Pocket Travel

Pocket Travel Weekend destinations around Kolkata. We are offering Sea Side, River Side, Village Side, and Hill Side tour.
(6)

This week we have found that Nifty is again making higher Top and Higher Bottom Formation but Bank Nifty is unable to ma...
06/01/2024

This week we have found that Nifty is again making higher Top and Higher Bottom Formation but Bank Nifty is unable to make Higher Top.
Trade Cautiously....

If any body is interested to join basic and advance Technical Course and Future Option Course feel free to call me 9123087737.

Nifty is making higher top and Higher bottom on weekly basis so it is clearly on uptrend.It is Dow Theory.Always follow ...
30/12/2023

Nifty is making higher top and Higher bottom on weekly basis so it is clearly on uptrend.
It is Dow Theory.
Always follow trend and make trend is your friend.
All the best for all Technical Students on 2024.
Happy New Year.

You can contact me #9123087737 for Technical Course on Share Market.

04/06/2023

অত্যন্ত জরুরি একটা বিষয়। পরের বার থেকে টিকিট কাটলে অবশ্যই এটা নিতে হবে। মাত্র 35 পয়সায় ট্রাভেল ইনস্যুরেন্স।

নমিনি অ্যাড করে অ্যাকটিভ করতেই হবে, নাহলে এটা নেওয়া বেকার। কিভাবে অ্যাক্টিভেট করবেন,
কিভাবে ক্লেইম করতে হবে রইল বিস্তারিত।

ট্যুর প্ল্যানার গ্রুপ থেকে পাওয়া।
..........................

একজন জিজ্ঞেস করেছিলেন IRCTC তে টিকিট কাটার সময় 35 পয়সা তে যে ইন্সুরেন্স টা দেওয়া হয় সেটার ব্যাপারে।

আপনি যদি ইন্সুরেন্স টা নেন, তাহলে আপনার ইমেইল এ একটা মেইল আসবে ইন্সুরেন্স কোম্পানির থেকে আর সেখানে আপনার প্রথম কাজ হলো নমিনেশন আপডেট করার লিংকে ক্লিক করে নমিনি অ্যাড করা। চেষ্টা করবেন এমন কাও কে নমিনি করতে যিনি আপনার সাথে ট্রাভেল করছেন না।

Policy wordings এ ক্লিক করলে আপনাকে আপনার PNR আর মোবাইল নম্বর দিয়ে login করতে বলবে, সেটা করলে আপনি আপনার ডিটেইল পলিসি পেয়ে যাবেন, যাত্রার আগে সেটা আপনার ফ্যামিলি কে বা আপনার নমিনি কে দিয়ে যাবেন।
পলিসি তে নিম্নলিখিত দুর্ঘটনা গুলো কভার হয়
Death: 10 Lakh
Total permanent disability: 10 Lakh
Partial permanent disability: Upto 7.5 Lakh
Hospitalization Expenses: Upto 2 Lakh
Transport of mortal remains: 10000

দুর্ঘটনা হবার 4 মাসের মধ্যে claim intimate করতে হবে।
দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি injured/disabled হন, এবং সেই কারণে নেক্সট 12 মাসের মধ্যে মারা যান, তাহলে তাঁর ফ্যামিলি death claim করতে পারবেন। Disability বাবদ দেওয়া টাকা death claim এর সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হবে।

নিচে পুরো পলিসি টা দিয়ে দিলাম। কি কি কভার করা হবে, কিভাবে claim করবেন, জরুরি কন্টাক্ট নম্বর সব ডিটেইলস এই ফটো গুলো তে পেয়ে যাবেন।

# # collected.

চাঁদপুর একটি অপরিচিত নাম।যার সামনে শুধু সমুদ্র।যেদিকে তাকাবেন নীল জলরাশি বিরাজ করছে।শুনতে পাবেন ঢেউ এর গর্জন।সমুদ্রের সা...
12/05/2023

