Blue Homes

Blue Homes Blue Homes is a Homestay chain working to make your vacation comfortable and memorable.

|| কালিম্পং অফবিটের খোঁজে ||Blue Homes Booking:☎️ +91 6267990349☎️ +91 7797590909070017 89498  #কোলাখাম  #দারাগাও  #বিদ্...
20/06/2024

|| কালিম্পং অফবিটের খোঁজে ||

Blue Homes Booking:
☎️ +91 6267990349
☎️ +91 7797590909
070017 89498

#কোলাখাম #দারাগাও #বিদ্যাং #চারখোল #সাংসে #সামালবং #রিশপ #কালিম্পং, #রামধুরা #সিরিসেগাও #মায়রংগাও #বার্মেক #লাভা #লোলেগাও #কাফেরগাও #ইচ্ছেগাও #ছিবো #ফিক্কালেগাও

"এখন আমি একটা পাহাড় কিনতে চাই।
সেই পাহাড়ের পায়ের
কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য
পার হয়ে যাব, তারপর শুধু
রুক্ষ কঠিন পাহাড়।
একেবারে চূড়ায়, মাথারখুব কাছে আকাশ,
নিচে বিপুলা পৃথিবী,চরাচরে তীব্র নির্জনতা।
আমার কন্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না..."

নীললোহিতের এই লেখায় যেন সমস্ত বাঙালির মনের ইচ্ছা ফুটে উঠেছে। কিন্তু চাইলেই কি সব ইচ্ছা পরিপূর্ণতা পায় ! তার চেয়ে বরং, রোজকার ব্যস্ততা থেকে একটু একটু করে সময় চুরি করে ক'টা দিন কাটিয়ে আসুন পাহাড়ের কোলে, মেঘেদের দেশে। যেখানে সত্যিই আপনার কন্ঠস্বর কেউ শুনতে পাবেনা। বহু প্রচলিত ট্যুর প্ল্যান বাদ দিয়ে চলুন আপনাদের সাথে ভাগ করে নিই একটি অন্যরকম ট্রিপ প্ল্যান। এই প্ল্যানে রইলো অফবিট কালিম্পঙের কিছু জায়গা।

🔵 #প্রথমদিন: ট্রেনে করে এনজেপি বা নিউ মাল জংশন নেমে আমাদের গাড়িতে চেপে পৌঁছে যান বার্কেক( রামধুরা)। সময় লাগবে ৩-৩ঃ৩০ ঘন্টা। বার্মেকে রয়েছে আমাদের নিজস্ব হোমস্টে, যার সবকটা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়। হোমস্টেতে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিন। এরপর কিছুক্ষন রেস্ট বা ট্রেন/ বাস জার্নির ধকল কাটাতে ঘন্টাখানের ঘুম। যাঁরা পাহাড়ে এসে একদমই সময় নষ্ট করতে চান না তাঁরা পায়ে হেটে ঘুরতে পারেন বার্মেক শিবমন্দির যা একটি পাহাড়ের গুহায় অবস্থিত এবং হনুমান স্ট্যাচু। সামান্য চড়াই রাস্তা বেয়ে উঠতে হবে ঠিকই কিন্তু সেখান থেকে যে ভিউ পাবেন তা আপনার পরিশ্রমকে ভুলিয়ে দেবে হলপ করে বলতে পারি। সন্ধ্যায় চা-পকোরা সহযোগে আড্ডা আর তখন আপনার সামনে ঝকমক করবে দূরের দার্জিলিং। ডিনার করে আজ তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কারণ ভোরবেলা আপনার জন্য অপেক্ষা করবে কাঞ্চনজঙ্ঘা।

