Utopia / ইউটোপিয়া

Utopia / ইউটোপিয়া This is a Travel Agency. You may book your tour packages in a very cheap rates.
(2)

পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ট্রেনের টিকিট ওপেন হতে শুরু করবে। যারা পুজোর ছুটিতে পর...
16/04/2024

পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ট্রেনের টিকিট ওপেন হতে শুরু করবে। যারা পুজোর ছুটিতে পরিবার, বন্ধুবান্ধব, অফিস কলিগদের নিয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন তারা এখুনি Utopia / ইউটোপিয়া'র সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ডেস্টিনেশন জন্য বুকিং করতে পারেন। পুজোর প্রাক্কালে হোটেল, হোমস্টের রুম এবং গাড়ি পাওয়া বেশ কঠিন ব্যাপার।

15/04/2024

োপিয়া_TOUR_REVIEW


Utopia / ইউটোপিয়া

Utopia / ইউটোপিয়া'র পক্ষ থেকে শুভ নববর্ষের (১৪৩১) অসংখ্য শুভেচ্ছা রইল।
14/04/2024

Utopia / ইউটোপিয়া'র পক্ষ থেকে শুভ নববর্ষের (১৪৩১) অসংখ্য শুভেচ্ছা রইল।

Couple Group in Sikkim tour (8 Heads). covered places -  ,  ,  ,  ,  ,  ,  ,  ,UTOPIA ❤️ ইউটোপিয়া☎️/ WhatsApp +91 09614...
12/04/2024

Couple Group in Sikkim tour (8 Heads).
covered places - , , , , , , , ,
UTOPIA ❤️ ইউটোপিয়া
☎️/ WhatsApp +91 096146 69952

আজ (12/4/24) ভোরের সান্দাকফুর প্রাকৃতিক চিত্র। গতকাল থেকেই সমানে তুষারপাত হচ্ছে। আমাদের অতিথিরা সান্দাকফু থেকে সেই দৃশ্য...
12/04/2024

আজ (12/4/24) ভোরের সান্দাকফুর প্রাকৃতিক চিত্র। গতকাল থেকেই সমানে তুষারপাত হচ্ছে। আমাদের অতিথিরা সান্দাকফু থেকে সেই দৃশ্য ফ্রেমবন্দি করে পাঠিয়েছেন। ফ্রেমবন্দি সময়ঃ ৪ঃ৫৯

GANGTOK ❤️ TOUR TOUR PLAN==========================Day 1 - Gangtok hotel check inDay 2 - Gangtok local 7 points Sightsee...
06/04/2024

GANGTOK ❤️ TOUR TOUR PLAN
==========================
Day 1 - Gangtok hotel check in
Day 2 - Gangtok local 7 points Sightseeing
Day 3 - Changu Lake, New Baba Mandir. (Nathula Pass Extra Cost)
Day 4 - After breakfast Gangtok hotel check out.

Inclusions -
Pickup & drop, Sightseeing, Meals, Hotel.

4 heads - @ Rs.8,000/- per head
6 heads - @ Rs.6,700/- per head
8 heads - @ Rs.6,000/- per head

Contact - UTOPIA ইউটোপিয়া
096146 69952

Our Guests at the Nathula pass (The Indo - China Border, Sikkim).
06/04/2024

Our Guests at the Nathula pass (The Indo - China Border, Sikkim).

05/04/2024

Route update [05/04/2024]:

Lachung road is closed for tomorrow.
All the permits that have been issued may be treated as void. All the travel agents are directed to not upload permits for north Sikkim.

এবছর এপ্রিল - মে মাসে পাহাড়ে বেড়াতে যেতে চান অনেকেই। তার মধ্যে হয়তো কেউ কেউ নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের টিকিটও কেট...
03/04/2024

এবছর এপ্রিল - মে মাসে পাহাড়ে বেড়াতে যেতে চান অনেকেই। তার মধ্যে হয়তো কেউ কেউ নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের টিকিটও কেটে ফেলেছেন। তাদের কথা স্মরণ করেই ইউটোপিয়া নিয়ে এলো দুই রাত তিন দিনের দার্জিলিং ভ্রমণের এক দুর্দান্ত প্ল্যান।

প্রথমদিন -
NJP স্টেশন থেকে আমাদের রিজার্ভ গাড়িতে আপনাদের নিয়ে আসা হবে দার্জিলিং ম্যালের কাছেই আমাদের হোটেলে। যেতে যেতে পথে দেখে নিন কার্শিয়াং ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে আমাদের হোটেলের ঘর থেকেই দেখে নিন কাঞ্চনজঙ্ঘা।

