22/01/2023
🇸🇮🇱🇰 🇷🇴🇺🇹🇪
#সিল্ক_রুট।
সেই প্রাচীন যুগ থেকে অপেক্ষায় আপনার জন্য। আগে এই পথেই যেত অনেক বণিক। চীনের সাথে তখন সড়কপথে যোগাযোগের এক মাত্র মাধ্যম ছিল এই পথ। আজ সব বন্ধ। কিন্তু প্রকৃতির অপার সৌন্দর্যের ডালি নিয়ে আজও অপেক্ষায় আপনাদের জন্য।।
ডাকছে, #রেশম_পথ। চলুন তাই ঘুরে আসি সেই অজানায়।
😊 সস্তার চমকে নয়, সাচ্ছন্দে ও ভালোভাবে আনন্দের সাথে ঘুরুন এই পথে। কারণ আধুনিক তার ছোঁয়া থেকে এখনও অনেক পিছিয়ে এখনকার জীবনশৈলী। তাই তো এত প্রানবন্ত।
একনজরে, #সিল্করুট ভ্রমনের সংক্ষিপ্ত ভ্রমন সূচি।
💥 শুভ যাত্রা - 28th May
💥 ফেরা - 4th June
(Sealdah to Sealdah)
🏔️ 🏔️
✴️ :~ রাত্রে শিয়ালদা স্টেশনে মিলিত হব সবাই রাত্রি ৮ টার সময়। সবার সাথে আলাপ করে, আমরা উঠে পড়ব টেনে নির্দিষ্ট সময়। সারা রাত কাটবে ট্রেনে।
✴️ :~ সকালে পৌঁছে যাবো এনজিপি স্টেশন। স্টেশনে নেমে আমরা রওনা দেবো সিলারি গাওঁ ( ) এর উদ্দেশ্য। লাঞ্চের পর বিকেলবেলা আমরা পায়ে হেঁটে দেখে নিতে পারি VEW POINT।
রাতে দূরে সেই গ্যাংটক শহরের ছোট ছোট লাইট গুলো সত্যিই মন হারায়।
এদিন রাত্রিযাপন #সিলারিগাঁও এ।
✴️ :~ সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব #পদমছেন( Phadamchen) / #জুলুক(Zuluk) উদ্দেশ্যে। রংপো হয়ে প্রবেশ করবো সিকিমে।
রাস্তায় পড়বে রঙিলি বাজার( Rongli Bazar)। এই রঙিলি বাজার থেকে আমরা পারমিট বের করে সোজা এগিয়ে যাব পদমছেন( Phadamchen) অথবা জুলুক ( ) এর উদ্দেশ্যে এবং রাস্তায় দেখে নেব এক অপূর্ব ওয়াটার ফল যার নাম কিউ খোলা ওয়াটারফল( )।
এদিন রাত্রিযাপন Phadamchen অথবা Zuluk এ।
✴️ :~ ব্রেকফাস্ট করে এদিন আমরা দেখব বহু কাঙ্ক্ষিত দ্রষ্টব্য স্থান গুলো। যার জন্যই ছুটে আসা সিল্ক রুট এ। জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজাগ ভিউ পয়েন্ট(পাহাড়ের গা বেয়ে সর্পিল পাকদন্ডী পথ মনকে শিহরিত করবে) , লক্সমি চক, নাথাং ভ্যালি, এলিফ্যান্ট লেখ ,কুপূপ, ওল্ড বাবা মন্দির । ( , , , , , ) এবং ফিরে এসে রাত্রি যাপন করব জুলুক অথবা পদমছেন এ।
✴️ :~ সকালে ব্রেকফাস্ট সেরে সেখান থেকে আমরা রওনা দেব #আরীতার ( ) / #রোলেপ ( )এর উদ্দেশ্যে ।
এদিন রাত্রিযাপন অথবা এ।
✴️ :~ সকাল সকাল ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়বো এনজেপির" উদ্দেশ্যে ।রাতে ট্রেন NJP স্টেশন থেকে ..। এই দিন দুপুরের খাবার নিজ খরচ। রাত্রে/সন্ধ্যায় ট্রেন এনজিপি স্টেশন থেকে।
✴️ :~ সকালবেলায় পৌঁছে যাবো শিয়ালদা/হাওড়ার স্টেশনে। সেখান থেকে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব,এরসাথে নিয়ে যাবো এই কদিনের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মিষ্টি স্মৃতি।
,,,,,🔹এটা একটা নমুনা মাত্র। পরিস্থিতি অনুযায়ী কিছু পরিবর্তন হলেও হতে পারে, আবার নাও হতে পারে।
💥 প্যাকেজ মূল্য - 8️⃣0️⃣0️⃣0️⃣ টাকা(ট্রিপল শেয়ার)
8400(ডবল শেয়ার) জন প্রতি ট্রেনের (স্লিপার শ্রেণী ) ভাড়া সমেত।
✳️ ৫ বছরের নিচে বাচ্চা সম্পূর্ণ ফ্রী।
5-7বছর 4000 টাকা( ট্রেন টিকিট ছাড়া, গাড়িতে সিট ধরে), 7 বছরের উপর ফুল ভাড়া।
সবই শিয়ালদা থেকে শিয়ালদহ।
এক নজরে,আমরা যা দেখবো:-
*Darjeeling hill overlooking, vew of Kanchenjunga, Lingthum,
*Sillerygaon*, Reshikhola, Buddha Falls/Ariter lake, Kuekhola Falls, Zig-Zag Way, Thambi View Point, *Zuluk*, Lungthung, *Padamchin*, Old Baba Mandir, Tukla Valley, etc.*
❤️✅ প্যাকেজে থাকছে ✅❤️
☀️ ট্রেন টিকিট যাওয়া ও আসার(স্লিপার শ্রেণী).