চাঁদপুর একটি অপরিচিত নাম।যার সামনে শুধু সমুদ্র।যেদিকে তাকাবেন নীল জলরাশি বিরাজ করছে।শুনতে পাবেন ঢেউ এর গর্জন।সমুদ্রের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে মনে পরে যেতে পারে কৈশরের সেই প্রথম প্রেমে র দিনগুলো।আপনার হাত স্পর্শ করে আছে আপনার ভালোবাসার মানুষ টাকে।যাকে নিয়েই কাটে আপনার দিন।
এখানে পাবেন না আপনি জনমানুষের ভীড়।পাবেন না নানা পসরা র দোকান।
এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে চলেছে।আমাদের এই ব্যাস্ত কর্ম জীবন থেকে হারিয়ে যাওয়ার ঠিকানা এই চাঁদপুর ।শঙ্করপুর ও তাজপুর এর মাঝখানে এই জায়গা।
থাকবেন কোথায়।জায়গার সাথে তাল মিলিয়ে এখানে পাবেন এক হোটেল।হোম স্টে বলাটা বেশি পছন্দ।দোতলার বারান্দা থেকে দেখবেন সেই সুবিস্তার নীল জলরাশি।কোনো কিছু আপনার বাধা হয়ে উঠবেনা।ছাদের সৌন্দর্য আর ও সুন্দর।দেখতে পাবেন সূর্যোদয়।যেন এক বাড়ির পরিবেশ।সেখানে নেই কোন বাতানুকুল যন্ত্র কিন্তু সমুদ্রের ফুরফুরে হাওয়ায় আপনার মন হবে শান্ত।আর এখানকার লোক জন ভীষণ ভালো।
খরচ আপনার নাগালের মধ্যে।
আমরা আশা করি ভুলে যাইনি য শ এর কথা। সেই ভয়াবহ ঝড়ে চাঁদপুর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ।।।অনেক কষ্টের মধ্যে তারা আবার নতুন করে জেগে ওঠার চেষ্টা করছে।
ঝড়ের পরে হোটেল তাও নতুন করে renovate হয়েছে।
যারা সব রকম luxury বাদ দিয়ে শুধু সমুদ্র কে ভালো বাস তে চান তাদের জন্য একদম এক নতুন রকমের homestay।
হোটেল এর সামনে মেরিন ড্রাইভ তৈরি হচ্ছে। ।।সেই জন্য parking একটু দূরে করেছে।।।।।ঠিক হোটেল এর সামনে নয়।
ওপরের 3 rooms থেকেই সমুদ্র দেখা যায়। ।।
নিচে 3 rooms।
Rs.1600 /- per head per day including all foods plus stay.
Only Room Fare /- [NON AC ]

There is no AC room here.

ফোন করুন.
9123087737 and 9830216332
Train Stop :Ramnagar
Bus stop:Balishahi.

চলুন না দুদিনের জন্য হারিয়ে যাই।

চাঁদপুর একটি অপরিচিত নাম।যার সামনে শুধু সমুদ্র।যেদিকে তাকাবেন নীল জলরাশি বিরাজ করছে।শুনতে পাবেন ঢেউ এর গর্জন।সমুদ্রের সা...
22/02/2023

চাঁদপুর একটি অপরিচিত নাম।যার সামনে শুধু সমুদ্র।যেদিকে তাকাবেন নীল জলরাশি বিরাজ করছে।শুনতে পাবেন ঢেউ এর গর্জন।সমুদ্রের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে মনে পরে যেতে পারে কৈশরের সেই প্রথম প্রেমে র দিনগুলো।আপনার হাত স্পর্শ করে আছে আপনার ভালোবাসার মানুষ টাকে।যাকে নিয়েই কাটে আপনার দিন।
এখানে পাবেন না আপনি জনমানুষের ভীড়।পাবেন না নানা পসরা র দোকান।

এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে চলেছে।আমাদের এই ব্যাস্ত কর্ম জীবন থেকে হারিয়ে যাওয়ার ঠিকানা এই চাঁদপুর ।শঙ্করপুর ও তাজপুর এর মাঝখানে এই জায়গা।

থাকবেন কোথায়।জায়গার সাথে তাল মিলিয়ে এখানে পাবেন এক হোটেল।হোম স্টে বলাটা বেশি পছন্দ।দোতলার বারান্দা থেকে দেখবেন সেই সুবিস্তার নীল জলরাশি।কোনো কিছু আপনার বাধা হয়ে উঠবেনা।ছাদের সৌন্দর্য আর ও সুন্দর।দেখতে পাবেন সূর্যোদয়।যেন এক বাড়ির পরিবেশ।সেখানে নেই কোন বাতানুকুল যন্ত্র কিন্তু সমুদ্রের ফুরফুরে হাওয়ায় আপনার মন হবে শান্ত।আর এখানকার লোক জন ভীষণ ভালো।
খরচ আপনার নাগালের মধ্যে।

আমরা আশা করি ভুলে যাইনি য শ এর কথা। সেই ভয়াবহ ঝড়ে চাঁদপুর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ।।।অনেক কষ্টের মধ্যে তারা আবার নতুন করে জেগে ওঠার চেষ্টা করছে।

ঝড়ের পরে হোটেল তাও নতুন করে renovate হয়েছে।
যারা সব রকম luxury বাদ দিয়ে শুধু সমুদ্র কে ভালো বাস তে চান তাদের জন্য একদম এক নতুন রকমের homestay।

হোটেল এর সামনে মেরিন ড্রাইভ তৈরি হচ্ছে। ।।সেই জন্য parking একটু দূরে করেছে।।।।।ঠিক হোটেল এর সামনে নয়।
ওপরের 3 rooms থেকেই সমুদ্র দেখা যায়। ।।
নিচে 3 rooms।

Rs.1600 /- per head per day including all foods plus stay.
Only Room Fare /- [NON AC ]

ফোন করুন.
9123087737 and 9830216332
Train Stop :Ramnagar
Bus stop:Balishahi.