এরপর মধ্যাহ্নের আহার সেরে একটা লম্বা ঘুম দিয়ে নিন। সন্ধ্যায়, আপনার রুমেই চলে আসবে গরম গরম চা ও স্ন্যাক্স। চা পান করার পর পায়ে হেঁটে চলে আসুন দার্জিলিং ম্যালে। চাইলে মহাকাল মন্দিরও ঘুরে নিতে পারেন অথবা ক্যেভেন্টিয়ার্স বা গ্লেনারিসে সময় অতিবাহিত করতে পারেন।

ম্যাল ঘোরা হয়ে গেলে হোটেলে ফিরে নৈশ ভোজ সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন কারণ পরের দিন (দ্বিতীয় দিন) ভোর বেলা আমাদের রিজার্ভ করা গাড়িতে যেতে হবে টাইগারহিলের উদ্দেশে। টাইগারহিল দেখার পর দেখে নিন বাতাসিয়ালুপ ও ঘুম মনেস্ট্রি।

এরপর ব্রেকফাস্টের জন্য হোটেলে চলে আসুন। ব্রেকফাস্ট সেরে দার্জিলিং সাইট সিয়িং করে নিন। এইবার সাইট সিয়িং -এ থাকছে - টি গার্ডেন, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, চিড়িয়াখানা, HMI, রোপওয়ে, টিবেটিয়ান রিফিউজি ক্যাম্প, (রক গার্ডেন, গঙ্গামাইয়া পার্ক অতিরিক্ত খরচ) ইত্যাদি।

ফিরে এসে আমাদের আতিথিয়তায় সুস্বাদু মধ্যাহ্নভোজ সেরে নিন। মন চাইলে একটু ঘুমিয়ে নিতে পারেন। সন্ধ্যায় চা ও স্ন্যাক্স খেয়ে পায়ে হেঁটে চলে আসুন ম্যালে। প্রিয়জনের জন্য কেনাকাটা করতে চাইলে ম্যাল সংলগ্ন বিপননী থেকে ক্রয় করতে পারেন। হোটেলে ফিরে নৈশ ভোজ শেষ করে সারাদিনের স্মৃতি রোমন্থন করতে করতে স্বপ্নে বিভোর হয়ে যান।

তৃতীয় দিন -
আজকে ফেরার পালা। তাই ব্যাগ গুছিয়ে চলে আসুন আমাদের ডাইনিং হলে সেখানে আপনাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে রাখব।

এরপর আপনাদের জন্য রয়েছে আরও কিছু সাইট সিয়িং -এর ব্যবস্থা। সাইট সিয়িং -এ থাকছে লেপচা জগৎ, সুখিয়া পোখড়ি, নেপাল সীমান্ত - সীমানা ভিউ পয়েন্ট, (চাইলে নেপালের পশুপতি মার্কেটেও যেতে পারেন) গোপালধারা টি এস্টেট এবং মিরিক লেক।

ফাইনালি আমাদের গাড়ি আপনাদের। NJP স্টেশনে ড্রপ করে দেবে।
₹4,900/- জন প্রতি [৮ জনের গ্রুপ]

# এছাড়া কাস্টোমাইজ ট্যুর প্ল্যানও করা যায়।
👉 হাতে একদিন সময় থাকলে যাওয়া যেতে পারে - লামাহাট্টা ইকো পার্ক, তিনচুলে ভিউ পয়েন্ট, লাভার্স মিট ভিউ পয়েন্ট ইত্যাদি।

[] শিলিগুড়ি অথবা বাগডোগরা থেকেও পিকআপ ও ড্রপের সুবিধা আছে।

প্যাকেজে থাকছে -
∆ NJP TO NJP পার্সোনাল গাড়িতে পিকআপ এবং ড্রপ।
∆ সাইট সিয়িং
∆ প্রথমদিনের লাঞ্চ থেকে শেষদিনের ব্রেকফাস্ট।
∆ ম্যালের কাছে হোটেলে থাকার সুবিধে।

প্যাকেজে থাকছে না -
× ট্রেনের টিকিট।
× এক্সট্রা সাইট সিয়িং।
× যেকোনো এন্ট্রি চার্জ, টিকিট চার্জ, পার্কিং চার্জ ইত্যাদি।
× এক্সট্রা রুম/ এক্সট্রা বেড/ রুম হিটার।
× এক্সট্রা ফুড।
x বনফায়ার / বার্বিকিউ।

বুকিং এর জন্য কল বা WhatsApp করুন +91 9614669952 এই নম্বরে।
🙏 ইউটোপিয়া।

সঙ্গীকে নিয়ে কোলাহল ও কংক্রিটের জঙ্গলের বাইরে গিয়ে নিরিবিলিতে দুই রাতের জন্য কোথাও কাটিয়ে আসতে চান ? নতুনের খোঁজে গন্...
25/02/2024

