাও কোথাও চারদিক জঙ্গলে ঘেরা ওয়াহরিউ নদীর উপরে সম্পূর্ণ বাঁশের বানানো দীর্ঘ ৭ কিলোমিটার ব্যাপি ‘ট্রেল’ বিখ্যাত, দেশবিদেশের ট্রেকারদের কাছে, অতুলনীয় ট্রেকিংয়ের জন্য।যে রোমাঞ্চকর বাঁশের ট্রেকিং পথে পড়ে তিনটি বিশালাকায় রাক্ষুসে সাইজের প্রস্তরশিলা। কথিত আছে, এর একটা, যার নাম, ইউ মাওরিংথাং, মেঘালয়ের একক বৃহত্তম শিলা। যাকে ওয়াহখেন গ্রামে বলা হয়, ‘শিলার রাজা’!লোকগাথা অনুসারে আবার অন্য এক জায়গায় থাকা দ্বিতীয় বিশালাকায় শিলাটি নাকি মহিলা শিলা! নাম কেথিওয়াং। মাওরিংথাং এবং কেথিওয়াংয়ের মধ্যে প্রেম হয়। কিন্তু তার ভেতর তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়ে তিন নম্বর বিশালাকায় শিলা, যার নাম মওপাটোর। কেথিওয়াংয়ের প্রেমে মাওরিংথাং এবং মওপাটোর, দুজনেই হাবুডুবু খায়। শেষমেশ দুজনের লড়াইয়ে মওপাটোরের শিরশ্ছেদ করে মাওরিংথাং।বলা হয়, মওপাটোরের কাটা মাথাটাই এই বাঁশের ‘ট্রেল’-এ ট্রেকিংয়ের পথে দেখতে পাওয়া তিন বিশাল রাক্ষুসে সাইজের শিলার তৃতীয়টি। এ তো গেল মাওরিংথাং ট্রেকের প্রাচীন লোকগাঁথা। কিন্তু এর আধুনিক কর্মযজ্ঞের কথা ভাবলেও অবাক লাগবে।এই রোমহর্ষক ট্রেক মাত্র ২০১৬ সালে সাধারণ ট্রেকার-পর্যটকদের জন্য খুলে দেয় মেঘালয় সরকার। কিন্তু বানিয়েছেন স্থানীয় ওয়াহখেন গ্রামের লোকজন।

ইলিশ নিয়ে ধেই ধেই - তাধিন ধিন- যাই বল বাঙালী হেঁশেলে আবেগের শেষ নেই ।সরস্বতী পূজোয় জোড়া ইলিশ। সিঁদুর দিয়ে বরণ করে, ঠা...
29/04/2024

ইলিশ নিয়ে ধেই ধেই - তাধিন ধিন- যাই বল বাঙালী হেঁশেলে আবেগের শেষ নেই ।সরস্বতী পূজোয় জোড়া ইলিশ। সিঁদুর দিয়ে বরণ করে, ঠাকুর ঘরে কেটে মাটির নতুন সরায় পাটকাঠি জেলে রান্না। আঁশগুলো কাদামাটিতে মুড়ে চালের আড়ায় তুলে রাখা, সুখ-সমৃদ্ধির আশায় ইলিশ নিয়ে কত কথা- ইলিশ মাছ ধুয়ে কাটতে হয় - কেটে ধুতে নেই।'সোয়াদ ' বরবাদ হয়ে যায়।সুপুরি, পৈতে, কয়লা আরও কি কি যেন কাটার সময় বাদ দিতে হয় । 'ইলশা টাটকা অইলে আতের গইনধ, ধোয়াইবার পর গেলেও, হেঁশেল থেকে যাইল গইনধ যাবে না ।ইলিশের গন্ধ নাকি সাধনার ঐশ্বর্য । গল্প শুনলে মনে হয় যে বাঙালীর ইলিশ বন্দনা বা ইলিশ উৎসব চিরকালীন । পূবালী ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আমরা প্রতিবৎসর আয়োজন করি এই উৎসবের।আমরা যাচ্ছি ১৯ শে জুলাই ২০২৪-----২রাত্রি ৩ দিন ---৬৭০০ টাকা ----মুঠোফোনে ৯০০৭৬৬৮৩৭০**৯৮৩১৭৩৫৩৭৩

