Beranor Sathi

Beranor Sathi Beranor Sathi has emerged to be a leading Travel Management company reaching out to the discerning travelers from continents across the global.

Personalized service, luxurious accommodation at attractive price.

বেশ কিছু দিন গৃহস্থ জীবন পালন করে আবার বেরিয়ে পড়লাম নতুন এক গন্তব্যে। কোন জায়গা দেখতে আর জানতে হলে চোখ রাখুন "বেড়ানো...
17/05/2024

বেশ কিছু দিন গৃহস্থ জীবন পালন করে আবার বেরিয়ে পড়লাম নতুন এক গন্তব্যে। কোন জায়গা দেখতে আর জানতে হলে চোখ রাখুন "বেড়ানোর সাথী" ফেসবুক গ্রুপে

।।এবার বর্ষায় চলো ঘুরে আসি পাহাড়, ঝর্না ও জঙ্গলে।।আমরা যাচ্ছি এবার কোরাপুট ও জাগদলপুরে। তোমরা যারা যেতে চাও তারা সত্বর...
15/05/2024

।।এবার বর্ষায় চলো ঘুরে আসি পাহাড়, ঝর্না ও জঙ্গলে।।

আমরা যাচ্ছি এবার কোরাপুট ও জাগদলপুরে। তোমরা যারা যেতে চাও তারা সত্বর যোগাযোগ করো। আসন সংখ্যা সীমিত আছে।
আমরা যাচ্ছি : 03/08/24
আমরা ফিরছি : 09/08/24
জনপ্রতি খরচ : 10500/-

নিচে বিস্তারিত দেওয়া হলো :
প্রথম দিন : রাত 10.20 তে হাওড়া থেকে কোরাপুট গামী সম্বলপুর এক্সপ্রেস ট্রেনটি ধরে আমাদের যাত্রা শুরু হবে। আজকের রাতটা ট্রেনেই কাটবে।
দ্বিতীয় দিন : সারাটা দিন ট্রেনে থাকার পর সন্ধ্যায় পৌঁছে যাবো কোরাপুট স্টেশনে। ওখান থেকে চলে যাবো আমাদের হোটেলে। আজকের রাত টা কাটবে আমাদের কোরাপুট হোটেলে।
তৃতীয় দিন : সকালে জলখাবার সেরে নিয়ে বেরিয়ে পড়বো কোরাপুট-এর দর্শনীয় স্থান গুলো দেখতে। একে একে দেখে নেবো দেওমালি ভিউ পয়েন্ট, রানী দুদুমা ওয়াটার ফলস, বাতিসি সিংহাসন, দামানযোডি, কন্টাবৌসুনি টেম্পল, হনুমান টেম্পল, সাই টেম্পল, সাবার শ্রীক্ষেত্র, কোরাপুট কফি ইত্যাদি। আজকের লাঞ্চ পথের মাঝে হবে। দিনের শেষে ফিরে আসবো কোরাপুট হোটেলে।
চতুর্থ দিন : খুব সকালে প্যাক করা ব্রেকফাস্ট নিয়ে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়বো জগদলপুরের উদ্দেশ্যে। পথের মাঝে দেখে নেবো কোলাব ড্যাম, ডুডুমা ওয়াটার ফলস, মাচকুন্দ রিভার ও মাচকুন্দ ড্যাম, গুপ্তেস্বর টেম্পল, সাবরি রিভার ইত্যাদি। দুপুরের লাঞ্চ পর্ব টা সেরে নিয়ে চলে আসবো জগদলপুরে। আজ রাত টা জগদলপুর হোটেলে থাকবো।
পঞ্চম দিন : আজকে সকলের জল খাবার সেরে বেরিয়ে পড়বো জগদলপুর ঘুরে দেখতে। একে একে দেখে নেবো দান্তেস্বরী টেম্পল(শক্তি পীঠ), বাস্টার প্যালেস, তিরাথগড় ওয়াটার ফলস, চিত্রকুট ওয়াটার ফলস(ইন্ডিয়ান নায়াগ্রা), দালপাত সাগর, বালাজি টেম্পল ইত্যাদি। দিনের শেষে ফিরে আসবো জগদলপুর হোটেলে। আজ রাতটাও আমরা এই হোটেলেই থাকবো।
ষষ্ট দিন : আজ খুব সকালে প্যাক করা জল খাবার নিয়ে আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। ভোর 5.30 এ আমাদের জগদলপুর হাওড়া গামী ট্রেন। আজ সারা দিন ও রাত টা ট্রেনেই কাটবে।
সপ্তম দিন : আজ ভোরে 5.30এ আমরা পৌঁছে যাবো হাওড়া স্টেশনে।

⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
😲ট্রেন টিকেট স্লিপার ক্লাসে পরিবহন।
😲টোল ট্যাক্স পার্কিং,
ড্রাইভার ভাতা
উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান।
😲ফ্যামিলি অনুযায়ী হোটেল থাকার ব্যবস্থা।
সমস্ত কর, পরিষেবা চার্জ।
😲নিজস্ব গাড়িতে সমস্ত ভ্রমণ।
😲প্রাতঃরাশ, দুপুরের খাবার, সন্ধ্যার চা স্ন্যাকস, রাতের খাবার।
😲প্রথম দিনের ডিনার থেকে শেষ দিনের ব্রেকফাস্ট পর্যন্ত খাবার থাকছে।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
😞অল রাইডিং এবং রাফটিং
😞ট্রেনের খাবার
😞এন্ট্রি ফি যদি কিছু লাগে।
😞Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
😞 মিনারেল ওয়াটার, সফট ড্রিংকস, হার্ড ড্রিংকস
😞ক্যামেরা চার্জ এবং পর্টার চার্জ।
😞গাইড চার্জ যদি কিছু লাগে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
বেড়ানোর সাথী(IRCTC AUTHORISED)
Khardah, Kolkata -700119
Phone : 9830820021/9836028890

🌲🏔️চলুন দেখে আসি বর্ষা সুন্দরী শিলং সঙ্গে মা কামাখ্যা র পুজো🌲🏔️🚊আমরা যাচ্ছি : 20/07/24🚊আমরা ফিরছি : 27/07/24⭐Duration: 7...
14/05/2024

🌲🏔️চলুন দেখে আসি বর্ষা সুন্দরী শিলং সঙ্গে মা কামাখ্যা র পুজো🌲🏔️

🚊আমরা যাচ্ছি : 20/07/24
🚊আমরা ফিরছি : 27/07/24

⭐Duration: 7 রাত্রি 08 দিন

⭐মাথা পিছু খরচ : 14500(ডবল শেয়ারিং)
13500(ট্রিপল শেয়ারিং)

✍️প্রথম দিন - হাওড়া থেকে বিকেল 3.55 টের সময় Saraighat Express (12345) ধরবো গুয়াহাটির উদ্দেশ্যে।

✍️দ্বিতীয় দিন - সকাল 10.05 এর মধ্যে গুয়াহাটির স্টেশনে পৌঁছে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। হোটেলে চেক ইন করে দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রামের পর মা কামাখ্যা মন্দির দর্শন করে নেবো।এরপর সন্ধ্যায় ঘুরে নিতে পারেন হোটেলের আশে পাশে। আজকের রাত টা থাকবো গুয়াহাটির হোটেলে।

✍️তৃতীয় দিন - প্রাতরাশের পর আমাদের আজকের প্রথম গন্তব্য উমানন্দ মন্দির(ব্রহ্মপুত্র নদের ঘাট থেকে যাতায়াত নিজস্ব খরচ), এরপর একে একে দেখে নেব বৈশিষ্ট্য আশ্রম, বালাজি মন্দির, গুয়াহাটির চিড়িয়াখানা, Assam Govt Museum - কলাক্ষেত্র। আজকের রাত টাও আমরা কাটাব গৌহাটির হোটেলে।

✍️চতুর্থ দিন - প্রাতরাশ করার পর বেরিয়ে পড়বো শিলং শহরের উদ্দেশ্যে। শিলং শহরে ঢোকার সময় আমরা দেখে নেব Umiam Lake - যা স্থানীয় ভাবে বরাপানি লেক বলে পরিচিত।। আপনারা এখানে বিভিন্ন Water activity ও করতে পারেন। এরপর Shillong হোটেলে ঢুকে
দুপুরের খাওয়া দাওয়ার পর নিজেদের মত করে ঘুরে আসুন Police Bazar থেকে ।এরপর রাতের খাবার পর তাড়াতাড়ি ঘুমোতে যাবার পালা ।

✍️পঞ্চম দিন - সকালের প্রাতরাশ সেরে আমরা বেড়িয়ে পড়ব চেরাপুঞ্জি এর দিকে একে একে দেখব Elephent Falls, Nawkhalikai Falls, Seven Sister Water Falls, Sohora Eco Park, Mawsamai Cave,
Ramkrisna Mission এরপর
শিলং ফিরে এসে হোটেলে রাত থাকা।

✍️ষষ্ঠ দিন - আজ প্রাতরাশের পর বেরিয়ে পড়বো Mawlynnong Village, Rewai Living Root Bridge, Dawki River,Tamabil Border. সমস্ত কিছু দেখে ফিরে আসবো হোটেলে। রাত্রি বাস আমাদের এই শিলং হোটেলেই।

