13/09/2023
“।। রানীর দেশে , পাখির মতন
উড়ে বেড়াই , ইচ্ছে মতন ।। “
পাহাড় বলতে এক কথায় আমরা যা বুঝি তা হল শান্তি । পাহাড় ভালোবাসি না এমন মানুষ পাওয়া বেজায় দায় । কথায় আছে না ‘ উঠল বাই তো কটক যাই ‘ কিন্তু আজ বাঙালির কাছে কথাটা একটু আলাদা ‘ উঠল বাই তো পাহাড় যাই’ । আর পাহাড় বলতে আমাদের বাঙালিদের মাথায় সবার আগে যেইটা আসে তা হল “ NORTH BENGAL “ । আমরা আজ কম বেশি গোটা বছর টাই পাহাড় বেড়াতে যাই , কিন্তু সবচেয়ে বেশি যাই প্রচণ্ড গরমের ছুটিতে কিংবা পুজোর ছুটিতে কিংবা ডিসেম্বরের ছুটিতে । কিন্তু বর্ষার পাহাড় কয়জন দেখেছেন টা নিয়ে কিন্তু সংশয় থেকে যায় । গরমের পাহাড় দেখা নতুন কিছু নয়। কিন্তু বর্ষাকালে পাহাড় দেখেছেন কী কেউ ? এই বর্ষায় পাহাড়ে যেতে পছন্দ করেন না , ভাবেন বর্ষা মানেই তো পাহাড়ে ধস, ঘরবন্দি হয়ে বসে থাকা । কাঞ্জনজঙ্ঘা মেঘের আড়ালে মুখ লুকিয়ে থাকবে। কিন্তু বর্ষার যে আলাদা একটা মাধুর্য রয়েছে সেটা অনেকেই জানেন না । বর্ষায় মোহময়ী হয়ে ওঠে দার্জিলিং – কালিম্পং সহ গোটা পাহাড় । জলভরা মেঘেরা খেলে বেড়ায় পাহাড়ের গায়ে গায়ে। কখনও এই পাহাড়ে তো কখনও ওই পাহাড়ে। ছাতা মাথায় দিয়ে বেড়িয়ে পড়ুন কিংবা গরম চায়ে চুমুক দিতে দিতে ব্যালকনিতে বসে দেখুন মেঘেদের খেলা । নাই বা দেখা দিল কাঞ্চনজঙ্ঘা। সে না হয় বর্ষায় ছুটি নিয়েছে , যেমন আমরা নিই গরমে। এখন বর্ষারানি আর পাহাড়ের রানির রূপে মুগ্ধ হওয়ার পালা ।
ভাবুন পাহাড়ের কোলে একটা ছোট্টো হোমস্টের ব্যালকনিতে বসে রয়েছে আপনি। হোটেলের জালনা দিয়ে স্পষ্ট বুঝতে পারছেন পাহাড়ের ঢাল বেয়ে কোনদিক থেকে বৃষ্টিটা আসছে আর আপনি নিজের প্রিয়জনের সঙ্গে উপভোগ করছেন মরশুমের বৃষ্টির প্রতিটি ফোঁটা । চোখে-মুখে ঝাপটা দিচ্ছে বৃষ্টিভেজা শীতল হাওয়া । পারফেক্ট রোম্যান্টিক মুড তাই না ! কিন্তু পড়তে গিয়ে নিশ্চয় বারবার মনে হচ্ছে এ সব তো সিনেমায় হয়। বাস্তবে বৃষ্টিতে আবার কোথাও ঘুরতে যাওয়া যায় নাকি ! বরং পুরো মজা-আনন্দ মাটি হওয়ার জন্য ওই একপশলা বৃষ্টিই যথেষ্ট। এমনটা যাঁরা ভাবেন, তাঁর ব্যাকপ্যাক বেঁধে ফেলুন। আর কী, দেরিতে হলেও বর্ষা তো এসেই গিয়েছে দেশে। এ বার শুরু বেরিয়ে পড়ার পালা । তারপর হবে জমাটি ট্রিপ ।
🔴🔴 তাহলে সময় নষ্ট করে দার্জিলিং–কার্শিয়ং -কালিম্পং কে ভিত্তি করে কিছু প্ল্যান বানিয়ে ফেলা যাক ঃ –