পূবালী প্ৰাক পূজা ছুটির সুলুকসন্ধান পূবালী সম্পাদকের কলমে ,অফিসে শীততাপনিয়ন্ত্রিত ঘরের কাঁচের জানালা দিয়ে বাইরে তাকাতেই ...
29/04/2024

পূবালী প্ৰাক পূজা ছুটির সুলুকসন্ধান

পূবালী সম্পাদকের কলমে ,

অফিসে শীততাপনিয়ন্ত্রিত ঘরের কাঁচের জানালা দিয়ে বাইরে তাকাতেই বুকটা কেঁপে উঠলো ---বাইরে ৪৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা । প্রকৃতির রোষানলে মানবজীবন ওষ্ঠাগত । বেলা দশটার পর অফিস বাজার লোকালয় মানবশুন্য হয়ে পড়ছে । সবাই হয় অফিসের চার দেওয়ালে নয় বাড়ির মধ্যে নতুবা কেউ কেউ ফেসবুক -হোয়াটসআপে উদ্দেশ্যহীনভাবে অঙ্গুলিচালনায় ব্যস্ত । আমরা যারা বেড়ানোর সাথে যুক্ত তারাও ব্যস্ত হয়ে পড়েছি ----পুজোর টিকিট বুকিং শুরু হবে জুন মাস থাকে ---একমাস বাকি নেই ।লেখা দিতে হবে ----এবার অফিসের নির্দেশ এসেছে ছোট্টো ছুটির সুলুকসন্ধান দিতে । আসুন না এই গরমে ঘরে বসে ছোট্টো ছুটির একটা রোডম্যাপ করে ফেলি । পূবালী ফেসবুক পেজে আগামী একমাস জুড়ে আমি নিয়মিতভাবে ছোট্ট ছুটির উপর সুলুকসন্ধান দেব ----ভালো লাগলে প্ল্যানিং করুন ----টিকিট তুলে রাখুন --চার পাঁচদিনের জন্য কেজো মনটাকে খোলা প্রকৃতির মাঝখানে প্রজাপতির মতো ডানা মেলতে দিন --আর জীবনের বেঁচে থাকার মধু আহরণ করে নিন ।

বাঙালি তো -কবিপক্ষ্ আসছে --তাই রবি ঠাকুরকে দিয়ে শুরু করি --শেষের কবিতার পটভূমি --শিলংয়ের ওয়াহখেন ---

অনেক রাবীন্দ্রিক বিশেষজ্ঞদের দৃষ্টিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্ভবত শ্রেষ্ঠ প্রেমোপন্যাস হিসেবে যেটি বিবেচিত হয়, সেই ‘শেষের কবিতা’র পটভূমি ছিল শিলং। উত্তর-পূর্ব ভারতের যে শৈলশহরে বেড়াতে গিয়ে উপন্যাসের নায়ক অমিত রে এক পথ দুর্ঘটনার জেরে প্রেমে পড়ে লাবণ্যর।কিন্তু এক দিন সেখানে হাজির হয় কেটি ওরফে কেতকী। এবং তাঁর আঙুলে পরা আংটি দেখিয়ে বিলেত ফেরত ব্যারিস্টার অমিতকে নিজের বলে দাবি করেন। ভেঙে যায় অমিত-লাবণ্যের বিয়ের তোড়জোড়।জানা যায়নি, কিম্বা বিশ্বকবি কোথাও কোনও ভাবে প্রমাণ রেখে যাননি যে, শিলংয়ের পটভূমিতে সৃষ্ট তাঁর এই অমর ত্রিকোণ প্রেমের উপন্যাস ওই শৈল শহরেরই সুপ্রাচীন তিন প্রস্তরশিলার প্রেমের লোকগাঁথা থেকে অনুপ্রাণিত কিনা? যদিও অবশ্য সেই প্রাকৃতিক বস্তুর ত্রিকোণ প্রেমের পরিণতি রক্তাক্ত!শিলং থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে মেঘালয় পূর্ব খাসি পার্বত্য জেলা পাইনুরস্লা তফসিলের অন্তর্গত একটি গ্রাম ওয়াহখেন।

