Antaheen Tours & Travels

Antaheen Tours & Travels Complete Tour Solution

2024 সালের বসন্ত উৎসব এবার আমরা কালিম্পঙ জেলার একটি অফবিট জায়গাতে পালন করতে চলেছি, পাহাড়ের বুকে ছোট্ট একটি হোমস্টেতে তিন...
11/12/2023

2024 সালের বসন্ত উৎসব এবার আমরা কালিম্পঙ জেলার একটি অফবিট জায়গাতে পালন করতে চলেছি, পাহাড়ের বুকে ছোট্ট একটি হোমস্টেতে তিনদিন আমরা কাটাবো সকলের সাথে। এই সময়ে রডোডেনড্রন, ম্যাগ্নলিয়া এবং আরও বহু পাহাড়ি ফুলের দেখা পাওয়া যায়। সকলের সাথে আনন্দ আড্ডা খাওয়া দাওয়া বনফায়ার আর সাথে অবশ্যই দোল উৎসব। জায়গার নাম "শেরপাগাও"।লাভা থেকে 5km আগে।

এই জায়গাটি বার্ড ফোটোগ্রাফারদের জন্য খুব প্রিয়, চাইলে এই ট্যুরে আপনারা বার্ড ফোটোগ্রাফিটাও সেরে নিতে পারেন কেননা মার্চ মাস পাখির ছবি তোলার জন্য একদম আদর্শ সময়।

💥আমাদের এই ট্যুর শুরু হচ্ছে 24 মার্চ নিউ মাল জংশন থেকে এবং শেষ হচ্ছে 26 মার্চ নিউ মাল জংশন পৌঁছে।

💥💥 খরচ- 3499/head💥💥

এই ট্যুরে আমরা যা যা দেবো--
✅ নিউ মাল জংশন থেকে নিউ মাল জংশন অব্দি রিজার্ভ গাড়ি।
✅ সমস্ত সাইটসেয়িং
✅ প্রথমদিন লাঞ্চ থেকে শেষের দিন ব্রেকফাস্ট
✅ বনফায়ার
✅ হোলি উৎসব

আর মাত্র 4 জনের জায়গা রয়েছে, যারা আমাদের এই উৎসবে আসতে চান তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন।

শিয়ালদহ থেকে নিউ মাল জংশন আসার জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট এখনো কিছু available আছে।

বিস্তারিত যোগাযোগ- Antaheen Travels
9832036874,9832093718

বড়দিনে গ্রুপ ট্যুর পূর্ব নেপালে।4 Night 5 daysNjp to Njp💥 23rd Dec to 27th Dec 2023Including-✅ Njp to Njp Reserve car co...
17/09/2023

বড়দিনে গ্রুপ ট্যুর পূর্ব নেপালে।
4 Night 5 days
Njp to Njp

💥 23rd Dec to 27th Dec 2023

Including-
✅ Njp to Njp Reserve car cost
✅ Familywise room
✅ 1st day lunch to last day breakfast
✅ All Nepal permit
✅ All driver allownce
✅ All sightseeing

23 Dec- Njp থেকে সকাল ৯ টায় বেরিয়ে আমরা সোজা চলে যাবো নেপাল বর্ডার কাঁকরভিটায়, সেখান থেকে পার্মিট রেডি করে চলে যাবো চা বাগানে ঘেরা পূর্ব নেপালের সব থেকে সুন্দর শহর ইলামে। পথে বেশ কিছু জায়গায় sightseeing করবো। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সেরে নেবো লাঞ্চ। বিকেলের দিকে পায়ে হেটে দেখে নেবো Tea garden. বিদেশি মার্কেট। আজ রাত্রিবাস ইলামে

24 Dec - সকালে উঠে ব্রেকফাস্ট সেরে আজ আমরা চলে যাবো পাওভাঞ্জন, পথে সেরে বেশ কয়েকটি Sightseeing, ওখানে পৌঁছে সেরে নেবো লাঞ্চ। বিকেলে সূর্যাস্তর আলো দেখবো এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘার ওপর। আজ রাত্রিবাস "পাওভাঞ্জন"।

25 Dec- আজ খুব ভোরে উঠে আমরা যাবো ৮ কিমি দূরে সাধুটার লেকে। এই লেকের একদিকে কাঞ্চনজঙ্ঘা শ্রেণী ও ওপর দিকে মাকালু এভারেস্ট দৃশ্যমান। ভাগ্য সাথ দিলে তুষারপাত পেতেও পারি।কিছুটা সময় কাটিয়ে আমরা পাওভাঞ্জন ফিরে এসে সেরে নেবো ব্রেকফাস্ট তারপর আজ আমাদের গন্তব্য "মাবো"।

