গর্বের শহর নবদ্বীপ

গর্বের শহর নবদ্বীপ � ভালোবাসার শহর নবদ্বীপ �
(8)

নবদ্বীপ রাস পূর্ণিমা ২০২৪আরং বা শোভাযাত্রা ❤️গর্বের শহর নবদ্বীপ
17/11/2024

নবদ্বীপ রাস পূর্ণিমা ২০২৪
আরং বা শোভাযাত্রা ❤️
গর্বের শহর নবদ্বীপ

16/11/2024

শ্রী শ্রী বড়শ্যামা মাতার অগ্নিকাণ্ডের ঘটনা ও হরিসভা পাড়া ভদ্রাকালি মাতার দূর্ঘটনায় আমরা তথা গোটা নবদ্বীপবাসী শোকাহত ও মর্মাহত
😔😔🙏🙏

রাস পূর্ণিমা ২০২৪ গর্বের শহর নবদ্বীপ
15/11/2024

রাস পূর্ণিমা ২০২৪
গর্বের শহর নবদ্বীপ

রাস পূর্ণিমা ২০২৪পর্ব ১
15/11/2024

রাস পূর্ণিমা ২০২৪
পর্ব ১

07/11/2024

আর মাত্র কয়েকটা দিন
তোমরা রাসের প্রতি মূহুর্তের ফটো আমাদের সাথে শেয়ার করতে পারো
আমরা পেজে পোস্ট করবো

নবদ্বীপ রাস উৎসব ২০২৪ নিয়মাবলী সবাই সুস্থ ও সফল ভাবে এই প্রাণের উৎসব কে সাফল্যমণ্ডিত করুন ...🙏রাস পূর্ণিমা ২০২৪ এর আগাম...
28/10/2024

নবদ্বীপ রাস উৎসব ২০২৪ নিয়মাবলী
সবাই সুস্থ ও সফল ভাবে এই প্রাণের উৎসব কে সাফল্যমণ্ডিত করুন ...🙏
রাস পূর্ণিমা ২০২৪ এর আগাম শুভেচ্ছা ❤️

শুভ গনেশ চতুর্থী 🙏নবদ্বীপের কিছু শ্রেষ্ঠ গনেশ পূজা... ❤️ছবি সংগ্রহনে - Bangalir utsav বাঙালির উৎসব.... ফেসবুক পেজ ...অসং...
07/09/2024

শুভ গনেশ চতুর্থী 🙏
নবদ্বীপের কিছু শ্রেষ্ঠ গনেশ পূজা... ❤️
ছবি সংগ্রহনে - Bangalir utsav বাঙালির উৎসব.... ফেসবুক পেজ ...
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ছবি গুলো ক্যাপচার করার জন্য ❤️

 #বন্যা__২০০০   #নবদ্বীপ   #ফিরে_দেখা১৭ই  সেপ্টেম্বর  ২০০০।  বিশ্বকর্মা  পুজোর  দিন  দুপুর  গড়াতেই  শুরু  হল   বৃষ্টি। ...
04/08/2024

#বন্যা__২০০০ #নবদ্বীপ #ফিরে_দেখা

১৭ই সেপ্টেম্বর ২০০০। বিশ্বকর্মা পুজোর দিন দুপুর গড়াতেই শুরু হল বৃষ্টি। যারা ঘুড়ি ওড়াবে ভেবেছিল তাদের ইচ্ছে , সুতো, ঘুড়ি, লাটাই --সব পড়ে রইলো ঘরের কোণে। বৃষ্টি চলেছিল টানা সাতদিন , সারাদিন, সারারাত। বেগ কখনও বেড়েছে কখনও কমেছে কিন্তু থামেনি এক মুহূর্তের জন্যও।