✍️সপ্তম দিন :- আজ একটু তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে হোটেল থেকে চেক আউট করে আপনারা প্রথমে একে একে দেখবেন Lady Hydari Park, Wards Lake, Don Bosco চার্চ ও মিউজিয়াম। এরপর রওনা দেবো গৌহাটির উদ্দেশ্যে। আজ রাতের ট্রেন ধরে কলকাতা রওনা হতে হবে।

✍️অষ্টম দিন - মনের মধ্যে স্মৃতি গুলো আওড়াতে আওড়াতে সন্ধ্যার মধ্যে ফিরে আসবো কলকাতা।

⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
😲ট্রেন টিকেট স্লিপার ক্লাসে পরিবহন।
😲টোল ট্যাক্স পার্কিং,
ড্রাইভার ভাতা
উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান।
😲Delux হোটেল থাকার ব্যবস্থা।
সমস্ত কর, পরিষেবা চার্জ।
😲টেম্পো ট্রাভেলার এ সমস্ত ভ্রমণ।
😲প্রাতঃরাশ, দুপুরের খাবার, সন্ধ্যার চা স্ন্যাকস, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
😞অল রাইডিং এবং রাফটিং
😞ট্রেনের খাবার
😞এন্ট্রি ফি যদি কিছু লাগে।
😞Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
😌 মিনারেল ওয়াটার, সফট ড্রিংকস, হার্ড ড্রিংকস
😞ক্যামেরা চার্জ এবং পর্টার চার্জ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
বেড়ানোর সাথী(IRCTC AUTHORISED)
Khardah, Kolkata -700119
Phone : 9830820021/9836028890

⛰️⛰️এবার পুজোতে যাচ্ছি কল্পা-কিন্নর ও লাহুল-স্পিতি  ঘুরতে হিমাচলে⛰️⛰️(সিমলা - 1রাত, সরাহান - 1রাত, সাংলা - 1রাত, কলপা - ...
04/05/2024

⛰️⛰️এবার পুজোতে যাচ্ছি কল্পা-কিন্নর ও লাহুল-স্পিতি ঘুরতে হিমাচলে⛰️⛰️

(সিমলা - 1রাত, সরাহান - 1রাত, সাংলা - 1রাত, কলপা - 2রাত, টাবো - 1রাত, কাজা - 2 রাত, মানালি - 2 রাত)

14 রাত্রি 15 দিন

আমরা যাচ্ছি : 04/10/2024
আমরা ফিরছি : 18/10/2024

মাথা পিছু খরচ : 23500/-
(CREDIT CARD এ EMI ব্যবস্থা করা হয়ে থাকে)

✍️প্রথম দিন :- রাত 9.55তে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরে রওনা হবো চণ্ডীগড় এর উদ্দেশ্যে।

✍️দ্বিতীয় দিন :- আজ সারাদিন ট্রেনেই কাটবে।

✍️তৃতীয় দিন :- ভোর রাতে পৌঁছে যাবো চণ্ডীগড়। চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে পৌঁছে আমরা সিমলার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সিমলা হোটেলে পৌঁছানোর পরে হোটেল চেক ইন করে এবং কিছুক্ষন বিশ্রামের পরে বিখ্যাত মল রোড, রিজ, খ্রিস্ট চার্চ, লক্কর বাজার, স্ক্যান্ডাল পয়েন্টে হাঁটুন (গাড়ি প্রবেশ নিষিদ্ধ)। কালী বাড়ি ইত্যাদি। সিমলা হোটেলে রাত্রি যাপন।

✍️ চতুর্থ দিন :- সকালের নাস্তার পর হোটেল থেকে চেক আউট করে এবং সাংলা যাওয়ার পথে কুফরি দেখে নেবো, এটি হিমালয়ান ন্যাশনাল পার্ক, ইয়াক রাইডের জন্য বিখ্যাত এবং কুফরি থেকে অবিরাম হিমালয় প্যানারোমিক ভিউ দেখতে পারেন, ফাগু ভ্যালি এবং সন্ধ্যায় সারাহান পৌঁছে ভীম কালী মন্দির দর্শন করে নেবো। সারাহান হোটেলে রাত্রি যাপন।

✍️পঞ্চম দিন :- প্রাতঃরাশের পরে, তিব্বতি বৌদ্ধ মঠ সাংলা এর উদ্দেশ্যে রওনা দেব এবং সাংলা পৌঁছে পায়ে হেঁটে ঘুরে নেবো হোটেলের বাইরে অ্যাপেল বাগান গুলো। পাহাড়ি নদী বাস্পার ধারে গিয়েও বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। আজ রাতটা সাংলা হোটেলে থাকবো।

