Explore Excursion By Keya

Explore Excursion By Keya life is a rainbow colours because we are travel lovers.
(2)

Any day any time with Explore Excursion By Keya ............For more details please contact me 091233 01123             ...
27/09/2024

Any day any time with Explore Excursion By Keya ............

For more details please contact me
091233 01123

 #থাপাগাওঁ ও  #বিজনবাড়ি বিজনবাড়ি অঞ্চলের ছোট্ট একটি গ্রাম  #থাপাগাওঁ ।।  অদূরেই বয়ে চলেছে রঙ্গীত নদী ।অন্য দিকে চা বা...
21/09/2024

#থাপাগাওঁ ও #বিজনবাড়ি

বিজনবাড়ি অঞ্চলের ছোট্ট একটি গ্রাম #থাপাগাওঁ ।। অদূরেই বয়ে চলেছে রঙ্গীত নদী ।অন্য দিকে চা বাগান ।। এবারের শীতে কমলা লেবুর খোঁজে ঘুরে আসুন থাপাগাঁও ।।

যোগাযোগ: Explore Excursion By Keya
091233 01123

    1.মিরিক2. তাবাকোশী3. জোরপোখরি4. লেপচাজগৎ🟢 আপনি যে কোন একটি স্থানে থাকলেই দেখে নিতে পারবেন বাকি স্থানগুলি, ঘুরে দেখে ...
25/08/2024





1.মিরিক
2. তাবাকোশী
3. জোরপোখরি
4. লেপচাজগৎ

🟢 আপনি যে কোন একটি স্থানে থাকলেই দেখে নিতে পারবেন বাকি স্থানগুলি, ঘুরে দেখে নিতে পারেন :

👉 Mirik Lake, Gopaldhara Tea Garden, Simana View point , Jorpokhri View point, Jorpokhri Lake, Bokar Monastery, Ranghang River, Lepchajagat view point, Batasia loop and Ghoom & Darjeeling.....

5. সিটং
6. অহলদারা

🟢এখানে থাকলে ঘুরে দেখতে পারবেন :

👉 Sittong View point, Ahaldara view point, Namthing Lake, Sittong Monastery,Jogi Ghat.

7. দাওাইপানি
8. লামাহাটা
9. তাকদা
10.তিনচুলে
11. বিজন বাড়ি
12. চটকপুর

🔴থাকা,খাওয়া,sightseeing এর জন্য পার্সোনাল গাড়ি, pickup & drop...
🟠প্রথম দিন লাঞ্চ থেকে শেষের দিন ব্রেকফাস্ট।
🟣যোগাযোগ-👇
⏩ Explore Excursion By Keya ⏪
☎️ 091233 01123

Happy Client at Rishop
22/08/2024

Happy Client at Rishop

 #মেঘের_ভেলায়_রেশম_পথে  পূজোর ছুটিতে কোথায় যাবেন ভাবছেন , কিন্তু এখনো প্ল্যান করতে পারেননি ? চলে আসুন Explore Excursio...
19/08/2024

#মেঘের_ভেলায়_রেশম_পথে


পূজোর ছুটিতে কোথায় যাবেন ভাবছেন , কিন্তু এখনো প্ল্যান করতে পারেননি ? চলে আসুন Explore Excursion By Keya র সাথে আপনার পছন্দের ডেস্টিনেশনে ।।

যোগাযোগ : Keya Brahma
091233 01123

 #লুংচু অফবিট পছন্দ করেন ?? তাহলে অবশ্যই ঘুরে আসুন,,,,,,,কালিম্পং এর এক অচেনা পাহাড়ি গ্রাম  #লুংচু লাভা থেকে মাত্র ১২ ক...
01/08/2024

#লুংচু

অফবিট পছন্দ করেন ?? তাহলে অবশ্যই ঘুরে আসুন,,,,,,,

কালিম্পং এর এক অচেনা পাহাড়ি গ্রাম #লুংচু লাভা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে কোলাখাম এর একদম গায়ে অবস্থিত এই গ্রাম। এখানে পাবেন পরিষ্কার নীল আকাশ, সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, নানান চেনা-অচেনা পাখি, পাইন ওকের সমাগম, নাম না জানা পাহাড়ি ফুল আর পাবেন মনকে শান্ত করে দেওয়া নির্জনতা,শহুরে জীবনের ক্লেদ, গ্লানি ধুয়ে মুছে ফেলে চাপমুক্ত হবার ঠিকানা।।

🟢 সাইটসিইং-র জন্যে কি কি ঘুরে দেখবেন ??
#ছাঙ্গিফলস, #কোলাখাম, #লাভামনেস্ট্রি, #লোলেগাঁও #ক্যানোপিওয়াক, #রিষিখোলা নদী, #ডেলোপাহাড় ইত্যাদি ।।

Explore Excursion By Keya
091233 01123

    "মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি....."!কালিম্পং ২ রাত ৩ দিন⛺ লাভা- ১ রাত⛺ রিশপ- ১ রাতবর্ষার পাহাড় এর রূপ এক অবর্ণনীয...
24/07/2024




"মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি....."!