মাবো পৌঁছনোর রাস্তায় দেখতে পাবো লেকে ও বিভিন্ন পাহাড়ি নদী ও ঝর্ণা। মাবো পূর্ব নেপালের একটি সুন্দরী গ্রাম, এই গ্রামে রয়েছে হাতে গোনা মাত্র কয়েকটি বাড়ি, জঙ্গল ও পাহাড়ি নদী ঘেরা একটাইমাত্র হোমস্টে যেখানে আমরা থাকবো। মাবো পৌঁছে ফ্রেশ হয়ে সেরে নেবো লাঞ্চ। বিকেলে নদীর ধারে বা লোহার ঝুলন্ত ব্রিজে সময় কাটিয়ে নেবো। সন্ধ্যে বেলায় থাকছে campfire ও সাথে জমিয়ে আড্ডা। আজ রাত্রিবাস "মাবো"-তেই।

26 December- ব্রেকফাস্ট সেরে মাবো- কে বিদায় জানিয়ে চলে যাবো পূর্ব নেপালের আরেকটি সুন্দর অফবীট জায়গাতে যার নাম " শ্রীন্তু"। হোমতে পৌঁছে সেরে নেবো লাঞ্চ তারপর চলে যাবো অন্তু লেকে, চাইলে আপনারা বোটিং করতে পারেন। সন্ধ্যে বেলায় থাকছে বনফায়ার ও বার্বিকিউ। আজ রাত্রিবাস অন্তুতে।

27 Dec- খুব ভোরে উঠে ভিউ পয়েন্ট থেকেও সির্যোদয় দেখবো। এখানে থেকে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ দেখা যায়। হোমস্টেতে ফিরে সেরে নেবো ব্রেকফাস্ট।আজ আমাদের ফেরার দিন তবে ফেরার সময় আমরা কন্যাম sightseeing করে Njp ফিরবো।
সাথে নিয়ে যাবো ফিরবো নেপালের স্মৃতি ও ভালোবাসা।

💥 সম্পূর্ণ ট্যুরে আমরা থাকছি আপনাদের সাথে💥

⭕খরচ- 11800/-/জনপ্রতি, Njp to Njp⭕

Contact for more Details- Antaheen Travels
9832036874,9832093718

সান্দাকফু_Holi_group_ট্যুর 2023 #দোল পূর্ণিমার রাতে চাঁদের আলোয় যদি চোখের সামনে  #কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয় তাহলে কেমন ...
11/01/2023

সান্দাকফু_Holi_group_ট্যুর 2023

#দোল পূর্ণিমার রাতে চাঁদের আলোয় যদি চোখের সামনে #কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয় তাহলে কেমন হয়। এই দৃশ্য কিন্তু খুবই #দুর্লভ। ঠিক এরকমই কিছু দৃশ্যর সাক্ষী থাকতে আমরা যাচ্ছি আগামী মাসে #সান্দাকফুতে। সাথে পেতে পারি তুষারপাত।

🏡7th March-আমরা ট্যুর শুরু করবো Njp থেকে সকাল 8 টায়(8am). গাড়িতে উঠে আমরা প্রথমদিন পৌঁছে যাবো পাহাড়ি রাস্তা ধরে মানেভঞ্জন। ওখানে পৌঁছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পার্মিট রেডি করে চলে যাবো চিত্রে। চিত্রে একটি সুন্দর ভ্যালি যেখান থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা তেমনি দেখতে পাবেন ১০০ বছরের পুরোনো বৌদ্ধ গুমফা। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা পায়ে হেটে দেখে নেবো চিত্রে ভ্যালিকে। সন্ধ্যে বেলায় চায়ের আড্ডা ও গল্প। চাঁদের আলোয় চিত্রে ভ্যালি অসাধারণ লাগে। ওখান থেকে দেখতে পাবেন রাতের মিরিককে। আজ রাত্রিবাস #চিত্রে হোমস্টেতে।

🏡8th March- ব্রেকফাস্ট সেরে লাগেজ গাড়িতে তুলে আজ যাবো স্বপ্নের সান্দাকফুতে, পথে একবার দাঁড়াবো টংলু,গৈরিবাসে, এখানে খুবই ভালো মোমো পাওয়া যায়, চাইলে অবশ্যই খেয়ে দেখতে পারেন. এরপর সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের জঙ্গলের ভেতর দিয়ে পৌঁছে যাবো কালিপোখড়ি লেক, একটু দাঁড়িয়ে ছবি অবশ্যই তুলবো. চাইলে কেউ কিছুটা রাস্তা ট্রেকিং করেও নিতে পারেন, গাড়িতো সাথেই থাকবে. কালিপখড়ি থেকে 6 কিমি সান্দাকফু. এবড়ো খেবড়ো রাস্তা পার করে সান্দাকফু পৌঁছলেই সব ক্লান্তি দূর হয়ে যাবে.