চলুন না দুদিনের জন্য হারিয়ে যাই।

সবাই Year End offer দেয় but আমার offer students দের জন্য 2023 এ সীমিত সময়ের জন্য। যারা COLLEGE এ পড়ছে তাদের    আসতে আস...
13/01/2023

সবাই Year End offer দেয় but আমার offer students দের জন্য 2023 এ সীমিত সময়ের জন্য।
যারা COLLEGE এ পড়ছে তাদের আসতে আসতে শেয়ার মার্কেট সম্বন্ধে জানার সময় এসেছে। ।।।
Share Market জিনিস টা কি?কিভাবে investment করতে হয়, কখন করতে হয়, Mutual Fund এ কিভাবে sip করতে হয়।
Bull Market ,Bear Market কখন বলে?
Fundamental and Technical Analysis কিভাবে করতে হয় etc ...
এখানে বেশি জোর দেওয়া হবে Technical Analysis er ওপর.
খুব ইন্টারেস্টিং সাবজেক্ট।
শেয়ার মার্কেটে trading করতে গেলে Technical Analysis সম্বন্ধে ভালো রকম knowledge থাকা দরকার।
আমাদের জানা উচিত Trading and Trending Market কি?
কি করে ধরবো আমাদের কেনা স্টক টা uptrend না downtrend এ আছে।
কখন Bull Market কখন Bear Market শুরু হয়?
Golden Cross over কি?এটার importance কি?
কখন কোন indicator দেখবো?
কোন স্টক এ কখন position নেবো?
এই সব জিনিস সহজ ভাবে শেখানো হয়।
তাহলে আপনাকে কোনো দিন Tips এর জন্য কারুর ওপর Depend করতে হবে না।
এখানে শেখানো হবে
1.Why Technical Analysis is important
2.Fundamental Analysis vs Technical Analysis
3.Trading Market vs Trending Market
4.Dow Theory
5.Bar ,Line and Candle Stick Charts and their patterns
6.Gap Theory
7.Moving Average, ADX ,RSI, Stochastics, Bollinger Band, Volume etc.
7A.Super Trend and VWAP
8.Brief Idea of India VIX, US Market and Currency Market
9.How to Analysis Bhavcopy from NSE
10.Multiple Chart Analysis
11.Trading Set Up
12.Brief Introduction of Option Market and Open Interest.
সহজ ভাবে শিখুন and এখান থেকে earning start করুন।
Share Market কিন্তু জুয়া খেলা নয়, যদি ঠিক মতো শিখতে পারেন আপনি এটাকে career হিসেবে নিতে পারেন and broker firm এ job পেতে পারেন বা নিজেও কাজ করতে পারেন বা Portfolio Manager ও হতে পারেন।
এরকম নয় যে শুধু B.Com হতে হবে যে কেউ success হতে পারেন but তার জন্য চাই Knowledge,discipline and Concentration.
Offline এ পড়া হয় so শেখাতে সুবিধে হবে। ।
Computer and একটা charting software like Meta Stock মাস্ট।
College Students দের জন্য Rs.10000/_ and বড়ো দের জন্য Rs.12000/_ course fees.
জানুয়ারি তে join করলে Rs.2000/_ করে discount পাবেন.
Details জানতে call করুন 9123087737 and WhatsApp 9830216332।
Time zone around 3 months.
Please note কোনো trading tips দেওয়া হয় না.

সবাই Year End offer দেয় but আমার offer students দের জন্য 2023 এ সীমিত সময়ের জন্য। যারা COLLEGE এ পড়ছে তাদের    আসতে আস...
31/12/2022

সবাই Year End offer দেয় but আমার offer students দের জন্য 2023 এ সীমিত সময়ের জন্য।
যারা COLLEGE এ পড়ছে তাদের আসতে আসতে শেয়ার মার্কেট সম্বন্ধে জানার সময় এসেছে। ।।।
Share Market জিনিস টা কি?কিভাবে investment করতে হয়, কখন করতে হয়, Mutual Fund এ কিভাবে sip করতে হয়।

Bull Market ,Bear Market কখন বলে?
Fundamental and Technical Analysis কিভাবে করতে হয় etc ...

এখানে বেশি জোর দেওয়া হবে Technical Analysis er ওপর.
খুব ইন্টারেস্টিং সাবজেক্ট।
শেয়ার মার্কেটে trading করতে গেলে Technical Analysis সম্বন্ধে ভালো রকম knowledge থাকা দরকার।
আমাদের জানা উচিত Trading and Trending Market কি?
কি করে ধরবো আমাদের কেনা স্টক টা uptrend না downtrend এ আছে।
কখন Bull Market কখন Bear Market শুরু হয়?
Golden Cross over কি?এটার importance কি?
কখন কোন indicator দেখবো?
কোন স্টক এ কখন position নেবো?
এই সব জিনিস সহজ ভাবে শেখানো হয়।
তাহলে আপনাকে কোনো দিন Tips এর জন্য কারুর ওপর Depend করতে হবে না।
এখানে শেখানো হবে
1.Why Technical Analysis is important
2.Fundamental Analysis vs Technical Analysis
3.Trading Market vs Trending Market
4.Dow Theory
5.Bar ,Line and Candle Stick Charts and their patterns
6.Gap Theory
7.Moving Average, ADX ,RSI, Stochastics, Bollinger Band, Volume etc.
7A.Super Trend and VWAP
8.Brief Idea of India VIX, US Market and Currency Market
9.How to Analysis Bhavcopy from NSE
10.Multiple Chart Analysis
11.Trading Set Up
12.Brief Introduction of Option Market and Open Interest.
সহজ ভাবে শিখুন and এখান থেকে earning start করুন।

Share Market কিন্তু জুয়া খেলা নয়, যদি ঠিক মতো শিখতে পারেন আপনি এটাকে career হিসেবে নিতে পারেন and broker firm এ job পেতে পারেন বা নিজেও কাজ করতে পারেন বা Portfolio Manager ও হতে পারেন।
এরকম নয় যে শুধু B.Com হতে হবে যে কেউ success হতে পারেন but তার জন্য চাই Knowledge,discipline and Concentration.