সঙ্গীকে নিয়ে কোলাহল ও কংক্রিটের জঙ্গলের বাইরে গিয়ে নিরিবিলিতে দুই রাতের জন্য কোথাও কাটিয়ে আসতে চান ? নতুনের খোঁজে গন্তব্য ঠিক করাটা মুশকিল হয়ে পড়ে?
তাহলে আপনার জন্য রইল এক নতুন সাজের পাহাড়ের খোঁজ।

◆ দুই দেশের মাটিতে দুই পা রেখে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা হয়েছে কখনো ??
◆ এমন একটা ছোট্ট পাহাড়ি গ্রাম যার কিছু বাড়ি ভারতে আর কিছু বাড়ির নেপালে, এই রকম একটি জায়গায় গিয়ে থেকেছেন কখনো ?
◆ এমন কোন জায়গায় দাঁড়িয়ে পাহাড় উপভোগ করেছেন কখনো, যেখানে আপনার চারপাশের ‍প্রতিটা পাহাড় আপনার থেকে নিচে মনে হবে ?
◆ একদেশে সূর্যোদয় আরেক দেশে সূর্যাস্ত একই জায়গা থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে কখনো?
◆ রাতের অন্ধকারে দুই পাশে দুই দেশ ও এক আকাশের মিলিত জোনাকির চকমকি একসাথে দেখেছেন কখনো?

•••যদি এগুলোর মধ্যে কোন একটারও উত্তর *না* হয়, তাহলে চলে আসুন _RUDRAA'S ECO HUT_ -এ।।

••• কংক্রিটের ভিড় এড়িয়ে, এক সহজ রাস্তার বাকে, স্বাভাবিক দৃষ্টির আড়ালে অবস্থিত ছোট্ট সাজানো গ্রামে, প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নিরিবিলিতে গড়ে উঠেছে এই _RUDRAA'S ECO HUT_ -টি ।।

•••সহজ যাতায়াত, সুস্বাদু বাঙালি ও ভারতীয় খাবারের সাথে কিছু মনোরঞ্জন ও রাত্রিবাসের সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে আপনার জন্য।।

▪ *কোন সময় যাবেন -*
শীতের সকালে সবুজ ঘাসের উপরে পাতলা কাচের চাদর দেখার জন্য, বর্ষায় ঘরে বসে বৃষ্টি উপভোগ করার জন্য অথবা বাইরে বেরিয়ে সাদা কালো মেঘের সাথে মিলিয়ে যাওয়ার জন্য, আর গ্রীষ্মের ঝলমলে পরিবেশে কাঞ্চনজঙ্ঘা, সূর্যোদয় - সূর্যাস্ত দেখার জন্য সারা বছরের যেকোনো সপ্তাহান্তের সেরা গন্তব্য হতেই পারে এই _RUDRAA'S ECO HUT_ ।।

▪ *কি কি করবেন -*
•••ব্যতিক্রমী ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে পরিবার বা বন্ধুদের সাথে আড্ডা - সফট মিউজিক - বারবিকিউ - বনফায়ার - আর _RUDRAA'S ECO HUT_ -এর আন্তরিক আতিথেয়তার সাথে একটা পুরো দিন কখন কেটে যাবে বুঝতেই পারবেন না।।

••• দ্বিতীয় দিনে ইচ্ছে হলে স্বল্প খরচে একটা গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন নেপাল। নেপাল এর বিভিন্ন পাহাড়, বিভিন্ন বিখ্যাত টুরিস্ট স্পট যেমন কন‍্যাম - বুদ্ধ পার্ক - অন্তু পার্ক - অন্তু লেক - পশুপতি মার্কেট এসব ঘুরে দেখতে পারেন পুরোটা দিন জুড়ে ।।

••• তৃতীয় দিনে ঘুরে দেখে আসতে পারেন 6.5 কিলোমিটার দূরে গোপালধারা ভিউ পয়েন্ট - 11 কিলোমিটার দূরে তাবাকোষি - 10 কিলোমিটার দূরে মিরিক লেক - 22 কিলোমিটার দূরে লেপচাজগৎ - 34 কিলোমিটার দূরে দার্জিলিং শহর।।

☆☆☆ শিলিগুড়ি পিকআপ ও ড্রপ সহ নেপাল ভ্রমণ ও যেকোনো জায়গার জন‍্য গাড়ির সুবিধা পেয়ে যাবেন।।

▪ *কি খাবেন -*
মনের মত খাবার পাওয়ার সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে খাবার সূচিতে থাকবে বিভিন্ন রকমের বৈচিত্রতা ।।

••• ব্রেকফাস্টে থাকবে ম্যাগি • পুরি-সবজি • সেদ্ধ ডিম ইত্যাদির থেকে নিজের পছন্দের বিকল্প বেছে নেওয়ার সুযোগ ।।

••• লাঞ্চ ও ডিনার এ কম্প্লেমেন্টারি রুটি • ভাত • ডাল • ভাজা • সবজি • ডিম বা মাংসের সাথে থাকবে পাহাড়ে দুষ্প্রাপ্য বাঙালির প্রিয় পাবদা • পার্শে • বোরলি • কাতলা • চিংড়ি সহ বিভিন্ন মাছ আলাদা ভাবে অর্ডার করে খাওয়ার সুবিধা ।।

••• স্ন‍্যাক্সেও কম্প্লিমেন্টারি মোটা মুড়ি • চা • ভেজ পকোরার সাথে থাকবে আলাদা করে চিকেন পকোরা, বারবিকিউ চিকেন এবং অন্যান্য খাবার অর্ডার করার সুবিধা ।।

••• আর _RUDRAA'S ECO HUT_ -এ গিয়ে থাকার খরচ ??