মিনি বন্যায় অভ্যস্ত প্রান্তিক নবদ্বীপে সে বছর বন্যার কোন পূর্বলক্ষণ ছিল না । খুশীর গোঁফে তা দিতে দিতে মানুষজন ভেবেছিল এ যাত্রায় বেঁচে গেলাম বুঝি! মেঘ নিশ্চয়ই তখন মুচকি হেসেছিল।

আমার তখন হাফপ্যান্ট বয়স। প্যাক কোম্পানির মাঠের পাশে থাকি। বিছানা ভিজে যাওয়ায় এক ভোরে আচমকা ঘুম ভেঙে গেল। না, না কোন 'দুষ্কর্ম' করিনি! চোখ মেলে দেখি বন্যার জল চৌকির সব পায়া খেয়ে পাটাতন ছুঁতে চলেছে। বিছানা ও পিঠে তারই সিক্ত পরশ! হাড়ির ভিতর প্লাবন, পান্তাভাত ভেসে যায় ভাগীরথীর জলে।

ঘরের বাইরে বেরিয়ে দেখি বিপুল কালো জলরাশি পাড়া-মাঠ-ঘরবাড়ি ভাসিয়ে গঙ্গামুখো চলেছে। এতদিন এর উল্টোটাই হত। পূব থেকে পশ্চিমমুখী গঙ্গা উপচানো জল ভাসিয়ে দিত জনপদ।

অবশেষে কালো জলের গঙ্গাপ্রাপ্তির পর অজয়ের রক্তাভ ধারাস্রোত দখল নিল শহরের। ঘন শ্যামবর্ণা ছাড়াগঙ্গা তখন নতুন সাজে।

নিখাকি ঘরের সামান্য বোঁচকাবুচকি নিয়ে বাবা-মায়ের হাত ধরে উঠলাম রাণীরঘাটের রাধারাণীর মন্দিরে। ততক্ষণে সেখানে বন্যার্ত মানুষের থিকথিকে ভিড়। 'শৌচাগার' তখন পৃথিবীর সবচেয়ে হাস্যকর শব্দ। পুরুষ-মহিলা নির্বিশেষে মানুষ অসহায় বাধ্যতায় প্রকাশ্য দিবালোকে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। চারিদিকে থইথই ইউরিন।

বাড়তে বাড়তে জল উঠে গেল রাধারাণীর পেল্লাই নাটমন্দিরেও। আবার ছুটোছুটি। নাটমন্দিরের উপরে দোতলা উচ্চতায় বিরাট বিরাট সিমেন্টের 'বাঙ্কে' উঠে গেল অধিকাংশ পরিবার। আমরা ঠাঁই নিলাম বিগ্রহের ঠিক পাশটাতে। যে সরু চতুর্ভূজ পথে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে প্রণাম সেরে ভক্তবৃন্দ পরিক্রমা করে সেই পথের মাঝে। আমাদের পাশেই আস্তানা নিয়েছে হ্যাবলাদা। সকলের দাদা কাঠমিস্ত্রী এই মানুষটি স্বল্প জ্বালানী কাঠ চিরে ছোট ছোট টুকরো করে মাটির উনুনে রান্না করে। ফুল-চন্দন-ধূপের সাথে মিশে যায় ভাত ফোটার গন্ধ। পেটের ভিতরটা কেমন চিঁচিঁ করে ওঠে।

প্রবীণ যাদের মুখে ১৯৭৮ --এর ভয়াবহ বন্যার গল্প শুনেছি তারাও হতবাক। দিনমানে নৌকা বয় শহরের প্রশস্ত রাস্তায়। নবদ্বীপ তখন একটি নদীর নাম। রাজপথে সাঁতার কাটে কচিকাঁচারা। চারিচড়া বাজারে দাঁড়িয়ে জাবরকাটা ভিন পাড়ার গরুরা বাড়ি ফেরার আশায় দিন গোনে।