Offline এ পড়া হয় so শেখাতে সুবিধে হবে। ।
Computer and একটা charting software like Meta Stock মাস্ট।
College Students দের জন্য Rs.10000/_ and বড়ো দের জন্য Rs.12000/_ course fees.
জানুয়ারি তে join করলে Rs.2000/_ করে discount পাবেন.

Details জানতে call করুন 9123087737 and whatsapp 9830216332।
Time zone around 3 months.
Please note কোনো trading tips দেওয়া হয় না.

Salute ........
19/12/2022

Salute ........

Sonar Bangla নিয়ে এলো এক নতুন Resort Mayapur এ।।।।।যারা নিত্য  weekend এ বেড়াতে যেতে চান তাদের জন্যে এক নতুন  চমক ।।May...
16/11/2022

Sonar Bangla নিয়ে এলো এক নতুন Resort Mayapur এ।।।।।

যারা নিত্য weekend এ বেড়াতে যেতে চান তাদের জন্যে এক নতুন চমক ।।
Mayapur সবাই জানেন ISKON এর জন্য খুব famous। কারণ শ্রী চৈতন্য দেবের আরাধনা করা হয় এখানে। সবাই এখানে হরে কৃষ্ণ বলে সম্বোধন করেন পরস্পরকে। এখানে রাধা কৃষ্ণ মন্দির এক অপূর্ব আকর্ষণ

অনেকেই সময় বিশেষে ISKON এ থাকার জায়গা পান না।
তাদের জন্য এই Resort সত্যি খুব ভালো লাগবে। এখানে Veg Non Veg সব রকম খাবার এদের রেস্টুরেন্ট এ পাওয়া যায়।

একটা কথা বলে রাখি recent opening হয়েছে তাই এই Resort এর অনেক কাজ এখনও বাকি, Pool complete হতে এখনও বেশ কিছু সময় লাগবে।
তা সত্ত্বেও এখন গেলেও আপনাদের সত্যি ভালো লাগবে।

এখান থেকে ISKON এর distance মাত্র 16 km।

Platinum Double Occupancy Room @5000+12% GST per room per night with Breakfast.

Mandarin Pool View Room @6000 +12% GST per room per night with Breakfast.

Children below 5yrs will be complementary

Child of 5yrs & 12yrs @ 750+12% GST

Above 12yrs @1500+12% GST with bed &Breakfast

তবে আর দেরী কেনো, ঘুরে আসুন এখানে।

Please Call 9123087737 or Whatsapp 9830216332 for a booking and get a good discount।

(We are associated with all Sonar Bangla Properties at Kolaghat,Taki,Sundarbon,Mayapur,Tarapith,Puri and Darjeeling.

Pocket Travel থেকে বুকিং করলে একটা discount ও পাবেন।

Course on Technical Analysis of Stock Marketএখন সবাই specially young generation শেয়ার বাজার নিয়ে খবর রাখেন। অনেকেই inves...
28/10/2022

Course on Technical Analysis of Stock Market
এখন সবাই specially young generation শেয়ার বাজার নিয়ে খবর রাখেন। অনেকেই invest করেন বা trading করেন।
So subject টা সবার জানা।
কিন্তু জানেন কি শেয়ার মার্কেটে trading করতে গেলে Technical Analysis সম্বন্ধে ভালো রকম knowledge থাকা দরকার।
আমাদের জানা উচিত Trading and Trending Market কি?
কি করে ধরবো আমাদের কেনা স্টক টা uptrend না downtrend এ আছে।
কখন Bull Market কখন Bear Market শুরু হয়?
Golden Cross over কি?এটার importance কি?
কখন কোন indicator দেখবো?
কোন স্টক এ কখন position নেবো?
এই সব জিনিস সহজ ভাবে শেখানো হয়।
তাহলে আপনাকে কোনো দিন Tips এর জন্য কারুর ওপর Depend করতে হবে না।
সহজ ভাবে শিখুন and এখান থেকে earning start করুন।
Details জানতে call করুন 9123087737 and whatsapp 9830216332।
Course fees Rs.12000/_.
Time zone around 3 months.
(নিজেরা Group করে করলে special discount )
Please note কোনো trading tips দেওয়া হয় না.
Metastock Software ( Data Software of Stock Market) থাকা বা কেনা compulsory

Wish you all Happy Deepabali ..
24/10/2022

Wish you all Happy Deepabali ..

সবাই আনন্দে বেড়াতে যান.
27/09/2022

সবাই আনন্দে বেড়াতে যান.

Happy Pujo.
25/09/2022

Happy Pujo.