কালিম্পং ২ রাত ৩ দিন
⛺ লাভা- ১ রাত
⛺ রিশপ- ১ রাত

বর্ষার পাহাড় এর রূপ এক অবর্ণনীয় ।। পাহাড় কম বেশি সকলেরই খুব পছন্দ ।। বাঙালি কালিম্পং বলতে যা বোঝে তার মধ্যে অন্যতম #রিশপ.পাহাড় যেখানে আকাশের সাথে লুকিয়ে প্রেম করে, মেঘ যেখানে জানলায় কড়া নাড়ে আর পাইন ঘেরা সবুজ পথ আপনাকে খোঁজ দেয় একরাশ শান্তির, এমনই এক পাহাড়ি আস্তানার নাম রিশপ।

⛺ রিশপ মানে পাখির কলতান, হোমস্টের দোয়ারের রঙিন ফুল, মেঘেদের ভেলা, রিশপ মানে খালি চোখে নাথুলা রেঞ্জ,তুষারপাত.পাহাড়, আকাশ, সূর্য, মেঘ, নদী, জঙ্গল ঝড়না মিলে মিশে রিশপ হয়ে উঠেছে মায়াবী।

⛺ লাভার কথা শুনলে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত লাভা মনস্ট্রি..ছাঙ্গে ফলস.লাভা ভিউ পয়েণ্ট ..

আপনাদের অপেক্ষায় Explore Excursion By Keya
Contact: 091233 01123

 #গরুমারা  #ডুয়ার্স    গরুমারার গহন অরন্যে । বুনো গন্ধের সঙ্গেই🐘🐆 বর্ষায় পাহাড় এক অন্যতম অনুভূতি।।Explore Excursion By...
13/07/2024

#গরুমারা

#ডুয়ার্স




গরুমারার গহন অরন্যে । বুনো গন্ধের সঙ্গেই🐘🐆

বর্ষায় পাহাড় এক অন্যতম অনুভূতি।।
Explore Excursion By Keya

ঝিঁঝিঁ পোকার ডাক , তীব্র থেকে তীব্র ,সারা জঙ্গল ঝুড়ে ঘন্টার ধ্বনি । কিসের আরতি চলে রাতের পর রাত ! যারা জঙ্গলে রাত কাটিয়েছেন, তারা জানেন । বার বার ফিরে আসেন তাঁরা এই নিশির ডাকে ।।

সকাল বেলা মনমাতানো বুনো বুনো গন্ধ । জানলা দিয়ে জঙ্গল দেখা , সেই জঙ্গলেই নিশি রাত বাঁকা চাঁদ , আবার ভোরের মিহি আলোয় সূর্যোদয় ।। এই স্বর্গকেই তো আমি, আপনি খুঁজে বেড়াই , শহরের দূষণ সংযুক্ত , দিন আনা , দিন খাওয়া রুটিন থেকে মুক্তির ঠিকানা !

তাহলে আর দেরি কিসের ? আজই বুক করে নিন ।।
091233 01123
Keya Brahma

এবার পাহাড়েও মাছ উৎসব 🐟🐠হ্যাঁ না মশাই আজ্ঞে হ্যাঁ! ঠিক শুনেছেন 15ই নভেম্বর থেকে 30এ নভেম্বর অবধি থাকছে Explore Excursio...
05/07/2024

এবার পাহাড়েও মাছ উৎসব 🐟🐠

হ্যাঁ না মশাই আজ্ঞে হ্যাঁ! ঠিক শুনেছেন 15ই নভেম্বর থেকে 30এ নভেম্বর অবধি থাকছে Explore Excursion By Keya আর সাথে এ রকমারি মাছ উৎসব ।।

বুকিং করতে আর দেরি কিসের ? আজই যোগাযোগ করুন 091233 01123 এই নম্বরে ।।
Keya Brahma