১) সিটং , অহলদারা , বাগোরা , লাটপাঞ্ছার , মাহালদিরাম , চটকপুর , যোগী ঘাট , মংপু ইত্যাদি ।
২) তাকদা , তিনচুলে , রামপুরিয়া , লামাহাটা , দাওয়াইপানি , ছোটা মাঙ্গুয়া , বড়ো মাঙ্গুয়া , নয়াবস্তি , সোনাদা , পেশক , রাঙ্গারুন ইত্যাদি ।
৩) মিরিক , তাবাকোশি , মিম টি গার্ডেন , সীমানা , লেপচাজগত , বিজনবাড়ি , জামুনি , পাত্তাবং ,ঢালি , লেবং , দার্জিলিং ইত্যাদি ।
৪) মানেভঞ্জন , ধোত্রে , শ্রীখোলা , গুরডুম , গোরখে , টংলু , টুমলিং , সানদাকফু , কালিপোখড়ী ইত্যাদি (বর্ষার সময় কিছু জায়গা বন্ধ থাকে ) ।
৫) ডেলো , সিলারিগাঁও , ইচ্ছেগাঁও , মুনসং , রামধুরা , বারমেক , দাড়াগাঁও , পেডং , রিশিখোলা , খারখাগাঁও , ছিবো , সাংসে , দালাপচান্দ , বিদ্যাং , সান্তুক , কালিম্পং ইত্যাদি ।
৬) মাইরুংগাঁও , নকদাঁড়া , লুংচু , ঝাণ্ডি , লাভা , লোলেগাঁও , রিশপ , কোলাখাম , পাবং , পাণবু , সামথার , সামালবং , চারখোল , তন্দ্রাবং , ইয়েলবং ইত্যাদি ।
🔴 তাহলে এইবার রেটসহ কিছু ট্রাভেল প্ল্যানের ধারণা দেওয়া হল ………
ক) দুই রাত সিটং ও দুই রাত তাকদা *****
খ) এক রাত দাওয়াই পানি , এক রাত রামপুরিয়া ও দুই রাত ছোটা মাঙ্গুয়া *****
গ) দুই রাত মুনসং , এক রাত রিশপ ও এক রাত লাভা *****
🔴 🔴 ৪ রাত ৫ দিনের দুই জন থেকে আট জনের রেট দেওয়া হল (১৩ই সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত ) ঃ-
INR 6350/- (For 8 Pax)
INR 6650/- (For 7 Pax)
INR 6950/- (For 6 Pax)
INR 7450/- (For 5 Pax)
INR 7850/- (For 4 Pax)
INR 8950/- (For 3 Pax)
INR 12050/- (For 2 Pax)
🔴Package Includes :-
1. Accommodation
2. Meals
3. Car
4. Driver Allowances
5. Sightseeing
এইবার আপনি আপনার পছন্দ মতো করে ট্যুরটি কাস্টোমাইজড করে নিতে পারেন । যেমন আপনার দিন বাড়াতে চাইলে কিংবা কমাতে চাইলে সেইমতো করে সাজিয়ে নিতে পারবেন , তার জন্য আমাদের টিম সবসময় আপনাকে সাহায্য করবে ।
তাহলে দেরি না করে চট করে কল করে নিন আমাদের নিচে দেওয়া নাম্বারে আর বুক করে নিন আপনার পছন্দ মতো ট্রিপ , এছাড়াও আপনি আমাদের কলকাতা অফিসে এসেও বুকিং করে নিতে পারেন ------
🔴 Booking Address :-
Ananta Tours and Travels (Kolkata Office) :
🏫284 BB Chatterjee Road (Ballygunge Station) , Kolkata – 700042
🔴 Booking Number : -
☎️ 8981106216
☎️ 9830027451
☎️ 9062003199
☎️ 9641093942