Diya Tour & Travels

Diya Tour & Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diya Tour & Travels, Tour Agency, Uluberia.

বেছে নিন আপনার পরবর্তী গন্তব্য। পুজোর বুকিং নেওয়া শুরু হয়ে গেছে। পুজোর সব ট্যুর এর ট্রেনেটিকিট কাটা হবে জুন মাসে।বিস্ত...
02/05/2024

বেছে নিন আপনার পরবর্তী গন্তব্য। পুজোর বুকিং নেওয়া শুরু হয়ে গেছে। পুজোর সব ট্যুর এর ট্রেনেটিকিট কাটা হবে জুন মাসে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:-

দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস
𝐎𝐓 𝐫𝐨𝐚𝐝, 𝐔𝐥𝐮𝐛𝐞𝐫𝐢𝐚, 𝐇𝐨𝐰𝐫𝐚𝐡 -𝟕𝟏𝟏𝟑𝟏𝟔.
( 𝐍𝐞𝐞𝐚𝐫 𝐂𝐞𝐧𝐭𝐫𝐚𝐥 𝐁𝐚𝐧𝐤)
☎️ 𝟵𝟴𝟯𝟬𝟱𝟬𝟵𝟵𝟰𝟮 / 𝟵𝟴𝟴𝟯𝟵𝟮𝟵𝟱𝟱𝟵
[ 𝐈𝐒𝐎 𝟗𝟎𝟎𝟏:𝟐𝟎𝟏𝟓 𝐂𝐎𝐌𝐏𝐀𝐍𝐘 ]

Others Branch:-
🔸 𝐑𝐚𝐦𝐫𝐚𝐣𝐚𝐭𝐚𝐥𝐚 🔹 𝐁𝐞𝐡𝐚𝐥𝐚 🔸 𝐊𝐚𝐥𝐲𝐚𝐧𝐢 🔹 𝐌𝐮𝐤𝐮𝐧𝐝𝐚𝐩𝐮𝐫 & 🔸 𝐂𝐡𝐢𝐧𝐬𝐮𝐫𝐚𝐡.

পুজোর ট্যুরের ডালি নিয়ে এলাম আপনাদের জন্য। বেছে নিন আপনার পরবর্তী ভ্রমন..এর গন্তব্যস্থল একদম সেরা মূল্যে।যোগাযোগ :- দিয...
16/04/2024

পুজোর ট্যুরের ডালি নিয়ে এলাম আপনাদের জন্য। বেছে নিন আপনার পরবর্তী ভ্রমন..এর গন্তব্যস্থল একদম সেরা মূল্যে।
যোগাযোগ :- দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস
☎️ 𝟵𝟴𝟯𝟬𝟱𝟬𝟵𝟵𝟰𝟮 / 𝟵𝟴𝟴𝟯𝟵𝟮𝟵𝟱𝟱𝟵
🙏🙏

14/04/2024
While working towards the economic advancement of our country, let's take a moment to remember the many heroes who sacri...
26/01/2024

While working towards the economic advancement of our country, let's take a moment to remember the many heroes who sacrificed for our nation. Happy Republic Day.

We are blessed to have a leader like Subhash Chandra Bose who will keep inspiring us for generations to come. "Happy Sub...
23/01/2024

We are blessed to have a leader like Subhash Chandra Bose who will keep inspiring us for generations to come. "Happy Subhash Chandra Bose Jayanti."

26 জন অতিথিদের নিয়ে 5th January থেকে চলতে থাকা সুন্দরবন ট্যুরের কিছু মুহূর্ত। সৌজন্যে:- দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস
07/01/2024

26 জন অতিথিদের নিয়ে 5th January থেকে চলতে থাকা সুন্দরবন ট্যুরের কিছু মুহূর্ত।
সৌজন্যে:- দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস

05/01/2024

বাঙালি আর ভ্রমণ কথাদুটো খুব আন্তরিক ভাবে একে অপরের সাথে থাকে, আর তা যদি হয় ভূস্বর্গ কাশ্মীর, তবে তো আর কথাই নেই l

বিশেষ আকর্ষণ : দুধপাথরী ও সিনথান টপ।
তাও আবার মাত্র 22500/-

তাই আর দেরী না করে আজকেই আমাদের কল করুন এবং বুক করুন কাশ্মীর টুর প্যাকেজ।
বিস্তারিত জানতে কল করুন :
☎️ +91 9830509942
☎️ +91 9883929559

"নীল দিগন্তে..ওই ফুলের আগুন লাগলোলাগলো..।বসন্তে ওই সৌরভের শিখা জাগলো.."🌄 *চলুন ভারতের নর্থ ইস্ট  #অরুনাচল সফরে সাথে মা  ...
04/01/2024

"নীল দিগন্তে..
ওই ফুলের আগুন লাগলো
লাগলো..।
বসন্তে ওই সৌরভের শিখা জাগলো.."

🌄 *চলুন ভারতের নর্থ ইস্ট #অরুনাচল সফরে সাথে মা #কামাখ্যা দর্শণ তৎসহ #কাজিরাঙা* 🛕
অরুণাচল - এক সূর্যদয়ের দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের পীঠস্থান অরুণাচল প্রদেশ । ভারতের উত্তর - পূর্বাঞ্চলের একটি রাজ্য। সৌন্দর্য্যের ডালি নিয়ে আপনার অপেক্ষায়।
9রাত্রি 10দিনের এই মনমোহনর যাত্রাপথে একে একে দেখে নেব #ভালুকপং, #দিরাং , #তাওয়াং , #বমডিলা , #কাজিরাঙা এবং #কামাখ্যা সহ #গৌহাটি।
চাক্ষুষ করবেন এক অপার্থিব নৈসর্গিক #নর্থ_ইস্ট ।

♦️ ভ্রমন সূচি ♦️
🚉🚂 *19/4/24*... হাওড়া /শিয়ালদা থেকে ট্রেনে রওনা দেব গৌহাটির উদ্দেশ্যে রওয়ানা হব।

*20/4/24*... গৌহাটি হোটেলে পৌঁছে ,স্নান খাওয়া সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়ব মা কামাখ‍্যা দেবীর মন্দিরে পুজো দিতে। তারপর একে একে সম্ভব হলে, দেখে নেবো বহ্মপুত্র নদ ও ব্রীজ । আজ রাত্রিবাস গুয়াহাটি হোটেলে।

