20/06/2024
|| কালিম্পং অফবিটের খোঁজে ||
Blue Homes Booking:
☎️ +91 6267990349
☎️ +91 7797590909
070017 89498
#কোলাখাম #দারাগাও #বিদ্যাং #চারখোল #সাংসে #সামালবং #রিশপ #কালিম্পং, #রামধুরা #সিরিসেগাও #মায়রংগাও #বার্মেক #লাভা #লোলেগাও #কাফেরগাও #ইচ্ছেগাও #ছিবো #ফিক্কালেগাও
"এখন আমি একটা পাহাড় কিনতে চাই।
সেই পাহাড়ের পায়ের
কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য
পার হয়ে যাব, তারপর শুধু
রুক্ষ কঠিন পাহাড়।
একেবারে চূড়ায়, মাথারখুব কাছে আকাশ,
নিচে বিপুলা পৃথিবী,চরাচরে তীব্র নির্জনতা।
আমার কন্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না..."
নীললোহিতের এই লেখায় যেন সমস্ত বাঙালির মনের ইচ্ছা ফুটে উঠেছে। কিন্তু চাইলেই কি সব ইচ্ছা পরিপূর্ণতা পায় ! তার চেয়ে বরং, রোজকার ব্যস্ততা থেকে একটু একটু করে সময় চুরি করে ক'টা দিন কাটিয়ে আসুন পাহাড়ের কোলে, মেঘেদের দেশে। যেখানে সত্যিই আপনার কন্ঠস্বর কেউ শুনতে পাবেনা। বহু প্রচলিত ট্যুর প্ল্যান বাদ দিয়ে চলুন আপনাদের সাথে ভাগ করে নিই একটি অন্যরকম ট্রিপ প্ল্যান। এই প্ল্যানে রইলো অফবিট কালিম্পঙের কিছু জায়গা।
🔵 #প্রথমদিন: ট্রেনে করে এনজেপি বা নিউ মাল জংশন নেমে আমাদের গাড়িতে চেপে পৌঁছে যান বার্কেক( রামধুরা)। সময় লাগবে ৩-৩ঃ৩০ ঘন্টা। বার্মেকে রয়েছে আমাদের নিজস্ব হোমস্টে, যার সবকটা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়। হোমস্টেতে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিন। এরপর কিছুক্ষন রেস্ট বা ট্রেন/ বাস জার্নির ধকল কাটাতে ঘন্টাখানের ঘুম। যাঁরা পাহাড়ে এসে একদমই সময় নষ্ট করতে চান না তাঁরা পায়ে হেটে ঘুরতে পারেন বার্মেক শিবমন্দির যা একটি পাহাড়ের গুহায় অবস্থিত এবং হনুমান স্ট্যাচু। সামান্য চড়াই রাস্তা বেয়ে উঠতে হবে ঠিকই কিন্তু সেখান থেকে যে ভিউ পাবেন তা আপনার পরিশ্রমকে ভুলিয়ে দেবে হলপ করে বলতে পারি। সন্ধ্যায় চা-পকোরা সহযোগে আড্ডা আর তখন আপনার সামনে ঝকমক করবে দূরের দার্জিলিং। ডিনার করে আজ তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কারণ ভোরবেলা আপনার জন্য অপেক্ষা করবে কাঞ্চনজঙ্ঘা।
🔵 #দ্বিতীয়দিনঃ পাহাড়ে সাধারণত তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আর যদি নিজের উপর বিশ্বাস না থাকে তবে ঘড়িতে এলার্ম দিন, আলো ফুটতেই বিছানায় বসে জানলাটা খুলুন আর সাক্ষি হোন সূর্যের প্রথম কিরণে কাঞ্চনজঙ্ঘার অপার্থিব রূপের। হাজারখানের ছবি-ভিডিও তোলার পরেও আপনার মনে হবে-" যেমন দেখছি, তেমনটা ঠিক উঠছে না।"
এই অপূর্ণতা নিয়েই ফ্রেশ হয়ে চা খেয়ে মাত্র দেড় কিলোমিটার দূরে ইচ্ছেগাও থেকে ঘুরে আসুন। খুব ধীরে হাঁটলেও পৌঁছতে ৩০ মিনিট লাগবে। ওখানে এককাপ কফি খেয়ে নেমে আসুন হোমস্টেতে। এতক্ষনে সৃজনা ভাবির ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। স্নান- ব্রেকফাস্ট সেড়ে তৈরী হয়ে নিন সারাদিনের কালিম্পং সাইটসিইং এর জন্য।