পরবর্তী অংশ আগামীকাল ........................

ইছামতিকে লেখা কিন্নরের চিঠি                                           কিন্নরের আঁচলে রাত  এখন গভীর  । রাতের  শেষ ট্রেনটা...
28/04/2024

ইছামতিকে লেখা কিন্নরের চিঠি
কিন্নরের আঁচলে
রাত এখন গভীর । রাতের শেষ ট্রেনটা হুইসেল বাজিয়ে কখন চলে গেছে । ঘুম আসছিলো না । তোর কথা মনে আসছিলো ইছামতি । বেঙ্গালুরুতে আমেরিকান ব্যাংকের চাকরিতে জয়েন করার পর থেকে আর কোলকাতায় আসিস নি দু বছর হলো । সেদিন whatsappe লিখে পাঠালি ছোট্ট ছুটিতে আসবি । কোথাও যাওয়ার প্ল্যান করতে । তাই ঘুম না আসার জন্য ভাবলাম কোথায় যাওয়া যায় । লিখতে বসে পড়লাম ।মাথায় এলো একটা জায়গার কথা -----কিন্নর সুন্দরীদের আঁচলে ----হিমাচলের কিন্নরে । হাতে ছুটি কম বলে সিমলা থেকে খুব ভোরে উঠে চলে যাবো সারাহান । সিমলা ছাড়াতেই পথ আরো সুন্দর । পাইনের ছায়ামাখা কুফরী ,নিসর্গশোভায় মোড়া নারকান্দা পেরিয়ে সবুজ নির্জন পাহাড়পথে এগিয়ে চলা । ভোরবেলা চলে যাবো ভীমকালী মন্দিরে ---দূরে বরফমোড়া শ্রীখণ্ড পর্বতমালার সদর্পে বিস্তার । ওখান থেকে রুক্ষ পাহাড় আর শতদ্রু ও বাসপা নদীকে সঙ্গী করে হিমাচলের সুন্দর উপত্যকা সাংলায় পৌঁছে যাওয়া । সুন্দর যে কখনো কখনো এতো ভয়ঙ্কর হয় তা সাংলা না এলে জানা জানা যাবে না --যেমন তুই । দুই দিকে পাহাড়ে বিশাল ঘেরাটোপ ---মাঝে বাসপা নদীর এগিয়ে চলা । আপেলের বিস্তীর্ন বাগিচা । ওখান থেকে তোকে নিয়ে যাবো আজাদ কাশ্মীর ----শুনে চমকে উঠলি --তাই না --হিমাচলে কাশ্মীরের গল্প----তবে বলি শোন্ --আসলে অনেক বছর আগে ইন্দো টিবেটিয়ান বর্ডার কর্তৃপক্ষ কাশ্মীর থেকে বেশ কিছু শ্রমিকদের এখানে আনেন । কিন্তু নানান কারণে মতের মিল না হওয়াতে তারা নদীর ওপারে আলাদা বসতি গড়ে তোলেন ---তার থেকে নাম আজাদ কাশ্মীর---ওখান থেকে তিব্বতের শেষ গ্রাম চিৎকুলে পূর্ণিমাতে একটা রাত কাটাবো ।বাসপা নদীর তির তির করে বয়ে চলা জলের ওপর যখন জোছনার আলো খেলা করবে তুই আমায় শোনাবি বিশু পাগলের গান --"তোমায় গান শোনাবো -"ওখান থেকে কল্পা । পাইন আর দেওদারের ঠাসবুনোটে মোড়া প্রকৃতির বুকচেরা রাস্তা উঠে এসেছে কল্পায় । পাইন দেওদারের পাতার ফাঁকে কিন্নর কৈলাস পর্বতমালার বরফমাখা চুড়ো ।মাঝে শিবলিঙ্গ আকারের একখণ্ড পবিত্র শিলাখণ্ড । রোডের ঝলকে এর রং গলানো সোনার মতো লাগে । আরো অনেক কথা বাকি রইলো-সাক্ষাৎে কথা হবে । তুই ভালো থাকিস ।
ইতি
পুলু **আপনারা যাবেন নাকি কিন্নর কৈলাস--পূবালী যাচ্ছে ৯ ই অক্টোবর ২০২৪---যাবেন নাকি ---ফোন করতে পারেন ৯৮৩১৭৩৫৩৭৩ অথবা ৯০০৭৬৬৮৩২০

