Taraknath Travels Hooghly

Taraknath Travels Hooghly Welcome to TARAKNATH TRAVELS. Taraknath Travels was started in the year of 1994 by some experienced,
(3)

14/05/2024

Pujor booking er shrestho Thikana Taraknath Travels
Contact kolkata And serampure 7980792436

04/05/2024

২০শে আগস্ট লে-লাদাখ প্যাকেজের এখনও সিট খালি আছে।বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন।ফোন-৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯

হিমাচল প্রদেশের  #লাহুলস্পিতি ভ্রমণ পিপাষু মানুষের এক সেরা গন্তব্য। লাহৌল-স্পিতি জেলাটি একটি ঠান্ডা মরুভূমি অঞ্চল, কারণ ...
04/05/2024

হিমাচল প্রদেশের #লাহুলস্পিতি ভ্রমণ পিপাষু মানুষের এক সেরা গন্তব্য। লাহৌল-স্পিতি জেলাটি একটি ঠান্ডা মরুভূমি অঞ্চল, কারণ এখানে খুব কমই বৃষ্টি হয়। তাই লাহৌল-স্পিতিতে দেখার জায়গাগুলির একটি অনন্য ভূখণ্ড রয়েছে যা উত্তেজনাপূর্ণ এবং দুঃসাহসিক। এখানকার পর্বতমালা খালি, কোনো গাছপালা নেই। লাহৌল-স্পিতির পর্যটন স্থানগুলি তাদের মনোমুগ্ধকর চরিত্রের জন্য পরিচিত, কারণ সেগুলি ভারতের অন্য সব জায়গা থেকে চরম বিরল। তাই চলুন #তারকনাথট্র্যাভেলসের সাথে ঘুরে আসি এই দুর্গম জায়গা লাহুল স্পিতি ভ্রমণে। যা আপনার ভ্রমণকে আপনি স্বরনীয় করে রাখবেন।

যোগাযোগ – তারকনাথ ট্র্যাভেলস, শ্রীরামপুর হুগলী
ফোন বা হোয়াটসঅ্যাপ – ৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯
শুভ যাত্রা – ২২/০৯/২৪

03/05/2024

২২শে সেপ্টেম্বরের লাহুল স্পিতি প্যাকেজের বুকিং চলছে।শীঘ্রই যোগাযোগ করুন।ফোন বা হোয়াটসঅ্যাপ - ৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯

30/04/2024

২৪/৫/২৪ অরুণাচল ও ২৬/৫/২৪ কেদার বদ্রী প্যাকেজের ২টি করে সিট খালি আছে। শীঘ্রই যোগাযোগ করুন - ৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯

প্রকৃতি প্রেমিকদের কাছে এক স্বর্গ রাজ্য- সিকিম I  সিকিম ভ্রমণে আমাদের গেস্টের পাঠানো কিছু ছবি I বুকিং ও বিস্তারিত জানতে ...
27/04/2024

প্রকৃতি প্রেমিকদের কাছে এক স্বর্গ রাজ্য- সিকিম I
সিকিম ভ্রমণে আমাদের গেস্টের পাঠানো কিছু ছবি I

বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
অফিস - FG-140, Gopinath Saha Market, Serampore,Hooghly, 712201
Call/Whatsapp- 9433015019/7980792436

24/04/2024
13/04/2024

২৯শে মে সিমলা কিন্নর কল্পা প্যাকেজের পাঁচটি আসন খালি আছে।ফোন বা হোয়াটসঅ্যাপ - ৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯

13/04/2024

৬ই জুনের নেপাল প্যাকেজের সাতটি আসন খালি আছে।বুকিং এর জন্য শীঘ্রই যোগাযোগ করুন ৭৯৮০৭৯২৪৩৬

17/03/2024

১৩ই মে সিমলা কুলু মানালির প্যাকেজের বুকিং চলছে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন তারকনাথ ট্র্যাভেলসে।ফোন-৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯

দীর্ঘ ২৮বৎসরের ধরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এর শিক্ষামূলক ভ্রমণের সম্পূর্ণ দ্বায়িত্ব নিয়ে সুনামের সহিত কাজ করে চলেছে...
13/03/2024

দীর্ঘ ২৮বৎসরের ধরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এর শিক্ষামূলক ভ্রমণের সম্পূর্ণ দ্বায়িত্ব নিয়ে সুনামের সহিত কাজ করে চলেছে তারকনাথ ট্রাভেলস I আজকের শিক্ষামূলক ভ্রমণ চলছে প্রেসিন্ডেসি বিশ্ববিদ্যালয়- জীববিদ্যা বিভাগের হলংপার গিবন ফরেস্ট,আসাম I আজকের সাইটিং এ দেখা মিলেছে দুষ্প্রাপ্য গিবনের(ভারতবর্ষের কয়েকটি ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়) যা আপনাদের সাথে শেয়ার করলাম I

