26/08/2021
সৌদি আরবে অনুমোদন পেলো সিনোভ্যাক ও সিনোফার্ম
বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ১৯:০২
চীনা টিকা অনুমোদন দিয়েছে সৌদি আরব
করোনাভাইরাসের নতুন দুইটি টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার অনুমোদন পাওয়া টিকা দুইটি হলো চীনের তৈরি সিনোভ্যাক এবং সিনোফার্ম। এর আগে দেশটিতে অনুমোদিত টিকা ছিলো চারটি। সেগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।
এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের দেশটিতে প্রবেশের সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে সৌদিতে অনুমোদন পাওয়া চারটি টিকার যে কোনও একটির বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজন ছিলো।
দুই ডোজে আলাদা টিকা গ্রহণকারীদের প্রবেশেরও অনুমতি দিয়ে রেখেছিলো সৌদি আরব। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান সুপারিশে বলা হয়েছে, প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।
করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদেরও দুই ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে সংক্রমণের অন্তত দশ দিন পর প্রথম ডোজ আর প্রথম ডোজের তিন সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে।
সূত্র: আরব নিউজ
যারা ওমরায় যেতে আগ্রহী তাদের দ্রুত টিকা নিয়ে নেয়ার অনুরোধ করা যাচ্ছে। এছাড়া সৌদির সকল সেক্টরের টিকেট সুলভমূল্যে পেতে যোগাযোগ করুন।
সৌদির কোয়ারেন্টাইন হোটেল করতে ও যাদের করোনা পজেটিভ হওয়ায় হোটেল নিয়েও যেতে পারেননি তারা স্বল্পমূল্যে রি-ইস্যু করতে যোগাযোগ করুন।
জরুরি প্রয়োজনে যোগাযোগ: মতিউর রহমান মুন্না
কানন এয়ার ট্র্যাভেলস্ এন্ড ট্যুরস্ রাজবাড়ী সদর, রাজবাড়ী। মোবাইল ০১৬২১৩৩০২৩০/০১৮৭৮৩৬২৯৩৯