রাস্তার পাশে দূরে সার দিয়ে দাঁড়ানো পপলার গাছ,,পাতাহীন ডাল সর্বস্ব অবয়ব। রাস্তার পাশে শীত পোশাকের পসরা সাজানো দোকানি ,পাল...
27/04/2024

রাস্তার পাশে দূরে সার দিয়ে দাঁড়ানো পপলার গাছ,,পাতাহীন ডাল সর্বস্ব অবয়ব। রাস্তার পাশে শীত পোশাকের পসরা সাজানো দোকানি ,পালং শাক গাজর বিক্রেতা মহিলা ,আলু পিঁয়াজের বড়া ভাজা বৃদ্ধা। ডাল লেকে ভাসমান শিকারা -------জলে দাঁড়ানো নিঝুম হাউস বোট । বাঁকে বাঁকে পীরপাঞ্জলের রূপ ঐশ্বর্য । কোথাও আবার প্রৌঢ়ের সাদা ভেড়ার পাল নিয়ে চলেযাওয়া । মেষপালকের গায়ে ফেরান ,শীতে কাশ্মীরের অমোঘ বস্ত্র । দুই হাতের আগলে বাঁধা ঝুলন্ত কাঠকয়লা আর ছোট্ট ঝুড়ি ---যার পোশাকি নাম কাংরি । কোথাও আবার সর্ষে ক্ষেতের হলুদ আঁচলে হারিয়ে যাওয়ার অমোঘ হাতছানি আবার কোথাও সুন্দরী তন্বী লিডারের বাকরহিত করা সৌন্দর্য । বুঝতেই পারছেন কার কথা বলছি ---------
" Agar firdauus bar-roo -e zameen ast
Hameen asto-o,hameen ast-o , hameen ast "
( If there is paradise on earth /it is this,it is this,it is this."
ঠিক ধরেছেন ,আমি কাশ্মীরের কথা বলছি ------যাবেন নাকি পুবালির সাথে -----আমরা যাচ্ছি ---হবেন নাকি ভূস্বর্গের পথে আমাদের দোসর ? তাহলে মুঠোফোন ৯৮৩১৭৩৫৩৭৩

25/04/2024
নীল পরীর গল্প ২য়  কিস্তি বিকালে চললাম হ্যাভলকের অন্যতম দর্শণীয় রাধানগর সৈকতে  ।২০০৪ সালে টাইমস ম্যাগাজিন দ্বারা এশিয়ার স...
23/04/2024