We have organized the event of NRS Doctors Reunion 2022 i.e. popularly name as "Medicos 2k" at Diamond Harbour Resort fr...
17/09/2022

We have organized the event of NRS Doctors Reunion 2022 i.e. popularly name as "Medicos 2k" at Diamond Harbour Resort from 13th August to 14th August.22.

This was purely family event and more than 70 people enjoyed together including children.
My Special thanks to DrRajib Mukherjee for giving us the opportunity to arrange the event.

If anybody wants to plan to do group tour or individual tour please contact 9123087737 / 9830216332 [WhatsApp]

31/08/2022
যাত্রা শুরু Diamond Harbour.South Point students and their parents.
20/08/2022

যাত্রা শুরু Diamond Harbour.
South Point students and their parents.

Jai Jagannath :-
01/07/2022

Jai Jagannath :-

Mr.Tanmoy Biswas and his family spent a two days outing at our resort in Taki.They had a nice experience.They got a good...
14/06/2022

Mr.Tanmoy Biswas and his family spent a two days outing at our resort in Taki.They had a nice experience.
They got a good discount from us also.

Tariff :6K +GST (Ground Floor),7K+GST (Superior).Breakfast Complimentary.Rs.7.5K+GST (Premium) for 2 pax.

There will be an Good Discount Offer if you book within this week.
Please call @ 9123087737 / 9830216332

চলুন না ঘুরে আসি ।
[We are also associated with Sonar Bangla -Kolaghat,Mondermoni,Darjeeling and Tarapith]

Mr.Abhishek Roy has spent a wonderful day at our Matir Bari with his beautiful child.You can also spend  in this wonderf...
04/06/2022

Mr.Abhishek Roy has spent a wonderful day at our Matir Bari with his beautiful child.

You can also spend in this wonderful place.

Tariff:-[GSt will be added on Basic tariff]
Rs.2500 for 2 pax
Rs.3000 for 3 Pax
Rs4500 for 4 pax
Rs.5500 for 5 Pax.
Request you to call us 9123087737/9830216332 and do booking through us for better service and we will not charge any extra amount .

"আমরা দুজন একটি গাঁয়ে থাকি।এই আমাদের একটি মাত্র সুখ।।তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি।তাদের গানে আমার নাচে বুক।।"ঘুরে আসি স...
02/06/2022

"আমরা দুজন একটি গাঁয়ে থাকি।
এই আমাদের একটি মাত্র সুখ।।
তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি।
তাদের গানে আমার নাচে বুক।।"
ঘুরে আসি সেই গ্রামে।ধানের ক্ষেতে বয়ে যায় মৃদু বাতাস।জেলেরা জাল ফেলে পুকুরে মাছ ধরে।আপনি ও পারবেন সেই গ্রাম্য জীবনের সৌন্দর্য উপভোগ করতে।
এখানে কোনো কৃত্রিমতা পাবেন না।এটা কোনো আর্টিফিসিয়াল রিসোর্ট নয়।পাবেন না কোন টিভি।নেই কোনো সুইমিং পুল।আছে মাছ ধরার নৌকা।ছিপ নিয়ে চলে যান মাছ ধরতে।কিন্তু মাছ ধরে আবার তাকে ছেড়ে দিতে হবে জলে। শিখে নিন গামছা দিয়ে মৌরলা মাছ ধরার কৌশল|
মনে পরে ছোটো বেলার সেই সব খেলার দিনগুলি।কুমির ডাঙ্গা, চোর পুলিশ, বাঘবন্দি খেলা।আপনাদের বাচ্চাদের কে নিয়ে মেতে উঠুন সেই সব খেলায়।নিয়ম ভুলে গেলেও অসুবিধে নেই।গ্রামের ছেলেরাই দেখিয়ে দেবে।সাইকেল চেপে একটু গ্রাম দেখে আসুন।আমবাগান।মাটির বাড়ী।হরিত ক্ষেত্র।
আপনিও আপনার প্রিয় Romantic উপন্যাস নিয়ে পড়তে থাকুন মোবাইল switched অফ করে।আপনার মন হয়ে যাবে ব্যাকুল|একটু এগোলেই পাবেন বিদ্যধরি নদীর গর্জন।নদীর ধারে দেখতে পাবেন কতো নাম না জানা পাখির আনাগোনা।
ফেরার সময় মালঞ্চ থেকে মাছ কিনে ফিরতে পারেন|
থেকে আসুন আমাদের মাটির বাড়ি তে।অবশ্যই বাতানুকুল।।পাবেন মিনি ফ্রীজ।বারান্দা।
বাউল গান শুনতে চাইলে তার ও ব্যাবস্থা করা হয়।bonfire এবং barbecue ও চাইলে পেয়ে যাবেন।
সায়েন্স সিটি থেকে থেকে মাত্র 35 কিমি দূরে এই গ্রাম।

Tariff:-[GSt will be added on Basic tariff]
Rs.2500 for 2 pax
Rs.3000 for 3 Pax
Rs4500 for 4 pax
Rs.5500 for 5 Pax.