হোটেল Sunrise এ আমরা থাকবো আর এই রুটের এটাই সব থেকে সেরা হোটেল. দুপুরের লাঞ্চ সেরে কেউ যদি দারুন সূর্যাস্ত দেখতে চান তাহলে কিন্তু সামান্য দের কিলোমিটার হেটে Sunset দেখতে যাওয়া যেতে পারে. এখনথেকে সূর্যাস্ত দেখা সাথে মেঘের খেলা.... জাস্ট অসাধারণ. সামান্য রাস্তা টুকু ট্রেক করার মজাটাও দারুন. সবাই মিলে না হয় একটু বিকেলটা দারুন ভাবেই কাটাবো. সন্ধ্যে বেলায় চা স্ন্যাক্স নিয়ে গল্প আড্ডা হবে. রাতের বেলায় হোটেলের ছাদ থেকে দেখবো চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘাকে।আজ রাত্রিবাস #সান্দাকফুতে।

🏡9th March-আজ কিন্তু বেশ সকালে উঠতে হবে সূর্যোদয় দেখার জন্য. আর তার জন্য আমাদের বেশি দূর হেটে যেতে হবেনা, ঠিক রুম থেকে বেরিয়ে সোজা দোতালার ছাদে চলে যাবো যেখান থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা শ্রেণী এবং মাকালু লৎসে, এবং সবার প্রিয় পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে. সাথে আরও বহু অজানা সাদা পর্বত শৃঙ্গ. হাতে গরম চায়ের কাপ নিয়ে এরকম দৃশ্য দেখার মজাই আলাদা.

এরপর ব্রেকফাস্ট সেরে লাগেজ গাড়িতে তুলে ধীরে ধীরে চলে আসবো টুমলিং। টুমলিং পৌঁছে রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে সেরে নেবো লাঞ্চ, বিকেলের দিকে পায়ে হেটে দেখবো টুমলিং গ্রাম ও কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যোদয়ের আলো। রাতের বেলায় চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘাতো অবশ্যই দেখবো। আজ রাত্রিবাস #টুমলিং।

🏡10th March- সকালে সূর্যোদয় দেখে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো মানেভঞ্জন। তারপর গাড়ি বদলে চলে আসবো Njp তে। এবারের ট্যুর এখানেই শেষ।

ট্যুর শেষে যে যার মতো ট্রেন ধরে বাড়ির পথে। সাথে নিয়ে ফিরবো একরাশ আনন্দ ও সান্দাকফুর স্মৃতি।

🌀 সম্পূর্ণ ট্যুরে আমরা আপনাদের সাথেই থাকবো🌀

Antaheen Travels Siliguri
Email id- [email protected]
Regist No- 0917P7662163971
Contact- 📞9832093718, 📞7001779199,📞7908778542 📞 9832036874

Telegram channel link, যেখানে আমাদের বিভিন্ন ট্যুরের ডিটেইলস পাবেন 👇

Tour & Travels Solution
https://t.me/antaheentravelsofficial

সান্দাকফুHoli_groupট্যুর 2023 #দোল পূর্ণিমার রাতে চাঁদের আলোয় যদি চোখের সামনে  #কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয় তাহলে কেমন হয়...
24/11/2022

সান্দাকফুHoli_groupট্যুর 2023

#দোল পূর্ণিমার রাতে চাঁদের আলোয় যদি চোখের সামনে #কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয় তাহলে কেমন হয়। এই দৃশ্য কিন্তু খুবই #দুর্লভ। ঠিক এরকমই কিছু দৃশ্যর সাক্ষী থাকতে আমরা যাচ্ছি আগামী মাসে #সান্দাকফুতে। সাথে পেতে পারি তুষারপাত।

এবারের ট্যুর আমাদের ৩ রাত ৪ দিনের জন্য, শুরু করবো Njp থেকে এবং শেষ হবে Njp তে এসে।
💥7th March to 10th March 2023.💥

Including--
✅️ Njp to Njp Car cost
✅️ Landrover cost
✅️ Driver accommodation cost
✅️ All sightseeing cost
✅️ Family basis room & Veg, Non veg Food
✅️ Expart Guide

 #উত্তরবঙ্গের পাহাড় নদী জঙ্গল এবং এখানকার আবহাওয়া সমস্ত পর্যকদের কাছে খুবই আকর্ষণনীয়।বছরের বিভিন্ন ঋতুতে আমাদের উত্তরবঙ্...
17/09/2022