✍️ষষ্ঠ দিন :- সকালে ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়বো ছিতকুলের উদ্দেশ্যে। ছিটকুলের মনোরম দৃশ্য উপভোগ করে নেবো বাস্পা নদীর ধারে ধীরে ধীরে আরোহণের মধ্য দিয়ে রাখছাম 10,000 - 12000 ফুট উচ্চতার ছিতকুলের চারণভূমিতে পৌছে যাবো। চারপাশে পাহাড়, আপেল বাগান, স্থানটি থাকার জন্য একটি স্বর্গরাজ্য এবং এর শান্তি ও প্রশান্তি এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ছিটকুলে পৌঁছে উপত্যকার দৃশ্য উপভোগ করে নেবো। ফিরে এসে দুপুরের লাঞ্চ সেরে আমরা রওনা দেব কল্পার উদ্দেশ্যে। আজকের রাতটা আমরা কল্পতে কাটাব।

✍️সপ্তম দিন :- আজ কল্পা হোটেল থেকেই দর্শন করবো কিন্নর কৈলাশের মহাদেবকে। দিনে সাত বার রং পরিবর্তন করে এই কৈলাশ। আজ সকালের নাস্তার পর্ব সেরে নিয়ে কল্পার স্থানীয় দর্শনীয় স্থান রোঘি গ্রাম ও sucide ভিউ point ভ্রমণের জন্য বেরিয়ে পড়বো, এটি কল্পা থেকে প্রায় 6-7 কিমি দূরে এবং আপেল বাগান দ্বারা ঘেরা হিমাচলের ঐতিহ্যবাহী জীবনধারার জন্য পরিচিত, একটি ছোট হাইক বা কাল্পা থেকে গ্রাম জুড়ে হাঁটার জন্য খুব সুন্দর জায়গা। আপনি প্রায় অনুভব করবেন যে আপনি টাইম মেশিনে আছেন এবং অতীতে কোথাও, যদি আপনি সত্যিই এই গ্রামে কিছু সময় কাটান। গ্রামবাসীদের স্থান, এর উদ্ভিদ এবং প্রাণীজগত সম্পর্কে একটি দুর্দান্ত জ্ঞান রয়েছে এবং আপনি যদি কিন্নর উপত্যকা এবং এই অঞ্চল সম্পর্কে জানতে আগ্রহী হন তবে আপনি তাদের কাছ থেকে গ্রামে বেশ শালীন জ্ঞান পেতে পারেন। স্থানীয় স্কুল এবং নারায়ণ নাগিনী মন্দির কমপ্লেক্স পরিদর্শন করুন, যেখানে হিন্দু, বৌদ্ধ এবং স্থানীয় দেব-দেবী, বৌদ্ধ মঠ, কল্পা গ্রাম ইত্যাদির মন্দির রয়েছে। কাল্পার হোটেলে আজকে রাত্রিবাস।

✍️অষ্টম দিন :- সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে আজ বেরিয়ে পড়বো টাবো র উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখে নেবো নাকো লেক, নাকো মণেস্ট্রি এবং গিউ গ্রাম সঙ্গে মজেস্ট্রি (দেখে নেবো তিব্বত সন্যাসির মমি)। আপেল বাগানে ঘেরা টাবো পুরনো ও নতুন মনেষ্ট্রি। টাবো হোটেলে আজ রাত্রিবাস।

✍️নবম দিন :- সকালের নাস্তার পর হোটেল থেকে চেক আউট করে কাজা এর উদ্দেশ্যে বেরিয়ে পড়বো।কাজা পৌঁছানোর আগে দেখে নেবো ধনকার মণেস্ট্রি ও কিং valley। পথে স্পিতি নদী আর হিমালয়ের অপরূপ সৌন্দর্য কে উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাবো কাজাতে। সন্ধায় কাজা মার্কেট টা গিয়ে ঘুরে আসতে পারেন। আজ রাতটা এই কাজা হোটেলে থাকবো।

✍️দশম দিন :- সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো স্পিতি Valley ঘুরে দেখতে। একে একে দেখে নেবো কাজা মণেস্ট্রি, হিককিম গ্রাম বিশ্বের সব থেকে উঁচু পোস্ট অফিস, এশিয়ার সব থেকে উচু গ্রাম কমিক গ্রাম, লাংজা গ্রাম, কি মনেস্ট্রী, কিব্বের Village, এশিয়ার উচ্চতম ঝুলন্ত সেতু ছিচাম ব্রিজ। আবার ফিরে আসবো কাজা হোটেলে।

✍️একাদশ দিন :- আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো লোসার, কুঞ্জম পাশ ও অটল টানেল হয়ে মানালি র উদ্দেশ্যে। পথে দেখে নেবো লাহুল উপত্যকার চন্দ্রতাল লেক। মানালি পৌঁছে আজ রাতটা মানালি হোটেলে রাত্রি কাটাবো।