You can do Corporate meetings, conferences, etc.
করতে পারেন একটা পিকনিক।
কি ভাবছেন ?সবুজের মধ্যে মিশে যেতে।ঘটকপুকুর মাটির বাড়ি আপনাকে ডাকছে|
Please follow COVID rules where mask is compulsory for every guest, Temp of guests should be within 98.4 F to 98.6 etc.
Yes, its pet friendly.
Request you to call us 9123087737/9830216332 and do booking through us for better service and we will not charge any extra amount .
[এই রকম আরো জায়গার খোঁজ পেতে হলে আমাদের Pocket Travel page টাও like & Follow করে রাখুন]

টাকী নাম টা শুনলেই মনে আসে একটি দেশ,ঠিক ই ধরেছেন, আমাদের বাংলাদেশ ।শস্য শ্যামল ভরা সবুজ দেশ।মান্না দে র সেই বিখ্যাত গান ...
28/05/2022

টাকী নাম টা শুনলেই মনে আসে একটি দেশ,ঠিক ই ধরেছেন, আমাদের বাংলাদেশ ।শস্য শ্যামল ভরা সবুজ দেশ।মান্না দে র সেই বিখ্যাত গান " এই কূলে আমি আর ওই কূলে তুমি" মনে করিয়ে দেয় আমাদের এপার র ওপার।মাঝখানে বয়ে যায় ইছামতী নদী।কি অপুরুপ শোভা।মন ছু টে যেতে ইচ্ছে করে সেই মিলন স্থল দেখতে।
চলুন না ঘুরে আসি সেই টাকী।আছে অনেক কিছু দেখার।আছে রামকৃষ্ণ মিশন।ঘুরে আসতে পারেন মাছরাঙা দ্বীপ ।বোটিং করা যায় ইছামতী নদী তে।
আর থাকার জন্য যদি পান
সোনার বাংলা রিসর্ট তাহলে আর কথা ই নে ই।কি নেই সেখানে।পাবেন সুইমিং পুল,ইন্ডোর গেমস,ব্যানকুয়েত ।
কর্পোরেট পার্টি ,পিকনিক,বিয়েবাড়ি সব কিছুর জন্যই নিতে পারেন।
Fare:6K +GST (Ground Floor),7K+GST (Superior).Breakfast Complimentary.Rs.7.5K+GST (Premium) for 2 pax.

There will be an Good Discount Offer if you book within this week.
Please call @ 9123087737 / 9830216332
চলুন না ঘুরে আসি ।
[We are also associated with Sonar Bangla -Kolaghat,Mondermoni,Darjeeling and Tarapith]

* Discount Discount *কোলাঘাটের কোলাহল।।।।না এটা কোনো উপন্যাস নয়।।।।।ছোটবেলা থেকে জানতাম কোলাঘাট বিখ্যাত তাপ বিদ্যুৎ কেন্...
26/05/2022

* Discount Discount *
কোলাঘাটের কোলাহল।।।।না এটা কোনো উপন্যাস নয়।।।।।
ছোটবেলা থেকে জানতাম কোলাঘাট বিখ্যাত তাপ বিদ্যুৎ কেন্দ্র হিসেবে।।।একটা শিল্প নগরী হিসেবে চিরকাল ভারতের মানচিত্র তে স্থান পেয়েছে।
কিন্তু জানেন কি কোলাঘাটের সৌন্দর্যের কথা।।
জানতে হলে থাকতে হবে কোলাঘাটের Resort তে। রূপনারায়ান নদী র ধারেই গড়ে উঠেছে এই সুন্দর রিসোর্ট।।।।
দেখতে পাবেন sun rise এন্ড sun সেট।।।। শহরের কোলাহল থেকে অনেক দূরে কাটিয়ে আসুন এক বা দুদিন।।এই গরমে pool এ সময় কাটান যতক্ষন ইচ্ছে।।।আছে জিম, ইনডোর গেমস।
সব চেয়ে বড় সুবিধে ম্যাক্সিমাম রুম ই River facing।।
Please watch every picture so that you can feel the flavor of the resort.
For two people Tariff Rs.4500 /- for the ground floor and Rs.5500/- 1st floor onwards.., Premium rooms {Top Floor]@6500.and special suit rooms Rs.7500/-(GST 12% excluded).

Call করুন ফর বুকিং:9123087737 / 9830216332|
Yes, you will get a good discount from us. For weekdays An extra discount is waiting for you. Call us for details.

কি ভাবছেন? লালমোহন বাবু ওরফে জটায়ু হয়ে সেখানে গিয়ে লিখে ফেলুন "কোলাঘাটের কোলাহল"....

[এই রকম আরো জায়গার খোঁজ পেতে হলে আমাদের Pocket Travel page টাও like & Follow করে রাখুন]

Mr.Sourav Bandyopadhyay and his family covered Gorumara Safari,Elephant Safari at Jaldapara,Gypsy Safari at Chilapata.Fo...
21/04/2022

Mr.Sourav Bandyopadhyay and his family covered Gorumara Safari,Elephant Safari at Jaldapara,Gypsy Safari at Chilapata.

For sight seeing they saw Laljhamela Basti Samurchi, Fagu,Samsing,Rocky Island,Jhalang,Bindu etc.

If you want to plan for any package tour at Dooars ,North Bengal feel free to call us 9123087737 / 9830216332

14/04/2022

Mr.Sourav Bandyopadhyay and his family again visited with Pocket Travel.
This time they went to mainly Dooars.