*প্রতিদিন 1250/- থেকে 2250/- জনপ্রতি।।*

যোগাযোগ করুন :

📞 +91 9614669952 (Whatsapp/ call)
UTOPIA ইউটোপিয়া।

   @ ₹4499/- only per head.Full package with Stay, Meals, Sittong local Sightseeing & Bonfire 🔥Pickup & drop from NJP/SI...
19/02/2024



@ ₹4499/- only per head.
Full package with Stay, Meals, Sittong local Sightseeing & Bonfire 🔥
Pickup & drop from NJP/SILIGURI/BAGDOGRA AIR PORT.

Utopia / ইউটোপিয়া'র পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করার মুহূর্ত।Sajal Ghosh ❤️ Payel Sarkar
13/02/2024

Utopia / ইউটোপিয়া'র পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করার মুহূর্ত।
Sajal Ghosh ❤️ Payel Sarkar

নব দম্পতির মধুচন্দ্রিমার মুহূর্ত গুলো আমরা বর্ণময় করার চেষ্টা করেছি মাত্র। Sajal Ghosh ও Payel Sarkar  এর আগামী দিনগুলো...
12/02/2024

নব দম্পতির মধুচন্দ্রিমার মুহূর্ত গুলো আমরা বর্ণময় করার চেষ্টা করেছি মাত্র। Sajal Ghosh ও Payel Sarkar এর আগামী দিনগুলো সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক। 🙏 Utopia / ইউটোপিয়া

   Utopia / ইউটোপিয়া  .
10/02/2024




Utopia / ইউটোপিয়া .

Utopia / ইউটোপিয়া  It's Review Time......
05/02/2024

Utopia / ইউটোপিয়া
It's Review Time......

26/01/2024
"সিল্ক রুট বা রেশম পথ" - পূর্ব সিকিমের এখন একটি অত্যন্ত জনপ্রিয় ট্র্যাভেল ডেস্টিনেশন।সিল্ক রুটের কথা শুনলে প্রথমেই চোখে...
12/01/2024

"সিল্ক রুট বা রেশম পথ" - পূর্ব সিকিমের এখন একটি অত্যন্ত জনপ্রিয় ট্র্যাভেল ডেস্টিনেশন।

সিল্ক রুটের কথা শুনলে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে "জিগজ্যাগ রোড!" সর্পিলাকার এই পাকদন্ডি জুলুক পাহাড়কে যেন শক্ত করে মায়ার বাঁধনে বেধে রেখেছে এবং পাক খেতে খেতে চলে গেছে কুপুপ নামক একটি গ্রামের লেক যা হাতির মতো দেখতে তার পায়ের কাছে।

এই লেকের কাছে যেতে যেতে রাস্তায় পড়বে ১১,২০০ ফুট উপরে থাম্বি ভিউ পয়েন্ট, Laxman Chowk, নাথান ভ্যালি, ওল্ড বাবা মন্দির। তার পর যদি আরও যাওয়া যায় পথে পড়বে - নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক, ইন্দো - চীন সীমান্ত নাথুলা পাস ইত্যাদি। এছাড়া দেখতে পাবেন এখানকার বিখ্যাত চমরী গাই বা ইয়াক নিজের খেয়ালে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে।

এই পথে সিকিমের রাজধানী গ্যাংটকেও চলে যাওয়া যায়। 'রংলি' হয়ে সিল্ক রুট যাওয়ার পথে আরও কিছু দর্শনীয় স্থান হল - বিশ্ব বিনায়ক (গণেশ মন্দির) মন্দির, আরিতার লেক, আরিটার গুম্ফা মনাষ্ট্রি, কিউ খোলা ফলস ইত্যাদি।

সিল্ক রুট ভ্রমণে থাকতে পারেন পাহাড়ের কোলে ছোট্ট মিষ্টি পাহাড়ি গ্রাম- রামধুরা / ইচ্ছে গাঁও / শিলেরি গাঁও / দারা গাঁও / ঋষিখোলা / আরিতার / লিংথাম/ আগমলোক / রংপোখোলা / রোলেপ / নিমাচেন / ফদমচেন / জুলুক / নাথাং ভ্যালি / গ্যাংটকে।