📍 শিলিগুড়ি থেকে share গাড়িতে আমাদের homestay তে আসার সুবিধা আছে ।।

 #বর্ষায়_পাহাড় বর্ষার আগমনে পাহাড়ের শোভা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। দিনরাত অবিরাম বৃষ্টির ধারা প্রকৃতিকে করে তােলে  শান্...
02/07/2024

#বর্ষায়_পাহাড়


বর্ষার আগমনে পাহাড়ের শোভা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। দিনরাত অবিরাম বৃষ্টির ধারা প্রকৃতিকে করে তােলে শান্ত ও মনােরম। চারিদিকে সবুজের সমারোহ, নাম না জানা পাখির ডাক, সারাদিন মেঘের আনাগোনা, আকাশে মেঘ ও সূর্যের লুকোচুরি, কালো মেঘের বুক চিরে বিদ্যুৎ চমক, মুহূর্মুহু বাজ পড়ার আওয়াজ, বৃষ্টির রিমিঝিম শব্দ, কুয়াশার মায়াজাল কখনো বা মেঘের গর্জন। ঋতুরাণী বর্ষায় পাহাড়ের এই মোহময়ী রূপ দেখতেই চলে আসুন #অজানা_উত্তরবঙ্গ_অহলদারা তে Explore Excursion By Keya র সাথে।।

যোগাযোগ : Keya Brahma
091233 01123

 #পাবং উত্তরবঙ্গের নতুন ঠিকানা।।ছুটিতে কোথায় যাবেন ঠিক করতে পারছেন না? ছোট্ট পাহাড়ি গ্রামে বেড়াতে যাবেন ? Explore Excurs...
29/06/2024

#পাবং উত্তরবঙ্গের নতুন ঠিকানা।।

ছুটিতে কোথায় যাবেন ঠিক করতে পারছেন না? ছোট্ট পাহাড়ি গ্রামে বেড়াতে যাবেন ?
Explore Excursion By Keya চলুন - আপনাকে নিয়ে যাই 'পাবং' এ ।।

কালিম্পং টাউন থেকে 34 কিলোমিটার দূরে একটি পাহাড়ের উপরে অবস্থিত। পেসফুল পাবংয়ের চারপাশে উপত্যকা, দেবদারু, ওক, পাইন, কমলা বাগান এবং আশেপাশের কখনও শেষ না হওয়া সুরম্য ল্যান্ডস্কেপ দ্বারা বেষ্টিত। এটি একটি পাখি পর্যবেক্ষকের স্বর্গ। এছাড়াও মাউন্ট কাঞ্চনজঙ্ঘার জাঁকজমকপূর্ণ সরবরাহ করে।।

★পাবং দর্শনীয় স্থান:
পাবং একটি চিত্র-নিখুঁত পোস্টকার্ডের অবস্থান। আকর্ষণীয় এই ছোট্ট গ্রামটি শস্য ক্ষেত, ঘন বন এবং অসংখ্য গাছ দ্বারা সজ্জিত। চরখোল পাবং থেকে 4 কিলোমিটার দূরে। আশেপাশের অন্যান্য আকর্ষণীয় গন্তব্যগুলির মধ্যে রয়েছে লাভা এবং লোলেগাঁও, কোলাখাম, রিষপ ইত্যাদি।।

তাহ'লে - - - - ব্যাগ গুছিয়ে ফেলুন!
যোগাযোগ : Keya Brahma
091233 01123

 #এবারের  #ছুটিতে  #উত্তরবঙ্গের  #পাহাড়ি   #সিল্করুট  #ট্যুর  #প্যাকেজআবার আসিব ফিরে,এই পাহাড়েই অন্য কোনোদিনে,অন্য কোনো...
21/06/2024

#এবারের #ছুটিতে #উত্তরবঙ্গের #পাহাড়ি #সিল্করুট #ট্যুর #প্যাকেজ

আবার আসিব ফিরে,এই পাহাড়েই অন্য কোনোদিনে,অন্য কোনো ভাবে,অন্য কোনো গ্রামে , প্রকৃতির মাঝে🏞️

আপনাদের পছন্দ কোনটা পাহাড় নাকি সমুদ্র ❓
যদি আপনি পাহাড় প্রেমী হন তাহলে দেরি কিসের চলে আসুন Explore Excursion By Keya র সাথে।।

⛺ 3রাত্রি 4 দিন অথবা 4 রাত্রি 5 দিন ⛺

👉 প্রথমদিন : ইচ্ছেগাঁও / সিলেরিগাওঁ
👉 দ্বিতীয় দিন : পাদমচেন
👉 তৃতীয় দিন : জুলুক
👉 চতুর্থত দিন : ঋষিখোলা / অরিতার লেক