✍️দ্বাদশ দিন :- সকালে ব্রেকফাস্ট সেরে আজ বেরিয়ে পড়বো মানালির লোকাল সাইট সেইনিং এর জন্য। একে একে দেখে নেবো হিরিম্বা টেম্পল, বশিষ্ঠ আশ্রম, ক্লাব হাউস ইত্যাদি দেখে ফিরে আসবো হোটেলে। সন্ধ্যায় ঘুরে দেখে নিন মানালি ম্যাল। আজকের রাত্রিবাস মানালি হোটেলেই।

✍️ত্রয়োদশ দিন :- সকালে ব্রেকফাস্ট সেরে আজ বেরিয়ে পড়বো কালকা মেল ধরতে চন্ডিগড় এর উদ্দেশ্যে। আজ রাতে আমাদের কলকাতা ফেরার ট্রেন।

✍️চতুর্দশ দিন :- আজ সারা দিন ট্রেনেই কাটবে।

✍️ পঞ্চোমদশ দিন :- আজ সকালে আমরা লাহুল স্পিতির মধুর স্মৃতি গুলো আওড়াতে আওড়াতে ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ভ্রমণ সমাপ্ত

⛰️⛰️প্যাকেজ অন্তর্ভুক্ত: -
😲ট্রেন টিকেট স্লিপার ক্লাসে পরিবহন।
😲টোল ট্যাক্স পার্কিং,
ড্রাইভার ভাতা। উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান।
😲পরিবার অনুযায়ী হোটেল থাকার ব্যবস্থা।
সমস্ত কর, পরিষেবা চার্জ।
😲প্রাতঃরাশ, দুপুরের খাবার, রাতের খাবার।

⛰️⛰️প্যাকেজ বহির্ভূত:
😞অল রাইডিং এবং রাফটিং
😞ট্রেনের খাবার
😞এন্ট্রি ফি যদি কিছু লাগে।
😞Package এ উল্লেখ নেই এমন কোনো খরচ।
😞ক্যামেরা চার্জ এবং কুলি চার্জ।
😌 Khupri valley এর ঘোরার খরচ।
😌 AC class ট্রেন টিকেট extra।
😌 Mineral water, Soft এবং Hard Drinks
😌 উল্লেখ করা নেই এমন খরচ।
🌟 প্রাকৃতিক কারণে বা পাহাড়ি কোনো অবস্থার অবনতির কারণে ভ্রমণসূচি পরিবর্তন করা হতে পারে।

⭐আমরা সমস্ত রকম কার্ড পেমেন্ট নিয়ে থাকি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
বেড়ানোর সাথী (IRCTC AUTHORISED)
Khardah, Kolkata -700119
Phone : 9830820021/9836028890

🙏পয়লা বৈশাখ উপলক্ষে সকল কে জানাই আমাদের বেড়ানোর সাথীর অফিসে সাদর আমন্ত্রণ🙏💥আগামী পয়লা বৈশাখ উপলক্ষে বেড়ানোর সাথী নিয...
14/04/2024

🙏পয়লা বৈশাখ উপলক্ষে সকল কে জানাই আমাদের বেড়ানোর সাথীর অফিসে সাদর আমন্ত্রণ🙏

💥আগামী পয়লা বৈশাখ উপলক্ষে বেড়ানোর সাথী নিয়ে এসেছে 2024-2025 এ সদস্যপদ জইনিং মেলা। আগামী 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিল পর্যন্ত চলবে এই জইন্নিং মেলা। থাকছে বিভিন্ন ক্যাটাগরির সদস্য পদ আর সেই অনুযায়ী সারা বছর ধরে বিভিন্ন ভ্রমণের উপর ছাড়ের সুবিধা। থাকছে স্পটে টুর বুকিং এর উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা। শুধু তাই নয় থাকছে নানান রকমের উপহারের সম্ভার।

💥পুজোতে কাশ্মীর, লাহুল স্পিতি, আন্দামান এবং ভাষা দিবসে বাংলাদেশ ভ্রমণের উপর থাকছে 500 টাকা করে ছাড়

মেম্বারশিপ মূল্য(Executive Member): 2000/- টাকা মাথা পিছু প্রতি বছর।
কি কি থাকছে : সারা বছর ধরে বেড়ানোর সাথীর দেশ বিদেশের সমস্ত টুরে 500 টাকা করে ছাড় এবং মিষ্টি মুখ সহকারে আকর্ষণীয় উপহার।

মেম্বারশিপ মূল্য(Premium Member): 3000/- টাকা মাথা পিছু প্রতি বছর।
কি কি থাকছে : সারা বছর ধরে বেড়ানোর সাথীর দেশ বিদেশের সমস্ত টুরে 1000 টাকা করে ছাড় এবং মিষ্টি মুখ সহকারে আকর্ষণীয় উপহার।