প্রতিটি স্থানেই আমাদের হোমস্টে থেকে অনন্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে বিভিন্ন স্থান থেকে উপরি পাওনা হিসেবে থাকছে কাঞ্চনজঙ্ঘা'র নয়ননন্দন দর্শন।

আমাদের প্রতিটি হোমস্টেতেই থাকার জন্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং ব্যবহার করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট।

আমাদের আপ্যায়ন ও সুস্বাদু আহার পরিবেশন আপনাকে মুগ্ধ করবেই।

৪ দিন ৩ রাত্রি ভ্রমণের খরচ -
৮ জন ....... ₹৫,৮০০/- প্রতিজন।
৭ জন ....... ₹৬,১০০/- প্রতিজন।
৬ জন ...... ₹৬,৫০০/- প্রতিজন।
৫ জন ...... ₹৭,০০০/- প্রতিজন।
৪ জন ...... ₹৭,৩০০/- প্রতিজন।

৫ দিন ৪ রাত্রি ভ্রমণের খরচ -
৮ জন ....... ₹৬,৬০০/- প্রতিজন।
৭ জন ....... ₹৭,০০০/- প্রতিজন।
৬ জন ...... ₹৭,৫০০/- প্রতিজন।
৫ জন ...... ₹৮,১০০/- প্রতিজন।
৪ জন ...... ₹৮,৫০০/- প্রতিজন।

🟦প্যাকেজে আমরা দিচ্ছি -
👉নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি / বাগডোগরা থেকে পার্সোনাল গাড়ি।
👉আধুনিক ব্যবস্থা যুক্ত হোমস্টে।
👉ফ্যামিলি অনুযায়ী রুম।
👉ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাকস ও ডিনার।
👉সাইটসিয়িং।

🟥প্যাকেজে সংযুক্ত নেই -
👉ট্রেন / বাস / ফ্লাইট টিকিট।
👉পার্কিং ও পারমিট চার্জ।
👉অতিরিক্ত সাইটসিয়িং, রুম, রুম হিটার, বেড, আহার।
👉বন ফায়ার, বার্বিকিউ।
👉যেকোনো টিকিট, গাইড ফি, টিপস ইত্যাদি।

তাহলে সিল্ক রুট ভ্রমণে কয়েক দিনের জন্য নিশ্চিন্তে "পাহাড় - বরফ - খরস্রোতা নদী - জঙ্গল" সব কিছু এক সাথে নিয়ে ছুটি উপভোগ করতে নির্দ্বিধায় 📞9614669952 ইউটোপিয়া'র এই নম্বরে কল করে বুকিং করে ফেলুন।

UTOPIA ইউটোপিয়া
Tours & Travel
☎️ / What's App: 9614669952

Utopia / ইউটোপিয়া পরিবারের প্রত্যেককে  নতুন বছর 2024 -এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 💕❤️💕
31/12/2023

Utopia / ইউটোপিয়া পরিবারের প্রত্যেককে নতুন বছর 2024 -এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 💕❤️💕

It is a great honor and pleasure to UTOPIA. We are thrilled to have an opportunity to fulfill such a great responsibilit...
18/12/2023

It is a great honor and pleasure to UTOPIA. We are thrilled to have an opportunity to fulfill such a great responsibility.

Let every moment of the HONEYMOON become ROMANTIC and memorable forever.

And also very thankful to all FRIENDS of this beautiful couple.

🙏 UTOPIA ইউটোপিয়া।

13/12/2023

সর্পিলাকার পাকদন্ডি জিগজ্যাগ রোড, সিজেনের তুষারপাতে ফলে ধবধবে সাদা চাদরে আবৃত চারিদিক আর পরিষ্কার আকাশে বিশালকার কাঞ্চনজঙ্ঘা যেখানে মিলেমিশে একাকার, সেটাই সিল্ক রুটের "থাম্বি ভিউ পয়েন্ট!" সবকিছু একসাথে পাওয়া যেন সাত রাজার ধনের সমান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১১,২০০ ফুট।

এই সব কিছুই যেন এক সুতোয় গাঁথা মালার মতোই ছিল ইউটোপিয়ার কলকাতার অতিথি শ্রীমতী চন্দ্রানী চন্দ পাল ও তার পরিবারের কাছে।

গত ৬ ই ডিসেম্বর '২৩ তাদের প্রথম গন্তব্য ছিল রংপোখোলায়। দ্বিতীয় রাত্রি যাপন ছিল ফদমচেন এবং শেষ গন্তব্য ছিল রাজ্যের রাজধানী গ্যাংটকে।

ইউটোপিয়ার পৃষ্ঠায় স্মৃতি হিসেবে এই ট্যুরের কিছু ছবি রইল।

আপনিও যদি বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে এই রকম পাহাড়ি গ্রামে ভ্রমণ করতে চান একেবারেই বাজেট প্যাকেজে তাহলে বিস্তারিত জানতে কল / হোয়াটসঅ্যাপ করুন 👉 9614669952 এই নম্বরে।

