Ocean Delight

Ocean Delight We offer some world-class amenities to all our guests. Charges are very competitive, and we really m

Charges are very competitive, and we really mean it when we say that we offer the at affordable pric

24/04/2024

কম্যুনিস্টরা নেতাজিকে কখন তেজোর কুকুর বলে ? ভারতে কম্যুনিজমের উত্থান

১৯২৪ সালে ভ্লাদিমির লেনিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট দলে ক্ষমতা দখল নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। কমিউনিস্ট দলের অনেক নেতাই ভ্লাদিমির লেনিনের জায়গা নেবার চেষ্টা করেছিল কিন্তু শেষপর্যন্ত দলের ক্ষমতা দখল করে জোসেফ স্ট্যালিন। কিন্তু ১৯৩০ সাল আসতে আসতে সোভিয়েত কমিউনিস্ট দলে স্টালিনের প্রভাব কমতে শুরু করে, দলের অধিকাংশ কর্মকর্তাই স্ট্যালিনের বিরোধীতা শুরু করে।

অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে জোসেফ স্ট্যালিন দলের মধ্যে সবাইকে সন্দেহ করা শুরু করে। ১৯৩৪ সালের ১ ডিসেম্বর এক বিখ্যাত সোভিয়েত রাজনীতিবিদ সার্গেই কিরোভকে হত্যা করা হয়। তদন্তের পর জানা যায় দলের মধ্যেই স্ট্যালিন বিরোধী এক ব্যাক্তি কিরোভকে হত্যা করেছে। ওই ব্যক্তি স্ট্যালিনকেও হত্যা করার পরিকল্পনা করেছিল। এরপরেই শুরু হয় সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় যাকে দি গ্রেট পার্জ বা দি গ্রেট টেরর বলা হয়। ১৯৩৬ সাল থেকে ১৯৩৮ সালের দি গ্রেট পার্জে সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের বিরোধীতে খুঁজে খুঁজে হত্যা করা হয় যার মধ্যে সাধারন মানুষও ছিল। ১৯৫৩ সালে জোসেফ স্ট্যালিনের মৃত্যুর পর যখন দি গ্রেট পার্জের তথ্য সামনে আসে তখন দেখা যায় সাত লাখ থেকে ১.২ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে এই সময়কালে। এদের মধ্যে ৪৫ জন ভারতীয়ও ছিল যার মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছিল। এদের মধ্যে ছিল সরোজিনী নাইডুর ভাই বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং আর এক গুরুত্বপূর্ন ব্যক্তি অবনী মুখার্জী যাকে ভারতে কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা বলা হয়।

১৯২১ সালের এপ্রিল মাসে ভারতীয় বিপ্লবীদের একটি দল সোভিয়েত ইউনিয়নের ডাকে মস্কো পৌঁছায়। এই দলের প্রধান ছিল বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বীরেন্দ্রনাথ দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং জার্মান সোশ্যালিস্ট কংগ্রেসের সদস্য ছিল। এর পাশাপাশি বীরেন্দ্রনাথ ফ্রান্স, সুইডেনের মতো দেশে সমাজতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছিল। ভারত থেকে মস্কো যাওয়া এই দলের উদ্দেশ্য ছিল ভারতে প্রথম কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা করা। ভারতে কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা ১৯১৬ সালের দিকে শুরু হয়। সেসময় প্রথম বিশ্বযুদ্ধ চলছিলো, জার্মানি ভারতের বিদ্রোহীদের ব্রিটেনের বিরুদ্ধে সহায়তা করবার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতের অনুশীলন সমিতির উদ্দেশ্য ছিল জার্মানি থেকে অস্ত্র এনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা কিন্তু এই পরিকল্পনা সফল হওয়ার আগে ব্রিটেনের ইনটেলিজেন্স বিভাগ বহু বিপ্লবীদের গ্রেফতার করে। বাকী কিছু সংখ্যক মানুষ পালিয়ে বার্লিন চলে গিয়েছিল।