🔵 #দ্বিতীয়দিনঃ পাহাড়ে সাধারণত তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আর যদি নিজের উপর বিশ্বাস না থাকে তবে ঘড়িতে এলার্ম দিন, আলো ফুটতেই বিছানায় বসে জানলাটা খুলুন আর সাক্ষি হোন সূর্যের প্রথম কিরণে কাঞ্চনজঙ্ঘার অপার্থিব রূপের। হাজারখানের ছবি-ভিডিও তোলার পরেও আপনার মনে হবে-" যেমন দেখছি, তেমনটা ঠিক উঠছে না।"
এই অপূর্ণতা নিয়েই ফ্রেশ হয়ে চা খেয়ে মাত্র দেড় কিলোমিটার দূরে ইচ্ছেগাও থেকে ঘুরে আসুন। খুব ধীরে হাঁটলেও পৌঁছতে ৩০ মিনিট লাগবে। ওখানে এককাপ কফি খেয়ে নেমে আসুন হোমস্টেতে। এতক্ষনে সৃজনা ভাবির ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। স্নান- ব্রেকফাস্ট সেড়ে তৈরী হয়ে নিন সারাদিনের কালিম্পং সাইটসিইং এর জন্য।
আজকের সাইটসিইং এ থাকবে রামধুরা ভিউপয়েন্ট, দুরপিন মোনাস্ট্রি, রবি ঠাকুরের বাড়ি, ক্যাকটাস গার্ডেন, সায়েন্স সেন্টার, হনুমান টপ, ডেলো পার্ক, ডেলো ভিউপয়েন্ট।
আজকেও রাত্রিবাস বার্মেকে।

🔵 #তৃতীয়দিনঃ বার্মেককে গুড বাই বলে এদিন চলুন কোলাখাম। যেতে যেতে দেখে নিন লাভা ভিউপয়েন্ট, লাভা মোনাস্ট্রি। কোলাখাম হলো পাহাড়-জঙ্গল-ঝর্ণার রাজত্ব। পাখিদের কলকাকলি ছাড়া দ্বিতীয় কোনো শব্দ এখানে শোনা যায়না। বলা যেতে পারে, নির্জনতার আরেক নাম কোলাখাম। এখানে পৌঁছে , আমাদের হোমস্টেতে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিন। কিছুক্ষন রেস্ট নিয়ে হেঁটে ঘুরে নিন লেপচা সম্প্রদায় অধ্যুষিত এই ছোট্ট গ্রাম। সন্ধ্যেবেলা চা-পাকোড়া সহযোগে ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের পাহাড়ের গায়ে সহস্র জোনাকির মত ঘরবাড়ির শোভা উপভোগ করুন একান্তে।
কোলাখামের বদলে লাভা বা রিশপেও থাকতে পারেন এইদিন।

🔵 #চতুর্থদিনঃ ভোর ভোর ঘুম থেকে উঠে শ্বেতশুভ্র কাঞ্চনদার সাথে কিছুক্ষন সময় ব্রেকফাস্ট সেড়ে তৈরী হয়ে নিন। আজ প্রথম গন্তব্য ছাঙ্গে ফলস। কোলাখাম থেকে ৬ কিমি মতো নিচে এই জলপ্রপাত। রাস্তা অতটা ভালো নয়। গাড়ি থেকে নেমে এবড়ো খেবড়ো খাঁড়াই রাস্তা বেয়ে প্রায় ১ কিমি নামলে তবেই দেখা পাওয়া যাবে অপরূপা ছাঙ্গে ফলসের। বেশ কিছুক্ষণ ফলসের কাছে কাটিয়ে তৈরি হয়ে নিতে হবে খাঁড়াই বেয়ে উপরে ওঠার। রাস্তা প্রায় নেই বললেই চলে, তাই প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সাবধানে নেওয়া দরকার। উপরে উঠে একটা ছোট্ট কফিব্রেক। তারপর গাড়ি ছুটবে বিদ্যাং ভ্যালির দিকে। তিনদিনের পাহাড়ি দৃশ্যের স্বাদ পাল্টাতে শেষদিন কাটুক নদীর ধারে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ ফুট উপরে রেলিনদীর ধারে অবস্থিত বিদ্যাং ভ্যালি। জলের ছলাৎ ছলাৎ আর পাখিদের কিচিরমিচির- এ যেন এক তপোবন। একদম নদীর ধারে অবস্থিত আমাদের অ্যাসোসিয়েট হোমস্টেতে চেক ইন করে লাঞ্চ করে নিন। আর তারপর? সারাদিন নদীর সাথে কথা বলা। এখানে আলাদা করে সাইটসিইং পয়েন্ট খুঁজতে হবে না। প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যের ডালি নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। সন্ধ্যায় বনফায়ার আর উষ্ণ পা*নীয়ের সাথে গলা ছেড়ে গান- আপনার সারাবছরের ভারাক্রান্ত মনের ডিটক্সিকেশনের সবচেয়ে ভাল ওষুধ। রাতে তাড়াতাড়ি ঘুম না এলে একা একা বসে থাকুন নদীরধারে, কাউকেই না বলতে পারা কথা- যেগুলো গলার কাছে দলা পাকিয়ে থাকে সেগুলো বলেই ফেলুন নদীর কাছে।
" আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে..."