সন্ধ্যায় রাধারাণীর মন্দিরে সন্ধ্যারতি শেষে বাবা হারমোনিয়াম বাজিয়ে ভজন ধরে --'প্রভু মোর দিন বয়ে যায় দরশন বিনা।' করতালে তাকে সঙ্গত করে কাজহারানো ছেঁড়াজামা রিকশাওয়ালা। বিদ্যুৎহীন রাতে বিন্দু বিন্দু আলো জ্বলে গা ঘেঁষাঘেঁষি করে। মোমবাতি, হ্যারিকেন, ডিমলাইট --হরেক রকম, হরেক রঙ তার। আকাশবাণী কলকাতা--ক '-এ শঙ্কর মুখোপাধ্যায় খবর পড়েন রাত দশটা পাঁচে।

তেমনই এক রাতভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তাঁর অনন্য স্বরক্ষেপণে বলে উঠলেন --'আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরী, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা...। ' চরাচর জলমগ্ন শহরে ও সময়ে যখন ভেসে গেছে সংসার , সব ও শব --তখন 'আনন্দময়ী'-র আগমন বার্তা কেমন উদাস, বিবশ করে দিচ্ছিল ভিতরটা।

জল একটু নামতেই কিছু কিছু অঞ্চলে বিদ্যুৎ ফিরে এল। চলছে আইসিসি নকআউট ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা ২০০০। আন্তর্জাতিক ক্রিকেট খেলিয়ে সব দেশ অংশগ্রহণ করেছে তাতে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কেনিয়ায়। ভারতীয় সময় বেলা তিনটেয় খেলা শুরু।

যা জুটল -ফুটল --তা-ই খেয়ে বেরিয়ে পড়তাম আমরা ছেলেপিলেরা। রাণীরঘাট বেয়ে, বড়ালঘাট হয়ে, বড় বাজারের মধ্যে দিয়ে চলেছি। কোথাও কোমর জল, কোথাও হাঁটু। বড় বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় নাক চেপে যেতে হয়। জলের নিচে টন টন ডাল, চাল, বিস্কুট সহ নানা দ্রব্য। পচে গিয়ে তা বিচিত্রগন্ধী, পা আটকে যায় স্তূপীকৃত ঐ নষ্ট খাদ্যদ্রব্যে। ভাসছে সয়াবিনের মরা প্যাকেট, বিস্কুট কোম্পানির নাম। দেবেন সাহার গলি দিয়ে যাওয়া আরও মুশকিল। বদ্ধ জল জমে বদগন্ধী ও কালো হয়ে গেছে।

ঢপওয়ালীর মোড়ে মডার্ন মাইকের দোকানে টিভি চলছে। ব্যাট-বল হাতে যুবরাজ সিংহ --জাহির খানদের অভিষেকেই বাজিমাত। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাকে সচিনের বেধড়ক পিটুনি। একের পর এক দেশকে হারিয়ে ভারত ফাইনালে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

উডবার্ন রোডে আর জল নেই। খুলে গেছে তরুণ সঙ্ঘ ক্লাব। ওখানেই হচ্ছে থুড়ি দেখছি --ফাইনাল ম্যাচ। কিন্তু হায়! ভারতের চ্যাম্পিয়ন হওয়ার আশায় জল ঢেলে দিল নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ক্রেয়ার্নস! আহত পা নিয়েই ব্যাটিং তাণ্ডব চালিয়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল তারা।