১৯১৭ সালে বলশেভিক বিপ্লব শুরু হয়। সোভিয়েত ইউনিয়নে কমিউনিজম বা সাম্যবাদ স্থাপনের জন্য একাধিক সংগঠন তৈরি হয়। ১৯১৭ সালেই বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সোভিয়েত ইউনিয়নে যাওয়ার আমন্ত্রন পেয়েছিল কিন্তু তখন কিছু কারন বশত তিনি যেতে পারেননি। ১৯২০ সালে তিনি সোভিয়েত ইউনিয়নে যাওয়ার চেষ্টা করেন কিন্ত সোভিয়েত আধিকারিকরা তকে আটকে দিয়ে জানায় একটি পুরো দল নিয়ে আসতে হবে। পরের বছর এপ্রিল মাসে একটি পূর্নাঙ্গ দল নিয়ে ভারতে কমিউনিস্ট দল তৈরির জন্য সোভিয়েত ইউনিয়ন পৌঁছায় বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কিন্তু সোভিয়েত ইউনিয়নে পৌঁছে তিনি খবর পান ভারতে ইতিমধ্যেই সিপিআই বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি হয়ে গেছে। তিনি আরও অবাক হয়ে যান যে এই দলকে সোভিয়েত ইউনিয়ন সমর্থন করেছে। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আরও অবাক হয়ে যায় এটা শুনে যে ভারতে কমিউনিস্ট দল তৈরি হয়েছে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে। এই মানবেন্দ্রনাথ রায়ের স্ত্রী অ্যাভেলিন ট্রেন্ট বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও তার দলকে সোভিয়েত ইউনিয়ন পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু অ্যাভেলিন ট্রেন্ট বীরেন্দ্রনাথকে কমিউনিস্ট দলের প্রতিষ্ঠার ব্যাপারে কিছুই জানায়নি। এজন্য ক্ষুব্ধ হয়ে বীরেন্দ্রনাথ মানবেন্দ্রনাথ রায়ের দলকে সমর্থন করতে অসম্মত হয়। এই সমস্যা সমাধানের জন্য মস্কোতে কমিউনিস্ট দলের মধ্যে একটি বৈঠক হয়। এই বৈঠকে বীরেন্দ্রনাথ স্পষ্ট জানায় মানবেন্দ্রনাথের দলে অবনী মুখার্জী থাকলে তারা সেই দলকে সমর্থন করবেনা। বীরেন্দ্রনাথের বক্তব্য ছিল অবনী মুখার্জী তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রাসবিহারী বোসের সংস্পর্শে এসে ১৯১৪ সাল থেকে অবনী মুখার্জী ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়।

১৯১৫ সালে বাংলার অনুশীলন সমিতি জার্মানি থেকে অস্ত্র আনবার পরিকল্পনা করে। এরজন্য অবনী মুখার্জীকে জার্মানি পাঠানো হয়। কিন্তু ইংরেজরা আগেই এই পরিকল্পনা জেনে যায়। ১৫ সেপ্টেম্বর, ১৯১৫ সালে অবনী মুখার্জী জার্মানি যাওয়ার জন্য জাপান হয়ে সিঙ্গাপুর পৌঁছায় এবং সেখানেই ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে। দুইবছর পর অবনী মুখার্জী জেল থেকে পালিয়ে যায়। এই ঘটনা নিয়েই মস্কোকে বৈঠকে বীরেন্দ্রনাথ অভিযোগ করে বলেছিল অবনী মুখার্জী ইংরেজদের অনেক বিপ্লবীদের নাম জানিয়েছিল যার বদলে সে মুক্তি পায়। এসব বিপ্লবীদের অনেককে পরবর্তীকালে ফাঁসি দেওয়া হয়। যদিও অবনী মুখার্জী বলেছিল তাকে জেল থেকে পালাতে সহায়তা করেছিল কিছু আইরিশ সেনা। জেল থেকে পালিয়ে গিয়ে অবনী মুখার্জী ১৯১৯ সাল পর্যন্ত জাভাতে ছদ্মনামে বসবাস করে। ১৯২০ সালে অবনী মুখার্জী মস্কো যায় এবং সেখানে তার সাথে পরিচয় হয় মানবেন্দ্রনাথ রায়ের। অবনী মুখার্জী সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট আন্দোলনের নেতা ভ্লাদিমির লেনিনের সাথেও সাক্ষাৎ করে এবং এই বৈঠকের পর ১৯২০ সালের ১৭ অক্টোবর তাসখন্দে মানবেন্দ্রনাথ রায় ও অবনী মুখার্জী যৌথভাবে ভারতের প্রথম কমিনিস্ট দলের স্থাপনা করে। যেহেতু এই দল তাসখন্দে গঠিত হয়েছিল তাই ১৯২৫ সালের ডিসেম্বরে কানপুরে এক বৈঠকের পর পুনরায় ভারতের কমিউনিস্ট দল গঠনের কথা ঘোষনা করা হয়। পরবর্তীকালে কমিউনিস্ট দল আরও অনেক ভাগে ভাগ হয়ে যায়। ১৯৩৭ সালে সোভিয়েত ইউনিয়নের সিক্রেট পুলিশ অবনী মুখার্জী ও বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এবং তাদের হত্যা করা হয়। জোসেফ স্ট্যালিন তাদের কেন হত্যা করেছিল তার কারন আজও অজানা।