🚐 *21/4/24*... গৌহাটি থেকে ভালুকপঙ। যেতে যেতে সাইটসিইং। রাত্রি বাস *ভালুকপঙে* ।

🚐 *22/4/24*... জলখাবার খেয়ে বেরিয়ে পড়ব দিরাং এর উদ্দেশ্যে। #ভালুকপঙ থেকে ১৬৫ কিমি দূরে ৪৯১০ ফিট উচ্চতায় অবস্থিত দিরাং এক অসাধারণ সুন্দর জায়গা। যেতে যেতে পথে দেখে নেব অর্কিড প‍্যারাডাইস "টিপ্পি", সর্ববৃহৎ অর্কিড বাগান, বমডিলা ভিউ পয়েন্ট, বমডিলা মনেস্ট্রি। রাত্রি বাস #দিরাং এ।

🚐 *23/4/24*... সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়ব তাওয়াং এর উদ্দেশ্যে। ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত তাওয়াং দিরাং থেকে ১৫৫ কিমি দূরে। এখানে আমরা দেখব কয়েকটি বহু প্রাচীন মনাস্ট্রি, অসাধারণ সুন্দর ভ‍্যালী, কিউয়ি গার্ডেন। এখানে আরও দেখব বরফে মোড়া সেলা পাস ১৩৭০০ ফুট উচ্চতায়, সেলা লেক। রাত্রিবাস #তাওয়াং হোটেলে।

🚐 *24/4/24*... এদিন সকালে *তাওয়াং* এর মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব "বুমলা পাস", PtSO লেক, সাঙ্গেতসার লেক যা "মাধুরী লেক" নামে খ‍্যাত ( এখানে "কোয়লা" হিন্দি সিনেমার শুটিং হয়েছিল )। ফিরে এসে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দর্শন এবং তাওয়াং এর লোকাল মার্কেটে একটু ঘোরাঘুরি। রাত্রিবাস #তাওয়াং হোটেলে।

🚐 *25/4/24*... সকালে জলখাবারের পর তাওয়াং থেকে #বমডিলা উদ্দেশ্যে রওনা দেব (১৭৫ কিমি)। দেখে নেব জং ওয়াটার ফলস (এখানেও কোয়েলা সিনেমার শুটিং হয়েছিল) এবং আরও অসাধারণ কিছু দৃশ্য আমাদের চোখে পড়বে। রাত্রিবাস *বমডিলায়*।

🚐 *26/4/24*... সকালের ব্রেকফাস্ট সেরে রওনা দেব #কাজিরাঙা র উদ্দ্যেশে। রাত্রিবাস *কাজিরাঙা*
হোটেলে।

🚐 🚂 *27/4/24*... সকালে সাফারি সেরে, ব্রেকফাস্ট সেরে এই দিন আমরা রওনা দেবো গৌহাটি স্টেশনের উদ্দ্যেশ্যে। আজ সারা রাত কাটবে ট্রেনে।

🏫 *28/4/24*... হাওড়া/শিয়ালদা/কলকাতা স্টেশন পৌছে সেখান থেকে যে যার বাড়ির অভিমুখে রওনা হব। সঙ্গে নিয়ে যাবো ফেলে আসা দিনের মধুর স্মৃতি। 🙏
☎️ +91 9830509942
☎️ +91 9883929559

Here's to health, wealth, and all-around success. Wishing you the best vibes and bubbly on New Year 2024! Happy New Year...
01/01/2024

Here's to health, wealth, and all-around success. Wishing you the best vibes and bubbly on New Year 2024! Happy New Year.

Wishing you a magical Christmas filled with joy and delightful moments.
25/12/2023

Wishing you a magical Christmas filled with joy and delightful moments.

03/12/2023

Thank you for the kind words! It always makes our day to hear such a positive response from all of You.

✅ Haridwar Trip Customer Feedback.

☎️ +91 9830509942 Or +91 9883929559
📍Diya Tour And Travels
Latibpur, Uluberia, Howrah- 711316

26/11/2023


-19th November to 26th November 2023.

20জন অতিথিদের নিয়ে, 19 শে নভেম্বর 23 থেকে চলতে থাকা #হরিদ্বার ট্যুরের আমরা এখন একদম শেষ পর্যায়ে। এই মুহূর্তে সবাই ট্যুর সম্পন্য করে ট্রেনে করে ফিরছে বাড়ির অভিমুখে।
ট্যুরের শেষে রইলো আমাদের অতিথিদের মূল্যবান #রিভিউ।
এছাড়া আমাদের অন্যান্য ট্যুরের গেস্ট দের মতামত শুনতে 👈 এই লিংকে ক্লিক করুন।
সৌজন্যে :- দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস
☎️ 𝟵𝟴𝟯𝟬𝟱𝟴𝟵𝟵𝟰𝟮 / 𝟵𝟴𝟴𝟯𝟵𝟮𝟵𝟱𝟱𝟵

22/11/2023
বেছে নিন আপনার পরবর্তী গন্তব্য। পথ চলার সাথী হবে দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস । 🙏
05/08/2023

বেছে নিন আপনার পরবর্তী গন্তব্য। পথ চলার সাথী হবে দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস । 🙏

আর মাত্র 5টা সিট খালি আছে এই ট্যুরে। আগ্রহী হলে সত্তর যোগাযোগ করুন।🙏দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস 098305 09942
28/07/2023

আর মাত্র 5টা সিট খালি আছে এই ট্যুরে। আগ্রহী হলে সত্তর যোগাযোগ করুন।🙏
দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস
098305 09942

 #হরিদ্বার/ #মুসৌরী/ #দেরাদুন  #তহেরি_লেক, #ভ্রমণ (৮রাত্রি ৯ দিন) -হর হর মহাদেব.….এই বার চলুন ইতিহাস, ধর্মস্থান, প্রাকৃত...
24/06/2023

#হরিদ্বার/ #মুসৌরী/ #দেরাদুন #তহেরি_লেক, #ভ্রমণ (৮রাত্রি ৯ দিন) -
হর হর মহাদেব.….
এই বার চলুন ইতিহাস, ধর্মস্থান, প্রাকৃতিক সৌন্দর্য সহ একাধিক সৌন্দর্য এবং মেলবন্ধনের সন্ধানে #উত্তরাখন্ডে। এবার গন্তব্য দেবাদি দেব মহাদেব এর দেবভুমি #হরিদ্বার। ৮রাত্রি/৯দিনের, হাওড়া থেকে হাওড়া এই ট্যুরে,
একে একে দেখে নেবো, #মনসা মন্দির, #চণ্ডী মন্দির, #হর - কি - পৌড়ি, #লক্ষ্মণ ঝোলা, #রাম ঝোলা, #কাঙ্খল, #দেরাদুন , #মৌসুরি ইত্যাদি দর্শনীয় স্থান। আর থাকবে একটি নতুন জায়গা, যা আপনাকে এবং আপনার ভ্রমন কে অন্যন্য করে তুলবে অন্য দের কাছে। সঙ্গে থাকবে গঙ্গা বক্ষে নয়নাভিরাম গঙ্গা আরতি দর্শন।
আসুন, দেখে নি একঝলকে..