#উত্তরবঙ্গের পাহাড় নদী জঙ্গল এবং এখানকার আবহাওয়া সমস্ত পর্যকদের কাছে খুবই আকর্ষণনীয়।
বছরের বিভিন্ন ঋতুতে আমাদের উত্তরবঙ্গের শোভা বড়োই বিচিত্রময়। বর্ষায় যেমন চারদিকে সবুজ তেমনি শরৎ ও শীতের সময়ে অপরূপ কাঞ্চনজঙ্ঘার দেখার সৌভাগ্য। সব মিলিয়ে সৌন্দর্যে ভরা উত্তরবঙ্গ।

আমরা Antaheen Travels এর পক্ষ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ট্যুর করিয়ে থাকি। কখনো তিন রাত বা চার রাতের ট্যুর কিংবা আরও বেশি ঠিক আপনাদের যেমনটি পছন্দ। আমাদের সব থেকে বেশি কাজ হয় সান্দাকফু রুটে, ট্রেকিং, ল্যান্ডরোভার ট্যুর বা যে কোনো ধরণের photography ট্যুর আমরা করিয়ে থাকি তাছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন অফবিট জায়গাতে রয়েছে আমাদের হোমস্টে।

আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সঠিক প্ল্যান ও সম্পূর্ণ ভাবে গাইড করে দিতে পারবো একজন লোকাল মানুষ হিসেবে।

আপনারা ঘুরতে আসুন, দায়িত্ব আমাদের আপনাকে সঠিকভাবে ঘুরিয়ে দেখানোর।

আমাদের যোগাযোগ -
Antaheen Travel, Siliguri
Regist No- 0917P7662163971
Office- Soudamini Bhawan, Siliguri, Word no- 20, pin - 734001
Email- [email protected]
📞 9476455422,9832093718, 7001779199, 7908778542📞

21/07/2022

|| চা বাগানে ঘেরা পূর্ব নেপাল ||

চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গায় দেখতে চাইলে ঘুরে আসুন পূর্ব নেপালে। এমন একটি ট্যুর যেখানে আপনারা পাবেন পাহাড়, লেক ও চা বাগানের ওপর অবস্থিত সুসজ্জিত হোমস্টেতে থাকার সুযোগ, রয়েছে হর্স রাইডিং, বোটিং, চাইলে ছোট্ট ট্রেকিং করে নিতে পারেন। রয়েছে সূর্যোদয় দেখার অসাধারণ একটি ওয়াচ টাওয়ার। ট্যুর শেষে রয়েছে বিদেশী দোকানের ভান্ডার, আপনারা আপনাদের মার্কেটিং করেছি নেওয়ার সুযোগ পেয়ে যাবেন।

4 দিনের ট্যুরে আপনি থাকবেন একদম প্রকৃতির মাঝে।

ডিটেইলস প্ল্যান ও খরচের এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

Antaheen Travels, siliguri.
9486455422,9832093718
Regist No- 0917P7662163971
Whatsapp link- https://wa.me/message/WSA7SJFY5YODE1

আমরা যা যা Provide করবো-
✅️ Njp to Njp vehicle cost
✅️ all vehicle permit cost
✅️ All Sightseeing cost
✅️ Food & Lodging( 1st day lunch to last day breakfast)

আমরা যা যা provide করবোনা--
🚫 কোনো রকম এন্ট্রি ফী
🚫 হর্স রাইডিং, বোটিং খরচ
🚫 আলাদা কোনো খাওয়ার খরচ যেমন, Package drinking water, soft drinks, Hard drinks etc
🚫 কোনোরকম মেডিকেল কস্ট।
🚫 ব্যক্তিগত কেনাকাটার খরচ

এই ট্যুর customized বা গ্রুপেও করতে পারেন। রুম double/triple/4 sharing basis রয়েছে।

আপনারা বছরের যে কোনো সময়ে এই ট্যুর করতে পারেন।

🌄মে মাসের গরমের ছুটিতে চলুন আমাদের সাথে সান্দাকফু.🌀আমাদের গ্রুপ ট্যুর শুরু হচ্ছে 25th May Njp থেকে এবং শেষ হচ্ছে 28th Ma...
15/03/2022

🌄মে মাসের গরমের ছুটিতে চলুন আমাদের সাথে সান্দাকফু.

🌀আমাদের গ্রুপ ট্যুর শুরু হচ্ছে 25th May Njp থেকে এবং শেষ হচ্ছে 28th May Njp তে এসে.

🔻সোলো ট্রাভেলস যারা করেন তারাও আমাদের সাথে যেতে পারেন.

