24/04/2023
বছর কুড়ি আগের কথা হবে, তখনও আমাদের শহর শহরের ছোঁয়া পুরোপুরি ভাবে পায় নি, সেই সময়ে এনাদের প্রায়ই দেখে যেতো আমাদের বাড়ির প্রাঙ্গণে। খুব মিষ্টি লাগতো এনাদের গান গুলো। তখন এই মোবাইল ফোনের এত জনপ্রিয়তা ছিল না, তাই আমাদের মনোরঞ্জনের বিষয় গুলোও ছিল আলাদা, তার মধ্যে এটা একটা অন্যতম ভালোবাসা ছিল। আজ আমাদের শহর প্রাপ্ত বয়স্ক হয়েছে, হারিয়েছে তার গ্রাম্য সরলতা, এখন এনাদের আমাদের বাড়ির প্রাঙ্গণে দেখা যায় না বললেই চলে। উত্তরবঙ্গ এক্সপ্রেসে জলপাইগুড়ি যাওয়ার পথে অনেকদিন পর আবার দেখা পেলাম, সাথে সাথে ক্যামেরা বন্দি করে রেখে দিলাম 😊😊
🖋️ Amit