They had covered Gorumara Safari,Elephant Safari at Jaldapara,Gypsy Safari at Chilapata.

For sight seeing they saw Laljhamela Basti Samurchi, Fagu,Samsing,Rocky Island,Jhalang,Bindu etc.

They stayed at Murti Resort and Sinclairs,Chalsha.
AC Innova was booked for their whole trip.
It was 5 nights and 6 Days.

Souravbabu has given us a wonderful review.

You also can plan to visit North Bengal with us.
Please call 9123087737/ 9830216332

সাধ আর সাধ্যের মধ্যে সমুদ্র দর্শন করতে চান তাহলে আমাদের মন্দারমনি র এই Beach কুঠিরের জুড়ি মেলা ভার।।ছোটো ছোটো cottage।।।...
19/02/2022

সাধ আর সাধ্যের মধ্যে সমুদ্র দর্শন করতে চান তাহলে আমাদের মন্দারমনি র এই Beach কুঠিরের জুড়ি মেলা ভার।।ছোটো ছোটো cottage।।।একদম beach এর সামনে।সমুদ্র সব সময় তার গর্জন আপনাকে শুনিয়ে যাচ্ছে।মাঝে মাঝে আপনাকে ভিজিয়ে দিয়ে যেতে পারে।
আপনি সমুদ্র থেকে মুখ ফিরিয়ে নিতে চাইলেও পারবেন না।
সব রুম ই sea ভিউ।প্রতিটা রুম এর সামনে লম্বা বারান্দা।।
খাওয়া ও খুব সুস্বাদু।
সব ই double শেয়ারিং A C রুম।
Car পার্কিং আছে।

Tariff Rs.3200,Rs 3024, Rs.2800 & Rs.2500[breakfast & gst inclusive ]

Extra Pax Above 12 years :Rs.750/- .

Breakfast Included......

Budgeted রুমস। ড্রাইভার রুম ও Sea Facing। Rs.500 টাকা per day।

নির্জনে দুজনে সমুদ্রে উপভোগ করুন আমাদের এই হোটেল এ।

Yes now this resort is Pet Friendly. Charge @400 per day.[ Vaccine chart must]

বুকিং এর জন্য call করুন 9123087737 / 9830216332.
[Please like & follow our Pocket Travel Page to set such more awesome tourist places Near Kolkata And West Bengal]]

* Discount Discount *কোলাঘাটের কোলাহল।।।।না এটা কোনো উপন্যাস নয়।।।।।ছোটবেলা থেকে জানতাম কোলাঘাট বিখ্যাত তাপ বিদ্যুৎ কেন্...
13/02/2022

* Discount Discount *
কোলাঘাটের কোলাহল।।।।না এটা কোনো উপন্যাস নয়।।।।।
ছোটবেলা থেকে জানতাম কোলাঘাট বিখ্যাত তাপ বিদ্যুৎ কেন্দ্র হিসেবে।।।একটা শিল্প নগরী হিসেবে চিরকাল ভারতের মানচিত্র তে স্থান পেয়েছে।
কিন্তু জানেন কি কোলাঘাটের সৌন্দর্যের কথা।।
জানতে হলে থাকতে হবে কোলাঘাটের Resort তে। রূপনারায়ান নদী র ধারেই গড়ে উঠেছে এই সুন্দর রিসোর্ট।।।।
দেখতে পাবেন sun rise এন্ড sun সেট।।।। শহরের কোলাহল থেকে অনেক দূরে কাটিয়ে আসুন এক বা দুদিন।।এই গরমে pool এ সময় কাটান যতক্ষন ইচ্ছে।।।আছে জিম, ইনডোর গেমস।
সব চেয়ে বড় সুবিধে ম্যাক্সিমাম রুম ই River facing।।
Please watch every picture so that you can feel the flavor of the resort.
For two people Tariff Rs.4500 /- for the ground floor and Rs.5500/- 1st floor onwards.., Premium rooms {Top Floor]@6500.and special suit rooms Rs.7500/-(GST 12% excluded).

Call করুন ফর বুকিং:9123087737 / 9830216332|

Yes, you will get a good discount from us. For weekdays An extra discount is waiting for you. Call us for details.
কি ভাবছেন? লালমোহন বাবু ওরফে জটায়ু হয়ে সেখানে গিয়ে লিখে ফেলুন "কোলাঘাটের কোলাহল"....
[এই রকম আরো জায়গার খোঁজ পেতে হলে আমাদের Pocket Travel page টাও like & Follow করে রাখুন]

Plan to visit Baranti,Garpanchokot,Ajodhya,Mython and see the nature beauty of Purulia.Call 9123087737 / 09830216332 for...
09/02/2022

Plan to visit Baranti,Garpanchokot,Ajodhya,Mython and see the nature beauty of Purulia.

Call 9123087737 / 09830216332 for booking.