ট্যুরের একটি সংক্ষিপ্ত বিবরণ দিলাম, বিস্তারিত বিবরণের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন --
Antaheen Travels, Siliguri
Email id- [email protected]
Regist No- 0917P7662163971
Contact- 📞9476455422,📞9832093718, 📞7001779199,📞7908778542

🏡25th May আমরা journey শুরু করবো সকাল 9 টায় Njp থেকে. নিমিষেই শিলিগুড়ি ছাড়িয়ে পাহাড়ে পথ ধরে পৌঁছে যাবো পাইন গাছ ও রহস্যময়ী কুয়াশায় ঘেরা লেপচাজগৎ. মে মাসের গরমের ছুটি কাটানোর জন্য লেপচাজগৎ হলো সব থেকে আদর্শ জায়গা যেখানে পাবেন শীতের ছোঁয়া. ওখানে পৌঁছে যে যার রুমে ঢুকে ফ্রেশ হয়ে সেরে নেবো গরম গরম লাঞ্চ তারপর একটু বিশ্রাম. বিকেলে চলে যাবো ভিউ পয়েন্ট যেখান থেকে অসাধারণ সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায় তার সাথে পাহাড়ের ওপর দার্জিলিং শহর. সন্ধ্যে বেলায় চলবে চায়ের আড্ডা সাথে পকোড়া. রাতের ডিনার সেরে আজ ঘুম ঠান্ডার দেশে.

🏡 26th May- খুব সকালে উঠে 2 মিনিট হেটে যাবো কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যোদয়ের রং-বেরঙের আলোর খেলা দেখতে. তারপর হোমস্টেতে ফিরে সেরে নেবো ব্রেকফাস্ট. এবার আমাদের গন্তব্য টুমলিং. লেপচাজগৎ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাবো মানেভাঞ্জন. সেখানে গাড়ির পার্মিট এন্ট্রি ফী সব রেডি করে এবার বসে পড়বো ল্যান্ডরোভারে. টুমলিং যাওয়ার আগে আমরা অবশ্যই দেখবো চিত্রে ভ্যালি, মেঘমা, টংলু. টংলু থেকেও অসাধারণ লাগে কাঞ্চনজঙ্ঘা দেখতে, কিছুক্ষন দাঁড়িয়ে ওখানে ছবিতো তুলতেই হয়. টুমলিং পৌঁছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সেরে নেবো লাঞ্চ. বিকেলে সবাই মিলে টুমলিং গ্রাম দেখতে বেরোবো পায়ে হেটে. বিকেলে থাকবে চা ও স্ন্যাক্স. রাতের ডিনার সেরে ঘুম.

🏡 27th May- শিখর লজের ব্রেকফাস্টটা খুবই অসাধারণ হয়. ব্রেকফাস্ট সেরে লাগেজ গাড়িতে তুলে আজ যাবো স্বপ্নের সান্দাকফুতে, পথে একবার দাঁড়াবো গৈরিবাসে, এখানে খুবই ভালো মোমো পাওয়া যায়, চাইলে অবশ্যই খেয়ে দেখতে পারেন. এরপর সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের জঙ্গলের ভেতর দিয়ে পৌঁছে যাবো কালিপোখড়ি লেক, একটু দাঁড়িয়ে ছবি অবশ্যই তুলবো. চাইলে কেউ কিছুটা রাস্তা ট্রেকিং করেও নিতে পারেন, গাড়িতো সাথেই থাকবে. কালিপখড়ি থেকে 6 কিমি সান্দাকফু. এবড়ো খেবড়ো রাস্তা পারি করে সান্দাকফু পৌঁছলেই সব ক্লান্তি দূর হয়ে যাবে.

হোটেল Sunrise এ আমরা থাকবো আর এই রুটের এটাই সব থেকে সেরা হোটেল. দুপুরের লাঞ্চ সেরে কেউ যদি দারুন সূর্যাস্ত দেখতে চান তাহলে কিন্তু সামান্য দের কিলোমিটার হেটে Sunset দেখতে যাওয়া যেতে পারে. এখনথেকে সূর্যাস্ত দেখা সাথে মেঘের খেলা.... জাস্ট অসাধারণ. সামান্য রাস্তা টুকু ট্রেক করার মজাটাও দারুন. সবাই মিলে না হয় একটু বিকেলটা দারুন ভাবেই কাটাবো. সন্ধ্যে বেলায় চা স্ন্যাক্স নিয়ে গল্প আড্ডা হবে.