🎇যাত্রা শুরু:- 19 শে নভেম্বর 2023.
⚙️ যাত্রা শেষ:- 27 শে নভেম্বর 2023
🔥জনপ্রতি - 9500টাকা ( ট্রিপল শেয়ার).
🟡🔴 শুধু মাত্র 2 জনের জন্য রুম হলে 10000টাকা জন প্রতি।
👶বাচ্চা দের:- ৫বছরের নিচে ফ্রী ( গাড়িতে সিট নিলে 2000টাকা)। ৫ থেকে ৭ বছর 5000টাকা লাগবে(ট্রেন টিকিট ছাড়া, গাড়ির সিট ধরে)। ৭বছরের উর্ধ্বে পুরো টাকা লাগবে।

#সংক্ষিপ্ত_সূচি:-

🌼 #প্রথম দিন :- আমরা সবাই মিলিত হবো হাওড়া স্টেশনে নির্দিষ্ট সময়ে। পারস্পরিক আলাপচারিতা সেরে আমরা উঠে পড়ব ট্রেনের নির্দিষ্ট কামরায়। যাত্রা শুরু..

🌼 #দ্বিতীয় দিন:- আজ সারাদিন রাত, কাটবে ট্রেনের মধ্যে। কু..ঝিক ঝিক..আওয়াজ, ঘুমপাড়ানি দুলুনি, আর নির্ভেজাল আড্ডায় কাটবে, এক স্বরনীয় দিন ।

🌼 #তৃতীয় দিন:- সকালে নেমে পড়া হরিদ্বার স্টেশন। সেখান থেকে হরিদ্বার হোটেল এবং গঙ্গা ঘাট ও আরতি দর্শন। দেখে নেবো স্থানীয় কিছু দর্শনীয় স্থান নিজের মত করে । রাত্রি যাপন হরিদ্বার হোটেলে।

🌼 #চতুর্থ দিন: - হরিদ্বার থেকে হৃষিকেশ, লক্ষণঝুলা, রামঝুলা, নীলকণ্ঠ(সম্ভব হলে) সহ আরো বহু দর্শনীয় স্থান ভ্রমণ করে হরিদ্বারে রাত্রিযাপন।

🌼 #পঞ্চম দিন: - হরিদ্বার থেকে দেরাদুন ও মুসৌরী । একে একে দেখে নেবো সহস্র ধরা, কেমটি ফলস, মুসৌরি ম্যাল ইত্যাদি এবং রাত্রিযাপন মুসৌরি হোটেলে ।

🌼 #ষষ্ঠ দিন: - আজ দেখব অচেনা হরিদ্বার। এক নতুন স্পট , যা অনেকের কাছেই অজানা। #তহেরি_লেক lake..। যা ওয়াটার স্পোর্টস অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এক স্বর্গ । দেব ভূমির নতুন আকর্ষণ। রাত্রিবাস হরিদ্বার এ।

🌼 #সপ্তম দিন:- আজ যে যার মতো করে সময় কাটান। এই সুযোগে সেরে ফেলুন কেনাকাটা (মার্কেটিং)। রাতের খাবার সম্পন্ন করে ধরবো ফেরার ট্রেন হরিদ্বার স্টেশন থেকে।

🌼অষ্টম দিন:- সারা দিন কাটবে ট্রেনে। জমিয়ে আড্ডা, গল্প, দিয়ে কেটে যাবে সারাদিন।

🌼 নবম দিন:- সকাল এ পৌঁছে যাবো হাওড়া স্টেশন। সেখান থেকে যে যার বাড়ির উদ্দেশে রওনা হব। সাথে করে নিয়ে যাবো, ফেলে আসা দিনের মধুর স্মৃতি। ট্যুর শেষ।🙏

✅ #প্যাকেজে যা যা থাকবে-
🔹যাওয়া আসা সহ ট্রেনের টিকিট( স্লিপার শ্রেণী)।
🔹পরিবার পিছু রুম।(নন এসি)।
🔹 তৃতীয় দিনের লাঞ্চ থেকে সপ্তম দিনের ডিনার পর্যন্ত সমস্ত খাওয়া দাওয়া ( হরিদ্বার to হরিদ্বার)।
🔹 তৃতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত সমস্ত গাড়ির(নন এসি) ব্যবস্থা প্যাকেজ অনুযায়ী।
🔹ভালো পরিষেবা সহ হোটেলের ব্যবস্থা।
🔹সমস্ত দর্শনীয় স্থান ভ্রমণ( পরিকল্পনা অনুযায়ী)।
🔹অভিজ্ঞ ড্রাইভার/ম্যানেজার কতৃক ভ্রমণ পরিচালনা।

❌ #প্যাকেজে যা থাকবে না:-
🔸 ট্রেনের মধ্যে কোনো খাবার।
🔸কোনো রাইড, এন্ট্রি ফ্রী, রুম হিটার ইত্যাদি।
🔸মিনারেল ওয়াটার এবং অতিরিক্ত কোনো খাবার ও পানীয়।
🔸 প্যাকেজে অন্তর্ভুক্ত নয় যেকোনো খরচ।
🔸কোনো রকম পূজার সামগ্রী এবং খরচ, এবং যে কোনো ব্যাক্তিগত খরচ।
🔸অতিরিক্ত কোনো স্থান /পয়েন্ট এবং মনসা পাহাড় ও চণ্ডী পাহাড় এর রোপওয়ে প্যাকেজ এবং লোকাল গাড়ি / রিস্কা/ টোটো/ এক্কা গাড়ি( ব্যাক্তিগত)।
🔸 ফেরার দিন হরিদ্বার হোটেল থেকে হরিদ্বার স্টেশন এর টোটো/অটো চার্জ।
🔸 হটাৎ করে বর্ধিত পেট্রোল/ডিজেলের মূল্যবৃদ্ধি ও ট্রেনের টিকিট এর মূল্যবৃদ্ধি দরুন প্যাকেজ বহির্ভূত অতিরিক্ত খরচ।

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
💥বুকিং নেওয়া হচ্ছে।💥

🔴🟠যোগাযোগ:-
*𝘿𝙄𝙔𝘼 𝙏𝙊𝙐𝙍 & 𝙏𝙍𝘼𝙑𝙀𝙇𝙎*
( An ISO Certified Company)
Uluberia, Howrah -711316

☎️ 𝟗𝟖𝟖𝟑𝟗𝟐𝟗𝟓𝟓𝟗 । 𝟗𝟖𝟑𝟎𝟓𝟎𝟗𝟗𝟒𝟐.
📧 𝐝𝐢𝐲𝐚𝐭𝟐𝐭@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦

🔰 ব্রাঞ্চ অফিস:-
⛳ :-𝟗𝟖𝟑𝟏𝟏𝟎𝟐𝟓𝟏𝟎/𝟖𝟗𝟏𝟎𝟎𝟐𝟏𝟗𝟖𝟏.
⛳ :- 𝟕𝟎𝟎𝟑𝟗𝟐𝟖𝟐𝟖𝟖/𝟗𝟖𝟖𝟑𝟑𝟏𝟕𝟒𝟕𝟎.
⛳ (kol) :-𝟔𝟐𝟗𝟎𝟖𝟗𝟎𝟕𝟗𝟖/𝟗𝟖𝟑𝟔𝟑𝟔𝟗𝟗𝟔𝟖.
⛳ (kol)-𝟖𝟏𝟎𝟎𝟓𝟐𝟓𝟑𝟐𝟖 /.𝟕𝟎𝟒𝟒𝟓𝟒𝟏𝟔𝟏𝟑
⛳ :- 𝟗𝟖𝟖𝟑𝟗𝟐𝟗𝟓𝟓𝟗/𝟗𝟖𝟑𝟏𝟏𝟎𝟐𝟓𝟏𝟎.
⛳ :- 𝟔𝟐𝟖𝟗𝟏𝟎𝟏𝟒𝟑𝟎
⛳ :- 𝟖𝟏𝟏𝟔𝟐 𝟓𝟖𝟑𝟔𝟐.

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🇸​🇮​🇱​🇰​   🇷​🇴​🇺​🇹​🇪​   #সিল্ক_রুট।সেই প্রাচীন যুগ থেকে অপেক্ষায় আপনার জন্য। আগে এই পথেই যেত অনেক বণিক। চীনের সাথে তখন ...
22/01/2023

🇸​🇮​🇱​🇰​ 🇷​🇴​🇺​🇹​🇪​
#সিল্ক_রুট।
সেই প্রাচীন যুগ থেকে অপেক্ষায় আপনার জন্য। আগে এই পথেই যেত অনেক বণিক। চীনের সাথে তখন সড়কপথে যোগাযোগের এক মাত্র মাধ্যম ছিল এই পথ। আজ সব বন্ধ। কিন্তু প্রকৃতির অপার সৌন্দর্যের ডালি নিয়ে আজও অপেক্ষায় আপনাদের জন্য।।
ডাকছে, #রেশম_পথ। চলুন তাই ঘুরে আসি সেই অজানায়।
😊 সস্তার চমকে নয়, সাচ্ছন্দে ও ভালোভাবে আনন্দের সাথে ঘুরুন এই পথে। কারণ আধুনিক তার ছোঁয়া থেকে এখনও অনেক পিছিয়ে এখনকার জীবনশৈলী। তাই তো এত প্রানবন্ত।

একনজরে, #সিল্করুট ভ্রমনের সংক্ষিপ্ত ভ্রমন সূচি।

💥 শুভ যাত্রা - 28th May
💥 ফেরা - 4th June
(Sealdah to Sealdah)

🏔️ 🏔️

✴️ :~ রাত্রে শিয়ালদা স্টেশনে মিলিত হব সবাই রাত্রি ৮ টার সময়। সবার সাথে আলাপ করে, আমরা উঠে পড়ব টেনে নির্দিষ্ট সময়। সারা রাত কাটবে ট্রেনে।

✴️ :~ সকালে পৌঁছে যাবো এনজিপি স্টেশন। স্টেশনে নেমে আমরা রওনা দেবো সিলারি গাওঁ ( ) এর উদ্দেশ্য। লাঞ্চের পর বিকেলবেলা আমরা পায়ে হেঁটে দেখে নিতে পারি VEW POINT।
রাতে দূরে সেই গ্যাংটক শহরের ছোট ছোট লাইট গুলো সত্যিই মন হারায়।
এদিন রাত্রিযাপন #সিলারিগাঁও এ।

✴️ :~ সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব #পদমছেন( Phadamchen) / #জুলুক(Zuluk) উদ্দেশ্যে। রংপো হয়ে প্রবেশ করবো সিকিমে।
রাস্তায় পড়বে রঙিলি বাজার( Rongli Bazar)। এই রঙিলি বাজার থেকে আমরা পারমিট বের করে সোজা এগিয়ে যাব পদমছেন( Phadamchen) অথবা জুলুক ( ) এর উদ্দেশ্যে এবং রাস্তায় দেখে নেব এক অপূর্ব ওয়াটার ফল যার নাম কিউ খোলা ওয়াটারফল( )।
এদিন রাত্রিযাপন Phadamchen অথবা Zuluk এ।

✴️ :~ ব্রেকফাস্ট করে এদিন আমরা দেখব বহু কাঙ্ক্ষিত দ্রষ্টব্য স্থান গুলো। যার জন্যই ছুটে আসা সিল্ক রুট এ। জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজাগ ভিউ পয়েন্ট(পাহাড়ের গা বেয়ে সর্পিল পাকদন্ডী পথ মনকে শিহরিত করবে) , লক্সমি চক, নাথাং ভ্যালি, এলিফ্যান্ট লেখ ,কুপূপ, ওল্ড বাবা মন্দির । ( , , , , , ) এবং ফিরে এসে রাত্রি যাপন করব জুলুক অথবা পদমছেন এ।

✴️ :~ সকালে ব্রেকফাস্ট সেরে সেখান থেকে আমরা রওনা দেব #আরীতার ( ) / #রোলেপ ( )এর উদ্দেশ্যে ।
এদিন রাত্রিযাপন অথবা এ।

✴️ :~ সকাল সকাল ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়বো এনজেপির" উদ্দেশ্যে ।রাতে ট্রেন NJP স্টেশন থেকে ..। এই দিন দুপুরের খাবার নিজ খরচ। রাত্রে/সন্ধ্যায় ট্রেন এনজিপি স্টেশন থেকে।

✴️ :~ সকালবেলায় পৌঁছে যাবো শিয়ালদা/হাওড়ার স্টেশনে। সেখান থেকে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব,এরসাথে নিয়ে যাবো এই কদিনের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মিষ্টি স্মৃতি।

,,,,,🔹এটা একটা নমুনা মাত্র। পরিস্থিতি অনুযায়ী কিছু পরিবর্তন হলেও হতে পারে, আবার নাও হতে পারে।
💥 প্যাকেজ মূল্য - 8️⃣0️⃣0️⃣0️⃣ টাকা(ট্রিপল শেয়ার)
8400(ডবল শেয়ার) জন প্রতি ট্রেনের (স্লিপার শ্রেণী ) ভাড়া সমেত।