বিস্তারিত জানতে এখুনি ফোন করুন :
বেড়ানোর সাথী (IRCTC Approved)
তিতাস, কাছারি বাগান, পাতুলিয়া, খড়দহ, কলকাতা - 700119
ফোন : 033 3594 4297
মোবাইল : 9830820021/9836028890
ইমেইল : [email protected]
ওয়েবসাইট : www.beranorsathi.co.in

বেলঘরিয়াতে আমাদের নতুন বুকিং অফিস খোলা হলো: বেড়ানোর সাথী
23 ঈশ্বর বিশ্বাস রোড, উদয়পুর, কলকাতা - 700049
মোবাইল : 9874967113

আগামী পয়লা বৈশাখ উপলক্ষে যারা পুজোতে লাহুল -স্পিতী, কাশ্মীর এবং আন্দামান প্যাকেজ বুক করবেন তারা পেয়ে যাবেন 500 টাকা কর...
11/04/2024

আগামী পয়লা বৈশাখ উপলক্ষে যারা পুজোতে লাহুল -স্পিতী, কাশ্মীর এবং আন্দামান প্যাকেজ বুক করবেন তারা পেয়ে যাবেন 500 টাকা করে ছাড়।
যোগাযোগ : 9830820021/9836028890

Shout out to my newest followers! Excited to have you onboard! Shyamalika Dutta, Amar Biswas, Ashis Kumar Nandi Babu, Su...
10/04/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Shyamalika Dutta, Amar Biswas, Ashis Kumar Nandi Babu, Sukesh Sarkar, Baju Ayan, Fatik Kumar Khan, Sundarbn Tour Mithu Halder, Pratap Basu, Ashis Pal, Sanjay Das, Sovan Mondal, Subhasish Raha Roy, Shipra Raha, Sen Suvomoy, Debasish Chakraborty, Nisith Sinha, Prabir Kumar Dutta, Sujata Ganguly, Dulal Paul Dulal Paul, Partha Dwarik, S Gayen, শম্পা বণিক, Sumit Pal, Kakali Banerjee, Sarkar Arijit, Tarun Ghatak, Nilesh Chatterjee, Samar Sinha, Samita Majumder, Chakraborty Molay

আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষে সকল কে জানাই আমাদের বেড়ানোর সাথীর অফিসে সাদর আমন্ত্রণ।আগামী পয়লা বৈশাখ উপলক্ষে বেড়ানোর সাথী...
07/04/2024

আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষে সকল কে জানাই আমাদের বেড়ানোর সাথীর অফিসে সাদর আমন্ত্রণ।

আগামী পয়লা বৈশাখ উপলক্ষে বেড়ানোর সাথী নিয়ে এসেছে 2024-2025 এ সদস্যপদ জইনিং মেলা। আগামী 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিল পর্যন্ত চলবে এই জইন্নিং মেলা। থাকছে বিভিন্ন ক্যাটাগরির সদস্য পদ আর সেই অনুযায়ী সারা বছর ধরে বিভিন্ন ভ্রমণের উপর ছাড়ের সুবিধা। থাকছে স্পটে টুর বুকিং এর উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা। শুধু তাই নয় থাকছে নানান রকমের উপহারের সম্ভার।

মেম্বারশিপ মূল্য(Executive Member): 2000/- টাকা মাথা পিছু প্রতি বছর।
কি কি থাকছে : সারা বছর ধরে বেড়ানোর সাথীর দেশ বিদেশের সমস্ত টুরে 500 টাকা করে ছাড় এবং মিষ্টি মুখ সহকারে আকর্ষণীয় উপহার।

মেম্বারশিপ মূল্য(Premium Member): 3000/- টাকা মাথা পিছু প্রতি বছর।
কি কি থাকছে : সারা বছর ধরে বেড়ানোর সাথীর দেশ বিদেশের সমস্ত টুরে 1000 টাকা করে ছাড় এবং মিষ্টি মুখ সহকারে আকর্ষণীয় উপহার।

বিস্তারিত জানতে এখুনি ফোন করুন :
বেড়ানোর সাথী (IRCTC Approved)
তিতাস, কাছারি বাগান, পাতুলিয়া, খড়দহ, কলকাতা - 700119
ফোন : 033 3594 4297
মোবাইল : 9830820021/9836028890
ইমেইল : [email protected]
ওয়েবসাইট : www.beranorsathi.co.in

বেলঘরিয়াতে আমাদের নতুন বুকিং অফিস খোলা হলো: বেড়ানোর সাথী
23 ঈশ্বর বিশ্বাস রোড, উদয়পুর, কলকাতা - 700049
মোবাইল : 9874967113