মহাভারত কালের সময়ের সাক্ষী কেদারনাথচলুন ঘুরে আসি তারকনাথ ট্রাভেলসের সঙ্গেকেদারনাথ বদ্রীনাথযাত্রা শুরু-২৫.০৯.২০২৪এছাড়াও...
12/03/2024

মহাভারত কালের সময়ের সাক্ষী কেদারনাথ
চলুন ঘুরে আসি তারকনাথ ট্রাভেলসের সঙ্গে
কেদারনাথ বদ্রীনাথ
যাত্রা শুরু-২৫.০৯.২০২৪
এছাড়াও পাচ্ছেন,
৭০০০ টাকা ছাড়
১০ জনের গ্রুপের জন্য
যোগাযোগ করুন আজই
৭৯৮০৭৯২৪৩৬

02/03/2024

আমাদের মার্চ ও এপ্রিলের বেনারস, হরিদ্বার/অরুণাচল/দিল্ল্‌ আগ্রা,মথুরা,বৃন্দাবন প্যাকেজের পাঁচটি করে সিট খালি আছে।ফোন-৭৯৮০৭৯২৪৩৬

01/03/2024

আমাদের পরবর্তী সিমলা প্যাকেজ ৩০/৯ ও ১৮/১০ এর বুকিং শুরু হয়েছে।ফোন বা হোয়াটসঅ্যাপ-৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯

সূর্যোদয়ের রাজ্য অরুণাচল ভ্রমণযাত্রা  ২০.০৫.২৪তারকনাথ ট্রাভেলস- 7980792436এছাড়াও পাচ্ছেন,৭০০০ টাকা ছাড়১০ জনের গ্রুপের জ...
01/03/2024

সূর্যোদয়ের রাজ্য অরুণাচল ভ্রমণ
যাত্রা ২০.০৫.২৪
তারকনাথ ট্রাভেলস- 7980792436
এছাড়াও পাচ্ছেন,
৭০০০ টাকা ছাড়
১০ জনের গ্রুপের জন্য
যোগাযোগ করুন আজই
৭৯৮০৭৯২৪৩৬

01/03/2024

আগামী ২০/৫/২৪এর কাশ্মীর প্যাকেজের এখনও কিছু আসন খালি আছে।যারা বুকিং করতে চান,তারা শীঘ্রই যোগাযোগ করুন।ফোন - ৭৯৮০৭৯২৪৩৬

ভ্রমনপ্রেমীদের জন্য অরুণাচলের ডাক💙     মায়াময় পাহাড়🏔️, সংকীর্ণ পার্বত্য পথ, অর্কিডের সুবাস, বৌদ্ধ মনস্ট্রির গল্পকথা স...
15/02/2024

ভ্রমনপ্রেমীদের জন্য অরুণাচলের ডাক💙
মায়াময় পাহাড়🏔️, সংকীর্ণ পার্বত্য পথ, অর্কিডের সুবাস, বৌদ্ধ মনস্ট্রির গল্পকথা সবমিলিয়ে যেন ক্যানভাসে আঁকা ছবি অরুনাচল। তাই একটু অচেনা পাহাড়ি গন্তব্যে মন টানলে ঘুরে দেখুন এই Dreamy destination টি😌।
এখানেই রয়েছে ভারতের সেরা শৈল শহর তাওয়াং, যেখানে অবস্থান ভারতের বৃহত্তম মঠ যার বয়স প্রায় ৪০০।
আর পাহাড়ি শহর দিরাং যা প্রাচীন বৌদ্ধমঠ কিংবা হটস্প্রিং সমেত ভিন্ন সৌন্দর্যে সম্প্রীতি পর্যটকদের দারুণ লাইমলাইটে এসেছে ।
আবার বমডিলা নামে একটি মেঘমল্লার ☁️শহরও আছে, আর আছে Snow lover দের জন্য সেরা ঠিকানা সেলাপাস।
অন্যদিকে পি টি সো লেক কিংবা মাধুরি লেকের মতো নীলাভ হ্রদগুলি যেন অধরা স্বর্গীয় জলাশয় ।
তাছাড়া বুমলা পাস নামের ভয়ংকর সৌন্দর্যের ঐতিহাসিক পথটি সাক্ষী হয়ে‌ আছে ১৯৬২ এর ভয়ানক চীন ভারত যুদ্ধের।
সবশেষে কামাখ্যা মন্দির দর্শন ছাড়া অসম্পূর্ণ এই ভ্রমণ। ৫১ সতীপীঠের অন্যতম প্রাচীন ও রহস্যময় এই মন্দির যেন মোক্ষলাভের দ্বার।
তাহলে ভাবনা কীসের🤔 টিকিট বুকিং নাকি হোটেল বুকিং নাকি অভিজ্ঞ ট্যুরগাইডের? চিন্তা আর নয় ভ্রমনসঙ্গী করুন Taraknath Travels কে আর বেস্ট পরিসেবায় নিশ্চিন্তে উপভোগ করুন আপনার স্বপ্নীল ভ্রমনটি। অরুণাচলের নিশ্চিত প্যাকেজটি বুকিং করতে যোগাযোগ করুন আমাদের সাথে🤗।