☀️ সিল্করুটের বেস্ট হোমস্টে তে থাকা ও খাওয়া।(নন এসি ফ্যামিলি অনুযায়ী রুম)।
✴️ ব্রেকফাস্ট+লাঞ্চ+স্নাকস+ডিনার।(দ্বিতীয় দিন লাঞ্চ থেকে ফেরার dinbব্রেকফাস্ট হোমস্টে to হোমস্টে)
☀️ গাড়ি (নন এসি সুমো/ বলেরো) ৮ জন করে।
☀️ সাইটসিন প্ল্যান অনুযায়ী।
☀️ পারমিশন, পারমিট এবং পার্কিং।
☀️ ফ্যামিলির আতিথেয়তা।
☀️ প্রপার গ্রূমিং ড্রাইভার যেটা সিল্করুটের স্বাদ আলাদা করে দেবে।
☀️ সারা ট্যুরে নিজস্ব প্রতিনিধি আপনাদের সাথে থাকবে। ফলে উত্তম পরিষেবার নিশ্চয়তা।
* 1st রাত রোলেপের বদলে সিলারি অথবা আরিতার এবং লাস্ট নাইট সিলারী গাঁও এর বদলে রোলেপ বা অন্য কিছু হতে পারে। রুম available এর ওপর নির্ভর করে বাকি সব ট্যুর প্ল্যান এবং sightseeing।
❌প্যাকেজের বাইরে ❌
☀️ ট্রেনের খাবার প্যাকেজ বহির্ভূত খাবার।
☀️ কোনো রকম এন্ট্রি ফ্রী।
☀️ হটাৎ করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ( ট্রেন/গাড়ি)।
☀️ প্যাকেজ বহির্ভূত খাবার ও পানীয়।
☀️ প্যাকেজ এ অন্তর্ভুক্ত নেই এমন যেকোনো খরচ।
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
💥বুকিং নেওয়া হচ্ছে।💥
𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐮𝐬 :-
*Diya tour & travels*
Uluberia, Howrah-711316.
📧- [email protected]
✅𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 /𝐏𝐡𝐨𝐧𝐞 - ☎️ *9883929559*
☎️ *9830509942*
🛑 -🛑
⛳ :- 𝟗𝟖𝟑𝟏𝟏𝟎𝟐𝟓𝟏𝟎/𝟖𝟗𝟏𝟎𝟎𝟐𝟏𝟗𝟖𝟏.
⛳ :- 𝟕𝟎𝟎𝟑𝟗𝟐𝟖𝟐𝟖𝟖/𝟗𝟖𝟖𝟑𝟑𝟏𝟕𝟒𝟕𝟎.
⛳ ( kol) :- 𝟔𝟐𝟗𝟎𝟖𝟗𝟎𝟕𝟗𝟖/𝟗𝟖𝟑𝟔𝟑𝟔𝟗𝟗𝟔𝟖.
⛳ :- 𝟖𝟒𝟓𝟎𝟎𝟑𝟐𝟗𝟎𝟐/𝟔𝟐𝟗𝟏𝟕𝟓𝟒𝟕𝟐𝟐.
⛳ :- 𝟗𝟒𝟑𝟐𝟖𝟓𝟎𝟐𝟏𝟔/𝟕𝟒𝟎𝟕𝟔𝟓𝟏𝟗𝟐𝟒.
⛳ (kol) - 𝟖𝟏𝟎𝟎𝟓𝟐𝟓𝟑𝟐𝟖 /.𝟕𝟎𝟒𝟒𝟓𝟒𝟏𝟔𝟏𝟑
⛳ :- 𝟗𝟖𝟖𝟑𝟗𝟐𝟗𝟓𝟓𝟗/𝟗𝟖𝟑𝟏𝟏𝟎𝟐𝟓𝟏𝟎.
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
Our other service:-
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫🔹𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳 𝐓𝐨𝐮𝐫. 🙏🙏
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
🔹𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐓𝐨𝐮𝐫 🔹𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐓𝐨𝐮𝐫
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~