🔵 #পঞ্চমদিনঃ এদিন ফেরার পালা। ব্রেকফাস্ট করে গাড়ি রওনা দেবে এন.জে.পি/ শিলিগুড়ির উদ্দেশ্যে। সাধারণত কালিম্পং হয়ে ফিরলে তাড়াতাড়ি পৌঁছনো যায়। হাতে সময় থাকলে গরুবাথান হয়ে ফিরতে পারেন, সেক্ষেত্রে গাড়ি ভাড়া সামান্য বেশি হবে।

এটা একটা সাধারণ প্ল্যান। নিজের পছন্দ মতো কাস্টমাইজড করে নেওয়া যায়। কালিম্পং এ প্রচুর সুন্দর সুন্দর অফবিট আছে যেমন চারখোল, পানবু, মাইরুংগাও, সাংসে, ফিক্কালেগাও, ইচ্ছেদাঁরাগাও, ছিবো, পাবং, লুংচু, ইচ্ছেগাও, সিলারিগাও, পেদং, সিরিসেগাও, সামালবং ইত্যাদি।

হাতে যদি সময় কম থাকে তবে ৩ রাত ৪ দিনের প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে ২ রাত বার্মেক আর একরাত লাভা, রিশপ, কোলাখাম, বিদ্যাং, চারখোল বা আপনার পছন্দ মতো লোকেশন পছন্দ করতে পারেন।

খরচের ধারনাঃ

৩ রাত/ ৪ দিন
🟢 For 2️⃣ Persons 👉🏻 Rs. 10,399/- Per Person
🟢 For 3️⃣ Persons 👉🏻 Rs. 7,899/- Per Person
🟢 For 4️⃣ Persons 👉🏻 Rs. 6,799/- Per Person
🟢 For 5️⃣ Persons 👉🏻 Rs. 6,499/- Per Person
🟢 For 6️⃣ Persons 👉🏻 Rs. 5,999/- Per Person
🟢 For 7️⃣ Persons 👉🏻 Rs. 5,499/- Per Person
🟢 For 8️⃣ Persons 👉🏻 Rs. 5,299/- Per Person

4N/5D
🟢 For 2️⃣ Persons 👉🏻 Rs. 13,399/- Per Person
🟢 For 3️⃣ Persons 👉🏻 Rs. 10,499/- Rs. Per Person
🟢 For 4️⃣ Persons 👉🏻 Rs. 8,999/- Per Person
🟢 For 5️⃣ Persons 👉🏻 Rs. 8,699/- Per Person
🟢 For 6️⃣ Persons 👉🏻 Rs. 7,799/- Per Person
🟢 For 7️⃣ Persons 👉🏻 Rs. 7,499/- Per Person
🟢 For 8️⃣ Persons 👉🏻 Rs. 6,999/- Per Person

ডেট, লোকেশন, হোমস্টে, গাড়ি অনুযায়ী খরচের পার্থক্য হতে পারে, তবে তা খুব সামান্যই।