👉🏻শুভ যাত্রা - ০৭ই এপ্রিল ও ২২শে মে ২০২৪
👉🏻ঘরে ফেরা - ১৬ই এপ্রিল ও ৩১শে মে ২০২৪

👉প্যাকেজ মূল্য: - ২০,৫০০/- টাকা প্রতিজন৷

👉✅✅প্যাকেজের মধ্যে কী কী থাকবে:-
১) স্লিপার ট্রেনের টিকিট ৷ এসির ক্ষেত্রে অতিরিক্ত টাকা আপনাকেই দিতে হবে ৷
২) সমস্ত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেল ৷
৩) নন এসি টেম্পো ট্রাভেলার ৷
৪) বাঙালি খাবার (বেড টি, ব্রেকফাস্ট,লাঞ্চ,ইভিনিংটি -স্নাক্স , ডিনার)৷
৫) সবচাইতে মূল্যবান জিনিস যেটা পাবেন সেটা হল, আমাদের অভিজ্ঞতা, বিশ্বাস আর ব্যবহার ৷

👉❌❌ প্যাকেজের মধ্যে কী কী থাকবে না:-
১) মিনারেল ওয়াটার ৷
২) কুলির খরচ ৷
৩) ট্রেনের খাবার ৷
৪) দর্শনীয় স্থানের এন্ট্রি ফী ৷
৫) ইনার লাইন পারমিশন চার্জ৷
৬) বুমলা গাড়ি সহ পারমিশন চার্জ ৷

📲বুকিং ও প্যাকেজ বিস্তারিত জানার জন্য কল / হোয়াটস্যাপ করুন :-
তারকনাথ ট্র্যাভেলস, শ্রীরামপুর হুগলী 👈
ফোন বা হোয়াটসঅ্যাপ -☎️ 👉৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯
🙏🙏

চলুন তারকনাথ ট্র্যাভেলসের সাথে  #হিমাচলপ্রদেশ। হিমাচলের অনন্যসুন্দর উপত্যকায় পা রাখলে মনে হবে, প্রকৃতির যাবতীয় রূপ যেন এ...
15/02/2024

চলুন তারকনাথ ট্র্যাভেলসের সাথে #হিমাচলপ্রদেশ। হিমাচলের অনন্যসুন্দর উপত্যকায় পা রাখলে মনে হবে, প্রকৃতির যাবতীয় রূপ যেন এখানেই।
#সাংলা, হিমাচলের অসামান্য সুন্দর পাহাড়ে ঘেরা উপত্যকা। রুক্ষ পাহাড়ের গায়ে ঝুলে থাকা পাথর আর তারই বুক চিরে চলে গিয়েছে ভয়ঙ্কর সুন্দর রাস্তা। ডান দিকে বয়ে চলেছে বসপা নদী। মে জুন মাসে গ্রামের প্রতিটি বাড়ির বাগানে লালআপেল আর গোল্ডেন আপেলের বাহার।
#ছিটকুল, পথের দু’পাশে সৌন্দর্যের ভাণ্ডার। যেন ঈশ্বরের সাজানো উপত্যকা। গোটা উপত্যকা বরফের চাদরে ঢেকে থাকে। ঠিক যেন বরফের বাগান। পাহাড়ের ঢালে পাইন, ওক আর দেওদারের আসবুজ বন্ধন। আঁকাবাঁকা পথ, মূল উপত্যকায় হাতে গোনা কিছু পরিবারের বসবাস। প্রতিটি পথের বাঁকে প্রকৃতির দৃশ্যপটের বদল। পথের সঙ্গী বসপা নদী।
হিমাচলের আরও একটি স্থান #কল্পা, এখানে এলে মনে হবে, প্রকৃতি তার আপন খেয়ালে প্রতি মুহূর্তে ছবি এঁকে চলেছে কল্পার ক্যানভাসে। ঢুকতেই দেখা মিলবে কিন্নর জেলার সদর শহর রেকংপিও। জ্মজমাট আর ভিড়ে ঠাসা। সদর শহর বলে কথা। ছোট্ট শহরের মাথার উপর বরফ মোড়া শৃঙ্গরাজদের ক্যানভাস। আঁকাবাঁকা পাহাড়ি পথের দু’পাশে পাইনের আতিশয্য। তারই ফাঁকে পবিত্র কৈলাস শৃঙ্গের হাসিমাখা মুখ। কাঠ, পাথরের সুন্দর ঘরবাড়ি আর সামদুব চোলিং বৌদ্ধগোম্ফা আর নারায়ণ-নাগিন মন্দির। এই গ্রামের আতিথেয়তা মুগ্ধ করবে। কল্পার গোল্ডেন আপেলের খ্যাতি জগৎজোড়া। এখানকার দুইটি সুন্দর স্থান ইকো পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট। এখানে কেনাকাটার জন্য আসতে হয় রেকংপিও-তে। সমগ্র হিমাচল প্রদেশ রূপের ডালি নিয়ে বসে আছে।
তাই আর দেরি না করে চলুন আমাদের তারকনাথ ট্র্যাভেলসের পরিচালনায় এগারো রাত্রি বারো দিনের সিমলা, কিন্নর কল্পা প্যাকেজে। শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনার মূল্যবান আসনটি নিশ্চিত করুন।
শুভ যাত্রা - ২৯শে মে, ২০২৪
ঘরে ফেরা - ০৯ই জুন, ২০২৪