💠️কি কি পরিষেবা পাবেন :
🟢থাকার জন্য হোমষ্টেতে রুম ....
🟢গিজার
🟢ঘরোয়া বাঙালি খাবার
🟢নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পিকআপ , ড্রপ ও সাইটসিনের জন্য পার্সোনাল গাড়ি

🚫️কি কি পরিষেবা পাবেন না :
❌️যাওয়ার ও ফেরার সময় ট্রেনের টিকিট
❌ যে কোনো এন্ট্রি ফি

যোগাযোগ : Keya Brahma
091233 01123

                         ছুটিতে কোথায় যাবেন ঠিক করতে পারছেন না? আজ Explore Excursion By Keya আমি,আপনাদের জন্যে নিয়ে এসে...
15/06/2024





ছুটিতে কোথায় যাবেন ঠিক করতে পারছেন না? আজ Explore Excursion By Keya আমি,আপনাদের জন্যে নিয়ে এসেছি এক অচেনা Offbeat Destination এর খোঁজ।। কালিম্পঙের থেকে লোলেগাওয়ের পথে #কাফেরগাঁও হল মিষ্টি একটি পাহাড়ী গ্রাম। নির্জনতা ও প্রাকৃতিক সান্নিধ্যের অন্যতম ঠিকানা কালিম্পং এর এই কাফেরগাঁও।।
নানা রকমের গাছ, ফুল ও পাখিদের সাথে কিভাবে সময় কেটে যাবে বুঝতেও পারবেন না।

দিনের থেকে রাতে আরো মায়াময় হয়ে ওঠে যখন কালিম্পং পাহাড় ওপারে আবছা আলোয় জোনাকির মতো ঝিকমিক করে। আবহাওয়া ভালো থাকলে পাহাড়ের ওপারে কাঞ্চজঙ্ঘার শিখর টুকি দেয়।সূর্যদয় ও সূর্যাস্তের রক্তিম আভা দিনে দুবার ছড়িয়ে পড়ে গ্রামটির বুকে।।

কাফেরগাওঁ এর পাশাপাশি আপনারা #ডাবলিংভিউপয়েন্ট #হ্যাঙ্গিংব্রিজ #সানরাইজপয়েন্ট #লোলেগাঁও #লাভা #রিশপ #পানবু #নোকদারালেক #চাঙ্গেফলস দেখে নিতে পারবেন।।

তবে এতো কি ভাবছেন ? আজই যোগাযোগ করুন 091233 01123 এই নম্বরে।।
Keya Brahma

    "পাহাড়ের রানী দার্জিলিং"বাঙালিদের এক অন্যতম destination   ..." তুমি তো হেঁটে যাবে শহুরে পথেআকাশে খসে যাবে তারামেঘের...
10/06/2024




"পাহাড়ের রানী দার্জিলিং"
বাঙালিদের এক অন্যতম destination ...

" তুমি তো হেঁটে যাবে শহুরে পথে
আকাশে খসে যাবে তারা
মেঘেরা জেনে যাবে এমনও ঘটে
বৃষ্টি হবে দিশেহারা ।। "

বর্ষা সাথে পাহাড় ভাবলেই মন কেমন যেনো ব্যাকুল হয়ে ওঠে ।। বর্ষায় পাহাড় উপভোগ করতে চান ? তাহলে আজই যোগাযোগ করুন Explore Excursion By Keya র সাথে ।।

সাথে অবশ্যই keventers বা Glenary's এর English breakfast

Kurseong via Darjeeling
আশেপাশের দর্শনীয় স্থান = ডাউহিল, হনুমান টক, চিমনি পার্ক, বাগোড়া ফরেস্ট , কেউ চাইলে এখান থেকে সিটং ,অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি ঘুরে আসতে পারবেন।।

Contact : 091233 01123
Keya Brahma

🌿  #ডুয়ার্সের  #জঙ্গলে 🌿      "বুনো গন্ধের খোঁজে" Explore Excursion By Keya  র আপ্যায়নে আপনারা ঘুরবেন আনন্দে এবং নিশ্চি...
03/06/2024

🌿 #ডুয়ার্সের #জঙ্গলে 🌿
"বুনো গন্ধের খোঁজে"