2024 শুরু হতেই অনেক ফোন এসেছে এবং অনেক হোয়াট অ্যাপ ম্যাসাজ এসেছে "বেড়ানোর সাথীর" নতুন বছরের প্রোগ্রাম গুলো জানতে কিন্ত...
12/03/2024

2024 শুরু হতেই অনেক ফোন এসেছে এবং অনেক হোয়াট অ্যাপ ম্যাসাজ এসেছে "বেড়ানোর সাথীর" নতুন বছরের প্রোগ্রাম গুলো জানতে কিন্তু একটানা একটার পর একটা টুর থাকায় এই প্রোগ্রাম লিস্ট তৈরি করে উঠতে পারি নি। এবছরের নতুন লিস্ট দেওয়া হচ্ছে নিচে সঙ্গে দেওয়া হচ্ছে আমাদের নতুন ওয়েব সাইটের লিংক। এবার থেকে আমাকে ফোন করার প্রয়োজন ই পরবে না প্রোগ্রাম গুলো জানার জন্য। চট করে লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন সারা বছরের গ্রুপ টুরের প্রোগ্রামগুলো। এর সঙ্গে এই ওয়েব সাইটে কাজ চলছে আমাদের বিদেশ ভ্রমণের প্রোগ্রাম গুলো নিয়ে
নিচে দেওয়া হলো আমাদের ওয়েব সাইট👇👇
www.beranorsathi.co.in

The occasion of Shivratri reminds us all that Lord Shiva is always there to protect us and guide us through the challeng...
08/03/2024

The occasion of Shivratri reminds us all that Lord Shiva is always there to protect us and guide us through the challenges of life. Happy Maha Shivratri.

আগামী 08/03/24 এ টিকিট খুলছে যারা যাবেন বলে ঠিক করেছেন তারা দেরি না করে স্বত্বর যোগাযোগ করুন।💥চলো ঘুরে আসি মর্যাদা পুরুষ...
07/03/2024

আগামী 08/03/24 এ টিকিট খুলছে যারা যাবেন বলে ঠিক করেছেন তারা দেরি না করে স্বত্বর যোগাযোগ করুন।

💥চলো ঘুরে আসি মর্যাদা পুরুষোত্তম রাম জন্মভূমি পূণ্যতীর্থ অযোধ্যা, বারাণসী, কাশী তৎসহ প্রয়াগ রাজ💥

(6 রাত্রি এবং 7 দিন)

🚂আমরা যাচ্ছি:06/07/24
🚂আমরা ফিরছি:12/07/24

খরচ : মাথা পিছু 10999.00

👉কোন কোন জায়গা ঘুরে দেখবো???

✍️প্রথম দিন : সন্ধ্যায় আমরা হাওড়া থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা হব। আজ সারা রাত ট্রেনে থাকবো।

✍️দ্বিতীয় দিন : সকালে বারাণসী পৌঁছে হোটেলে চলে আসবো। সকলের জল খাবার সেরে নিয়ে হোটেলে রেস্ট করে নেবো। দুপুরের খাবার পর্ব মিটিয়ে বেরিয়ে পড়ব নৌকা বিহারে মনিকর্নিকা ঘাট থেকে আসি ঘাট পর্যন্ত 64টি বেনারসের প্রসিদ্ধ ঘাট দর্শন করতে। গঙ্গা আরতি টাও আমরা দেখে নেবো এই বোটে বসে। বোট থেকে নেমে চলে আসবো কাশী বিশ্বনাথ মন্দিরে। একে একে ভিশালাখখি মন্দির, অন্নপূর্ণা মন্দির দর্শন শেষ করে ফিরে আসবো হোটেলে। রাতের খাবারের পর্ব মিটিয়ে নিয়ে এবার ঘুমনোর পালা।

✍️তৃতীয় দিন : খুব সকালে প্যাক করা জল খাবার নিয়ে রওনা হয়ে পড়বো প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করতে। স্নান শেষ হলে ঘুরে দেখে নেবো প্রয়াগরাজের কিছু দ্রষ্টব্য স্থান গুলো। দুপুরের খাবার পর্ব শেষ করে আমরা দেখে নেবো বিন্ধবাসিনি মন্দির। সন্ধ্যায় ফিরে আসবো বারাণসী হোটেলে। আজ রাত টাও আমরা বারাণসী তেই থাকবো।

✍️চতুর্থ দিন : সকলের জল খাবার সেরে বেরিয়ে পড়বো কাল ভৈরব, দুর্গা টেম্পল, তুলসী মানস টেম্পল, সংকট মোচন টেম্পল, তৃদেব টেম্পল, BHU (বিড়লা টেম্পল), রামনগর ফোর্ট এবং মিউজিয়াম, সারনাথ এবং নমঃ ঘাট দেখতে। মাঝে দুপুরের খাবার জন্য হোটেলে ফিরবো। সমস্ত দর্শনীয় স্থান গুলো দেখে নিয়ে সন্ধ্যায় ফিরে আসবো হোটেলে। আজকের রাতটাও আমরা থাকবো বারাণসীতে।