অফিস – তারকনাথ ট্র্যাভেলস, শ্রীরামপুর হুগলী
ফোন বা হোয়াটসঅ্যাপ – ☎️👉৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯👈
২০২৩সালে সিমলা, কিন্নর কল্পা ভ্রমণের কিছু ছবি শেয়ার করা হলI

পৃথিবীর বুকে স্বর্গকাশ্মীর ভ্রমণযাত্রা  ২০.০৫.২৪তারকনাথ ট্রাভেলস- 7980792436এছাড়াও পাচ্ছেন,৭০০০ টাকা ছাড়১০ জনের গ্রুপের...
12/02/2024

পৃথিবীর বুকে স্বর্গ
কাশ্মীর ভ্রমণ
যাত্রা ২০.০৫.২৪
তারকনাথ ট্রাভেলস- 7980792436
এছাড়াও পাচ্ছেন,
৭০০০ টাকা ছাড়
১০ জনের গ্রুপের জন্য
যোগাযোগ করুন আজই
94330 15019

সুন্দরীর গরাণের মাঝে বাঘের থাবা দেখতে চান,চলুন ঘুরে আসি তারকনাথ ট্রাভেলস এর সাথে সুন্দরবনযোগাযোগ করুন আজই -94330 15019  ...
02/02/2024

সুন্দরীর গরাণের মাঝে বাঘের থাবা দেখতে চান,
চলুন ঘুরে আসি তারকনাথ ট্রাভেলস এর সাথে সুন্দরবন
যোগাযোগ করুন আজই -94330 15019



 #২০শেমার্চের  #কাশ্মীর প্যাকেজের বুকিং সম্পূর্ণ শেষ হয়ে গেছে।কিন্তু সকলের অনুরোধে ও চাহিদা থাকার কারণে আমরা আরও একটি প্...
31/01/2024

#২০শেমার্চের #কাশ্মীর প্যাকেজের বুকিং সম্পূর্ণ শেষ হয়ে গেছে।কিন্তু সকলের অনুরোধে ও চাহিদা থাকার কারণে আমরা আরও একটি প্যাকেজ নিয়ে এসেছি কাশ্মীরের #টিউলিপফেষ্টিবেল। এই প্যাকেজের বুকিং চলছে। আমাদের এই প্যাকেজে যারা যেতে চান। তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন ও নিজের মূল্যবান আসনটি নিশ্চিত করুন।
আমাদের ঠিকানা - #তারকনাথট্র্যাভেলস, শ্রীরামপুর হুগলী
ফোন বা হোয়াটসঅ্যাপ -☎️👉 ৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯👈
শুভ যাত্রা - ০৪/০৪/২০২৪

 #মাত্র ৫৭০০/- টাকায় তারকনাথ ট্র্যাভেলসের সাথে  #সুন্দরবনে   জীব বৈচিত্র্যে ভরপুর রয়্যাল বেঙ্গলের দেশে                 ...
30/01/2024

