এ এমন একটা গান যে কেউ না কেউ বলেই বসবে গাওয়ার জন্য। আমি অবশ্য ফাটা গলায় চেষ্টার কসুর করি না সে যত উচ্চতায় হোক বা সমতলে হোক। গানটির প্রথম অংশ ফেবু তে শুনিয়েছিলাম গোমুখ ট্রেক এর সময় এবার না হয় মাঝের কিছুটা অংশ নামিক ভিলেজে বসে। শুনলে হয়তো খারাপ লাগবে না যদি গলার স্বর টা নিয়ে বিচার না করেন।
১০ হাজার ফুট উচ্চতায়, সন্ধা বেলায় হাড়হিম করা ঠান্ডায় বসে আগুন পোয়াতে পোয়াতে, সামনে গরম চা অথবা কফি নিয়ে বসে শুনছেন, ভাবুন না একবার। আশাকরি ভালই লাগবে।
সুরাঙ্গিনী.......
চিরকালীন মনের গভীরে গেঁথে থাকার মানুষ জোহার সিং , জিউনার গলি থেকে এই ভিডিও।
সাল ২০১১.
Video quality is poor but it is memorable, so it is posted only because of self satisfaction...
⛺ life in high altitude..
ভিডিও টি কে করেছে মনে পড়ছে না। কিন্তু আমার খুব পছন্দের মধ্যে একটা হলো পাহাড়ে নদী পেরোনো। আমি অল্প সময় হলেও হিরো গিরি করেছি 😉। বয়সটাও অল্প ছিল। পোস্টে দিলাম কারণ নিজেকে এক ঝলক দেখার জন্য। রানা দা ( Dhiman Pal ), হনে মামা, Achintya Das , Bhaskar Chattopadhyay দাদা হোক আবার এমন পারাপার।
📸 বাঘিনী ট্রেকের সময়, সাল 2013
একটা ,নানা দুজন হবে। তথা কথিত বড় climber একবার আমায় শুশুনিয়াই বলেছিল তাদের নাকি এমন চোখ তারা দেখলেই বলে দিতে পারে, আমি কতটা পারবো। তাই প্র্যাকটিস এ ওনাদের কথা মত আমি নার্সারি রকের যোগ্য।খুব খারাপ লেগেছিল, আরো কি বলতে পারে সেটা না হয় বললাম না। সত্যি আমার দ্বারা কিছু হবে না। তবুও বলছি আমাকে যা বলেছ বলো, হজম করে নেবো। নিজেকে বড় ভাবো ক্ষতি নেই ,পরকে ছোট করো না অন্তত ভিডিওটি দেখে। তখনই অনেক কিছু দেখাতে পারতাম। ভালো কিছু দেখতে হলে ওয়েট করতে হয়, যেমন আজ তোমাদের বলার দুই বছর পর এই টি পোস্ট হলো। বলে রাখি ভিডিও টি 2018 সালে, তখন আমি পি.এ. সু পড়তাম না। আর ছবিটি তুলেছিল আমার স্ত্রী টিলাবনী তে। আর খুত খুঁজো না, তোমাদের আগে আমার ট্রেক, বিএমসি, এএমসি, rock climbing।
ভালো থেকো, ভালো বাসা নিও, আর একটু হাঁসি মুখে থেকো।
এমন মুহুর্ত বেটা তুই পেয়েছিস, ভাগ্যবান বেটা আমার। আমি ও ওই ভিডিও দেখে ও অনেক প্রাপ্তি পেয়েছি। ভাবতে পারিস যার সামনে তুই একা কথা বলছিস সেটা আমাদের এক সময়ের স্বপ্ন ছিল। আমাদের মত অনেক মানুষ আছেন যারা ওনার মত মানুষের সাথে একটু কথা বলার জন্য পাগল থাকতাম। সেখানে আল্লাহ তোকে কত বড় সুযোগ দিয়েছেন যে তুই ওনার সাথে বাক্যালাপ করেছিস। মজার বিষয় তোর কথার মধ্যে সবটা ছিল পাহাড় নিয়ে। আর একবার মনে করিয়ে দি যখন কথা বলছিল তখন উনি কিন্তু এভারেস্ট, লোতসে, কাঞ্চনজঙ্ঘা , মানাসলু আরোহন করে ফেলেছিলেন। দীপঙ্কর দাদা the great human.