🏡28th May- আজ কিন্তু বেশ সকালে উঠতে হবে সূর্যোদয় দেখার জন্য. আর তার জন্য আমাদের বেশি দূর হেটে যেতে হবেনা, ঠিক রুম থেকে বেরিয়ে সোজা দোতালার ছাদে চলে যাবো যেখান থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা শ্রেণী এবং মাকালু লৎসে, এবং সবার প্রিয় পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে. সাথে আরও বহু অজানা সাদা পর্বত শৃঙ্গ. হাতে গরম চায়ের কাপ নিয়ে এরকম দৃশ্য দেখার মজাই আলাদা.

এরপর ব্রেকফাস্ট সেরে লাগেজ গাড়িতে তুলে ধীরে ধীরে চলে আসবো মানেভাঞ্জন. এখানে গাড়ি বদলে ফিরবো Njp. Njp তে ফেরার পর আমাদের ট্যুর শেষ. এবার সবার বাড়ি ফেরার পালা, সাথে নিয়ে ফিরবো এই চারদিনের মধুর স্মৃতি.

সব মিলিয়ে আমাদের তিন রাত চার দিনের ট্যুর, সম্পির্ণ ট্যুরে আমরা আপনাদের সাথেই থাকবো.

আর বেশি দেরি না করে আমাদের সাথে জগজাগ করুন কেননা রুম কিন্তু আমাদের কাছে আর বেশি নেই. এই মুহূর্তে শুধু 2 টো ডাবল বেড রুম ও 3 টে ট্রিপল বেড রুম খালি রয়েছে.

আমাদের 📞কল বা হোয়াটস্যাপ করুন সেখানে আমরা জানিয়ে দেবো আপনাদের জন্য আমরা কি গাড়ি, কেমন হোটেল কেমন খাওয়ার ব্যবস্থা করেছি এবং এই ট্যুরে কি কি আমরা দিচ্ছি ও কি কি দিচ্ছিনা তার ডিটেলস অবশ্যই কত খরচ সম্পূর্ণ ট্যুরের.

01/03/2022

💥মে মাসের গরমের ছুটিতে চলুন আমাদের সাথে গ্রুপ ট্যুরে #সান্দাকফু.
💥Come on a summer vacation in May with us on a group tour of .

🔻Journey start 25th May 2022 From Njp
🔻Journey End to Njp 28th May

3 Night 4 Days.

🏡 25th May stay
🏡 26th May stay
🏡 27th May stay

Visit- any Many more places.

Including--
✅️ Food & Lodging
✅️ All vehicles cost
✅️ All Landrover cost.
✅️ All sightseeing cost

সম্পূর্ণ ট্যুর প্ল্যান জানতে যোগাযোগ করুন ( Contact for more details)
Antaheen Travels, Siliguri
Regist no- 0917P7662163971
Email id- [email protected]
📞9832093718,7908778542,9476455422📞

এবার  #হোলির ছুটি কাটাতে আমরা  #গ্রুপ ট্যুরে যাচ্ছি সান্দাকফু... সাথে একদিন থাকবো বাঙালির প্রিয় দার্জিলিং. দেখবো 💥Rodhod...
01/02/2022

এবার #হোলির ছুটি কাটাতে আমরা #গ্রুপ ট্যুরে যাচ্ছি সান্দাকফু... সাথে একদিন থাকবো বাঙালির প্রিয় দার্জিলিং. দেখবো 💥Rodhodendron ফুল সাথে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ও 💥এভারেস্ট আর কপাল ভালো থাকলে 💥তুষারপাত কেননা এই সময়টাই সব থেকে সেরা সময়.

🔊ট্যুর Details--

🏡18th March- Njp থেকে ট্যুর শুরু করবো সকাল আটটায়( 8am). ওখান থেকে বেরিয়ে রোহিনী কার্শিয়াং টুং সোনাদা ঘুম লেপচাজগৎ পেরিয়ে পৌঁছে যাবো মানেভাঞ্জন.
মানেভঞ্জন পৌঁছে আমরা সমস্ত পার্মিট রেডি করে চলে যাবো টুমলিং. পথে দেখে নেবো চিত্রে, লামেধুরা, মেঘমা, টংলু.
টুমলিং পৌঁছে যে যার রুমে ঢুকে ফ্রেশ হয়ে সেরে নেবো লাঞ্চ.
বিকেলে দেখবো সূর্যাস্তর আলো কাঞ্চনজঙ্ঘার ওপর.
সন্ধ্যে বেলায় থাকছে গরম গরম চা ও ভেজ পকোড়া. রাত্রিবাস এখানেই আজ.