#মাত্র ৫৭০০/- টাকায় তারকনাথ ট্র্যাভেলসের সাথে #সুন্দরবনে
জীব বৈচিত্র্যে ভরপুর রয়্যাল বেঙ্গলের দেশে
শীতের মরসুম, তাই এই সময়টা একটু উপভোগ করুন অন্যরকম ভাবে। সবুজে ঘেরা অরণ্য আর নীল গহনের মাঝে তিনটে দিন চলুন ঘুরে আসি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবন।
শীতকালীন সুন্দরবনের প্যাকেজ এর তারিখ ২৩/০২/২০২৪ এবং ২৯/০৩/২০২৪
_______________________________________________
এছাড়াও প্রতি মাসের শুক্রবার সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা আছে।
ধর্মতলা টু ধর্মতলা
________________________________________________
শুভযাত্রা - ২৩/০২/২৪ এবং ২৯/03/2024
প্রত্যাবর্তন- ২৫/0২/2024 এবং ৩১/০৩/২০২৪
জনপ্রতি মাত্র -৫৭০০/- টাকা
ধর্মতলা থেকে ধর্মতলা ভায়া সাইনসিটি।
বছরের প্রতি #শুক্রবার ও #স্পেশাল দিনগুলিতে সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা আছে সে ক্ষেত্রে জন প্রতি খরচ কম-বেশি হতে পারে।

Sightseeing
গোসাবা #রবীন্দ্রনাথঠাকুরেরবাংলো , #পাখিরজঙ্গল, #সজনেখালিওয়াচটাওয়ার, #সুধন্যখালিওয়াচটাওয়ার, #পিরখালি, #গাজিখালি, #ঝড়খালি, #পঞ্চমুখানী, #দোবাঁকীওয়াচটাওয়ার, #নেতিধোপানী, #বুড়িরডাবরি ইত্যাদি।
সাথে রকমারি খাদ্য তালিকা :-
• সকালে লুচি/কচুরি,তরকারী/ছোলার ডাল,মিষ্টি,ডিম সিদ্ধ, চা
• দুপুরে ভাত,ডাল,ভাজা, তরকারি, মাছের কালিয়া/ রুই পোস্ত/ মাছের ঝাল , চাটনি ও পাপড়।
•বিকালে ফল,
• সন্ধ্যা এগ চাউ/পোকোড়া/বেগুনী, কফি
• রাত্রে:ভাত/ফ্রাইড রাইস ,ডাল,ভাজা, তরকারি, চিকেন/চিলি চিকেন/মটন কষা, স্যালাড
আমাদের প্যাকেজে কি কি থাকছে :-
১/ ধর্মতলা টু ধর্মতলা বাস
২/ পারমিশন
৩/ লঞ্চ / বোট সাফারী
৪/ প্রথম দিন সকালের টিফিন থেকে শুরু করে শেষ দিনের দুপুরের
খাবার পর্যন্ত সম্পূর্ণ চার বেলা খাবার।
৫/ একদিন গানের আসর/ ঝুমুর নাচ।
৬/ফ্যামিলি প্রতি হোটেল রুম ( দুজন একটা রুমে হলে জন প্রতি খরচ বাড়বে )।

আমাদের ঠিকানা – #তারকনাথট্র্যাভেলস, শ্রীরামপুর হুগলী
ফোন বা হোয়াটসঅ্যাপ – ☎️👉৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯👈

পরিষেবার ব্যাপারে কখনই #কম্প্রোমাইজ করিনা।
সমস্ত নিয়মাবলী মেনে আমরা ভ্রমন করাই।।
#সুন্দরবন

প্রকৃতি যেখানে ভয়ঙ্কর কে সাজিয়ে রেখেছে সুন্দর করে তাই হল  #সুন্দরবন। নদীতে কুমির , ডাঙায় বাঘ ও অজস্র প্রজাতির সাপ যেখানে...
24/01/2024

প্রকৃতি যেখানে ভয়ঙ্কর কে সাজিয়ে রেখেছে সুন্দর করে তাই হল #সুন্দরবন। নদীতে কুমির , ডাঙায় বাঘ ও অজস্র প্রজাতির সাপ যেখানে বসবাস করে। তাই ভয়ঙ্কর সুন্দর এই সুন্দরবন। যদিও সবাই বলে সুন্দরী গাছের আধিক্য থাকার কারণে সুন্দর বনের নামকরণ হয়েছে। কিন্তু গরান, কেওড়া, গোলপাতা, হেতাল,গর্জন গাছের আধিক্য কম নয়। আর এই সুন্দরবন এর বিশ্বজোড়া খ্যাতি আছে #দক্ষিনরায় এর জন্য।
আমরা প্রতি মাসের শুক্রবার করে ২রাত্রি ৩দিনের সুন্দরবন প্যাকেজ ট্যুর পরিচালনা করে থাকি। আমাদের সুন্দরবন প্যাকেজে আপনারাও যদি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের ঠিকানা – তারকনাথ ট্র্যাভেলস, শ্রীরামপুর হুগলী
ফোন বা হোয়াটসঅ্যাপ – ☎️👉 ৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯👈

 #নেপাল হল ভারতের একটি প্রতিবেশী দেশ যেখানে  #প্রাকৃতিকসৌন্দর্যে  ভরা। এখান থেকে  #মাউণ্টএভারেস্টের দূরত্ব খুবই কম। নেপা...
23/01/2024

#নেপাল হল ভারতের একটি প্রতিবেশী দেশ যেখানে #প্রাকৃতিকসৌন্দর্যে ভরা। এখান থেকে #মাউণ্টএভারেস্টের দূরত্ব খুবই কম। নেপালের যে কয়েকটি জনপ্রিয় #দর্শনীয় স্থান রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে #লুম্বিনী। এই লুম্বিনী শহরে #গৌতমবুদ্ধের জন্মস্থান, একটি বৌদ্ধ ধর্মের তীর্থস্থান। এই পবিত্র স্থানটিকে বৌদ্ধ ধর্মের লোকেরা খুব যত্ন এবং দায়িত্ব সহকারে প্রণীত ছোঁয়ায় রাখে। এই শহরটির রাস্তা ভারত এবং নেপালের সংযোগের প্রধান রাস্তা হিসেবে ব্যবহার করা হয়।

#ভক্তপুর, এই জায়গাটি হল নেপালের #কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত, এটি হল নেপালের সবচেয়ে ছোট একটি জেলা। নেপালের কাঠমান্ডু থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরেই এই জেলাটি, প্রাচীন রাজাদের বাসস্থান ছিল এই ভক্তপুর জেলায়। এই জেলা জুড়ে রয়েছে শুধু প্রাচীন ঐতিহ্যের পুরনো স্থাপনা। #পশুপতিনাথ মন্দির, পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিখ্যাত এই শিবমন্দির ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি এই দেশের প্রাচীনতম হিন্দু মন্দির। বলা হয় হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবের আরেক নাম পশুপতি।

#মনোস্কামনা মন্দির যাকে স্থানীয় ভাষায় অনেকেই মনকামনা মন্দির ও বলেন। মনোস্কামনা মন্দির নেপালের রাজধানী কাঠমাণ্ডূ থেকে পশ্চিমে ১৪০ কিলোমিটার দূরে উঁচু এক পাহাড়ের মাথায় অবস্থান করছে| মন্দিরের অধিষ্টাত্রী দেবী হলেন #মনোকামনা দেবী। মনের অভীষ্ট কামনা পূর্ণ করেন তাই অধিষ্ঠাত্রী দেবীর নাম মনোকামনা রাখা হয়েছে। সমগ্র নেপালবাসীর কাছে দেবী অত্যন্ত জনপ্রিয় ও জাগ্রত| কথিত আছে মনোকামনা দেবীর কাছে প্রার্থনা করলে #মনেরইচ্ছেপূরণ হয় তাই শুধু নেপাল নয় দেশ বিদেশ থেকেও দর্শণার্থীরা ছুটে আসেন| মনোস্কামনা মূলত দেবী ভগবতী, দুর্গা এবং কালীর মিশ্র রূপ।

