31/05/2023
বেলুড়মঠ একদিন ঘুরে আসুন এই মনোরম পরিবেশে নিরিবিলি জায়গায় একদিন বেশ ভালোই কাটবে😊☺
কিভাবে যাবেন:পথমে শিয়ালদহ টেন ধরে দমদম নামবেন তারপর টেকার এ করে 30 -40 min পৌছে যাবেন দিক্ষণেশ্বর । দিক্ষণেশ্বর মন্দিরে দশন করে min 15 হাঁটলে পৌছে যাবেন ফেরি ঘাটে তারপর min 15 পর পৌছে যাবেন বেলুড়মঠ😊☺
বিঃ দ্রঃ মনে রাখবেন এই মন্দির খোলা থাকে সকাল 6.30-11.30 আর বিকাল 4,00- রাত 8,30পযন্ত 😊☺