28/04/2024
গোপালধারা চা বাগানে আপনার একটা দিন।
চা বাগানের নৈসর্গিক দৃশ্যের প্রেক্ষাপটে আপনার একটা অন্যরকম দিন। তথাকথিত দার্জিলিং ট্যুর প্যাকেজের ব্যস্ততায় একটা দিন হোক অবসরের। আর যদি চায়ের সমঝদার হন তো কথাই নেই, দিনটা হোক খাঁটি দার্জিলিং চায়ের "ফ্লেভার আর লিকার" বিশ্লেষণের। দার্জিলিঙ থেকে চা কিনে ঠকার অনেক গল্প আছে, এখানে আমাদের হোমস্টে থেকেই আপনি পেয়ে যাবেন পছন্দ মতো খাঁটি জিনিসটি। হোমস্টের পজিশনটিও অসম্ভব সুন্দর, আসলেই এটা একটা ভিউ পয়েন্ট। এবার দার্জিলিংএর প্ল্যানে গোপালধারায় রাখতেই পারেন একটা দিন।
অফবিট দার্জিলিঙ নিয়ে দারুণ দারুণ প্ল্যানের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে এই নাম্বারে - 7063835669
Hangkhim Homestay
Gopaldhara