#পোখরা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিমি পশ্চিমে অবস্থিত এবং নেপালের দ্বিতীয় সর্ববৃহৎ শহর| ভারতে যেমন কাশ্মীরকে ভুস্বর্গ বলা হয় তেমনই “নেপালের ভূস্বর্গ” বলা হয় এই পোখরাকে|দেখার মতো অসংখ্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থান রয়েছে পোখরায়। প্রথমে বলবো ডেভিস ফলসের কথা যা পোখারার অন্যতম আকর্ষন। ছোট একটি ঝর্ণার নাম #ডেভিসফলস। বহুকাল আগে এক দম্পতি ঝর্নায় নেমে স্নান করছিল। সেই সময়ে জলের তোড়ে ভেসে যান ওই মহিলা পর্যটক এবং কিছুদিন পর তার মৃত দেহ উদ্ধার করা হয়। পরবর্তিতে নেপাল সরকার মৃত ট্যুরিস্টের নামে ঝর্ণার নাম রাখে ডেভিস ফলস|পাহাড়ি এই ঝর্ণা বেশ সুন্দর এবং মনোরম|ডেভিস ফলসের উল্টো দিকেই রয়েছে #মহেন্দ্রগুহাটি মৃত রাজা মহেন্দ্র বির বিক্রম শাহাদেবের নামে নামাঙ্কিত|গুহার অভ্যন্তরের প্রাকৃতিক নিস্তব্ধতা|অন্ধকার ও বাদুড়ের ডানা এবং জলপ্রবাহের শব্দ বেশ গা ছম ছমে পরিবেশ সৃষ্টি করে| পোখরা ভ্রমন অসম্পূর্ন থেকে যাবে #বিন্ধ্যবাসিনীমন্দির না দেখলে, পোখরা অঞ্চলে বসবাসকারী হিন্দুদের কাছে অত্যন্ত ধর্মীয় গুরুত্ব বহন করে এই মন্দিরটি দেবী দুর্গাকে উৎসর্গীকৃত। বিন্ধ্যবাসিনী মন্দিরটি 1845 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকে ভগবতী এখানে প্রতিদিন পূজিতা হয়ে আসছে। আজও পশু বলি হয় এবং সাধারণত শনিবার এবং মঙ্গলবার বেছে নেয়া হয় বলির জন্য| পোখরা সম্পর্কে বলতে গেলে আরো একটি গুহার কথা বলতেই হয়| ডেভিস ফলস এর বিপরীতে রয়েছে #গুপ্তেশ্বর গুহা, ডেভিস ফলসের জল এই গুহার মধ্য দিয়ে যায়। এখানেই স্বেতি নদী ভূগর্ভ থেকে বের হয়েছে। প্রায় 3 কিমি দীর্ঘ এই গুহা পোখরার অন্যতম আকর্ষণ|

নেপালের দক্ষিণাঞ্চলের #চিতওয়ান ন্যাশনাল পার্ক। এখানে এক শিং বিশিষ্ট বিরল প্রজাতির গন্ডারসহ নানান ধরনের প্রাণী ও বিভিন্ন প্রজাতির হরিণ দেখা যায়। এখানে গাড়ী করে সাফারি করতে হয়।

#নাগরকোট, এখানে সূর্য ওঠার সময় অপার্থিব সোনালি আভা মন ছুঁয়ে যায়।
আমাদের তারকনাথ ট্র্যাভেলসের মে মাসের প্রথম গন্তব্য নেপাল। যারা আমাদের তারকনাথ ট্র্যাভেলসের সাথে এই প্যাকেজে যেতে আগ্রহী তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন ও নিজের আসনটি নিশ্চিত করে ফেলুন।

আমাদের ঠিকানা – #তারকনাথট্র্যাভেলস, শ্রীরামপুর হুগলী
☎️ফোন বা হোয়াটসঅ্যাপ – 👉 ৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯ 👈
শুভ যাত্রা – ১৫/০৫/২৪,৩০/০৫/২৪,১১/০৬/২৪,২০/০৮/২৪,২১/০৯/২৪,১০/১০/২৪,২২/১০/২৪,১২/১২/২৪,২৩/১২/২৪

চলুন  #তারকনাথট্র্যাভেলসের সাথে  #হিমাচলপ্রদেশ। হিমাচলের অনন্যসুন্দর উপত্যকায় পা রাখলে মনে হবে, প্রকৃতির যাবতীয় রূপ যেন ...
22/01/2024

চলুন #তারকনাথট্র্যাভেলসের সাথে #হিমাচলপ্রদেশ। হিমাচলের অনন্যসুন্দর উপত্যকায় পা রাখলে মনে হবে, প্রকৃতির যাবতীয় রূপ যেন এখানেই।
#সাংলা, হিমাচলের অসামান্য সুন্দর পাহাড়ে ঘেরা উপত্যকা। #কিন্নর জেলার এই উপত্যকাকে অনেকে বসপা বলেন। কিন্তু, পর্যটকদের কাছে সাংলা নামেই পরিচিত। রুক্ষ পাহাড়ের গায়ে ঝুলে থাকা পাথর আর তারই বুক চিরে চলে গিয়েছে ভয়ঙ্কর সুন্দর রাস্তা। ডান দিকে বয়ে চলেছে বসপা নদী। এই পথের শেষে নীল আকাশের নীচে #তুষারশুভ্রপাহাড়ের কোলে সাংলা উপত্যকার বিস্তার। সারাদিন #বরফেমোড়া শৃঙ্গে অবিরাম রংবদলের খেলা চলে। সাংলা শীতে বরফের চাদরে মুড়ে থাকে। মে জুন মাসে গ্রামের প্রতিটি বাড়ির বাগানে #লালআপেল আর #গোল্ডেনআপেলের বাহার। এখানে আছে কামরু দুর্গ। তবে দুর্গের অন্দরমহলে সাধারণের প্রবেশাধিকার নেই। এখানে #দেবীকামাখ্যার মন্দির। মন্দিরে চামড়ার জিনিস, মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। এখান থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্যাবলী আর সাংলা উপত্যকাকে দেখতে অসাধারণ লাগে। বসপা নদীর ধারে রেনবো ও ব্রাউন ট্রাউট ফিশিং-এর খ্যাতি আছে।