প্রথমে ট্রেন বা বাসের টিকিট করে নিন আর সাথে সাথেই ফোন বা হোয়াটসঅ্যাপে কথা বলুন আমাদের ট্রাভেল এক্সপার্টের সাথে।

অফবিট দার্জিলিং ট্যুরের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন 👇

https://bit.ly/4bf4Cd4

Blue Homes
Registered Office :
58 Rameswar Nath Lane, Chowdhury Para, Krishnanagar, Nadia
Trade Licence No.- 0917P29982210523 ( Krishnanagar Municipality)

𝘒𝘰𝘭𝘬𝘢𝘵𝘢 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦:
1𝘴𝘵 𝘍𝘭𝘰𝘰𝘳, 𝘒𝘳𝘪𝘴𝘩𝘯𝘢 𝘈𝘱𝘢𝘳𝘵𝘮𝘦𝘯𝘵, 𝘕𝘪𝘭𝘨𝘶𝘯𝘫 𝘙𝘰𝘢𝘥, 𝘚𝘰𝘥𝘦𝘱𝘶𝘳, 𝘒𝘰𝘭𝘬𝘢𝘵𝘢- 700110

☎ +91 6267990349
☎️ +91 7797590909
☎️ +91 7001789498
📧 [email protected]
🌐 www.bluehomes.in

23/05/2024
21/05/2024

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧

We always try to make your trip enjoyable.





Contact for booking:
Blue Homes

070017 89498
☎️ 7797590909

11/05/2024

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧

We always try to make your trip enjoyable.





Contact for booking:
Blue Homes

070017 89498
☎️ 7797590909

04/05/2024

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧

We always try to make your trip enjoyable.





Contact for booking:
Blue Homes

070017 89498
☎️ 7797590909

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧We always try to make your trip enjoyable.               Contact for booking:Blue Homes          070017 89498...
27/04/2024

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧

We always try to make your trip enjoyable.





Contact for booking:
Blue Homes

070017 89498
☎️ 7797590909

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧We always try to make your trip enjoyable.               Contact for booking:Blue Homes        070017 89498  ...
23/04/2024

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧

We always try to make your trip enjoyable.





Contact for booking:
Blue Homes

070017 89498
☎️ 7797590909

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧We always try to make your trip enjoyable.               Contact for booking:Blue Homes      070017 89498  ☎️...
18/04/2024

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧

We always try to make your trip enjoyable.





Contact for booking:
Blue Homes

070017 89498
☎️ 7797590909

𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴!! ⬛ 𝘾𝙤𝙢𝙥𝙖𝙣𝙮 𝙉𝙖𝙢𝙚: 𝗕𝗹𝘂𝗲 𝗛𝗼𝗺𝗲𝘀⬛ 𝙇𝙤𝙘𝙖𝙩𝙞𝙤𝙣: 𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐧𝐚𝐠𝐚𝐫⬛ 𝙋𝙤𝙨𝙞𝙩𝙞𝙤𝙣: 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐄𝐱𝐩𝐞𝐫𝐭⬛ 𝙋𝙤𝙨𝙞𝙩𝙞𝙤𝙣 𝘿𝙚𝙨𝙘𝙧𝙞𝙥𝙩𝙞𝙤𝙣: ✅ Thi...
15/04/2024

𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴!!

⬛ 𝘾𝙤𝙢𝙥𝙖𝙣𝙮 𝙉𝙖𝙢𝙚: 𝗕𝗹𝘂𝗲 𝗛𝗼𝗺𝗲𝘀
⬛ 𝙇𝙤𝙘𝙖𝙩𝙞𝙤𝙣: 𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐧𝐚𝐠𝐚𝐫
⬛ 𝙋𝙤𝙨𝙞𝙩𝙞𝙤𝙣: 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐄𝐱𝐩𝐞𝐫𝐭

⬛ 𝙋𝙤𝙨𝙞𝙩𝙞𝙤𝙣 𝘿𝙚𝙨𝙘𝙧𝙞𝙥𝙩𝙞𝙤𝙣:

✅ This position requires full time and will be based at Blue Home's Registered office in Krishnanagar with occasional traveling to Kolkata office.
✅ Ability to interact with interested clients over phone and to support them in finalizing their travel plan.
✅ Ability to manage and to deal with any unforeseen situation faced by the clients during a trip.
✅ To built rapport with the associate travel agencies, car drivers and homestay owners.
✅ Should have ability to prepare tour itineraries.
✅ Should have interest in exploring new places through different sites or magazines.