✳️ ৫ বছরের নিচে বাচ্চা সম্পূর্ণ ফ্রী।
5-7বছর 4000 টাকা( ট্রেন টিকিট ছাড়া, গাড়িতে সিট ধরে), 7 বছরের উপর ফুল ভাড়া।
সবই শিয়ালদা থেকে শিয়ালদহ।

এক নজরে,আমরা যা দেখবো:-
*Darjeeling hill overlooking, vew of Kanchenjunga, Lingthum,
*Sillerygaon*, Reshikhola, Buddha Falls/Ariter lake, Kuekhola Falls, Zig-Zag Way, Thambi View Point, *Zuluk*, Lungthung, *Padamchin*, Old Baba Mandir, Tukla Valley, etc.*

❤️✅ প্যাকেজে থাকছে ✅❤️
☀️ ট্রেন টিকিট যাওয়া ও আসার(স্লিপার শ্রেণী).
☀️ সিল্করুটের বেস্ট হোমস্টে তে থাকা ও খাওয়া।(নন এসি ফ্যামিলি অনুযায়ী রুম)।
✴️ ব্রেকফাস্ট+লাঞ্চ+স্নাকস+ডিনার।(দ্বিতীয় দিন লাঞ্চ থেকে ফেরার dinbব্রেকফাস্ট হোমস্টে to হোমস্টে)
☀️ গাড়ি (নন এসি সুমো/ বলেরো) ৮ জন করে।
☀️ সাইটসিন প্ল্যান অনুযায়ী।
☀️ পারমিশন, পারমিট এবং পার্কিং।
☀️ ফ্যামিলির আতিথেয়তা।
☀️ প্রপার গ্রূমিং ড্রাইভার যেটা সিল্করুটের স্বাদ আলাদা করে দেবে।
☀️ সারা ট্যুরে নিজস্ব প্রতিনিধি আপনাদের সাথে থাকবে। ফলে উত্তম পরিষেবার নিশ্চয়তা।

* 1st রাত রোলেপের বদলে সিলারি অথবা আরিতার এবং লাস্ট নাইট সিলারী গাঁও এর বদলে রোলেপ বা অন্য কিছু হতে পারে। রুম available এর ওপর নির্ভর করে বাকি সব ট্যুর প্ল্যান এবং sightseeing।

❌প্যাকেজের বাইরে ❌
☀️ ট্রেনের খাবার প্যাকেজ বহির্ভূত খাবার।
☀️ কোনো রকম এন্ট্রি ফ্রী।
☀️ হটাৎ করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ( ট্রেন/গাড়ি)।
☀️ প্যাকেজ বহির্ভূত খাবার ও পানীয়।
☀️ প্যাকেজ এ অন্তর্ভুক্ত নেই এমন যেকোনো খরচ।
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
💥বুকিং নেওয়া হচ্ছে।💥
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
*Diya tour & travels*
Uluberia, Howrah-711316.
📧- [email protected]
✅𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 /𝐏𝐡𝐨𝐧𝐞 - ☎️ *9883929559*
☎️ *9830509942*

🛑 -🛑

⛳ :- 𝟗𝟖𝟑𝟏𝟏𝟎𝟐𝟓𝟏𝟎/𝟖𝟗𝟏𝟎𝟎𝟐𝟏𝟗𝟖𝟏.
⛳ :- 𝟕𝟎𝟎𝟑𝟗𝟐𝟖𝟐𝟖𝟖/𝟗𝟖𝟖𝟑𝟑𝟏𝟕𝟒𝟕𝟎.
⛳ ( kol) :- 𝟔𝟐𝟗𝟎𝟖𝟗𝟎𝟕𝟗𝟖/𝟗𝟖𝟑𝟔𝟑𝟔𝟗𝟗𝟔𝟖.
⛳ :- 𝟖𝟒𝟓𝟎𝟎𝟑𝟐𝟗𝟎𝟐/𝟔𝟐𝟗𝟏𝟕𝟓𝟒𝟕𝟐𝟐.
⛳ :- 𝟗𝟒𝟑𝟐𝟖𝟓𝟎𝟐𝟏𝟔/𝟕𝟒𝟎𝟕𝟔𝟓𝟏𝟗𝟐𝟒.
⛳ (kol) - 𝟖𝟏𝟎𝟎𝟓𝟐𝟓𝟑𝟐𝟖 /.𝟕𝟎𝟒𝟒𝟓𝟒𝟏𝟔𝟏𝟑
⛳ :- 𝟗𝟖𝟖𝟑𝟗𝟐𝟗𝟓𝟓𝟗/𝟗𝟖𝟑𝟏𝟏𝟎𝟐𝟓𝟏𝟎.
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 #হরিদ্বার/ #মুসৌরী/ #দেরাদুন  #ভ্রমণ (৭রাত্রি ৮ দিন) -হর হর মহাদেব.….এই বার চলুন ইতিহাস, ধর্মস্থান, প্রাকৃতিক সৌন্দর্য ...
18/01/2021

#হরিদ্বার/ #মুসৌরী/ #দেরাদুন #ভ্রমণ (৭রাত্রি ৮ দিন) -
হর হর মহাদেব.….
এই বার চলুন ইতিহাস, ধর্মস্থান, প্রাকৃতিক সৌন্দর্য সহ একাধিক সৌন্দর্য এবং মেলবন্ধনের সন্ধানে #উত্তরাখন্ডে। এবার গন্তব্য দেবাদি দেব মহাদেব এর দেবভুমি #হরিদ্বার। ৭রাত্রি/৮দিনের, হাওড়া থেকে হাওড়া এই ট্যুরে,
একে একে দেখে নেবো, #মনসা মন্দির, #চণ্ডী মন্দির, #হর - কি - পৌড়ি, #লক্ষ্মণ ঝোলা, #রাম ঝোলা, #কাঙ্খল, #দেরাদুন , #মৌসুরি ইত্যাদি দর্শনীয় স্থান। সঙ্গে থাকবে গঙ্গা বক্ষে নয়নাভিরাম গঙ্গা আরতি দর্শন।
আসুন, দেখে নি একঝলকে..
#সংক্ষিপ্ত_সূচি:-

🌼 #প্রথম দিন :- আমরা সবাই মিলিত হবো হাওড়া স্টেশনে নির্দিষ্ট সময়ে। পারস্পরিক আলাপচারিতা সেরে আমরা উঠে পড়ব ট্রেনের নির্দিষ্ট কামরায়। যাত্রা শুরু..