কমিউনিজম শব্দের অর্থ সাম্যবাদ, এটি এমন একটি ব্যবস্থা যেখানে ধনী, গরীবের কোনও বিভেদ থাকবেনা। অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষ সমান অধিকারের কথা বলে সাম্যবাদ। কমিউনিজম সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু হয়ে এই সাম্যবাদ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ভারতেও কমিউনিস্ট দল রয়েছে বিভিন্ন। কিন্তু প্রকৃতপক্ষে এই কমিউনিস্টদের দ্বারা দেশের ক্ষতি হয়েছে ভালো কিছু নয় এমনটাই মত কিছু বিশেষজ্ঞদের। ভারতের স্বাধীনতা লগ্নেই কমিউনিস্টরা ভারত বিরোধীতা করেছিল। ভারত মায়ের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বোসকে কমিউনিস্টরা তোজোর কুকুর বলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ও জার্মানি ছিল সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে। নেতাজী সুভাষচন্দ্র বোস জাপান ও জার্মানির সহায়তায় আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করবার চেষ্টা করেছিলেন। এর জন্য তৎকালীন সময়ে ভারতের কমিউনিস্টরা নেতাজীকে তোজোর কুকুর পর্যন্ত বলেছিল। নেতাজী প্রথমে সোভিয়েত ইউনিয়নের কাছে ভারতের স্বাধীনতার জন্য সহায়তা চায়, সোভিয়েত ইউনিয়ন রাজি না হওয়ায় নেতাজী জার্মানি, জাপানের সহায়তা চায়। এতে কমিউনিস্ট দল ক্ষুব্ধ হয়ে নেতাজীকে নিয়ে কুৎসা প্রচার শুরু করে, সংবাদমাধ্যম অপমানজনক কার্টুন ছাপানো হয়। ১৯৪২ সালে তৎকালীন ভারতীয় কমিউনিস্ট দলের মুখপত্র পিপিলস ওয়ারে নেতাজীকে যথেষ্ট অপামানজনক চিত্র প্রকাশ করা হত।

এর থেকে বোঝা যায় কমিউনিস্ট দলের কাছে নিজ দেশের স্বাধীনতার থেকেও সোভিয়েত ইউনিয়ন বেশী প্রিয় ছিল। পরে অবশ্য ভারতীয় জনগনের সমর্থনের জন্য এসব কর্মকান্ডের জন্য কমিউনিস্ট দল ক্ষমা চেয়েছিল। ১০৩ বছর আগে তৈরি হওয়া এই কমিউনিস্ট দল ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর মাত্র তিনটি রাজ্যে ক্ষমতায় আসতে পেরেছে এখনও পর্যন্ত, সর্বভারতীয় গ্রহনযোগ্যতা তারা কখনও পায়নি। এই তিনটি রাজ্যের পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়েছে কমিউনিস্ট শাসনে। কমিউনিজমের অর্থ সাম্যবাদ হলেও বামপন্থীদের দ্বিচারিতা চোখে পড়ার মতোন। চীন, উত্তর কোরিয়া, কিউবার মতোন কিছু দেশে বর্তমানে কমিউনিস্ট সরকার রয়েছে, অতীতে সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট সরকার ছিল। লক্ষ্য করলে দেখা যায় এসব দেশেই ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নেই। দেশটির সরকারের হাতেই সর্বোচ্চ ক্ষমতা রয়েছে এবং বেশ কয়েকটি দেশে কোনও বিরোধীপক্ষও নেই। কমিউনিস্ট দল যখন কোনও রাজ্য বা দেশে ক্ষমতায় আসে তাদের লক্ষ্যই থাকে যেভাবেই হোক বিরোধীশূন্য করতে হবে যাতে দীর্ঘকালীন সময় ধরে ক্ষমতায় থাকা যায়।