সব হারিয়ে এবার ফেরার পালা। জল নেমে গেছে ততদিনে। বোঁচকাবুঁচকি নিয়ে আমরাও ফিরে এলাম। প্যাকের মাঠের পাশটিতে , রাস্তার ধারে। সাড়ে চার বাই তিন হাত ফুটপাথে ; যেখানে আমরা /আমাদের পরিবার থাকত । মাথার উপরে ত্রিপল, তিনপাশে ক্ষয়িষ্ণু বেড়া, আর একপাশে অমরনাথের পাওয়ারলুমের পাঁচিল। একটা চৌকি, একটা ছোট্ট টেবিল। পাঁচিলের গায়ে ফাঁক-ফোকর, নকশাকাটা। তার সাথেই প্রচণ্ড দড়ি দিয়ে চৌকি ও টেবিল বেঁধে দিয়েছিল বাবা, রাধারাণীর মন্দিরে যাওয়ার আগে, যাতে ভেসে না যায়! এসে দেখলাম তার কিছুই নেই! ভেসে গেছে সব। ভেসে গেছে ক্লাস ফোর থেকে মাধ্যমিক পর্যন্ত আমার শৈশবস্মৃতি। দীর্ঘশ্বাস ফেলার মত বয়সী গভীরতা তখন ছিল না। শুধু দেখলাম মাথার উপরে নীল-সাদা আকাশে সোনারোদ।

কলমে 🖋️ বিশ্বরূপ সাহা Biswa Rup

(ছবি ২০০০ সালের নবদ্বীপের বন্যা)
তথ্য সংগ্রহনে - Nabadwip.Royal Society - poramatala mahishasurmardini
ধন্যবাদ ❤️

#নবদ্বীপধাম #নবদ্বীপেরবন্যা #বন্যা

হেরিটেজ শহরে সকলকে স্বাগত ❤️নবদ্বীপ কেশবজির মঠের সামনে নবনির্মিত স্বাগত প্রবেশ দ্বার ❤️ছবি সংগ্রহনে - আমার শহর নবদ্বীপ ❤...
04/02/2024

হেরিটেজ শহরে সকলকে স্বাগত ❤️
নবদ্বীপ কেশবজির মঠের সামনে নবনির্মিত স্বাগত প্রবেশ দ্বার ❤️
ছবি সংগ্রহনে - আমার শহর নবদ্বীপ ❤️
জয় শ্রীমান মহাপ্রভুর জয়...❤️

 # আমার বিদ্যালয় ❤️ আমার গর্বআগামীকাল থেকে শুরু হচ্ছে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের সার্ধশত বর্ষ উদযাপন , সাথে থাকছে...
02/01/2024

# আমার বিদ্যালয় ❤️ আমার গর্ব
আগামীকাল থেকে শুরু হচ্ছে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের সার্ধশত বর্ষ উদযাপন ,
সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরো অনেক কিছু ❤️
বিস্তারিত তথ্য নিচের ফটোতে উল্লেখ করা হয়েছে ❤️
গর্বের শহর নবদ্বীপ পেজের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ....❤️
Everyone
@ফলোয়ার
গর্বের শহর নবদ্বীপ

01/01/2024

গর্বের শহর নবদ্বীপ পেজের পক্ষ থেকে সকলকে জানাই
Happy New Year 2024🥳
Everyone

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Rajshekhar Paul, Pabitra Sarkar ❤️
27/12/2023

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Rajshekhar Paul, Pabitra Sarkar ❤️

আজ পূর্ণিমা ❤️ ২৬ ডিসেম্বর ২০২৩নবদ্বীপ রাস কেটে গেছে ১ মাস হয়ে গেলো ....রাসের প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সুসম্পন্ন ভাবে...
26/12/2023

আজ পূর্ণিমা ❤️ ২৬ ডিসেম্বর ২০২৩
নবদ্বীপ রাস কেটে গেছে ১ মাস হয়ে গেলো ....
রাসের প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সুসম্পন্ন ভাবে না হওয়ার কারনে সেই সকল বারোয়ারী তাদের মায়ের প্রতিমা পুনরায় এবং স্বমহিমায় পুজো সম্পন্ন করছে.....❤️
সকল নবদ্বীপবাসীকে সাদর আমন্ত্রণ রইলো প্রত্যেক পুজো বারোয়ারীর পক্ষ থেকে ❤️
ভুল ত্রুটি ক্ষমা করো মা ❤️ সামনের বছর আবার ফিরে এসো স্বমহিমায় ❤️😊
গর্বের শহর নবদ্বীপ
Everyone