🌼 #দ্বিতীয় দিন:- আজ সারাদিন রাত, কাটবে ট্রেনের মধ্যে। কু..ঝিক ঝিক..আওয়াজ, ঘুমপাড়ানি দুলুনি, আর নির্ভেজাল আড্ডায় কাটবে, এক স্বরনীয় দিন ।

🌼 #তৃতীয় দিন:- সকালে নেমে পড়া হরিদ্বার স্টেশন। সেখান থেকে হরিদ্বার হোটেল এবং গঙ্গা ঘাট ও আরতি দর্শন। দেখে নেবো স্থানীয় কিছু দর্শনীয় স্থান । রাত্রি যাপন হরিদ্বার হোটেলে।

🌼 #চতুর্থ দিন: - হরিদ্বার থেকে হৃষিকেশ, লক্ষণঝুলা, রামঝুলা, নীলকণ্ঠ(সম্ভব হলে) সহ আরো বহু দর্শনীয় স্থান ভ্রমণ করে হরিদ্বারে রাত্রিযাপন।

🌼 #পঞ্চম দিন: - হরিদ্বার থেকে দেরাদুন ও মুসৌরী ভ্রমন এবং রাত্রিযাপন হরিদ্বার এ।

🌼 #ষষ্ঠ দিন: - আজ যে যার মতো করে সময় কাটান। এই সুযোগে সেরে ফেলুন কেনাকাটা (মার্কেটিং)। রাতের খাবার সম্পন্ন করে ধরবো ফেরার ট্রেন হরিদ্বার স্টেশন থেকে।
🌼 #সপ্তম দিন:- সারা দিন কাটবে ট্রেনে। জমিয়ে আড্ডা, গল্প, দিয়ে কেটে যাবে সারাদিন।
🌼অষ্টম দিন:- সকাল এ পৌঁছে যাবো হাওড়া স্টেশন। সেখান থেকে যে যার বাড়ির উদ্দেশে রওনা হব। সাথে করে নিয়ে যাবো, ফেলে আসা দিনের মধুর স্মৃতি। ট্যুর শেষ।🙏
🔥প্যাকেজ মূল্য:- ৭২০০ টাকা জনপ্রতি।
👶বাচ্চা দের:- ৫বছরের নিচে ফ্রী। ৫ থেকে ৭ বছর ৩৬০০ টাকা লাগবে(ট্রেন টিকিট ছাড়া)। ৭বছরের উর্ধ্বে পুরো টাকা লাগবে।

✅ #প্যাকেজে যা যা থাকবে-
🔹যাওয়া আসা সহ ট্রেনের টিকিট( স্লিপার শ্রেণী)।
🔹পরিবার পিছু রুম।(নন এসি)।
🔹 প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ডিনার পর্যন্ত সমস্ত খাওয়া দাওয়া।
🔹 প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সমস্ত গাড়ির(নন এসি) ব্যবস্থা।
🔹ভালো পরিষেবা সহ হোটেলের ব্যবস্থা।
🔹সমস্ত দর্শনীয় স্থান ভ্রমণ( পরিকল্পনা অনুযায়ী)।
🔹অভিজ্ঞ ড্রাইভার/ম্যানেজার কতৃক ভ্রমণ পরিচালনা।

❌ #প্যাকেজে যা থাকবে না:-
🔸 ট্রেনের মধ্যে কোনো খাবার।
🔸কোনো রাইড, এন্ট্রি ফ্রী, রুম হিটার ইত্যাদি।
🔸মিনারেল ওয়াটার এবং অতিরিক্ত কোনো খাবার ও পানীয়।
🔸 প্যাকেজে অন্তর্ভুক্ত নয় যেকোনো খরচ।
🔸কোনো রকম পূজার সামগ্রী এবং খরচ, এবং যে কোনো ব্যাক্তিগত খরচ।
🔸অতিরিক্ত কোনো স্থান /পয়েন্ট ।

#এছাড়াও আপনার পছন্দমতো পরিকল্পনা গুলি করে দিতে আমরা প্রস্তুত। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ধন্যবাদ।🙏

#যোগাযোগের #মাধ্যম -
দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস
☎️9830509942/9883929559.
Whatsapp 9883929559.
📩[email protected]
উলুবেড়িয়া.হাওড়া।

 #কোলাখাম_  #রিশপ_  #চারখোলএবার চলুন যাই একটু অফবিটে, নির্জনতায়, মেঘ পাহাড়ের রাজ্যে,  #ভ্যালেন্টাইন💕 day সময়ে ।( অবশ্...
14/11/2020

#কোলাখাম_ #রিশপ_ #চারখোল

এবার চলুন যাই একটু অফবিটে, নির্জনতায়, মেঘ পাহাড়ের রাজ্যে, #ভ্যালেন্টাইন💕 day সময়ে ।( অবশ্যই পারিপার্শ্বিক পরিস্থিতির সাপেক্ষে এবং সতর্কতা নিয়ে)। যেখানে,
হাত বাড়ালেই পারবেন আকাশ ছুতে.. মেঘের গায়ে হাত দেবেন? অবিশ্বাস্য? অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। দার্জিলিং-এর কাছেই আছে একটা অচেনা পাহাড়ি এলাকা।
#কোলাখাম। লাভা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে এই গ্রাম। কোলাখামের বিশেষত্বই হল এর নির্জনতা। কোলাখাম তার অপূর্ব সৌন্দর্য নিয়ে স্বাগত জানাতে তৈরি। এখানে নেপালের রাই সম্প্রদায়ের মানুষের বাস। মাত্র ৬০ টি ঘর রয়েছে এই এলাকায়।পাহাড়ি এলাকার অপূর্ব সৌন্দর্য দেখে মুুগ্ধ হবেন আপনি। রয়েছে ভীষণ সুন্দর ছাঙ্গে ফলস।

#রিশপ আরও এক পাহাড়িয়া গ্রাম, যে গ্রামের প্রতিটি বাড়ির বারান্দায় শোভা পায় রঙিন ফুল আর নানান অর্কিড। আর আকাশ পরিষ্কার থাকলে আকাশে হিমালয়ের হিমকন্যাদের দর্শন মেলে। আকাশের ক্যানভাসে একফ্রেমে কাঞ্চনজঙ্ঘা-সহ নানা অল্প চেনা শৃঙ্গের দেখা মেলে। সুন্দর সূর্যোদয় দেখতে হলে প্রায় ২ কিমি জঙ্গল ট্রেকে চলে আসুন টিফিনদারা ভিউপয়েন্টে। এখান থেকে দেখা সূর্যোদয় বড়ই মনোরম। আর, ভ্যালেন্টাইন্স ডে💕 তে, আজ না হয় সাক্ষী থাকবে কাঞ্চনজঙ্ঘা.. আপনার নতুন বা পুরানো সম্পর্কের সাথে নতুন কিছু প্রতিশ্রুতির সাথে..।

