27/12/2024
।। 🔰লক্ষ্য যখন নর্থ সিকিম ।।
✴️𝑮𝑨𝑵𝑮𝑻𝑶𝑲✴️ ✴️𝑳𝑨𝑪𝑯𝑬𝑵✴️ ✴️𝑳𝑨𝑪𝑯𝑼𝑵𝑮✴️ ✴️ 𝑪𝑯𝑨𝑵𝑮𝑼✴️
R.K.Tour & Travels
☎️📞 079088 00688
👉Package valid January,February & March 👈
🔷আমাদের কর্মব্যস্ত জীবনে যখন ছুটির সংবাদ আসে, মন খোঁজে খোলা আকাশের নিচে মুক্ত বাতাস। আর এই অবস্থায় পাহাড়ের হাতছানি - মন আর কোনো বাধা মানে না। আমরা না হয় পরিকল্পনা নিচেই লিখে দিলাম।
♦️সস্তায় নয়!! ভালো ট্যুরের জন্য যোগাযোগ করুন।♦️বুকিং শুরু হয়ে গেছে ♦️
🛑 #প্রথম_দিন: নিউ জলপাইগুড়ি/ শিলিগুড়ি থেকে গাড়িতে গ্যাংটক । সুকনার অরণ্যের বুক চিরে সেবক কালিবাড়িকে পাশে রেখে গাড়িতে বসে তিস্তার সাথে সখ্যতা। গ্যাংটক পৌঁছে ফ্রেশ হয়ে M.G Market ঘুরে আসা।
🛑 #দ্বিতীয়_দিন: সকালের প্রাতরাশ শেষ করে গাড়িতে বসে পড়া , সাথি উত্তর সিকিমের উত্তেজনা। আজকের গন্তব্য লাচেন। রাস্তায় সাইটসিন গুলি দেখে নেবো - নাগা ফলস, সেভেন সিস্টার ফলস ।দুপুরের খাবার খেয়ে নিতে হবে এর মাঝে, বিকালের শেষে বা সন্ধ্যায় পৌঁছে যাবো লাচেন। আজ রাত জাগা বারণ, কাল লম্বা সফর , যা শুরু হবে কাক ডাকা ভোরে।
🛑 #তৃতীয়_দিন: খুব ভোরে উঠে ঘুম চোখে যাত্রা শুরু করবো স্বপ্নের গুরুদংগমার এর উদ্দেশ্যে। অন্ধকার কেটে ভোরের আলোয় উদ্ভাসিত হবে প্রকৃতি, রূপ রং পরিবর্তন হবে অহরহ। বাঙ্ময় মুগ্ধতা গ্রাস করবে গাড়িতে বসে থাকা সবাইকে। চেকপোস্ট আর ১৬০০০ ফুট আর্মি কান্টিন পার করে পৌঁছে যাবো ১৭৮০০ ফুট উঁচুতে পাহাড়ে ঘেরা নীল জলরাশির সামনে - গুরুদংগমার লেক। ফেরার পথে শরীর দিলে ড্রাইভার ভাই কে বলে ঘুরে নেবো কালাপাথর । এরপর ফিরে আসা লাচেন । বিশ্রামের সময় কম, তারাতারি লাঞ্চ করে যাত্রা লাচুং অভিমুখে - রাত্রি যাপন সেখানেই।
🛑 #চতুর্থ_দিন: আজ ভোরে প্রাতরাশ সেরে, ঘুরে আসবো ফুলের উপত্যকা ইয়াংথাম ভ্যালি। শরীর আর মন সঙ্গ দিলে আবার ড্রাইভার ভাই কে বলে ঘুরে আসা 𝐙𝐞𝐫𝐨 𝐏𝐨𝐢𝐧𝐭 (১৬০০০ ফুট) । এরপর হোটেলে ফিরে লাঞ্চ করে গ্যাংটক ফিরে আসা।
🛑 #পঞ্চম_দিন: আজ শেষ দিন, প্রাতরাশ সেরে শিলিগুড়ি প্রত্যাবর্তন।
---------
* হাতে ১ বা ২ দিন আরও থাকলে, ছাংগু লেক, বাবা মন্দির এবং গ্যাংটক লোকাল সাইটসিন করে নেয়া যায়।
** সুবিধার জন্য মাথাপিছু খরচ নিচে দিলাম, সময় বিশেষে সামান্য কিছু তারতম্য হতে পারে তবে খুব বেশী নয়।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷 04 রাত্রি 05দিন 🔷
🔶 𝟖 𝐇𝐞𝐚𝐝𝐬 - 𝟕𝟑𝟗𝟗/- 𝐏𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
🔶 𝟕 𝐇𝐞𝐚𝐝𝐬 - 𝟕𝟖𝟗𝟗/- 𝐏𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
🔶 𝟔 𝐇𝐞𝐚𝐝𝐬 - 𝟖𝟑𝟗𝟗/- 𝐏𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
🔶 𝟓 𝐇𝐞𝐚𝐝𝐬 - 𝟗𝟐𝟗𝟗/- 𝐏𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
🔶 𝟒 𝐇𝐞𝐚𝐝𝐬 - 𝟏𝟎,𝟐𝟗𝟗/- 𝐏𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷 05 রাত্রি 06 দিন 🔷
🔶 𝟖 𝐇𝐞𝐚𝐝𝐬 - 𝟖𝟗𝟗𝟗/- 𝐏𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
🔶 𝟕 𝐇𝐞𝐚𝐝𝐬 - 𝟗𝟒𝟗𝟗/- 𝐏𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
🔶 𝟔 𝐇𝐞𝐚𝐝𝐬 - 𝟏𝟎,𝟐𝟗𝟗/- 𝐏𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
🔶 𝟓 𝐇𝐞𝐚𝐝𝐬 - 𝟏𝟏,𝟐𝟗𝟗/- 𝐏𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
🔶 𝟒 𝐇𝐞𝐚𝐝𝐬 - 𝟏𝟐,𝟒𝟗𝟗/- 𝐏𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧
🔶🔶PACKAGE INCLUDES🔶🔶
------------------------------------------------------
✅ -All standard hotels/homestay
✅-All meals (breakfast, lunch & dinner)
✅-All sightseiing in private car
✅-Station/airport pickup & drop.
🔶🔶PACKAGE EXCLUDES🔶🔶
------------------------------------------------------
❎-Any entry charges, permit cost
❎-Zero point, Mt. katao & Nathula pass
❎-Njp Syndicate Parking Charge (200)
❎-Gangtok Local taxi fare
❎-Any room heater charges
❎-Hotel/homestay porter charges
❎-Any train or airfare.
🔶🔶BOOKING POLICY::
-------------------------------------------
👉-30% Advance to book the tour
👉-Rest Amount in the Gantok 1st Day
👶-Child age below 5 free charges
👶-Child age 5-7 charges 40%.
👶-Child age 8 or above full charges.
𝐎𝐟𝐟𝐢𝐜𝐞
Bank Road Super Lane
Rampurhat Birbhum (WB)
𝐶𝐴𝐿𝐿 𝑈𝑆 𝐹𝑂𝑅 𝐵𝐸𝑆𝑇 𝑃𝑅𝐼𝐶𝐸....
Any Day Package,,
Book Now
Contact..
𝐖𝐡𝐚𝐭’𝐬 𝐀𝐩𝐩 - 📲+918967499766
𝐖𝐡𝐚𝐭’𝐬 𝐀𝐩𝐩 📲+9179088 00688
Gmail -✉️ [email protected]
🙏 Thanking You 🙏