২ রাত্রি ৩ দিনের #ডুয়ার্স প্যাকেজ-ট্যুর
৩ রাত্রি ৪ দিনের ডুয়ার্স প্যাকেজ-ট্যুর
৪ রাত্রি ৫ দিনের ডুয়ার্স প্যাকেজ-ট্যুর
৫ রাত্রি ৬ দিনের ডুয়ার্স প্যাকেজ-ট্যুর

৩ রাত্রি ৪ দিনের #সিল্করুট প্যাকেজ ট্যুর
৪ রাত্রি ৫ দিনের সিল্করুট প্যাকেজ ট্যুর
৫ রাত্রি ৬ দিনের সিল্করুট প্যাকেজ ট্যুর

৪ রাত্রি ৫ দিনের #নর্থ_সিকিম প্যাকেজ ট্যুর-
#লাচেন, #লাচুং, #গুরুদংমার_লেক, #ইয়ুমথাং_ভ্যালী, #কাটাও, #জিরো_পয়েন্ট।

৪ রাত্রি ৫ দিনের #ডুয়ার্স ও #দার্জিলিং প্যাকেজ-ট্যুর
৪ রাত্রি ৫ দিনের #ডুয়ার্স ও #লাভা - রিশপ - লোলেগাঁও - #কালিম্পং প্যাকেজ-ট্যুর।

যেকোনো #অফবিট #নর্থবেঙ্গল প্যাকেজ-ট্যুর। #সিটং, #লেপচাজগৎ, #লামাহাট্টা, #তিনচুলে, #তাকদা, #রাঙারুন, #বিজনবাড়ি, #কার্সিয়াং, #বড়োমাঙ্গোয়া, #ছোটমাঙ্গোয়া, #দাওয়াইপানি, #সোনাদা, #ঘুম, #চটকপুর, #মিরিক #পেশক, #রামপুরিয়া ইত্যাদি ট্যুর প্ল্যান অনুযায়ী কাস্টোমাইজ করা হয়।

৯ রাত্রি ১০ দিন #সিমলা #কুলু #মানালি #কাশ্মীর।

এছারাও #গ্যাংটক, #ছাঙ্গু, #বাবা_মন্দির #নাথুলা_পাস, #পেলিং, #নামচি, #রাবাংলা ট্যুর এর জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের গুগল ম্যাপ লিঙ্ক -
UTOPIA TOURS & TRAVEL | ইউটোপিয়া ট্যুর'স এন্ড ট্রাভেল
096146 69952
https://maps.app.goo.gl/hGVe1L1Bywh9JBNd8

আমাদের ফেসবুক পেজ লিঙ্ক -
https://www.facebook.com/profile.php?id=100086386571769&mibextid=ZbWKwL

☎️ 096146 69952

11/12/2023

হ্যালো ইউটোপিয়ান,
আজ International Mountain Day বা বিশ্ব পর্বত দিবস। তাই কমেন্টে নিজের তোলা পাহাড়, পর্বতের ছবি পোস্ট করুন। সাথে জায়গার নামটাও দিন।

ডুয়ার্স======২ রাত্রি ৩ দিন / ৩ রাত্রি ৪ দিনে ডুয়ার্স ট্যুর সম্পন্ন করা যায়। জিপ সাফারিসহ। রিভার সাফারিরও ব্যাবস্থা র...
09/12/2023

ডুয়ার্স
======
২ রাত্রি ৩ দিন / ৩ রাত্রি ৪ দিনে ডুয়ার্স ট্যুর সম্পন্ন করা যায়। জিপ সাফারিসহ। রিভার সাফারিরও ব্যাবস্থা রয়েছে, যা "কায়াক" নামে খ্যাত।

ট্রেন অথবা বাই রোড চলে আসুন নিউ মাল জংশন অথবা আলিপুরদুয়ার বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে আমাদের গাড়ি আপনাকে পিকআপ করে নেবে।

ডুয়ার্সে আমাদের রিসর্ট গরুমারা'তে। গোরুমারা ফরেস্টের খুব কাছে। চা বাগানের মধ্যে আমাদের রিসর্ট। এর মধ্যে ১ রাত্রি থাকতে পারেন জয়ন্তী নদীর তীরে, রিসর্টে। এছাড়া লাটাগুড়িতেও আমাদের রিসর্ট আছে। ঘন নিবিড় অরণ্য ঘেরা এক শান্ত পরিবেশে। এখানে থাকলে আপনি বন্য মাদকতায় আবিষ্ট হবেন।