আজকের সাইটসিইং এ থাকবে রামধুরা ভিউপয়েন্ট, দুরপিন মোনাস্ট্রি, রবি ঠাকুরের বাড়ি, ক্যাকটাস গার্ডেন, সায়েন্স সেন্টার, হনুমান টপ, ডেলো পার্ক, ডেলো ভিউপয়েন্ট।
আজকেও রাত্রিবাস বার্মেকে।
🔵 #তৃতীয়দিনঃ বার্মেককে গুড বাই বলে এদিন চলুন কোলাখাম। যেতে যেতে দেখে নিন লাভা ভিউপয়েন্ট, লাভা মোনাস্ট্রি। কোলাখাম হলো পাহাড়-জঙ্গল-ঝর্ণার রাজত্ব। পাখিদের কলকাকলি ছাড়া দ্বিতীয় কোনো শব্দ এখানে শোনা যায়না। বলা যেতে পারে, নির্জনতার আরেক নাম কোলাখাম। এখানে পৌঁছে , আমাদের হোমস্টেতে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিন। কিছুক্ষন রেস্ট নিয়ে হেঁটে ঘুরে নিন লেপচা সম্প্রদায় অধ্যুষিত এই ছোট্ট গ্রাম। সন্ধ্যেবেলা চা-পাকোড়া সহযোগে ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের পাহাড়ের গায়ে সহস্র জোনাকির মত ঘরবাড়ির শোভা উপভোগ করুন একান্তে।
কোলাখামের বদলে লাভা বা রিশপেও থাকতে পারেন এইদিন।
🔵 #চতুর্থদিনঃ ভোর ভোর ঘুম থেকে উঠে শ্বেতশুভ্র কাঞ্চনদার সাথে কিছুক্ষন সময় ব্রেকফাস্ট সেড়ে তৈরী হয়ে নিন। আজ প্রথম গন্তব্য ছাঙ্গে ফলস। কোলাখাম থেকে ৬ কিমি মতো নিচে এই জলপ্রপাত। রাস্তা অতটা ভালো নয়। গাড়ি থেকে নেমে এবড়ো খেবড়ো খাঁড়াই রাস্তা বেয়ে প্রায় ১ কিমি নামলে তবেই দেখা পাওয়া যাবে অপরূপা ছাঙ্গে ফলসের। বেশ কিছুক্ষণ ফলসের কাছে কাটিয়ে তৈরি হয়ে নিতে হবে খাঁড়াই বেয়ে উপরে ওঠার। রাস্তা প্রায় নেই বললেই চলে, তাই প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সাবধানে নেওয়া দরকার। উপরে উঠে একটা ছোট্ট কফিব্রেক। তারপর গাড়ি ছুটবে বিদ্যাং ভ্যালির দিকে। তিনদিনের পাহাড়ি দৃশ্যের স্বাদ পাল্টাতে শেষদিন কাটুক নদীর ধারে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ ফুট উপরে রেলিনদীর ধারে অবস্থিত বিদ্যাং ভ্যালি। জলের ছলাৎ ছলাৎ আর পাখিদের কিচিরমিচির- এ যেন এক তপোবন। একদম নদীর ধারে অবস্থিত আমাদের অ্যাসোসিয়েট হোমস্টেতে চেক ইন করে লাঞ্চ করে নিন। আর তারপর? সারাদিন নদীর সাথে কথা বলা। এখানে আলাদা করে সাইটসিইং পয়েন্ট খুঁজতে হবে না। প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যের ডালি নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। সন্ধ্যায় বনফায়ার আর উষ্ণ পা*নীয়ের সাথে গলা ছেড়ে গান- আপনার সারাবছরের ভারাক্রান্ত মনের ডিটক্সিকেশনের সবচেয়ে ভাল ওষুধ। রাতে তাড়াতাড়ি ঘুম না এলে একা একা বসে থাকুন নদীরধারে, কাউকেই না বলতে পারা কথা- যেগুলো গলার কাছে দলা পাকিয়ে থাকে সেগুলো বলেই ফেলুন নদীর কাছে।
" আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে..."