নীল পরীর গল্প ২য় কিস্তি
বিকালে চললাম হ্যাভলকের অন্যতম দর্শণীয় রাধানগর সৈকতে ।২০০৪ সালে টাইমস ম্যাগাজিন দ্বারা এশিয়ার সেরা বিচের অ্যাওয়ার্ড পেয়েছিলো ছবির মতো সৈকত-ডানদিকে বহুদূর পর্যন্ত চলে গেছে --সোনালী প্রশস্ত বালুতট গিয়ে পৌছেছেবারো বারো গাছ ঘেরা গভীর বনানীতে । রাধানগর সৈকতের বাঁ দিকে জুঙ্গলাকীর্ণ পাহাড় ঢুকে এসেছে সাগরের বুকে । সবুজ জঙ্গল ঘেরা সোনালী সৈকতের অশাক্ষুরাকৃতি এই সৈকত বাড়ৈ সুন্দর । সূর্য তখন পটে বসেছে । দিগন্তে লালের আভা ছাড়িয়ে পড়েছে আকাশ থেকে জলের বুকে ও । কমলা আগুনের গলার মতো সূর্য পশ্চিম আকাশ রাঙিয়ে টুপ্ করে ডুব দিলো বঙ্গোপসাগরে । রাধানাগে বিচ থেকে ফিরে এলাম রিসোর্টে । পরদিন ভোরেপাখির ডাকে ঘুম ভাঙলো ---নারকেল গাছের ফাঁকে অনবদ্য এক সূর্যোদয় সাগরের জলে । তটভূমিতে নেমে দেখি ভাঁটার জাল সরে গিয়েছে আধ মাইল দূরে । সারা তটভূমি জুড়ে জেগে উঠেছে মৃত প্রবালের সারি । তারই আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে স্যান্ড পিপের ও স্লোভারের দল । পায়ের পাতা ডোবা জলে হলুদ সবুজ প্রাবাল্কিত আর স্পঞ্জ । তাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে কাঁটা ওলা আর্চিনের দল । সমুদ্র শসা ও বড়ো বড়ো ঝিনুক ,গোটা তটজুড়ে ঠেসমূল আর ঘন জঙ্গল ।
হ্যাভলক দ্বীপের অন্য প্রান্তে জঙ্গল ঠাসা । ছোট্ট সেই সৈকতে আমাদের জন্য অপেক্ষা করছে দারুন এক চমক --স্নরকেলিংয়ের মুখোশ আর চশমা পরে আমরা ভেসে পড়লাম অনন্ত সাগরের গভীরে --লাইফ জ্যাকেট আর রবার টিউবে শরীর ভাসিয়ে --স্নরকেলিংয়ের নল মুখে লাগিয়ে মাথা ডোবালাম জলের নিচে ।এক মুহূর্তে চেনা পৃথিবাটা সরে গিয়ে চোখের সামনে ধারা দিলো রূপকথার আশ্চর্য এক জগৎ । থরে থরে সাজানো রঙ্গিন প্রবাল । যেমন তাদের অনিন্দ্যসুন্দর আকার তেমনি তাদের রঙের বাহার । যেন পাপড়ি মেলে রয়েছে রংবাহারি ফুলের দল । আর সেই প্রবালকুঞ্জে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেহ্যাভলক জেটি থেকে মোটরচালিত ডিঙি নিয়ে আমরা চলেছি এলিফ্যান্টায় ।জলের নীচে প্রবালের রত্নভাণ্ডার দেখতে--আমরা এক ঘন্টার সমুদ্র ড়াচ্ছে ছোট বারো রঙ্গিন সব মাছ । রামধনু রঙের পারট ফিশ ,হলুদ নীলের ইয়েলো ড্যামসেল,নীল ড্যামসেল,সবুজ ক্রিমিস,তারার আকৃতির স্টারফিশ ,নানা প্রজাতির ক্লাউন মাছ ,সরু লম্বা বারাকুদসি হর্স--- সূর্যেরআলোয় চিকমিকিয়ে ওঠা তাদের গায়ের রং --বিদ্যুৎগতিতে তাদের ছোটাছুটিতে মনে হচ্ছে যেন কেউ কেউ মুঠো মুঠো রং ছুড়ে দিচ্ছে ,সমুদ্রের জল ভেদ করে যতদুর পর্যন্ত সির্যের এল পৌঁছছে ,পুরোটাই রাঙিয়ে উঠছে রামধনু রঙে ,যেন জলের তলায় ঘটে চলেছি কোনো ম্যাজিক । বিস্ময়াবিষ্ট হয়ে দেখলাম সেই স্বপ্নময় জলছবি । দেখে এলাম সাগরের নিচের অফুরান রং ,প্রবালকুঞ্জের প্রাচুর্য আর অবাক করা মাছের জগৎ । ফিরে এলাম রিসোর্টে । এসে দেখলাম মুন রাইজ ----বাকরোহিত হয়ে গেলাম ---নিজের চোখকে বিশ্বাস হচ্ছিলো না ---প্রকৃতি নিজেকে উজাড় করে দিচ্ছে----কোজাগরী পূর্ণিমায় এ কি দেখলাম---জোসৎনালোকিত রাতে বাতাসের সন সন শব্দ আর চাঁদের আলোয় চান করে অনেক্ রাত পর্যন্ত কেমন মহাবিষ্টের মতো বসেছিলাম -----বাকি নীল পরীর গল্প আবার কাল শোনাবো-----কলম আর চলতে চায় না-----

