10/09/2024
Ashtami / Nabami 2024
দি গ্লোবট্রটার্স ফুটপ্রিন্টস এর জেলার
বনেদি বাড়ির পূজা পরিক্রমা ২০২৪
অষ্টমী/নবমী, "দূর এর দুগ্গা ২" গোবরডাঙ্গা ও ধান্যকুড়িয়া
১১ অক্টোবর, শুক্রবার মহাষ্টমী ও মহানবমী একই দিনে। ঐ দিন আমরা এবার যাবো ভারত- বাংলাদেশ বর্ডার নিকটবর্তী, উত্তর ২৪ পরগনার বনগাঁর কাছাকাছি অবস্থিত, ঐতিহাসিক গোবরডাঙ্গায়।
গোবরডাঙ্গায় জমিদার বাড়ির পুজোর এবার ৩১৩ বছর। জমিদার বাড়ির অপরূপ স্থাপত্য চোখ জুড়িয়ে দেবে। আমরা আরো
দেখব গোবরডাঙ্গার বিখ্যাত "বাওর", বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
সম্প্রতি রাজ্য হেরিটেজ কমিশন গোবরডাঙার প্রসন্নময়ী কালীমন্দির, চণ্ডীতলা জোড়া শিবমন্দির, সিংহদুয়ার ও আরো কয়েকটি স্থাপত্যকে হেরিটেজ ঘোষণা করেছেন। আমরা দেখব সেগুলিও।
এরপর চলে যাব প্রায় ৩০ কিমি দূরে অবস্থিত
বসিরহাট নিকটবর্তী বিখ্যাত " Village of Castle or Palaces " বা "প্রাসাদের গ্রাম", ধান্যকুরিয়ায়। কয়েক শতাব্দী ধরে চলা, গায়েন বাড়ি, ও বল্লভ বাড়ির দুর্গা পুজো দেখব আমরা। দেখব এই বাড়ি গুলির অপূর্ব, চোখ জুড়ানো স্থাপত্য। এরপর সেখানে খাওয়া দাওয়া সেরে, কলকাতায় ফেরার পথ ধরব।
দুটি জায়গার ই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন ভরিয়ে দেবে, এ কথা হলপ করে বলতে পারি।
2760/ জন প্রতি
এসি ভলভো বাস
দুটি জায়গার টোটো
প্যাকড সকালের জলখাবার
মিনারেল ওয়াটার
ফ্রুট জুস
দুপুরে সাহু বাগানে বসে, টাটকা মাছ ও মাংস সহযোগে লাঞ্চ
চা/ কফি
সন্তোষপুর মিনিবাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু সকাল ৭.৩০।
তারপর বিভিন্ন পিক আপ পয়েন্টস আছে।
সুলেখা, যাদবপুর, যাদবপুর থানা, রাসবিহারী মোড়, রুবি মোড়,গড়িয়াহাট মোড়, সায়েন্স সিটি, বেলেঘাটা বিল্ডিং মোর, লেক টাউন মোড়, বাগুইহাটি, এয়ারপোর্ট ১ নং।
ড্রপ পয়েন্ট : এয়ারপোর্ট ১ নং, বেলেঘাটা বিল্ডিং মোর,সায়েন্স সিটি, রুবি মোড়,গড়িয়াহাট মোড়,যাদবপুর থানা, যাদবপুর, সুলেখা, সন্তোষপুর।
ফেরা : সন্তোষপুর আন্দাজ ৭ টা
যোগাযোগ : কল / WhatsApp
9830584134
( ফোনে না পেলে, বা network সমস্যা হলে, whatsapp এ মেসেজ করে রাখবেন please সাম্প্রতিক সময়ে কোনরকম missed call alert ও পাওয়া যাচ্ছে না অনেক সময়ই।)
বিশেষ ঘোষণা : যারা এবছর গোবরডাঙ্গা র এই পূজা পরিক্রমা টি করতে ইচ্ছুক, অথচ
গতবছর আমাদের সাথে ধান্যকুড়িয়া পূজা পরিক্রমা করেছেন, তারা আমাদের সাথে আলাদা করে যোগাযোগ করুন।
The Globetrotter's Footprints Ashtami cm Nabami Puja Parikrama in Gobordanga & Dhanyakuria( Duur er Dugga 2)
Date : 11/10/24
Description of the event :
In our "Duur er Dugga 2 " tour, in the Aristrocratic household Durga Puja in the districts of Bengal, we will visit Gobordanga near Bongaon town situated not very far away from Indo- Bangla Border.
We will visit the 313 years old Durga Puja of the zamindar house of Gobordanga, the heritage sites of Prasannamayee Kali mandir, Historical Chanditala ghat, The lion gate and the famous "Ox-bow lake" or "Baor" as it is locally known.
Then we will visit Dhanyakuria, approximately 30 kms away,
near Basirhat town.
Dhanyakuria is known as the "Village of Palaces" for the beautiful castle and palatial houses built by the business tycoons of the British era, The Gayens, The Ballavs and the Sahoos.
The architectural splendours, and the Durga Pujas held in these houses for nearly 3 centuries are something to experience.
Price per head : 2760 /
Inclusions :
AC vehicle
Toto in both destinations
Packed breakfast
Packaged Mineral water
Fruit Juice
Non veg sit out lunch (with fish and chicken) at the garden house of the sahoos
Tea / Coffee
Pick up starts at 7.30 am
Pick up points :
Santoshpur minibus stand, Sulekha More, Jadavpur 8B, Jadavpur Thana, Rashbehari More, Gariahat, Ruby More, Science City, Beliaghata Building More, Lake Town, Baguihati, Haldiram, Airport 1 no. Gate.
Drop points : Airport 1 no., Beliaghata Building More, Science City, Ruby More, Gariahat, Jadavpur Thana, Jadavpur 8B, Sulekha More, Santoshpur.
( Drop points change due to Kolkata traffic police regulations after the afternoon. )
Those who want to visit Gobordanga this year and have already visited Dhanyakuria last year with us, PLEASE CALL us for some special inputs.
(If you are not being able to talk over phone, due to network issue,
Please send a whatsapp message, so that we can contact you. As we may not get any missed call alert.)