🔵 #পঞ্চমদিনঃ এদিন ফেরার পালা। ব্রেকফাস্ট করে গাড়ি রওনা দেবে এন.জে.পি/ শিলিগুড়ির উদ্দেশ্যে। সাধারণত কালিম্পং হয়ে ফিরলে তাড়াতাড়ি পৌঁছনো যায়। হাতে সময় থাকলে গরুবাথান হয়ে ফিরতে পারেন, সেক্ষেত্রে গাড়ি ভাড়া সামান্য বেশি হবে।
এটা একটা সাধারণ প্ল্যান। নিজের পছন্দ মতো কাস্টমাইজড করে নেওয়া যায়। কালিম্পং এ প্রচুর সুন্দর সুন্দর অফবিট আছে যেমন চারখোল, পানবু, মাইরুংগাও, সাংসে, ফিক্কালেগাও, ইচ্ছেদাঁরাগাও, ছিবো, পাবং, লুংচু, ইচ্ছেগাও, সিলারিগাও, পেদং, সিরিসেগাও, সামালবং ইত্যাদি।
হাতে যদি সময় কম থাকে তবে ৩ রাত ৪ দিনের প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে ২ রাত বার্মেক আর একরাত লাভা, রিশপ, কোলাখাম, বিদ্যাং, চারখোল বা আপনার পছন্দ মতো লোকেশন পছন্দ করতে পারেন।
খরচের ধারনাঃ
৩ রাত/ ৪ দিন
🟢 For 2️⃣ Persons 👉🏻 Rs. 10,399/- Per Person
🟢 For 3️⃣ Persons 👉🏻 Rs. 7,899/- Per Person
🟢 For 4️⃣ Persons 👉🏻 Rs. 6,799/- Per Person
🟢 For 5️⃣ Persons 👉🏻 Rs. 6,499/- Per Person
🟢 For 6️⃣ Persons 👉🏻 Rs. 5,999/- Per Person
🟢 For 7️⃣ Persons 👉🏻 Rs. 5,499/- Per Person
🟢 For 8️⃣ Persons 👉🏻 Rs. 5,299/- Per Person
4N/5D
🟢 For 2️⃣ Persons 👉🏻 Rs. 13,399/- Per Person
🟢 For 3️⃣ Persons 👉🏻 Rs. 10,499/- Rs. Per Person
🟢 For 4️⃣ Persons 👉🏻 Rs. 8,999/- Per Person
🟢 For 5️⃣ Persons 👉🏻 Rs. 8,699/- Per Person
🟢 For 6️⃣ Persons 👉🏻 Rs. 7,799/- Per Person
🟢 For 7️⃣ Persons 👉🏻 Rs. 7,499/- Per Person
🟢 For 8️⃣ Persons 👉🏻 Rs. 6,999/- Per Person
ডেট, লোকেশন, হোমস্টে, গাড়ি অনুযায়ী খরচের পার্থক্য হতে পারে, তবে তা খুব সামান্যই।
প্রথমে ট্রেন বা বাসের টিকিট করে নিন আর সাথে সাথেই ফোন বা হোয়াটসঅ্যাপে কথা বলুন আমাদের ট্রাভেল এক্সপার্টের সাথে।
অফবিট দার্জিলিং ট্যুরের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন 👇
https://bit.ly/4bf4Cd4
Blue Homes
Registered Office :
58 Rameswar Nath Lane, Chowdhury Para, Krishnanagar, Nadia
Trade Licence No.- 0917P29982210523 ( Krishnanagar Municipality)
𝘒𝘰𝘭𝘬𝘢𝘵𝘢 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦:
1𝘴𝘵 𝘍𝘭𝘰𝘰𝘳, 𝘒𝘳𝘪𝘴𝘩𝘯𝘢 𝘈𝘱𝘢𝘳𝘵𝘮𝘦𝘯𝘵, 𝘕𝘪𝘭𝘨𝘶𝘯𝘫 𝘙𝘰𝘢𝘥, 𝘚𝘰𝘥𝘦𝘱𝘶𝘳, 𝘒𝘰𝘭𝘬𝘢𝘵𝘢- 700110
☎ +91 6267990349
☎️ +91 7797590909
☎️ +91 7001789498
📧 [email protected]
🌐 www.bluehomes.in