"নদী যত আগে আগে চলেততই সাথী জোটে দলে দলে।তারা তারি মতো,ঘর হতেসবাই বাহির হয়েছে পথে।পায়ে ঠুনুঠুনু বাজে নুড়ি,যেনো বাজিতেছে ...
31/01/2022

"নদী যত আগে আগে চলে
ততই সাথী জোটে দলে দলে।
তারা তারি মতো,ঘর হতে
সবাই বাহির হয়েছে পথে।
পায়ে ঠুনুঠুনু বাজে নুড়ি,
যেনো বাজিতেছে মল চুড়ি।
গায়ে আলো করে ঝিকঝিক,
যেনো পরেছে হীরার চিক।
মুখে কলকল কত ভাষে
এত কথা কোথা হতে আসে।"
সেই সোনালী রৌদ্রে নদীর অপরুপ শোভা দেখতে হলে আপনাকে আসতেই হবে আমাদের নতুন সংযোজন ।
ঠাকুরপুকুর থেকে মাত্র 30 km দূরে গঙ্গার ধারে Raypur এ আমাদের রায়পুর Ganges Prime Resort |
একদম নদীর ধারে দারুন পরিবেশ।
এক ঘেয়েমি জীবন থেকে মুক্তির এক নতুন ঠিকানা।
Simplicity এখানে priority।Swimming Pool was already opened..
আছে Two Cottages @3750.Two Deluxe rooms @2700 and One Best River View রুম @3250.
Breakfast complimentary (Bread Butter Omelette/Poori Sabji).
6 years to 12 years Charges Rs150/- Above 12 years Rs 650 with extra bed।
নিজেদের own রেস্তোরাঁ।
করতে পারেন day out Rs 1200/- per head (মিনিমাম 10 pax)
If u want a small party with 2 rooms 2 halls and lawn charges Rs.25000 and 1 hall and lawn Rs.20000.Food extra.
Marriage People preferable for night Stay.
Call 9123087737 / 9830216332 for booking.
Please follow and like our page to see some other awesome resorts in near future.
https://thepockettravel.com/

* Discount Discount *কোলাঘাটের কোলাহল।।।।না এটা কোনো উপন্যাস নয়।।।।।ছোটবেলা থেকে জানতাম কোলাঘাট বিখ্যাত তাপ বিদ্যুৎ কেন্...
30/01/2022

* Discount Discount *

কোলাঘাটের কোলাহল।।।।না এটা কোনো উপন্যাস নয়।।।।।
ছোটবেলা থেকে জানতাম কোলাঘাট বিখ্যাত তাপ বিদ্যুৎ কেন্দ্র হিসেবে।।।একটা শিল্প নগরী হিসেবে চিরকাল ভারতের মানচিত্র তে স্থান পেয়েছে।
কিন্তু জানেন কি কোলাঘাটের সৌন্দর্যের কথা।।
জানতে হলে থাকতে হবে কোলাঘাটের Resort তে। রূপনারায়ান নদী র ধারেই গড়ে উঠেছে এই সুন্দর রিসোর্ট।।।।
দেখতে পাবেন sun rise এন্ড sun সেট।।।। শহরের কোলাহল থেকে অনেক দূরে কাটিয়ে আসুন এক বা দুদিন।।এই গরমে pool এ সময় কাটান যতক্ষন ইচ্ছে।।।আছে জিম, ইনডোর গেমস।
সব চেয়ে বড় সুবিধে ম্যাক্সিমাম রুম ই River facing।।
Please watch every picture so that you can feel the flavor of the resort.
For two people Tariff Rs.4500 /- for the ground floor and Rs.5500/- 1st floor onwards.., Premium rooms {Top Floor]@6500.and special suit rooms Rs.7500/-(GST 12% excluded).
Call করুন ফর বুকিং:9123087737 / 9830216332|
Yes, you will get a good discount from us. For weekdays An extra discount is waiting for you. Call us for details.
কি ভাবছেন? লালমোহন বাবু ওরফে জটায়ু হয়ে সেখানে গিয়ে লিখে ফেলুন "কোলাঘাটের কোলাহল"....
[এই রকম আরো জায়গার খোঁজ পেতে হলে আমাদের Pocket Travel page টাও like & Follow করে রাখুন]

Mr.Sumit Roy and  Mr.Bappa Polley recently visited Baranti ,Garpanchokot and Ajodhya with their family and friends  .The...
26/01/2022

Mr.Sumit Roy and Mr.Bappa Polley recently visited Baranti ,Garpanchokot and Ajodhya with their family and friends .

They did their booking through us .

Request you to please see the following pictures so that you can understand about their happy trip.
If you have any plan to visit there please call us 9123087737 / 9830216332.

Address

Saltlake
Kolkata
700064

Alerts

Be the first to know and let us send you an email when Pocket Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pocket Travel:

Videos

Share

Category

POCKET TRAVEL

Follow Pocket Travel on Facebook for travel inspiration and information on the best destinations and properties to visit around the world.So we are offering hotel,domestics as well as international packages.Find great ideas on where to stay and smart travel tips not only in WestBengal & pan India but also in the world.

Travel is the only thing you buy that makes you richer. Visit some of the great places of India this weekend. Digha, Puri, Darjeeling or Gangtok, wherever you go, just remember us for once. Pocket Travel to give you a memorable experience in a reasonable price

Everyone loves to travel.But not everyone is able as much as they would love to.Some think they do not have enough money to do it.Others are unsure of how to go about it.

Pocket travel always with you.

Nearby travel agencies


Other Travel Services in Kolkata

Show All