🏡19th March- সকালের ব্রেকফাস্ট সেরে আমরা আজ যাবো সান্দাকফু. পথে দেখবো,গৈরিবাস, কালিপোখড়ি, বিকেভাঞ্জন. সান্দাকফু পৌঁছে লাঞ্চ সেরে একটু রেস্ট, বিকেলে হোটেলের সামনে বা ছাদ থেকেই দেখা সূর্যাস্ত. রাত্রিবাস আজ এখানেই.

🏡20th March- খুব ভোরে উঠে আজ Sunrise দেখবো, তারপর ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে চলে আসবো দার্জিলিং, অবশ্যই মানেভঞ্জন পৌঁছে গাড়ি change করে. দার্জিলিং পৌঁছে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে সেরে নেবো লাঞ্চ. বিকেলে একটু ঘোরাঘুরি মাল রোডে, রাত্রিবাস আজ এখানেই.

🚗21st March- ব্রেকফাস্ট সেরে আজ আমরা Njp ফিরবো, তার আগে দেখে নেবো Zoo, Peace pagoda, Hmi rock ও বাতাসিলুপ. তারপর ওখান থেকে সোজা রোহিনী হয়ে Njp.

💥থাকবো আমরা ওই রুটের #সেরা হোটেলগুলোতে.
যেখানে আপনি পাবেন সব ফ্যামিলি মতো রুম, 👉এই মুহূর্তে আমাদের কাছে শুধু মাত্র 2 টা ট্রিপল এবং একটি 4 বেড রুম খালি রয়েছে👈

📌NB- আমাদের group tour Start করবো সকাল আটটায় Njp থেকে, তাই চেষ্টা করবেন Morning 8am এর আগেই Njp পৌঁছে যেতে অর্থাৎ সকাল 8am এর আগে যে ট্রেনগুলো Njp আসে সেগুলোতেই টিকিট করবেন.

আমরা যা যা দিচ্ছি এই ট্যুরে --
✅️ Njp থেকে Njp সমস্ত গাড়ির খরচ( Sumo/bolero)🚗
✅️ সমস্ত ল্যান্ডরোভার খরচ🚗
✅️ সব জায়গাতে থাকা খাওয়ার খরচ
✅️ প্রথমদিন লাঞ্চ থেকে শেষেরদিন ব্রেকফাস্ট
✅️ সমস্ত পার্মিট & পার্কিং ফী( Singalila National Park)
✅️ সান্দাকফু এবং দার্জিলিং sightseeing( 4 point) খরচ
✅️ সম্পূর্ণ ট্যুরে আমরা থাকছি আপনাদের সাথে.

Antaheen Travels Siliguri.
📞9476455422,📞9832093718, 📞7001779199,📞7908778542,📞
Email id- [email protected]

হোয়াটস্যাপ লিংক👇
https://wa.me/message/WSA7SJFY5YODE1

পূর্ণিমার চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখবেন? কিংবা ঝকঝকে নীল আকাশের নিচে কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট, মাকালু? তাহলে আর দেরি না ক...
06/06/2021

পূর্ণিমার চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখবেন? কিংবা ঝকঝকে নীল আকাশের নিচে কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট, মাকালু?

তাহলে আর দেরি না করে চলুন আমাদের সাথে সান্দাকফু গ্রুপ ট্যুরে.

18 th November to 21st November 2021.
এই সময়ে থাকছে ফুল মুন এবং ছুটি যেমন রাসযাত্রা, গুরুনানক জয়ন্তী সাথে শনিবার আর রোববার. তাই আর দেরি না করে বুকিং করুন.
সব মিলিয়ে 3 রাত ও 4 দিনের ট্যুর Njp to Njp.

ট্যুরের একটি সক্ষিপ্ত Details দিলাম--
18th Nov- সকাল বেলায় Njp থেকে স্টার্ট করবো ঠিক 9টায়.
শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা একে একে পার করবো Rohini, Kurseong, Sonada, Ghum.
পথে অবশ্যই একটা চা বিরতি নেবো রোহিনীতে.

লেপচাজগৎ পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নেবো তারপর যে যার মতো ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখতেও পারেন আবার চাইলে কেউ দার্জিলিং ঘুরেও আসতে পারেন. মাত্র 14কিমি লাগে ওখান থেকে.
সন্ধ্যের সময়তো থাকছেই চা পকোড়া ও গ্রুপের সাথে আড্ডা. আজ রাত্রিবাস লেপচাজগৎ.