বর্তমানে ভারতের কমিউনিস্টদের ভন্ডামি সবাই বুঝতে পেরে গেছে। কমিউনিস্টরা আমেরিকা, ইউরোপের পুঁজিবাদের বিপক্ষে কিন্তু কর্মসূত্রে, শিক্ষার জন্য কিন্ত তাদের সেসব দেশে যেতে কোনও আপত্তি নেই। বরাবরই কংগ্রেস দলের বিরোধী ছিল কমিউনিস্ট দলগুলো কিন্তু আশ্চর্যজনক ভাবে ২০০৪ সালে লোকসভা নির্বাচনে কমিউনিস্ট দলগুলো কংগ্রেসকে সমর্থন করে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আর্থ-সামাজিক পরিস্থিতিতে কমিউনিজমের উদ্ভব হয়েছিল, এরকম কোনও পরিস্থিতি ভারতে ছিলনা। এই কারনে ভারতের মতো দেশে কমিউনিজম পূর্নভাবে ব্যর্থ হয়েছে।

তথ্য সূত্র : দি এন্টিK News

আজ পু্রীর  মহাপ্রসাদ নিয়ে দুকথা বলবো। ভালো লাগলে পুরোটা পড়বেন না ভালো লাগলে শুধু জয় জগন্নাথ । । ভারতীয় উপ-মহাদেশের ম...
27/03/2024

আজ পু্রীর মহাপ্রসাদ নিয়ে দুকথা বলবো। ভালো লাগলে পুরোটা পড়বেন না ভালো লাগলে শুধু জয় জগন্নাথ । । ভারতীয় উপ-মহাদেশের মূল বিন্দুতে অবস্থিত চারটি পবিত্র মন্দির যেমন পুরী , রামেশ্বর, দ্বারিকা এবং বদ্রীনাথ। বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু রামেশ্বরমে স্নান করেন , বদ্রীনাথে ধ্যান করেন, পুরীতে আহার করেন এবং দ্বারিকায় অবসর নেন বা বিশ্রাম নেন।‌ তাই পুরীর মহাপ্রসাদ এর গুরুত্ব অপরিসীম। মহাপ্রসাদ কে এখানে 'অন্ন ব্রম্মা ( Anna Brahma ) বলা হয় । শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যখন বঙ্গদেশ থেকে তার অনুগামীরা আসতেন , শ্রীচৈতন্য মহাপ্রভু নিজের হাতে তাদের মহাপ্রসাদ পরিবেশন করতেন। তিনি জীবনের ১৮ বছর পুরী তে অবস্থান করেছিলেন। জগন্নাথ দেবের রান্না ঘর মন্দির প্রাঙ্গণের দক্ষিণ - পূর্ব দিকে অবস্থিত। বিশ্বের অন্যতম বৃহৎ রান্নাঘর। প্রতিদিন কমপক্ষে ২৫০০০ ভক্তকে মহাপ্রসাদ বিতরন করা হয় ।‌মোট ২৫০ টি মাটির উনোন আছে। যথা অন্ন চুল্লী, পিত্র চুল্লী ও তুনা চুল্লী সেবাইতরা খুব নিষ্ঠা সহকারে এই মহাপ্রসাদ তৈরি করেন । ৫৬ ভোগের কথা তো আপনারা জানেন। মহাপ্রসাদ শুধুমাত্র মাটির পাত্রে রান্না করা হয় । একটার ওপর একটা হাড়ি চাপানো হয় । জ্বালানি হিসেবে শুধুমাত্র আগুন কাঠ ব্যাবহার করা হয় । রান্নাঘরে আগুন " বৈষ্ণব আগুন" নামে খ্যাত । বাষ্পে রান্না করা খাবার প্রথমে ভগবান প্রভু জগন্নাথ এবং তারপর বিমলা দেবী কে নিবেদন করা হয় । তারপরে তার মহাপ্রসাদে পরিনত হয়। প্রথমে খাবার থেকে কোনো নির্যাস পাওয়া যায় না। কিন্তু ভগবান কে নিবেদন এর পর যখন বিক্রয় কেন্দ্রে ( আনন্দবাজার) নিয়ে যাওয়া হয় তখন সুস্বাদু গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। # # শ্রী মন্দিরে চার প্রকার রন্ধন প্রণালী ব্যবহৃত হয় । ভীমপাক , নলপাক , সৌরিপাক ও গৌরিপাক। # # মহাপ্রসাদ দুই প্রকার। শঙ্কুদি মহাপ্রসাদ অন্যটি শুকিলা মহাপ্রসাদ।‌ # শঙ্কুদি মহাপ্রসাদ: ভাত , ঘি ভাত , মিষ্টি ডাল, খিচুড়ি, ডালমা, বেসর , শাক, মিশ্র তরকারি। # শুকিলা মহাপ্রসাদে থাকে শুকনো মিষ্টি।‌ গজা, খাজা, মালপোয়া, চাকুলি ,, পুলি ইত্যাদি। # আরেক ধরনের শুকনো চালের মহাপ্রসাদ আছে তার নাম " নির্মাল্য " । পর্যটক রা " খাজা" মহাপ্রসাদ বহন করতে বেশি ভালোবাসেন । মহাপ্রসাদ বিক্রি হয় আনন্দবাজার বা মন্দিরের হ্যাপিনেস মার্টে যা মন্দিরের উত্তর পূর্ব কোনে অবস্থিত । এখানে আপনি বসে খেতে পারেন অথবা কিনে নিয়ে গিয়ে হোটেল বসে খেতে পারেন। যদি বাড়ি নিয়ে আসতে চান তাহলে এক ভাঁড় পোলাও নিয়ে আসবেন।‌ তিন দিন অবধি কিছু হবে না। তবে আবার অনুরোধ করবো যাকে দেবেন বলবেন সেদিন যেন আমিষ না খান। ‌ তবে আমার একটা ব্যক্তিগত অনুরোধ মহাপ্রসাদ মাটিতে বসে খাবেন। জয় জগন্নাথ। জয় বাঙালির বেড়ানো। বিঃদ্রঃ তথ্য ও ছবি সংগৃহীত।

