ভৌতিক প্রাচীন কলকাতার নিমতলা মহাশ্মশান
কলকাতার অন্যতম হন্টেড স্হান নিমতলা মহাশ্মশান।
ভৌতিক প্রাচীন কলকাতার নিমতলা মহাশ্মশান
ক্ষীরগ্রামের দেবী ৫১ পীঠের এক পীঠ satipeeth khirgram
কথিত আছে, ক্ষীরগ্রামের দেবী ৫১ পীঠের এক পীঠ। ক্ষীরগ্রামস্থিত দেবী যোগাদ্যার পূজা কাহিনীর ইতিবৃত্ত উদঘাটনে উঠে আসা গল্পটির বর্ণনায় ৷ শোনা যায় একদা হরিদত্ত নামে এক রাজার সন্নিকট দেবীর আগমনে শুরু হয় এই পূজা ৷ সপ্তাহব্যাপী মহাধুমধামের মধ্য দিয়ে চলে ৷ কিন্তু অত্যাশ্চর্য ঘটনাটি হল পূজা হত নরবলি দিয়ে ৷ রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন , বলির নর প্রত্যেক পরিবারের একজন সদস্য প্রতি পূজায় ৷ স্বভাবতই শোকচ্ছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে ৷ নিয়মানুসারে একদিন পূজারী ব্রাহ্মণের পালা পড়ে, শোকগ্রস্ত একপুত্রী ব্রাহ্মণ-ব্রাহ্মণী ভোররাত্রিতে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করে ৷ কিন্তু পথিমধ্যে দেবীর দর্শনে ও আশীর্বাদে তারা গ্রামে প্রত্যাবর্তন করে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষবলি ৷ দেবী হয়ে ওঠেন জগৎযামিনী মহিষমর্দ্দিনী ।
দশঘড়ার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ভ্রমন
দশঘড়ার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ভ্রমন পর্ব -২
দশঘড়ার সুপ্রাচীন জমিদার বাড়ির অন্দরে
দশঘড়ার সুপ্রাচীন জমিদার বাড়ির অন্দরে ..
রায়দের জমিদার বাড়ি দশঘড়ার অন্যতম প্রাচীন জমিদার বাড়ি।
মন্দির নগরী নবদ্বীপ ভ্রমন পর্ব ২
নবদ্বীপের মন্দির ও দর্শনীয় স্থানসমূহ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। শাক্ত, বৈষ্ণব ও শৈব সংস্কৃতির ঐকান্তিক সংমিশ্রণে নবদ্বীপ ঐতিহাসিক পীঠস্থানে পরিণত হয়েছে।[পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ২০১৯ খ্রিস্টাব্দে পর্যটনক্ষেত্র হিসেবে নবদ্বীপকে হেরিটেজ শহর ঘোষণা করেছে। গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত মন্দিরনগরী নবদ্বীপ ধর্মীয়ক্ষেত্রের পাশাপাশি সংস্কৃত ও ন্যায়চর্চার প্রাণকেন্দ্র হওয়ায় এখানে দর্শনীয় স্থান হিসেবে মন্দির ছাড়াও পণ্ডিত ব্যক্তিদের জন্মভিটে, টোলবাড়ি, সমাধিপীঠ বর্তমান।
মন্দির নগরী নবদ্বীপ ভ্রমন পর্ব ২
নবদ্বীপের মন্দির ও দর্শনীয় স্থানসমূহ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। শাক্ত, বৈষ্ণব ও শৈব সংস্কৃতির ঐকান্তিক সংমিশ্রণে নবদ্বীপ ঐতিহাসিক পীঠস্থানে পরিণত হয়েছে।[পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ২০১৯ খ্রিস্টাব্দে পর্যটনক্ষেত্র হিসেবে নবদ্বীপকে হেরিটেজ শহর ঘোষণা করেছে। গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত মন্দিরনগরী নবদ্বীপ ধর্মীয়ক্ষেত্রের পাশাপাশি সংস্কৃত ও ন্যায়চর্চার প্রাণকেন্দ্র হওয়ায় এখানে দর্শনীয় স্থান হিসেবে মন্দির ছাড়াও পণ্ডিত ব্যক্তিদের জন্মভিটে, টোলবাড়ি, সমাধিপীঠ বর্তমান।