✍️পঞ্চম দিন : আজকে খুব সকালে বেরিয়ে পড়বো অযোধ্যার উদ্দেশ্যে। যাবার পথে দেখে নেবো রাম চন্দ্র যে ঘাট থেকে বৈকুণ্ঠ ধামে চলে গেছেন সেই গুপ্তার ঘাট এর সঙ্গে দেখে নেবো ভরত ও রাম চন্দ্রের মিলন স্থল সেই ভরত কুন্ড। এবার অযোধ্যা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে পায়ে হেটে বেরিয়ে পড়বো সরযূ নদীর নয়া ঘাট( রাবণ বধের পর এই ঘাট দিয়ে রাম চন্দ্র অযোধ্যায় প্রবেশ করেছেন), লতা মঙ্গেশকর চক, রাম কি পৌদি তে লাইট অ্যান্ড সাউন্ড এ রামায়ণ দেখতে। ফিরে আসার সময় দেখে নেবো নাগেশ্বর নাথ মন্দির(কুশ দ্বারা প্রতিষ্ঠিত), তুলসী উদ্যান, দেব কালি মন্দির(সিতা দেবী দ্বারা প্রতিষ্ঠিত)অযোধ্যা হোটেলে। আজ রাত টা আমরা অযোধ্যা তে থাকবো।

✍️ষষ্ট দিন : সকালে জল খাবার সেরে নিয়ে পায়ে হেটে বেরিয়ে পড়বো হনুমান গড়ি, রাম জন্মভূমি মন্দির, রাজদ্বার মন্দির, আমাবা রাম মন্দির(সিতার রান্না ঘর), দশরথ মহল, কনক ভবন ইত্যাদি। দুপুরের খাবার পর্ব শেষ করে ঘুরে আসতে পারেন রাম জন্মভূমি ন্যাস কার্যালয় থেকে(এই স্থানে রাম মন্দিরের পাথর খোদাই করা হচ্ছে)। আজ রাতে আমাদের কলকাতা ফেরার ট্রেন। সারা রাত ট্রেনে থাকবো।

✍️সপ্তম দিন : আজকে বিকেলে আমরা পৌঁছে যাবো কলকাতা।

👉কি কি থাকছে প্যাকেজে???
1. AC হোটেলে পরিবার অনুসারে থাকার ব্যবস্থা। সমস্ত কর, পরিষেবা চার্জ।
2. AC গাড়িতে প্রয়াগরাজ দর্শন।
3. AC গাড়িতে বারাণসী থেকে অযোধ্যা।
4. AC গাড়িতে সমগ্র বারাণসীর লোকাল সাইট সিন
5. ট্রেনের স্লিপার ক্লাস টিকিট।
6. চার বেলা বাঙালি খাবার। (অযোধ্যা বাদে বাকি সব জায়গায় আমিষ খাবার)
7. অভিজ্ঞ টুর ম্যানেজার।
8. গঙ্গায় নৌকা বিহার এবং নৌকায় বসে গঙ্গা আরতি দর্শন।
9. টোল ট্যাক্স পার্কিং, ড্রাইভার ভাতা। উপরের প্রোগ্রাম অনুযায়ী সমস্ত দর্শনীয় স্থান।

👉কি কি থাকছে না প্যাকেজে???
1. যে কোনো দর্শনীয় স্থানে প্রবেশ মূল্য।
2. মিনারেল ওয়াটার, সফট ড্রিংকস কিংবা হার্ড ড্রিংকস
3. কোনো জায়গায় গাইড চার্জ
4. ক্যামেরা চার্জ এবং কুলি(Porter) চার্জ।
5. ট্রেনের খাবার।
6. প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
7. AC class ট্রেনের টিকেট এক্সট্রা

🎀বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
বেড়ানোর সাথী(IRCTC AUTHORISED AGENT)
Khardah, Kolkata - 700119
Phone :
☎️9830820021
☎️9836028890

Address

Titas, Kachhari Bagan, Patulia, Khardah
Kolkata
700119

Opening Hours

Monday 11am - 7pm
Tuesday 11am - 7pm
Wednesday 11am - 7pm
Thursday 11am - 7pm
Friday 11am - 7pm
Saturday 11am - 7pm

Telephone

+919830820021

Alerts

Be the first to know and let us send you an email when Beranor Sathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beranor Sathi:

Videos

Share

Category


Other Travel Companies in Kolkata

Show All