⬛ 𝙎𝙠𝙞𝙡𝙡𝙨 𝙖𝙣𝙙 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙚𝙣𝙘𝙞𝙚𝙨:
👉 Graduate in any discipline.
👉 Should have intense interest in the sector of Tourism.
👉 Should have fluency in Bengali and Hindi.
👉 Should have excellent communication skill.
👉 Should have the ability to learn quickly.
👉 Flexibility and willingness to take on a few tasks those are outside the expectations of the position.

⬛ 𝘾𝙤𝙢𝙥𝙚𝙣𝙨𝙖𝙩𝙞𝙤𝙣:
Rs.10,000/- per month + Incentive + TA (on actual basis) + DA ( on actual basis) + Insurance.
( After probation period)

𝘕𝘰𝘵𝘦𝘴:
The initial 2 months will be Probation Period. She/He will be working as Travel Expert (Trainee). After successful completion of Probation Period, She/He will be recruited as Travel Expert.

Interested candidates are requested to send their detailed CV to 𝚋𝚕𝚞𝚎𝚑𝚘𝚖𝚎𝚜𝚝𝚊𝚢𝚜@𝚐𝚖𝚊𝚒𝚕.𝚌𝚘𝚖

( Do not send CV in Whatsapp)

06/04/2024

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧

We always try to make your trip enjoyable.





Contact for booking:
Blue Homes

070017 89498
☎️ 7797590909

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧We always try to make your trip enjoyable.               Contact for booking:Blue Homes   070017 89498 ☎️ 779...
16/03/2024

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧

We always try to make your trip enjoyable.





Contact for booking:
Blue Homes

070017 89498
☎️ 7797590909

20/02/2024

Blue Homes Drishti Homestay- Burmaik

For booking:
070017 89498
☎️7797590909

আমাদের রুমগুলির বিশেষত্বঃ
✅ সব রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়
✅ সব রুমে অ্যাটাচড টয়লেট
✅ সব বাথরুমে গীজারের সুবিধা
✅ মোবাইল নেটওয়ার্ক-এর প্রায় কোন সমস্যা নেই
✅ একদম ঘরোয়া খাবার ও অতিথিপরায়ণতা
✅ হাতেগোনা কিছু বাড়ি, ফলে শান্ত ও নিরিবিলি পরিবেশ
✅ কালিম্পং শহর থেকে ৩০ মিনিট এর দূরত্ব
✅ শিলিগুড়ি/ এন.জে.পি থেকে শেয়ার গাড়ির সুবিধা

বুকিং-এর জন্য যোগাযোগ

Blue Homes

Kolkata Booking Office:
1st Floor, Krishna Apartment, Nilgunj Road, Sodepur, Kolkata-700110
( 2 mints walking distance from Rly Stn.)

Registered Office:
58 Rameswar Nath Lane, Chowdhury Para, Krishnanagar, Nadia

☎ +91 7001789498
☎️ +91 7797590909
🌐 www.bluehomes.in
📧 [email protected]

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧We always try to make your trip enjoyable.               Contact for booking:Blue Homes   070017 89498 ☎️ 779...
30/01/2024

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧

We always try to make your trip enjoyable.