22/08/2023
17/08/2023
Super Deluxe Rooms are now high in demand
04/01/2023

Super Deluxe Rooms are now high in demand

Tempting veg delicacy.
01/04/2022

Tempting veg delicacy.

23/01/2022

Shree Mandir may open in February 1 week

Meet our new guests. As we told you we are pet friendly hotel.
18/09/2021

Meet our new guests. As we told you we are pet friendly hotel.

It is raining in Puri. People are enjoying the cool and clean atmosphere.
12/09/2021

It is raining in Puri. People are enjoying the cool and clean atmosphere.

New breakfast item added in our offerings.   Delicious Club Kachuri. Also now delivered through Zomato App in Puri
07/09/2021

New breakfast item added in our offerings. Delicious Club Kachuri. Also now delivered through Zomato App in Puri

Enjoy and Cherish
23/07/2021

Enjoy and Cherish

A day after the spectacular golden attire (Suna Besha) of Lord Jagannath and his siblings- Lord Balabhadra and Devi Subh...
22/07/2021

A day after the spectacular golden attire (Suna Besha) of Lord Jagannath and his siblings- Lord Balabhadra and Devi Subhadra, a sweet drink called 'AdharaPana' will be offered to the Holy Trinity in Puri today.

However, due to the Covid-19 induced restrictions, the famous ritual of the deities will be performed sans devotees. People will have to watch the event from home through live telecast.

'Adhara Pana' is a famous ritual of offering 'Pana', a special drink prepared with milk, banana, cheese, aromatic spices and water.

Bird's eye view of the Chariots parked near the Gundicha Temple.  The Deities are now inside the Gundicha Ghara and will...
15/07/2021

Bird's eye view of the Chariots parked near the Gundicha Temple. The Deities are now inside the Gundicha Ghara and will be there till the Bahuda.

14/07/2021

We are starting a cafe cm Resto in Puri. Looking for a guy who knows Bengali cuisine and general snacks items. Should have the ability to take charge the running of the cafe with full care and responsibility.
The infrastructure is all done. Location is excellent.
We are already in catering business, so we have the knowledge of food making. The candidate should follow our direction.
Outsation candidate will be provided with basic accommodation.
Remuneration is as per merit. It would be salary plus incentives.
Please post your resume with expected minimum salary immediately. We are waiting.

https://youtu.be/hHH-a7GmXII
23/06/2021

https://youtu.be/hHH-a7GmXII

We visited in the month of June - 2018. Every time we visit , it is a new experience. We always prefer to get fish from the famou...

23/06/2021

Puri again

Address

Chakratirtha Road
Puri
752002

Alerts

Be the first to know and let us send you an email when Ocean Delight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ocean Delight:

Videos

Share


Other Vacation Home Rental in Puri

Show All