প্রাচীন নগরী নবদ্বীপ ভ্রমন
প্রাচীন নগর নবদ্বীপ ভ্রমন
নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জনপদের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর ও পৌরসভা এলাকা। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। নবদ্বীপ পৌরসভা ১৮৬৯ সালে স্থাপিত। বাংলায় সেন রাজাদের আমলে (১১৫৯ - ১২০৬) নবদ্বীপ ছিল রাজধানী।
হাওড়া রামরাজাতলার 350বছরের প্রাচীন রামনবমী
হাওড়া রামরাজাতলার রামমন্দিরের 350বছরের প্রাচীন রামনবমী
পবিত্র রাম নবমীর পুন্য তিথিতে হাওড়া রামরাজাতলার রাম মন্দির দর্শন করলাম।আজ থেকে 350 বছর আগে জমিদার অযোধ্যারাম চৌধুরী এই মন্দির নির্মান করেছিলেন । এখানে রাজবেশধারী গোঁফ বিশিষ্ট ভগবান রামচন্দ্রের মূর্তি অনন্য। এইরকম মূর্তি ভূভারতে আর কোথাও নেই । এখানে রাম সীতার পাশাপাশি লক্ষন , মহাদেব , সরস্বতী, পবন পুত্র হনুমান , সাবিত্রীর মূর্তি পূজিত হয় । রাম নবমীর পুন্য তিথি থেকে চারমাস ব্যাপী এখানে মেলা হয় । শ্রাবন মাসে হয় রাম বিসর্জন।
জয় শ্রী রাম .
সবাইকে রাম নবমীর শুভেচ্ছা।
ভারতে প্রথম গঙ্গার নিচে মেট্রোরেল
নিউ গড়িয়া থেকে হাওড়া স্টেশন পর্যন্ত সফর
ভারতে প্রথম গঙ্গার নিচে মেট্রোরেল
#underwatermetro
#kolkatametrorail
দক্ষিনেশ্বর মন্দিরের অলৌকিক ইতিহাস
kalna tour guide 2024
kalna tour guide 2024
ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি অম্বিকা কালনা নামে জনপ্রিয়। পঞ্চদশ-ষোড়শ শতকে এই স্থানটি উল্লিখিত হয়েছে আম্বুয়া বা অম্বুয়া মুলুক নামে। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারেই শহরের এই নামকরণ। জেলাসদর বর্ধমান শহরের থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত কালনায় একাধিক দর্শনীয় স্থান রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কালনার রাজবাড়ি, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজী মন্দির, লালজি মন্দির ও ১০৮ শিবমন্দির। ঐশ্বর্যপূর্ণ পোড়ামাটির মন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনাকে আসলে “মন্দিরের শহর” বলা হয়।
#kalnarajbari
#kalna
ত্রিবেনীর কুম্ভমেলা ভৌতিক রহস্যময় স্হানে অনুষ্ঠিত হচ্ছে
ত্রিবেনীর কুম্ভমেলা ভৌতিক রহস্যময় স্হানে অনুষ্ঠিত হচ্ছে
Tribeni kumbh Mela 2024
#TribeniKumbha
১৩ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে, সূর্য মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। কুম্ভ রাশিতে প্রবেশ করলে একে বলা হয় কুম্ভ সংক্রান্তি।
কুম্ভ সংক্রান্তিতে দক্ষিণ প্রয়াগ ত্রিবেণীতে কুম্ভ মেলার আয়োজন করা হয়, যা একটি বিশ্ব বিখ্যাত মেলা। এই দিনে স্নান, দান ও সূর্যদেবের পুজোর গুরুত্ব রয়েছে।
১৩ তারিখ কুম্ভ সংক্রান্তি মহাপূণ্যকাল : সকাল ৯.৫৭ মিনিট