Explore Excursion By Keya র আপ্যায়নে আপনারা ঘুরবেন আনন্দে এবং নিশ্চিন্তে ।।

শব্দ টায় একটা মাদকতা আছে। শব্দের অর্থ প্রবেশদ্বার। আর বক্সা -জয়ন্তী ভুটান ও ভারতের প্রবেশদ্বার। Dooars মানেই পাহাড়ের নেশা, গহীন অরণ্যের আলোআঁধারি মেশানো রোমাঞ্চকর অনুভূতি, উচ্ছল নদী ও চঞ্চল ঝর্না। আর তার ই একটা সংমিশ্রণ হল আলিপুর দুয়ার জেলার বক্সা জয়ন্তী ।।

স্বপ্নমাখা নীল আকাশের নিচে পাহাড়ের গায়ে একরাশ সবুজ। যেখানে হাজারও প্রজাপতির চঞ্চল ডানায় ছলকে ওঠে একরাশ রং। স্বপ্ন ও বাস্তবতার এক অপূর্বৃ স্বাদ গ্রহণ করতে মানুষ ছুটে চলে ডুয়ার্সের পথে ।।

💠️কি কি পরিষেবা পাবেন :
🟢থাকার জন্য হোমষ্টেতে রুম ....
🟢গিজার
🟢ঘরোয়া বাঙালি খাবার
🟢নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পিকআপ , ড্রপ ও সাইটসিনের জন্য পার্সোনাল গাড়ি

🚫️কি কি পরিষেবা পাবেন না :
❌️যাওয়ার ও ফেরার সময় ট্রেনের টিকিট
❌ যে কোনো এন্ট্রি ফি
❌ জঙ্গল সাফারি

Contact : 091233 01123
Keya Brahma

 #এবারের  #ছুটিতে  #উত্তরবঙ্গের   #সিল্করুট  #ট্যুর  #প্যাকেজ Explore Excursion By Keya র আপ্যায়নে আপনারা ঘুরবেন আনন্দে...
29/05/2024

#এবারের #ছুটিতে #উত্তরবঙ্গের #সিল্করুট #ট্যুর #প্যাকেজ



Explore Excursion By Keya র আপ্যায়নে আপনারা ঘুরবেন আনন্দে এবং নিশ্চিন্তে ।।

🎪 3 রাত্রি 4 দিন অথবা 4 রাত্রি 5 দিন 🎪

আপনি যা যা দেখবেন..................
✅সিলারিগাঁও, ✅র‍্যামিটি ভিউ পয়েন্ট, ✅সিদ্ধি বিনায়ক মন্দির, ✅আরিতার লেক,✅আরিতার মনেস্ট্রি (যদি খোলা থাকে), ✅রংলি মার্কেট, ✅কিউ-খোলা ওয়াটার ফলস, ✅যুলুক,
✅ জ্যিগ-জ্যাগ ভিউ পয়েন্ট, ✅জ্যিগ জ্যাগ রোড, ✅থাম্বি ভিউ পয়েন্ট, ✅নাথাং ভ্যালি, ✅ওল্ড বাবা মন্দির, ✅এলিফ্যান্ট লেক, ✅পদমচেন, ✅রিশিখোলা

💠️কি কি পরিষেবা পাবেন :
🟢থাকার জন্য হোমষ্টেতে রুম ....
🟢গিজার
🟢ঘরোয়া বাঙালি খাবার
🟢নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পিকআপ , ড্রপ ও সাইটসিনের জন্য পার্সোনাল গাড়ি

🚫️কি কি পরিষেবা পাবেন না :
❌️যাওয়ার ও ফেরার সময় ট্রেনের টিকিট
❌ যে কোনো এন্ট্রি ফি

👉 তাহলে আর দেরি কিসের আজই বুক করুন
Keya Brahma
091233 01123

 "বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে"....পাহাড় .... কে না ভালোবাসে তোমায়। তুমি আমাদের মন  খারাপের সঙ্গী, তুমি আমাদের ভাল...
25/05/2024



"বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে"....

পাহাড় .... কে না ভালোবাসে তোমায়। তুমি আমাদের মন খারাপের সঙ্গী, তুমি আমাদের ভালোবাসার সঙ্গী।।

"বর্ষার পাহাড় "...এই শব্দ দুটোর মাহাত্ম্য উপলব্ধি করতে গিয়ে আমরা আমার আমি টাকেই যেন হারিয়ে আসি।।