Contact for booking:
Blue Homes

070017 89498
☎️ 7797590909

𝓗𝓪𝓹𝓹𝔂 𝓡𝓮𝓹𝓾𝓫𝓵𝓲𝓬 𝓓𝓪𝔂
25/01/2024

𝓗𝓪𝓹𝓹𝔂 𝓡𝓮𝓹𝓾𝓫𝓵𝓲𝓬 𝓓𝓪𝔂

Blue Homes
25/01/2024

Blue Homes

|| অতঃকিম নর্থ সিকিম ||-----------------------------------------Blue Homes  Booking  070017 89498 ☎️ +91 7797590909"অনেক...
25/01/2024

|| অতঃকিম নর্থ সিকিম ||
-----------------------------------------

Blue Homes Booking
070017 89498
☎️ +91 7797590909

"অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ। কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না।"

শুধু সুনীল গাঙ্গুলি কেন! এ শখ তো আপামর মানুষের চিরদিনের। কিন্তু কিনতে চাইলেই কি আর কেনা যায়! বরঞ্চ চলুন সারাবছর কাজের ফাঁকে ফাঁকে পাহাড়ে কাটিয়ে আসি কিছুটা সময়।
একটু কম বাজেটে ঘোরার জন্য আমাদের নর্থ বেঙ্গলের হোমস্টেগুলো তো আছেই, আর এএএকটু পকেট পারমিট করলে চলে আসতে পারেন নর্থ সিকিম। সিকিম সম্পূর্ণটাই সুন্দর আর নর্থ সিকিম তার রত্নখচিত মুকুট। হাতে যদি ৬ রাত সময় থাকে তবে ট্রেনের দু'রাত বাদ দিয়ে ৪ রাত/ ৫ দিনের একটা ট্যুরপ্ল্যান অনায়াসে করে নেওয়া যায়।

কথা না বাড়িয়ে চলে আসি ট্যুরপ্ল্যানে। আপনি আপনার নর্থ সিকিম ট্যুরকে এভাবে সাজিয়ে নিতে পারেন।

🔵 #প্রথমদিনঃ শিলিগুড়ি/ বাগডোগরা/ এন.জে.পি স্টেশনে নেমে চলে আসুন গ্যাংটক। গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে নির্দিষ্ট সময়ে। আসবার সময় সেবকে সেরে নিতে পারেন ব্রেকফাস্ট। এরপর সেবক কালিমন্দির দেখে করোনেশন ব্রিজকে ডানদিকে রেখে সোজা তিস্তার সমান্তরালে এগিয়ে যাবেন গ্যাংটকের দিকে। মাঝে সিকিম বাংলা বর্ডার রংপোতে চা খেয়ে নিতে পারেন। হোটেলে চেক ইন করে দুপুরের খাবার খেয়ে কিছুটা রেস্ট নিন। বিকেলে স্ন্যাক্স আর চা খেয়ে চলে যান এম.জি. মার্কেট। এদিন সকাল সকাল ডিনার করাই ভাল, কারণ পরদিন বেশ ভোর ভোর উঠে বেরনোর পালা।

🔵 #দ্বিতীয়দিনঃ আমরা আগে থেকেই আপনার পারমিটের কাগজপত্র তৈরী করে রাখবো। আপনারা শুধু রেডি হয়ে হোটেলের বাইরে দাঁড়াবেন। গাড়ি এসে যাবে। তারপর যাত্রা শুরু লাচেনের দিকে। নর্থ সিকিমের রাস্তার হাল বেশ খারাপ। তবে গাড়ির জানলায় চোখ রাখলে গাড়ির দুলুনি আর মনে আসবে না। মঙ্গন বা রাংরাং গ্রামে আমরা লাঞ্চ করে নেবো। তারপর ডিকচু, সিংঘিক, নাগা মোনাস্ট্রি, নাগা ফলস্ দেখে পৌঁছবো চুংথাম। এখান থেকে ভাগ হয়ে একটা রাস্তা গেছে লাচুং-এর দিকে আর একটা লাচেন। পথে চোপতা ভ্যালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে পৌঁছে যাবো লাচেন। অনেকটা জার্নির পর আজ রেস্ট। রাতে তাড়াতাড়ি ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার পালা।