সন্ধ্যায় এখানকার ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্যের আয়োজন রয়েছে। এছাড়া সারাদিনের সাইটসিয়িং তো আছেই - বক্সা, জয়ন্তী, ঝালং, বিন্দু, পারেন, চুনিয়া ভুটিয়া বস্তি, ছোট ও বড় মহাকাল ট্রেকিং, কোচবিহার রাজবাড়ী, রকি আইল্যান্ড, সামসিং, সুন্তানে খোলা, ২৮ মাইল বস্তি, সান্তালা বাড়ি ইত্যাদি।

শীতের ছুটিতে ডুয়ার্স বেড়াতে যেতে চাইলে ইউটোপিয়ার আয়োজনে বুকিং করে ফেলুন এই নম্বরে Call & WhatsApp +91 9614669952
প্যাকেজে থাকছে -
∆ নিউ মাল জংশন/ NJP/ আলিপুর দুয়ার থেকে পার্সোনাল গাড়িতে পিকআপ এবং ড্রপের ব্যাবস্থা।
∆ রিসর্টে থাকা ও খাওয়ায় ব্যাবস্থা।
∆ সাফারির ব্যাবস্থা।
∆ সাইটসিয়িং।

🙏 UTOPIA ইউটোপিয়া।

।। ৫ দিনের সিল্ক রুট প্যাকেজ ট্যুর ।।চার মাস আগেই পরিবার নিয়ে ৬ ই নভেম্বর '২৩ -এ নর্থ সিকিমের জন্য প্যাকেজ বুক করেছিলেন...
15/11/2023

।। ৫ দিনের সিল্ক রুট প্যাকেজ ট্যুর ।।

চার মাস আগেই পরিবার নিয়ে ৬ ই নভেম্বর '২৩ -এ নর্থ সিকিমের জন্য প্যাকেজ বুক করেছিলেন মেদনিপুরের জুপিটার দা।

কিন্তু দুর্গা পূজার প্রায় ১৫ দিন আগেই অক্টোবরের ৪ তারিখ দক্ষিণ লোনাক হ্রদে 'মেঘ বিস্ফোরণ' হয়ে সব কিছু লন্ডভন্ড হয়ে গেল এক নিমেষে। ভেঙে গেলো চুংথাঙের তিস্তা ব্রিজ। শত শত গ্রাম চলে যায় তিস্তার গ্রাসে। ১০ নং জাতীয় সড়কের সাথে গ্যাংটক, মাঙান, নামচিসহ দার্জিলিং, কালিম্পং, তিস্তা বাজার প্রভৃতি গুরুত্বপূর্ন শহরগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিস্তিতি ঠিক হওয়ার উপর আস্থা রাখা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি আংশিক ঠিক হলেও তিস্তা ব্রিজ ধ্বসে যাওয়ার কারণে নর্থ সিকিমের সাথে যোগাযোগ এখনো ঠিক হয়নি। তবে ব্রিজ মেরামতির কাজ চলছে জোর কদমে। শীঘ্রই নর্থ সিকিমের সাথে আবার যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

এমতাবস্থায়, জুপিটার'দা দের ট্যুরের রুট বদলে পূর্ব সিকিমের "ওল্ড সিল্ক রুট" করা হল। প্রথমদিন - গ্যাংটক। দ্বিতীয়দিন - নাথুলা পাস, ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজ্যাগ রোড ইত্যাদি হয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয় 'ফদমচেনে।' তৃতীয়দিন - কিউ খোলা ফলস, আরিটার লেক সাইটসিয়িং করে 'আরিটারে' করা হয় থাকার ব্যবস্থা। চতুর্থদিন - বিশ্ব বিনায়ক মন্দির দর্শন করে 'ঋষিখোলায়' তাদের থাকার ব্যবস্থা করা হয়। এই ট্যুরের কিছু ছবি এখানে রইল।

আপনিও যদি বন্ধু বান্ধব অথবা পরিবার নিয়ে এই রকম পাহাড়ি গ্রামে ভ্রমণ করতে চান একেবারেই বাজেট প্যাকেজে তাহলে বিস্তারিত জানতে কল / হোয়াটসঅ্যাপ করুন -- 9614669952 এই নম্বরে।

২ রাত্রি ৩ দিনের #ডুয়ার্স প্যাকেজ-ট্যুর
৩ রাত্রি ৪ দিনের ডুয়ার্স প্যাকেজ-ট্যুর
৪ রাত্রি ৫ দিনের ডুয়ার্স প্যাকেজ-ট্যুর
৫ রাত্রি ৬ দিনের ডুয়ার্স প্যাকেজ-ট্যুর

৩ রাত্রি ৪ দিনের #সিল্করুট প্যাকেজ ট্যুর
৪ রাত্রি ৫ দিনের সিল্করুট প্যাকেজ ট্যুর
৫ রাত্রি ৬ দিনের সিল্করুট প্যাকেজ ট্যুর