Explore Excursion By Keya র আপ্যায়নে আপনারা ঘুরবেন আনন্দে এবং নিশ্চিন্তে।।

✅ ️3N 4D ✅
✅4N 5D✅

এক রূপকথারই রাজ্য #তিনচুলে.... একটু অদ্ভুত নাম টা তাই না? তিনদিকে পাহাড় বেষ্টিত উত্তরবঙ্গের একটি ছোট্টো গ্রাম এই তিনচুলে। এই অদ্ভুত নামকরণের কারণ "তিন" অর্থাৎ three আর "চুলে" অর্থাৎ চুলা বা oven, তিনটি পাহাড় এই গ্রামকে এমন ভাবে ঘিরে রেখেছে যা দেখতে তিনটি চুলা বা oven এর মতোন। সেই থেকেই এই নামকরণ তিনচুলে।

#লামাহাট্টা যাওয়ার পথে কিছুক্ষণ কাটিয়ে যেতে পারেন #ত্রিবেণীতে। তিস্তা ও রঙ্গিত নদীর মিলন ক্ষেত্র।।
তিস্তা কে আপন করে তার সঙ্গে কিছু সময় কাটানোর এক আদর্শ ঠিকানা।।

বাঙালি বরাবরই শান্তিপ্রিয়... শান্তির খোঁজে কোথায় না কোথায় ছুটে বেড়ায়। এমন ই এক অদ্ভুত সময় থমকে দেওয়া মারাত্মক এক নির্জন শান্ত জায়গা এই এর পাইন বন। চারদিকে শুধু বিশালাকার পাইন আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে কুয়াশার মত মেঘ, মাঝে মধ্যে প্রতিধ্বনিত হয়ে আসা পাখির ডাক ।।

🌲এতক্ষণে নিশ্চিত মনে মনে প্ল্যানটা বানিয়ে নিয়েছেন। তবে আর কি!
For more details , Please whatsapp us at 091233 01123

Tinchuley
22/05/2024

Tinchuley

"কাঞ্চন কাঞ্চন বাহারে সুন্দরী সিঙ্ঘিক আহা রে....."আপনি বাঙালি? পাহাড় আপনার প্রথম প্রেম, প্রায়শই অভিসারে যান?কালিম্পং থ...
19/05/2024

"কাঞ্চন কাঞ্চন বাহারে
সুন্দরী সিঙ্ঘিক আহা রে....."

আপনি বাঙালি? পাহাড় আপনার প্রথম প্রেম, প্রায়শই অভিসারে যান?

কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার পথে রামধুরা গ্রাম ছাড়িয়ে একটু এগোলেই পরে শান্ত, নিরিবিলি, পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম #দ্বারাগাও (Daragaon) Explore Excursion By Keya এর সাথে ।।

ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা থেকে শুরু করে রাতের রংপো শহর জ্বলজ্বল করতে দেখা, এ এক চরম আনন্দের দৃশ্য।। শুধু তাই নয়, সন্ধ্যেবেলা বনফায়ারের ধারে বসে চুটিয়ে আড্ডা, গান আর পেটপুজো, আর কী চাই।।

For more details , Please whatsapp us at
091233 01123
Keya Brahma

゚viralシ

||   #ফুলের_গ্রাম_রামধুরা  ||পাহাড় দেখতে ভালোবাসে না এমন মানুষ পাওয়া কিন্তু খুব মুস্কিল।। তবে পাহাড়ের সাথে সাথে  যদি নদ...
18/05/2024

|| #ফুলের_গ্রাম_রামধুরা ||

পাহাড় দেখতে ভালোবাসে না এমন মানুষ পাওয়া কিন্তু খুব মুস্কিল।। তবে পাহাড়ের সাথে সাথে যদি নদীর দেখা মেলে তবে তা সৌন্দর্যের মাত্রাটাকে যেন কয়েক গুণ বাড়িয়ে দেয়।। হিমালয়ের কোলে,নির্জন,কোলাহলহীন, শান্ত ও স্নিগ্ধ পরিবেশে একান্তে ও নিভৃতে থাকতে হলে অন্তত এক থেকে দুদিনের জন্য আপনার ঠিকানা হতেই পারে কালিম্পং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত #রামধূরাতে .......