🔵 #তৃতীয়দিনঃ ঠান্ডায় কম্বল ছাড়তে ইচ্ছে করবে না হয়তো, কিন্তু আজ যে জিনিস অপেক্ষা করবে আমাদের জন্য তা দেখার জন্য রাতও জাগা যায়। ভোর ৫টার মধ্যে প্যাকেট করা ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে পড়বো ভাঙাচোরা রাস্তা ধরে, আর কিছুক্ষণ যাবার পরই আসবে গুরুদংমার লেক। পাহাড়ের মানুষের কাছে এই লেক যতটা পবিত্র, সাধারণ মানুষের কাছে ঠিক ততটাই নয়নাভিরাম। ফেব্রুয়ারি বা মার্চে প্রায় সম্পূর্ণ লেকটাই বরফে ডেকে যায়। তার চারপাশে ঘিরে থাকা পাহাড়চূড়াগুলো যেন পাহারা দিচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিতে। রাস্তা ভাল থাকলে এবং পারমিশন পেলে এখান থেকে কালাপাত্থার দেখে নেওয়া যায়। গুরুদংমারের গুরুগম্ভীর সৌন্দর্য চেটেপুটে নিয়ে এবার ফেরার পালা। একই রাস্তায় চুংথাং অবধি এসে এবার গন্তব্য লাচুং। লাচেনে লাঞ্চ হবে এদিন। লাচুং পৌঁছতে বিকেল। তারপর স্ল্যাক্স আর গরম চায়ের সাথে কাঠের আগুনে শরীর উষ্ণ করে নেবার পালা।

🔵 #চতুর্থদিনঃ এদিনও উঠতে হবে ভোর ভোর। গাড়ির মাথায় বাক্স-প্যাটরা বেঁধে গাড়ি এগোবে ইয়ুংথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়ুংথাং ভ্যালি পৌঁছে আর দেরি নয়, বরফে গড়াগড়ি চলবে পুরো দমে। একইভাবে যদি পারমিশন পাওয়া যায় ও রাস্তা চলার উপযোগী হয় তো ড্রাইভারের সাথে কথা বলে কাটাও ও ইউমেসেমদং( জিরো পয়েন্ট) দেখে নিতে পারেন সেদিনই। তারপর ফেরার পালা গ্যাংটকে। সেদিন ফিরতে সন্ধ্যা হতে পারে। হোটেলে ঢুকে রেস্ট নিন অথবা কেনাকাটা বা ঘোরার জন্য এদিনও চলে যেতে পারেন এম.জি.মার্কেট।

🔵 #পঞ্চমদিনঃ এবারের মতো পাহাড়কে বিদায় জানাবো৷ ব্রেকফাস্ট করে গাড়ি নেমে আসবে সমতলে।
যদি হাতে সময় থাকে তাহলে আরও একদিন বা দু'দিন বাড়িয়ে নিতে পারেন। একদিন গ্যাংটকে থেকে গ্যাংটকের লোকাল সাইটসিইং আর একদিন ছাঙ্গুলেক ও নিউ বাবা মন্দির দেখা যেতে পারে।

বাজেটঃ বাজেট ঠিক হবে আপনাদের সদস্য সংখ্যা আর ট্যুর প্রোগ্রাম অনুযায়ী। গ্যাংটক, লাচেন এবং লাচুং-এ দু'রকম ক্যাটাগরির হোটেল আছে। একটা ভাল আর একটি খুব ভাল। গাড়ির ক্ষেত্রেও সাধারণ সুমো/ বোলেরো আর লাক্সারি গাড়ি জাইলো/ ইনোভার মধ্যে ভাড়ার কিছু পার্থক্য থাকে। কখন যাচ্ছেন তার'পরও কস্টিং অনেকাংশে নির্ভরশীল। ফলতঃ আপনার বাজেট অনুযায়ীই ট্যুরপ্ল্যান করা হবে।