#চারখোল লোলেগাঁও থেকে অনতি দূরে ৫৫০০ ফিট উচ্চতায়, ছোট্ট পাহাড়ি হ্যামলেট। বাঁকে বাঁকে ছড়ানো সৌন্দর্য্য।পাইন, ওক, শাল,সাইপ্রাস, রডোডেনড্রন এ মোরা নেওড়া ভ্যালি ন্যাশানাল পার্কের অন্তর্ভুক্ত চারখোলে দেখা মেলে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতির। মাঝে মাঝে বন্য পশুর ও দেখা মেলে। গুটি কয়েক পরিবারের বাস চারখোলে। এনাদের সহজসরল জীবনযাত্রা ও উষ্ণ আথিথেয়তায় মুগ্ধ হবেন।
৫ রাত্রি ৬ দিনের এক স্বরণীয় ভ্রমন হয়ে থাকবে আপনার জীবনে।
আসুন, সংক্ষিপ্ত ভাবে দেখে নি একনজরে,

🔸৫ রাত্রি ৬ দিন🔸
🔹কোলকাতা to কোলকাতা🔹

#শুভযাত্রা ১২ই ফেব্রুয়ারি ২১.💕
(১২ থেকে ১৭ই ফেব্রুয়ারি ২১.)

#জনপ্রতি -
৬৩০০/- + ট্রেন ভাড়া ব্যতীত।
৭১০০/- ( স্লিপার শ্রেণী ট্রেন ভাড়া সহ)।
( নূন্যতম ৮ জন গাড়ি প্রতি হিসাবে)।

#ভ্রমনবর্ণনা
🌼 প্রথম দিন :: হাওড়া / শিয়ালদা স্টেশন থেকে রাত্রে ট্রেন ধরা। সারা রাত জার্নি করে আমরা পৌঁছাবো নিউ মাল জংশন/ নিউ জলপাইগুড়ি।

🌼 দ্বিতীয় দিন :: নিউ মাল থেকে গাড়ি ধরে আমরা রওনা দেব কোলাখাম এর উদ্দেশ্যে।
রাস্তায় আমরা ব্রেকফাস্ট করে নেব।
রাস্তায় সাইড সিন করতে করতে দুপুরের মধ্যে পৌঁছে যাব কোলাখাম(৬২০০ ফুট)।
বিকেল বেলা পায়ে হেঁটে প্রকৃতির সৌন্দর্য, সম্ভব হলে ছাঙ্গে ফলস ওইদিনই দেখে নেবো নতুবা পরের দিন। রাত্রি যাপন করব #কোলাখাম এ।

🌼 তৃতীয় দিন :: ব্রেকফাস্ট এর পর কোলাখাম ছেড়ে বেরিয়ে পড়বো রিশপের উদ্দেশ্যে।
কোলাখাম থেকে রিশপ(৮৫০০ফুট) যাওয়ার পথে পড়বে কিছু মনোরম সাইট সিন পড়বে ( লাভা ভিউ পয়েন্ট, #লাভা মনেস্ট্রি ইত্যাদি)।
এদিন আমরা রাত্রি যাপন করব #রিশপ এ। আজ যে আবার ভ্যালেন্টাইন্স - ডে 💕.

🌼 চতুর্থ দিন :: ভোর বেলায় সূর্যোদয় দেখুন টিফিনদাঁড়া ভিউ পয়েন্ট থেকে, পায়ে হেঁটে। সকালবেলা ব্রেকফাস্ট করে রিশপ থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাব চারখোল(৫৫০০ ফুট)।
রাস্তাতে পড়বে #লোলেগাঁও, দেখে নেবো ক্যানোপি, হেরিটেজ ফরেস্ট ইত্যাদি।
রাত্রি যাপন #চারখোলে।

🌼 পঞ্চম দিন :: সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব এনজিপি উদ্দেশ্যে। ফেরার পথে দেখে নেবো ডেলো/কালিম্পং এর কিছু অংশ। দুপুরের খাবার খেয়ে হাওড়া / শিয়ালদার উদ্দেশে ট্রেন ধরবেন।

🌼 ষষ্ট দিন:: সকাল বেলায় পৌঁছে যাবেন, হাওড়া / শিয়ালদা। সেখান থেকে যে যার বাড়ির উদ্দেশ্যে। মনের মধ্যে একটা সুন্দর মিষ্টি স্মৃতি নিয়ে আপনাদের যাত্রা সম্পূর্ণ হবে।

#প্যাকেজে_থাকছে..

✓ ট্রেন টিকিট( শিয়ালদা to শিয়ালদা)*
✓এনজিপি থেকে এনজিপি নন এসি গাড়ি(বলেরো/সুমো)।
✓ফ্যামিলি অনুসারে নন এসি রুম( হোম স্টে/ হোটেল)।
প্রথম দিন ব্রেকফাস্ট থেকে লাস্টের দিন লাঞ্চ অব্দি।(এনজিপি থেকে এনজিপি )। (ব্রেকফাস্ট+লাঞ্চ+ডিনার)l
✓সমস্ত সাইটসিইং টুর প্ল্যান অনুসারে করানো হবে।
✓ হ্যান্ড স্যানিটাইজার।
✓ মাস্ক & টুপি।
🙏 এজেন্ট বন্ধুদের স্বাগত 🙏
Child : up to 5 Year complementary. 😊😊
🛑 সতর্কতা 🛑
* প্রত্যেক অতিথি কে COVID 19 স্পেশাল কিট
* প্রতি রুম ও গাড়ি স্পেশাল ভাবে স্যানিটাইজ

☀️আপনারা শুধুমাত্র 2500 টাকার মাধ্যমে সিট বুকিং করে রাখতে পারেন ( দিয়া ট্রুর বাতিল করলে সম্পূর্ণ ফেরত)। বাকি যাবার 7দিন আগে।

🌟আপনি চাইলে, NJP থেকেও আমাদের সাথে যুক্ত হতে পারেন।

✳️ ট্যুর চলাকালীন,বা আগে হঠাৎ কোনো মূল্যবৃদ্ধি / সরকারের নিয়ম হেতু কোনো আদেশ বা বিজ্ঞপ্তি/ রেলের ভাড়া বৃদ্ধি / লকডাউন..ইত্যাদি কারণে এক্সট্রা খরচ যত্রিকেই বহন করতে হবে।

👉 বুকিং চালু 👈
➖〰️➖
🙏আসন সীমিত🙏

#যোগাযোগ:-
#দিয়া_ট্যুর_অ্যান্ড_ট্রাভেলস
Uluberia ▪️ Howrah
Near Uluberia Station.
☎️ 9883929559 / 9830509942.
📩 [email protected]
Branch :
🔸 Ramrajatala 📞8910021981.
🔹 Kharagpur 📞9608595411.
সুস্থ থাকুন ,ভাল থাকুন ,পাশে থাকুন এটাই প্রার্থনা করি 🙏🙏