পূবালী সম্পাদকের কলমে ,দেখতে দেখতে পূবালী ইলিশ উৎসব দশম বছরে পা দিলো । আজ থেকে ১০ বছর  আগে পূজালি গেস্ট হাউস মাত্ৰ ৩৫০ ট...
22/04/2024

পূবালী সম্পাদকের কলমে ,
দেখতে দেখতে পূবালী ইলিশ উৎসব দশম বছরে পা দিলো । আজ থেকে ১০ বছর আগে পূজালি গেস্ট হাউস মাত্ৰ ৩৫০ টাকা দিয়ে ইলিশ উৎসবের শুরু ----এক,দুই ,তিন করে ১০ ----ভাবতে ও কি ভীষণ রোমাঞ্চ লাগে ---টাকি,তালসারি,বকখালি ,মুকুটমণিপুর হয়ে এবার লাল কাঁকড়া বীচ -তাজপুরে । কত ইলিশ প্রেমিক মানুষের সান্নিধ্যে আমরা প্রহর কাটিয়েছি ---ভীষণ ভালো লাগা অনুভূতি ----সবাইকে সম্পাদকের পক্ষ্ থেকে অনুরোধ করবো এই দশম বৎসরের মহেন্দ্র ক্ষণে আপনাদের সকলের আগমনে ঋদ্ধ ও ভালোবাসায় ভরে উঠুক দশম ইলিশ উৎসব ----থাকছে ইলিশ মেনু ও চাইনিজ মেনু ---পুল সাইড ডিনার ---বাংলা ব্যান্ড ---প্রতি ফ্যামিলির জন্য উপহার --প্রচুর আনন্দ ---আমরা যাচ্ছি ১৯শে জুলাই ২০২৪ --২রাত্রি ৩ দিন ---এসি বাস--৬৭০০ টাকা -বিগত বছর গুলির স্মৃতি পোস্ট করলাম ---যদি আরো ছবি থাকে পোস্ট করবেন---অপেক্ষায় রইলাম -----
ভ্রমণ সম্পাদক
পূবালী

নীল পরীর গল্প ----হ্যাভলকের গল্প-ছোটবেলায় বাবার সাথে সবুজ দ্বীপের রাজা সিনেমা দেখার পর থেকে মনের মধ্যে আন্দামান দেখার ইচ...
16/04/2024