#ছিটকুল, সাংলা থেকে বসপা নদীর পাকদণ্ডী বেয়ে চলে আসা যায়। পথের দু’পাশে সৌন্দর্যের ভাণ্ডার। মাঝে পড়বে ছোট্ট এক জনপদ।পাহাড়, নদী আর নীল আকাশের উদারতা। এখানে একটি সুন্দরী নদী বয়ে গেছে। বসপা নদী, বয়ে এসেছে সুদূর তিব্বত ছুঁয়ে। নদীর ধার ঘেঁষে সবুজ ঘাসে ছেয়ে থাকে #রংবেরঙের ছোট্ট ছোট্ট ফুল। যেন ঈশ্বরের সাজানো উপত্যকা। গোটা উপত্যকা বরফের চাদরে ঢেকে থাকে। ঠিক যেন বরফের বাগান। পাহাড়ের ঢালে পাইন, ওক আর দেওদারের আসবুজ বন্ধন। আঁকাবাঁকা পথ, মূল উপত্যকায় হাতে গোনা কিছু পরিবারের বসবাস। প্রতিটি পথের বাঁকে প্রকৃতির দৃশ্যপটের বদল। পথের সঙ্গী বসপা নদী। যাওয়ার পথে এক অনাঘ্রাত সৌন্দর্য। এটি ভারতের শেষ গ্রাম। পুরু বরফের আস্তরণে ঢেকে যায় এই ছোট্ট গ্রাম। হিমেল আবহে মুড়ে থাকা এক নির্জন #অনাবিলসৌন্দর্যের সেরা ঠিকানা। এখানে আছে গ্রামের চিত্রলেখামাতার মন্দির, শিবমন্দির ও ৫০০ বছরের প্রাচীন দুর্গ।

হিমাচলের আরও একটি স্থান #কল্পা, এখানে এলে মনে হবে, প্রকৃতি তার আপন খেয়ালে প্রতি মুহূর্তে ছবি এঁকে চলেছে #কল্পারক্যানভাসে। ঢুকতেই দেখা মিলবে কিন্নর জেলার সদর শহর #রেকংপিও। জ্মজমাট আর ভিড়ে ঠাসা। সদর শহর বলে কথা। ছোট্ট শহরের মাথার উপর বরফমোড়া শৃঙ্গরাজদের ক্যানভাস। আঁকাবাঁকা পাহাড়ি পথের দু’পাশে পাইনের আতিশয্য। তারই ফাঁকে পবিত্র #কৈলাসশৃঙ্গের হাসিমাখা মুখ। কাঠ, পাথরের সুন্দর ঘরবাড়ি আর সামদুব চোলিং বৌদ্ধগোম্ফা আর নারায়ণ-নাগিন মন্দির। এই গ্রামের আতিথেয়তা মুগ্ধ করবে। কল্পার গোল্ডেন আপেলের খ্যাতি জগৎজোড়া। এখানকার দুইটি সুন্দর স্থান ইকো পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট। এখানে কেনাকাটার জন্য আসতে হয় রেকংপিও-তে। সমগ্র হিমাচল প্রদেশ রূপের ডালি নিয়ে বসে আছে।

তাই আর দেরি নাকরে চলুন আমাদের তারকনাথ ট্র্যাভেলসের পরিচালনায় এগারো রাত্রি বারো দিনের সিমলা, কিন্নর কল্পা প্যাকেজে। শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনার মূল্যবান আসনটি নিশ্চিত করুন।
আমাদের ঠিকানা – তারকনাথ ট্র্যাভেলস, শ্রীরামপুর হুগলী
ফোন বা হোয়াটসঅ্যাপ – ☎️👉৭৯৮০৭৯২৪৩৬/৯৪৩৩০১৫০১৯👈

Address

F 140, SAHID GOPINATH SAHA SMRITI SUPER MARKET, R M S MAIDAN
Serampore
712201

Opening Hours

Monday 10am - 9:30pm
Tuesday 10am - 9:30pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Telephone

+917980792436

Alerts

Be the first to know and let us send you an email when Taraknath Travels Hooghly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taraknath Travels Hooghly:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Serampore

Show All