👉 আমরা যা দেবোঃ

✅ শিলিগুড়ি/ বাগডোগরা/ এন.জে.পি থেকে শিলিগুড়ি/ বাগডোগরা/ এন.জে.পি পর্যন্ত সম্পূর্ণ প্রাইভেট গাড়ি।
✅ গ্যাংটকে দু'দিন, লাচেন আর লাচুং-এ একদিন করে প্রয়োজন মতো রুম।
✅ প্রথমদিন দুপুরের খাবার থেকে শুরু করে শেষদিন সকালের খাবার পর্যন্ত সমস্ত খাবার( বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার)।

সব হোটেলেই ২৪ ঘন্টা গরম জল আর রুম হিটারের( নিজের খরচে) ব্যবস্থা আছে।

👉 আমরা যা দেবো নাঃ

❌ এন.জে.পি বা শিলিগুড়ি পৌঁছানোর বাস/ ট্রেন/ বিমান ভাড়া।
❌ কালাপাত্থার, কাটাও, জিরো পয়েন্ট বা অতিরিক্ত কোনও স্পটের গাড়ি ভাড়া।
❌ নির্দিষ্ট খাবারের অতিরিক্ত ব্যাক্তিগত পছন্দের অর্ডার করা খাবার।
❌ কোন অ্যাক্সিডেন্টাল চার্জ।
❌ স্ট্যাণ্ড থেকে হোটেল বা হোটেল থেকে স্ট্যাণ্ডের ছোটগাড়ি ভাড়া।

প্ল্যান দেওয়া হয়ে গেল, এবার আপনার পালা। ছুটি ম্যানেজ করুন, পছন্দের ডেটে টিকিট কাটুন আর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। আর হ্যা, তার আগে আমাদের ট্রাভেল প্ল্যানারের সাথে কথা বলে নিন।

নর্থ বেঙ্গল ও সিকিমে আমাদের নিজস্ব ও অ্যাসোসিয়েট হোমস্টে 👇

#বার্মেক #সিতং #তাকদা #তিনচুলে #ছোটামাঙ্গয়া #দাওয়াইপানি #রংলিটিএস্টেট #চটকপুর #তুরুক #পেশক #দার্জিলিং #মাঝিধুরা #নয়াবস্তি #ইন্দ্রানীফলস #লেপচাজগত #মিমটিগার্ডেন #লামাগাও #জামুনি #ঝেপি #রিম্বিক #সেপি(শ্রীখোলা) #ধোত্রে #মিরিক #কান্যাম(নেপাল) #রিনচেনপং #কালুক #ছায়াতাল #জুলুক #সিলারিগাও #রেশিখোলা #রোলেপ #লিংতাং #ফাদামচেন #কোলাখাম #বিদ্যাং #সাংসে #চারখোল ও অন্যান্য

𝗕𝗹𝘂𝗲 𝗛𝗼𝗺𝗲𝘀
58 Rameswar Nath Lane, Chowdhury Para, Krishnanagar, Nadia
Trade Licence No.- 0917P29982210523 (Krishnanagar Municipality)

Kolkata Office:
1st Floor, Krishna Apartment, Nilgunj Road, Sodepur, Kolkata- 700110

☎️ 7001789498
☎️ 7797590909
📩 [email protected]
🪩 www.bluehomes.in

( ©️ The article in this post is subject to copyright. Any unauthorized reproduction is strictly prohibited)

[ Picture courtesy: DM for credit]

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧We always try to make your trip enjoyable.               Contact for booking:Blue Homes  070017 89498 ☎️ 7797...
19/01/2024

𝗥𝗘𝗩𝗜𝗘𝗪 𝗣𝗢𝗦𝗧

We always try to make your trip enjoyable.





Contact for booking:
Blue Homes

070017 89498
☎️ 7797590909

12/01/2024



Address

58 Rameswar Nath Lane
Krishnagar
741101

Alerts

Be the first to know and let us send you an email when Blue Homes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Blue Homes:

Videos

Share


Other Eco Tours in Krishnagar

Show All