৪ রাত্রি ৫ দিনের #নর্থ_সিকিম প্যাকেজ ট্যুর-
#লাচেন, #লাচুং, #গুরুদংমার_লেক, #ইয়ুমথাং_ভ্যালী, #কাটাও, #জিরো_পয়েন্ট।

৪ রাত্রি ৫ দিনের #ডুয়ার্স ও #দার্জিলিং প্যাকেজ-ট্যুর
৪ রাত্রি ৫ দিনের #ডুয়ার্স ও #লাভা - রিশপ - লোলেগাঁও - #কালিম্পং প্যাকেজ-ট্যুর।

যেকোনো #অফবিট #নর্থবেঙ্গল প্যাকেজ-ট্যুর। #সিটং, #লেপচাজগৎ, #লামাহাট্টা, #তিনচুলে, #তাকদা, #রাঙারুন, #বিজনবাড়ি, #কার্সিয়াং, #বড়োমাঙ্গোয়া, #ছোটমাঙ্গোয়া, #দাওয়াইপানি, #সোনাদা, #ঘুম, #চটকপুর, #মিরিক #পেশক, #রামপুরিয়া ইত্যাদি ট্যুর প্ল্যান অনুযায়ী কাস্টোমাইজ করা হয়।

৯ রাত্রি ১০ দিন #সিমলা #কুলু #মানালি।

এছারাও #গ্যাংটক, #ছাঙ্গু, #বাবা_মন্দির #নাথুলা_পাস, #পেলিং, #নামচি, #রাবাংলা ট্যুর এর জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের গুগল ম্যাপ লিঙ্ক -
UTOPIA TOURS & TRAVEL | ইউটোপিয়া ট্যুর'স এন্ড ট্রাভেল
096146 69952
https://maps.app.goo.gl/hGVe1L1Bywh9JBNd8

আমাদের ফেসবুক পেজ লিঙ্ক -
https://www.facebook.com/profile.php?id=100086386571769&mibextid=ZbWKwL

Utopia / ইউটোপিয়া
☎️ 096146 69952

10/11/2023

োপিয়া_Review

Thank you Mr. Jupiter Jana & Family.

Utopia / ইউটোপিয়া ' পক্ষ থেকে সকলকে জানাই বিশ্ব পর্যটন দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
27/09/2023

Utopia / ইউটোপিয়া ' পক্ষ থেকে সকলকে জানাই বিশ্ব পর্যটন দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

Explore your trip with us.
17/09/2023

Explore your trip with us.

In this Puja vacation all the vehicles have been booked. But in this crusial situation one vehicle is available for Nort...
06/09/2023

In this Puja vacation all the vehicles have been booked. But in this crusial situation one vehicle is available for North Sikkim package (From 20th Oct to 31st Oct'23). Those who are interested immediately contact us.

🙏 UTOPIA

|| জঙ্গল - নদী - পাহাড়ের ডাকে ||আপনি কি ভালোবাসেন শহরের এই ব্যাস্ততাময়  জীবন থেকে ক'দিনের  ছুটি নিয়ে নিরিবিলিতে জঙ্গল, ...
01/08/2023

|| জঙ্গল - নদী - পাহাড়ের ডাকে ||

আপনি কি ভালোবাসেন শহরের এই ব্যাস্ততাময় জীবন থেকে ক'দিনের ছুটি নিয়ে নিরিবিলিতে জঙ্গল, পাহাড়, নদীর পাশে দিন কাটাতে? তাহলে আপনিও বেড়িয়ে পড়ুন ডুয়ার্সের চা বাগানের মধ্যে, প্রাণ ভরে শ্বাস নিন সবুজের মাঝে। জঙ্গলের ঝিম ধরানো রহস্যময়তায় নিজেকে ডুবিয়ে দিন।

ডুয়ার্স, গাঢ় সবুজ পাহাড় - ঘন জঙ্গল আর ফেনিল জলধারা নিয়ে আপনাকে ডাকছে। প্রকৃতি আপনাকে সুযোগ দিচ্ছে বদ্ধ জীবনের গণ্ডি ভেঙে জীবনে নতুন করে বাঁচার রসদ খুঁজে নিতে।

হলফ করে বলা যায় যে গরুমারা জঙ্গলের একদম পাশে চা বাগান ঘেরা আমাদের রিসোর্টের বারান্দায় বসে ২/৩ দিন কখন যে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। প্যাকেজে থাকছে পিকআপ ও ড্রপ, থাকা, খাওয়া, ফরেস্টে জিপ সাফারী ও লোকাল সাইট সিয়িং।

₹4999/- মাত্র - প্রতিজন, ছয় জনের গ্রুপের জন্য।

☎️ বুকিং এর জন্য এই নম্বরে WhatsApp করুন +91 9614669952

Address

Saktinagar
Krishnagar
741102

Telephone

+919614669952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Utopia / ইউটোপিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Krishnagar travel agencies

Show All