19th Nov- আজ khub সকালে উঠে আমরা চলে যাবো লেপচাজগৎ ভিউ পয়েন্টে, সেখান থেকে দেখবো কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যোদয়ের আলো. অসাধারণ ফিলিং.
তারপর হোমস্টেতে ফিরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নেবো. এরপর luggage গাড়িতে রেখে চলে যাবো মানেভঞ্জন.
মানেভঞ্জন পৌঁছে পার্মিট রেডি করে ল্যান্ডরোভারে চড়ে বেরিয়ে পরবো. গন্তব্য সান্দাকফু.
এক এক করে দেখে নেবো চিত্রে, মেঘমা, টংলু, গাইরিবেশ, কালিপোখড়ি, বিকেভঞ্জন. সান্দাকফু পৌঁছে যে যার মতো রুমে পৌঁছে ফ্রেশ হয়ে নেওয়া.
বিকেলের পর সূর্যাস্ত দেখা হোটেলের ছাদ থেকেই. পুরো 360° ভিউ দেখা যায়.
সন্ধ্যে বেলায় হোটেলের ডাইনিং এ বসে চা পকোড়া ও আড্ডা গল্প.
এবার আসি চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখার প্রসঙ্গে.
সন্ধ্যা 7-8 পর থেকে চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠবে এবং তখনি ওই হোটেলের ছাদ থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে. সেই রূপ একদম মোহিত করে দেয়. রাতের ডিনার সেরে ঠান্ডার দেশে এবার ঘুম.

20 Nov- আজ কিন্তু বেশ ভোরবেলায় উঠতে হবে, সান্দাকফু থেকে সব চেয়ে ভালো দেখায় sunset & Sunrise তবে তার থেকেও সুন্দর দেখায় সূর্য ওঠার আগের আলো যা আকাশে বিভিন্ন রং এনে দেয় এবং তার সাথে জ্বল জ্বল করতে থাকা তারা.
সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পরবো টুমলিং. আজ সারাদিন বিশ্রাম এবং বেঁকে পায়ে হেটে আসে পাশে ঘোরা ও কাঞ্চনজঙ্ঘা দেখা. রাতে থাকছে জম্পেস ডিনার. সাথে যদি বন ফায়ার হয় তাহলে তো কোনো কথাই নেই.

21st Nov- সকালে বাফেট ব্রেকফাস্ট সেরে আমরা কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে চলে আসবো মানেভনজনে. গাড়ি চেঞ্জ করে এবার Njp.
ট্যুর কিন্তু এখানেই শেষ নয়.
ফেরার সময় দেখবো বিখ্যাত গোপাল ধারা চা বাগান, টিংলিং ভিউ পয়েন্ট. তারপর সমতলে নেমে আসা এবং Njp পৌঁছনো.

আমাদের এই ট্যুরে আমরা যা যা দিচ্ছি--
1) Njp থেকে Njp অব্দি একটি গাড়িতে 6 জন, যে গাড়িতে 9/10 জন বসার জায়গা তাতে মাত্র 6 জন করেই বসবো যাতে সবাই কমফোর্ট ফীল করে.
2) ল্যান্ডরোভারে 6 জন করেই.
3) প্রতিকটা থাকার জায়গা সব আপনাদের পরিবার হিসেবে থাকবে যেমন কারো ডাবল বেড রুম চাইলে পাবেন কিংবা ট্রিপল বা ফোর বেড রুম, অবশ্যই সাথে ওয়েস্টার্ন টয়লেট যুক্ত.
3) প্রথমদিন লাঞ্চ থেকে শেষের দিন ব্রেকফাস্টের ব্যবস্থা.
এই তিন রাতের থাকা খাওয়ার সব ব্যবস্থা থাকছে, morning Tea, Breakfast, Lunch, Evening snacks ও dinner. সব জায়গাতে থাকছে একবেলা ডিম ও আরেক বেলায় মাংস.

4) এই ট্যুর চলাকালীন njp to Njp যত এন্ট্রি ফী, পার্কিং কস্ট, ড্রাইভার ভাইদের থাকা খাওয়ার সব ব্যবস্থা আমরাই করছি.

এই ট্যুরে আমরা যা যা দিচ্ছিনা --
1) আপনার কোনো রকম খরচ যা ট্যুরে উল্লেখ নেই যেমন বাসের/ট্রেনের/ প্লেনের টিকিট. আপনার অতিরিক্ত কোনো খাওয়ার খরচ, যেমন মিনারেল জল, হার্ড ড্রিঙ্কস বা প্যাকেজের বাইরের কোনো কিছু.

এই ট্যুর নিয়ে আরও কিছু জানতে হলে অবশ্যই যোগাযোগ করুন-
Antaheen Travels
Tamang Tamang homes,lepchajagat
9476455422....9832093718

Address

Subhash Pally
Siliguri
734001

Telephone

+919832036874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Antaheen Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Antaheen Tours & Travels:

Videos

Share

Category


Other Travel Companies in Siliguri

Show All