🏔️   # 🏔️চলুন যাই,নতুন বছরের শুরুতেই, বরফের রাজ্যে .. ছবির মত সাজানো গোছানো একটুকরো স্বর্গ আপনাকে মুগ্ধ করবেই করবে। স্বপ...
09/11/2020

🏔️ # 🏔️
চলুন যাই,নতুন বছরের শুরুতেই, বরফের রাজ্যে .. ছবির মত সাজানো গোছানো একটুকরো স্বর্গ আপনাকে মুগ্ধ করবেই করবে। স্বপ্নের #সিল্করুট। যা আমরা সারা বছর ধরে করি, নিজেদের অ্যাসোসিয়েশনের হোম স্টে তে। সিকিম সরকারের যাবতীয় নির্দেশিকা মেনে, এই মুহূর্তে প্রত্যেক গাড়িতে ৮ জনের বদলে ৭ জন নির্দেশিত। তাই আমাদের এই ট্যুরের আসন সংখ্যা ও সীমাবদ্ধ। ( ১২ জন এর গ্রুপ)।
এদিকে, ট্রেনের আসন সংখ্যাও সীমিত.. তাই আপনারা যারা ইচ্ছুক তারাই আজই সরাসরি কথা বলে, আপনাদের ভ্রমন সুনিশ্চিত করুন।

একনজরে, #সিল্করুট ভ্রমনের সংক্ষিপ্ত ভ্রমন সূচি।

💥 শুভ যাত্রা - ৩ রা জানুয়ারি।
💥 ফেরা - ৯ ই জানুয়ারি।

✴️ :~ শিয়ালদা স্টেশনে মিলিত হব সবাই রাত্রি ৮ টার সময়। সবার সাথে আলাপ করে, আমরা উঠে পড়ব টেনে নির্দিষ্ট সময়। সারা রাত কাটবে ট্রেনে।

✴️ :~ সকালে পৌঁছে যাবো এনজিপি স্টেশন। সেখান থেকে আমরা রওনা দেব ARITAR এর উদ্দেশ্যে ( ব্রেকফাস্ট রাস্তায়, নিজ খরচ)। রংপো হয়ে প্রবেশ করবো সিকিমে এবং তিস্তা নদীর পাশ কাটিয়ে আমরা পৌঁছে যাব । দুপুরে লাঞ্চের পর আমরা দেখব LAKE এবং চাইলে আপনারা বোটিং করতে পারেন।
এদিন রাত্রিযাপন এ।


✴️ :~সকালবেলা চা খেয়ে আপনারা চাইলে পায়ে হেঁটে মানকিম (Mankim) ঘুরে আসতে পারেন।
ফিরে এসে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব #পদমছেন( Phadamchen) এর উদ্দেশ্যে। যাকে, লোয়ার জুলুক ও বলে।
রাস্তায় পড়বে রঙিলি বাজার( Rongli Bazar)। এই রঙিলি বাজার থেকে আমরা পারমিট বের করে সোজা এগিয়ে যাব পদমছেন( Phadamchen) এর উদ্দেশ্যে এবং রাস্তায় দেখে নেব এক অপূর্ব ওয়াটার ফল যার নাম কিউ খোলা ওয়াটারফল( )।
এদিন রাত্রিযাপন Phadamchen এ।

✴️ :~ ব্রেকফাস্ট করে এদিন আমরা দেখব জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজাগ ভিউ পয়েন্ট, লাক্সমি চক, নাথাং ভ্যালি, এলিফ্যান্ট লেখ ,কুপূপ, ওল্ড বাবা মন্দির ( , , , , , ) এবং ফিরে এসে রাত্রি যাপন করব জুলুক অথবা পদমছেন এ।


✴️ :~ সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো সিলারি গাওঁ এর উদ্দেশ্য।
লাঞ্চের পর বিকেলবেলা আমরা পায়ে হেঁটে দেখে নিতে পারি দামসং ফোর্ট( )।
রাতে দূরে সেই গ্যাংটক শহরের ছোট ছোট লাইট গুলো সত্যিই মন হারায়।
এদিন রাত্রিযাপন সিলারিগাঁও এ।

✴️ :~ সকাল সকাল ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়বো এনজেপির" উদ্দেশ্যে ।রাতে ট্রেন NJP স্টেশন থেকে ..। দুপুরের খাবার নিজের মতো করে(নিজ খরচ)।

✴️ ~ সকালবেলায় পৌঁছে যাবো শিয়ালদা/হাওড়ার স্টেশনে। সেখান থেকে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব,এরসাথে নিয়ে যাবো এই কদিনের বরফের দেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মিষ্টি স্মৃতি।

💥 প্যাকেজ মূল্য - 8️⃣1️⃣5️⃣0️⃣ টাকা জন প্রতি ট্রেনের (স্লিপার শ্রেণী ) ভাড়া সমেত।💥
☀️ প্যাকেজ মূল্য 7️⃣3️⃣5️⃣0️⃣ টাকা এনজেপি থেকে এনজেপি।☀️

✳️ ৫ বছরের নিচে বাচ্চা সম্পূর্ণ ফ্রী।

✅ প্যাকেজে থাকছে ✅
☀️ ট্রেন টিকিট(স্লিপার শ্রেণী).
☀️ হোমস্টে তে থাকা ও খাওয়া।(ফ্যামিলি অনুযায়ী রুম)।
☀️ গাড়ি (সুমো/ বলেরো)।
☀️ সাইটসিন প্ল্যান অনুযায়ী।
☀️ পারমিশন, পারমিট এবং পার্কিং।
☀️ স্যানিটাইজার, মাস্ক এবং ক্যাপ।

🔖 Covid 19 kit প্রত্যেকের জন্য থাকবে🔖

❌প্যাকেজের বাইরে ❌
☀️ ট্রেনের খাবার।
☀️ ফেরার দিন দুপুরের খাবার।
☀️ কোনো রকম এন্ট্রি ফ্রী।

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
❤️বুকিং এর জন্য যোগাযোগ করুন
Diya tour & Travels
Uluberia, Howrah-711316.
📧- [email protected]
✅𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 /𝐏𝐡𝐨𝐧𝐞 - ☎️ 9883929559
☎️ 9830509942.

🛑 -🛑
🔸 Ramrajatala - 8910021981/ 9831102510.
🔸 Kharagpur - 9608595411/ 9593010691.
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Address

Uluberia
711315

Telephone

+919830509942

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diya Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diya Tour & Travels:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Tour Agencies in Uluberia

Show All

You may also like