নীল পরীর গল্প ----হ্যাভলকের গল্প-
ছোটবেলায় বাবার সাথে সবুজ দ্বীপের রাজা সিনেমা দেখার পর থেকে মনের মধ্যে আন্দামান দেখার ইচ্ছা অনেক যত্নে লালন করে রেখে ছিলাম ।তাই আন্দামান দেখার অনুভূতি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না । নীল পরীর গল্পের মধ্যে দিয়ে আমি সেই অনুভূতি আপনাদের সাথে ভাগ করে নেবো ।
পোর্টব্লেয়ারের ফিনিক্স বে জেটি থেকে হাভেলোকগামী জাহাজ রওনা হলো ---রৌদ্রকরোজ্জ্বল পরিষ্কার দিন । তর তর জল কেটে ছোট ছোট দ্বীপ গুলোকে পাস্ কাটিয়ে বাতানুকূল ঘেরাটোপের মধ্যে থেকে দেখলাম আদিম অরণ্য ঘেরা সবুজ ছায়ামাখা টুকরো টুকরো দ্বীপ ।ঘন সবুজ জঙ্গল ঘিরে সাদা বেলা ভূমি । পাড়ের জল লুটিয়ে পড়ছে সেই বালুকাবেলায় । জাহাজের আগে আগে জল থেকে লাফ দিয়ে উড়ে পড়ছে ঊড়কু মাছের দল । তির্যক রোদ্দুর তাদের গায়ে পড়েঝিকমিকিয়ে উঠছে ---পোঁছলাম হ্যাভলকে ।
একটা জায়গা যে কতখানি সুন্দর হতে পারে ,সাগরের জলে যে কত রং থাকতে পারে ---এখানে না এলে জানা হতো না । মাথার ওপর সূর্যকে নিয়ে কিছুক্ষনের মধ্যে পৌঁছলাম দ্বীপের অপর প্রান্তে নারীকরল বিথীকায় ছাওয়া সুন্দর সাজানো রিসোর্টে । রিসোর্টে সামনে সমুদ্র তার নীল শাড়ী বিছিয়ে আছে ---পরতে পরতে তার গায়ে সবুজের প্রলেপ ---আসমানী -ফিরোজা -হালকা -ঘন- সবুজ রঙের সে এক বিশাল ক্যানভাস--নারকেল গাছের ছায়াঘন বাগানের মাঝে কটেজ গুলো পরপর সাজানো । বারো বারো গাছের ছায়ায় বসে দেখি বেলাভূমির বুকে আল্পনা কাটছে জীবন্ত ঝিনুক ।সামনে অনন্ত সাগরের মায়াবী হাতছানি আমরা উপেক্ষা করতে পারলাম না ----চুটিয়ে সমুদ্র স্নান করলাম ----মান্না দের সেই বিখ্যাত গান একসাথে কোরাস গাইলাম----এই জীবনে কি পাবো না/ভুলেছি সে ভাবনা ---। চুটিয়ে সমুদ্রস্নান সেরে সাজানো গোছানো ডাইনিং এ
তোফা লাঞ্চ--তারপর দুপুরটা কেটে গেলো বাগানে ঝোলানো হামকে শুয়ে সমুদ্র দেখতে দেখতে --
পূবালী যাচ্ছে ১২ ই অক্টোবর ২০২৪..আর ফিরছি ১৯ শে অক্টোবর ----বিমান ভাড়া মাত্রা ১৬২০০ টাকা শুধুমাত্র ২৫জনের জন্য আজি ফোন করুন ৯৮৩১৭৩৫৩৭৩ ---৭ রাত্রি ৮ দিন --২৩৫০০ টাকা বিমান ভাড়া অতিরিক্ত

Address

Budge Budge Shyampur
Kolkata
700137

Alerts

Be the first to know and let us send you an email when Pubali TOURS & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pubali TOURS & Travels:

Videos

Share

Category

PUBALI LAUNCHES ANGLING TOURISM AND YOGA TOURISM IN PARYATAN MELA AT NETAJI INDOR STADIUM 01JUNE TO 3RD JUNE18

PUBALI HIMACHAL GROUP MAY 2018 KALPA


Other Travel Companies in Kolkata

Show All