বাবু আমার তখন সাড়ে তিন বছর। বেরিয়ে পড়েছিলাম বাবু, আমি আর সাথে ছিল বাপন Sushovon Dutta । পরে অবশ্য চিত্রে থেকে বড়ো টিম হয়ে গিয়েছিল। সেবার বেটা আমার সবার সাথে পুরো ট্রেক করেই Sandakphu গিয়েছিল। এটা এখন ভাবলেই নিজেকে গর্বিত বোধ করি। বাবুর😘😘😘 বকর বকর শুনতে শুনতে আর ওর ছবি তোলার নির্দেশ পালন করতে করতে আমার পথ আরামে শেষ হয়ে যেতো 😀😀😀। বরফের দেখা পেলে যেমন ভাবে হোক খেলা চাই। সে হাতে বা পায়ে যেমন ই হোক।
📸 টুমলিং, সাল 2015.
Excellent performance by Nimai at Camp fire of Orientation Camp ,2019.
Nimai, your performance will be remembered for forever dear 🙏🙏🙏
মানিয়ে নেওয়ার ( Acclimatization ) পর্ব। বেসক্যাম্প থেকে ছোটা চন্দ্রতাল এর ফিরতি পথে।
📸 সত্যরূপ সিদ্ধান্ত।
আমার পারিবারিক মানুষদের জন্য বিশেষ করে এই পোস্ট। ওদের ভালো লাগে আমাকে এই রকম ছবিতে দেখতে।
ধন্যবাদ দাদা 🙏❤️
আপনি আমায় এই দারুন গানের কথা পাঠিয়ে ছিলেন। আমি হয়তো পরিবেশন খুব ভালো করতে পারিনি। তাছাড়া কোনো রকম রিহার্সাল ছাড়াই একেবারে গাওয়া।
গানের কথা গুলো যে সুন্দর সমাজের একটা গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে সেটা একটু দয়া করে শুনলেই বোঝা যাবে।
আমাকে অগ্রিম ক্ষমা করে দিয়ে সকল কে অনুরোধ শুধু গানের কথা গুলো কষ্ট করে শোনার অনুরোধ রইলো 🙏
আরো ধন্যবাদ যিনি এটা রেকর্ড করেছিলেন।❤️❤️❤️
কন্ঠে বন্ধুবর অচিন্ত্য। সরাসরি রূপকুন্ড থেকে। ❤️❤️❤️
অনুরোধ সরাসরি বলতে 2011 সালের ধরবেন 🙏
একটা সময় আমাকে ভালবাসা অগ্রিম দিয়ে বুক করতে হতো। এখন কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেও পাবেন না।🤪🤪😀😀
গোয়ালদাম , উত্তরাখণ্ড, 2011 সালের কথা।
বিশেষ অনুরোধ 🙏সুর, তাল, ছন্দ, লয় এই সব নিয়ে সমালোচনা করলে খুব একটা খুশি হবো না। কারণ ওটা আমার বিষয় নয়। একটা বড় ট্রেক করে গলা বসা, ঠোঁট ফাটা নিয়ে হাজার পাহাড়ি মানুষ কে ঘণ্টা খানেক আনন্দ দেওয়া এটাই জীবনের প্রাপ্তি , সম্পদ যাই বলুন। কোন এক পাহাড়ি শহরের সন্ধ্যা গলা খোলাটাই আলাদা কেত 😀
বিশেষ ধন্যবাদ ভালোবাসা আমার টিমের সকল সাথীদের।
ফিক্সড রপে ঊর্ধ্বগামী পদ্ধতি। যাকে সর্ব পরিচিত ভাষায় বলা হয় জুমারিং। কি ভাবে? কেন? এর ইতিহাস কি সেটা না হয় একদিন বিস্তারিত বলবো।
ধন্যবাদ H.M.A আমাকে প্রদর্শনে সুযোগ দেওয়ার জন্য 🙏
সাল 2023।
কি গাইছিল জানি না। তবে দারুন দারুন ছিল ❤️
Rcc#
23#