রাস পূর্ণিমা ২০২৩ এর একমাত্র ও অন্যান্য ঠাকুর শ্রী ভক্তের ভগবান ❤️যারা জানেন না এই ঠাকুর টা ঠিক কোথায় হয় তারা অনেকে এই...
10/12/2023

রাস পূর্ণিমা ২০২৩ এর একমাত্র ও অন্যান্য ঠাকুর শ্রী ভক্তের ভগবান ❤️
যারা জানেন না এই ঠাকুর টা ঠিক কোথায় হয় তারা অনেকে এই ঠাকুর টি রাসের দিন দেখতে চাইলেও হয়তো দেখার জন্য খুঁজে পান না , তাই আরং এর দিন ই আপনারা বেশির ভাগ দর্শন করতে পারেন..... আসলে এই একমাত্র ঠাকুর টি বাগানিয়া পাড়ায় হয় ❤️ এবং নবদ্বীপ রাসে মাত্র একটিই এই ঠাকুর পুজো হয় ❤️ বড়াল ঘাট থেকে বড়ো বাজারে আসার দিকে একটি ছোটো শনি মন্দিরের পাশের গলির ভেতরে লক্ষ করলে এই ঠাকুর টির দর্শন পাবেন ❤️
বর্তমানে এই ঠাকুর টি ২ জায়গায় পূজিতা হন ❤️ কৃষ্ণকলি তলায় কৃষ্ণকালী মাতার পাশে ঢালাই গলিতে এটি পূজিতা হন ❤️

ছবিটি পাঠিয়েছেন - তথাগত দেবশর্মা

গর্বের শহর নবদ্বীপ পেজের বিচারে সেরার সেরা মাটির সাজ ❤️১ম - শ্রী শ্রী ভারতমাতা পূজা ❤️নবদ্বীপ সপ্তর্ষি ক্লাব ,আমবাগান ,ক...
10/12/2023

গর্বের শহর নবদ্বীপ পেজের বিচারে সেরার সেরা মাটির সাজ ❤️
১ম - শ্রী শ্রী ভারতমাতা পূজা ❤️
নবদ্বীপ সপ্তর্ষি ক্লাব ,আমবাগান ,কাপালি পাড়া
২য়- শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা পূজা ❤️
তরুন সমিতি ক্লাব, বুঁইচারা পাড়া
৩য়- শ্রী শ্রী ভারতমাতা পূজা ❤️
নবদ্বীপ মুক্তিসূর্য ক্লাব , কুঠির পাড়া
সবাই কে অনেক ভালোবাসা ও অভিনন্দন রইলো ❤️
@ফলোয়ার
Everyone
@হাইলাইট করুন

গর্বের শহর নবদ্বীপ পেজের বিচারে সেরার সেরা মুখশ্রী....❤️🥇শ্রী শ্রী মহিষমদ্দিনী মাতা পূজাশ্রীবাস অঙ্গন‌ ঘাট ❤️বিশ্বকর্মা ...
10/12/2023

গর্বের শহর নবদ্বীপ পেজের বিচারে সেরার সেরা মুখশ্রী....❤️🥇
শ্রী শ্রী মহিষমদ্দিনী মাতা পূজা
শ্রীবাস অঙ্গন‌ ঘাট ❤️
বিশ্বকর্মা ক্লাব ❤️ নবদ্বীপ

10/12/2023

গর্বের শহর নবদ্বীপ পেজ সকলের রাসের ফটোগ্রাফি দেখতে চায়... ❤️
সবাই কমেন্ট করো নিজেদের রাসের ফটোগ্রাফি 📷📸
Everyone

Address

Nabadwip
741302

Alerts

Be the first to know and let us send you an email when গর্বের শহর নবদ্বীপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গর্বের শহর নবদ্বীপ:

Videos

Share