08/01/2022
স্বপ্নের মতো কেটে গেল বছর শেষের ক'টা দিন ।। সত্যিই বলতে কি, ঘোর এখনও কাটিয়ে উঠতে পারছি না ।।আমি নিশ্চিত, আমার সাথে সম্পূর্ণ একমত হবেন এবারের ট্রিপের বাকি বন্ধুরাও.... হ্যাঁ, দু-এক জন বন্ধুর অসুস্থতা বাদ দিয়ে অবশ্যই ।।।
এবার গিয়েছিলাম ওড়িশার কাশ্মীর দারিঙবাড়ি, আর গোপালপুর , সঙ্গে রম্ভার চিল্কা ।। পাঁচ দিনের একটা কমপ্যাক্ট ট্রিপ ।।
পাহাড়, নদী, ঝর্না,জঙ্গল, লালমাটি সবকিছু নিয়ে দারিঙবাড়ি সত্যিই যেন অপরূপা ।। তার সৌন্দর্য্যে মুগ্ধ না হয়ে উপায় নেই ।। পাইন বনের বুক চিরে, দুপাশে ছোট-বড়ো পাহাড়দের সঙ্গী করে যে আঁকাবাঁকা রাস্তাটা চলে গেছে দুরে, আরোও দুরে, সেই পথে চলতে চলতে অন্য জগতে হারিয়ে গেছিলাম আমরা ।।
আবার গোপালপুরের সমুদ্র....সে তো স্বমহিমায় উজ্জ্বল ।। তার উচ্ছ্বলতায় গা ভাসিয়ে আমরা ক'জন মধ্যবয়সী বন্ধুরাও নিজেদের কৈশোর যেন ফিরে পেয়েছিলাম ওই দিনগুলোতে ।। হারিয়ে গিয়েছিলাম সেই ছোট্টবেলায় ।।
হাসি, ঠাট্টা, গল্প, গান,কবিতা, সব সব মিলিয়ে যেন একটা স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে এলাম ।। এবারে নতুন বন্ধু পেলাম পাঁচজনকে ।।তারা কখন যে আমাদের বাকি বন্ধুদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে বুঝতেও পারিনি ।। আর যেটা না বললেই নয়, মামনি আর কুহুর জুটি !!!! এদের ছেলেমানুষী, এদের বদমাইশি, এদের আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার বহর আমাদের এবারের ট্রিপের আনন্দকে অন্য মাত্রায় নিয়ে গেছে ।। আনন্দ এতো লাগামছাড়া ছিল বলেই ফিরে আসার দিন আবার সেইই সকলের চোখ ভিজে যাওয়া, আবার সেইই বুক টনটন করা, আবার সেইই গলা বুজে আসা , আবার খুব শিগগিরই দেখা হবে এই প্রতিশ্রুতি দেওয়া-নেওয়া ।।
সব মিলিয়ে জীবনের সেরা কয়েকটা ট্যুরের সেরা একটা ট্যুর হয়ে রইলো এবারের দারিঙবাড়ি-গোপালপুর ট্রিপ ।। বছর শেষের ওই পাঁচটা দিন মনে রয়ে যাবে সারাজীবন এক সুখস্মৃতি হয়ে ❤️❤️❤️ ।।