মনের অজান্তেই কত বার গেয়ে উঠবেন "মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা"।।।।

এই পাহাড়ী গ্রামের প্রতিটি বাড়িতে দেখা যায় নানা ফুল আর অর্কিডের সমারোহ। ভাগ্য সহায় হলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। এখান থেকে একবেলায় কালিম্পং সাইটসিন করে নেওয়া যায় ।।

রামধুরা থেকে হেঁটে ঘুরে আসা যায় নির্জন জনপদ #বার্মিক, #দারাগাওঁ, #ইচ্ছেগাঁও-এ।। আঁকাবাঁকা তিস্তা আর মেঘাবৃত পাইনের জঙ্গল দেখে একটু বিশ্রাম করে দুপুরের খাবার খেয়ে রওনা দিন ডেলোর উদ্দেশ্যে।।
পরের দিন গাড়ি করে #লাভা, #লোলেগাঁও, #রিশপ দেখে ফেরার পথে জলসা বাংলো।

পরের দিন সকালে বেরিয়ে কালিম্পং এর স্পটগুলো ঘুরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিন।।

🔵 এতক্ষণে নিশ্চিত মনে মনে প্ল্যানটা বানিয়ে নিয়েছেন। তবে আর কি! প্ল্যানিং থেকে বুকিং, সবরকম সাহায্যের জন্য ফোন করুন বা whatsapp করুন 091233 01123
Explore Excursion By Keya

゚viralシ

 #ভরা_বর্ষায়_Changey_Waterfall You are Never alone when you are connected with Nature !!  আসলে পাহাড় মানেই মনকেমনের হাত...
17/05/2024

#ভরা_বর্ষায়_Changey_Waterfall

You are Never alone when you are connected with Nature !!

আসলে পাহাড় মানেই মনকেমনের হাতছানি,পাহাড় যেখানে আকাশের সাথে লুকিয়ে প্রেম করে, মেঘ যেখানে জানলায় কড়া নাড়ে আর পাইন ঘেরা সবুজ পথ আপনাকে খোঁজ দেয় একরাশ শান্তির, এমনই পাহাড়ি আস্তানার নাম.......

⛺ কোলাখাম- ১ রাত
⛺ লাভা- ১ রাত
⛺ রিশপ- ১ রাত

পাহাড়ি নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ ,সাথে সন্ধ্যায় বার্বিকিউ, বন্ধুদের সাথে গানের আড্ডা,পরিবারের সাথে সময় কাটানো কিংবা প্রিয় মানুষের সাথে একান্তে যদি থাকে আপনার পছন্দের রবীন্দ্র সংগীত + চা পকোড়া উফ্ তাহলে তো জমে ক্ষীর!

মনকে সমস্ত চিন্তা ভাবনা থেকে কিছুটা সময়ের জন্য বিশ্রাম দিতে আজই বুক করে ফেলুন আপনার পছন্দের destination এ Explore Excursion By Keya এর কাছে।।

☎️ 091233 01123
Keya Brahma

゚viralシ

বাঘ মামা দিচ্ছে ডাক সুন্দরবন ভ্রমন হয়ে যাক??চলুন মামার বাড়ি থেকে ঘুরে আসা যাক।।            "9th to 11th August"       E...
16/05/2024

বাঘ মামা দিচ্ছে ডাক সুন্দরবন ভ্রমন হয়ে যাক??
চলুন মামার বাড়ি থেকে ঘুরে আসা যাক।।
"9th to 11th August"

Explore Excursion By Keya

Welcome to Sundarban Tour.
⛺২ রাত্রি ৩ দিন⛺
🍄 ভ্রমন তালিকা 🍄

⛺ প্রথম দিন :- ক্যানিং / সোনাখালী বোটে/ লঞ্চ উঠবে, গোসবা, রবীন্দ্রনাথের বেকন ব্যাংলো, হেমল্টন ব্যাংলো, পাখীর জঙ্গল, পাখীরালয় রাত্রি বাস হোটেল/ লঞ্চ।।

⛺ দ্বিতীয় দিন:- সজনে খালি (W.T), সুধন্যখালি (W.T), দোবাকি (W.T). সাইডসিন পীর খালি,গাজিখালি,বনবিবি ভরানি,দেউল ভরানি, ব্যাক পাখীরালয়।

⛺ তৃতীয় দিন:- দয়াপুর, জটিরাম পুর,লোকাল সাইডসিন ব্যাক সোনাখালী।

😋ভুরিভোজ😋

✅ প্রথম দিন
সকালে:- লুচি/কচুরি, আলুর দম, মিষ্টি, চা।
বেলা ১১টা:- আমুদে মাছ ভাজা।
দুপুর:- ভাত, মুড়িঘন্ট, ভাজা,সবজি[ কচু শাক ইলিশের মাথা দিয়ে],সরর্ষে ইলিশ, চিংড়ি,চাটনি,পাপড়।
বিকেল :- ফল।
সন্ধে:- চাউমিন,চা/কফি।
রাত:- ভাত, ডাল, ভাজা, মটন কারি,স্যালাড।

✅ দ্বিতীয়দিন
সকালে :- বেডটি, বিস্কুট। লুচি/কচুড়ি, চানা মশলা।
বেলা ১১টা:- আলুর পকড়া।
দুপুর:- ভাত,ডাল,আলু ভাজা, ইলিশ ভাজা, পটল চিংড়ি ,দই ইলিশ,চাটনি,পাপড়।
সন্ধ্যা:- চিকেন পকড়া কফি।
রাত:- ফ্রাইড রাইস,চিলি চিকেন,স্যালাড।

✅ তৃতীয় দিন
সকালে:- বেডটি, বিস্কুট, পুরি,আলুর সবজি।
দুপুর:- ইলিশ বিরিয়ানি,চিকেন কষা, স্যালাড।

🔴 একদিন রাতে হোটেলে ঝুমুর নাচের আয়োজন করা হয়ে থাকে।
🟢 আদিবাসী নৃত্য
🟠 লাইভ বাউল গান
🔴 গ্রামীণ ও বন্য জীবনের আকর্ষণ

এছাড়াও থাকছে নানান রকমের খেলা সাথে উপহার।।

Package cost per person 3999/-

☎️ 091233 01123
Keya Brahma

゚viralシ

                    ।। RISHIKHOLA ।।কোথায় যাবেন বুঝতে পারছেন না !!!🌞 Explore Excursion By Keya এখানে কেয়া'র সাথে সবাই ...
14/05/2024





।। RISHIKHOLA ।।

কোথায় যাবেন বুঝতে পারছেন না !!!🌞

Explore Excursion By Keya
এখানে কেয়া'র সাথে সবাই ভ্রমণের আনন্দে মাতে।

"লাইফ ইজ এ রেনবো কালার্স
বিকজ উই আর ট্রাভেল লাভার্স"

আমাদের গন্তব্য #ঋষিখোলা।। ঋষি নদীর পাশে, সিকিম - বাংলার বর্ডার এ একটা ছোট্ট গ্রাম। অনেকে এটাকে Gateway of Silk Route ও বলে থাকে, কারণ সিল্করুটের শুরুটা এখান থেকেই হয়।।

💚❤️ 3 রাত্রি 4 দিন 💚❤️
💚❤️4 রাত্রি 5 দিন 💚❤️

পাহাড়ের কোলে নদীর পাশে বসে ল্যাধ খাবার জন্য আদর্শ জায়গা।। যেখানে নদীর পাড়ে বসে সময় কখন কেটে যাবে জানতেই পারবেন না…!!! সামনে খরস্রোতা নদী আর চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, সাথে অসংখ্য পাখির ডাক, আর কি চাই বলুন !!!

এতক্ষণে নিশ্চিত মনে মনে প্ল্যানটা বানিয়ে নিয়েছেন। তবে আর কি!! আজই বুক করে নিন ☎️ 091233 01123 এই নম্বরে।।

🚩 #বুকিংয়ের #জন্যে #যোগাযোগ #করুন
Keya Brahma

゚viralシ

 #ধোত্রে_চটকপুর_সিটং "Going to the mountains is going home"                  : যোগাযোগ : Explore Excursion By Keya      ...
12/05/2024

#ধোত্রে_চটকপুর_সিটং

"Going to the mountains is going home"

: যোগাযোগ :
Explore Excursion By Keya
📲 091233 01123

পাহাড়ে এক অদ্ভুত শান্তি আছে,কোন কোলাহল কোন সংঘাত সেখানে নেই. আছে কুয়াশা মেঘের আনাগোনা, সারিসারি গাছের আলিঙ্গন ,উপত্যকার খাজে খাঁজে কত মানুষের গৃহস্থ্য ..বাতাসে কান পাতলে শোনা যাবে গাছ আর পাখিদের প্রেম আলাপ..

💚 3 রাত 4 দিন 💚
❤️ 4 রাত 5 দিন ❤️

#কি_কি_থাকছে_প্যাকেজ_এর_অন্তর্ভুক্ত ? ✅
এনজেপি থেকে এনজেপি গাড়ি (সুমো বা বোলেরো এবং ছোট গাড়ি), খাওয়া দাওয়া (লাঞ্চ ডিনার ও ব্রেকফাস্ট), সমস্ত সাইট সিন, স্টানডার্ড হোটেল বা হোমস্টে তে রাত্রিবাস....

゚viralシ

Address

Sukchar Panchanan Tala Road Sodepur
Kolkata
700115

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore Excursion By Keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Services in Kolkata

Show All