05/10/2021
এবার গন্তব্য -
*সা ত কো শি য়া।।*
পায়ের তলায় সর্ষে বাঙালীর শীত-গ্রীষ্ণ-বর্ষা ছুটে বেড়ানো নতুন- নতুন ঠিকানার সন্ধানে। কখনো সিকিমের কোন ছোট্ট পাহাড়ী গ্রাম তো কখনো দুদিনের ছোট্ট ছুটিতে মন্দারমণি, কিম্বা বর্ষায় জঙ্গলের মায়াবী রূপ বা উড়িষ্যার পথে কোন পাহাড়ঘেরা জঙ্গলের অফবিট। ঝিঝি পোকার ডাক আর সর্পিল পথ ধরে এগিয়ে চলে একদল ভ্রমণ পিপাসু ট্রাভেলার। এবারও এমন এক রহস্যে-রোমাঞ্চ ভ্রমণের সুযোগ । দুই রাত-তিনদিনের এক চোখ ধাধানো ঘুরে আসা সাতকোশিয়া থেকে। সঙ্গে থাকবেন একদল সুদক্ষ মানুষ যারা আপনার এই ভ্রমণ কে করে তুলবেন আরও আরামদায়ক। এই ভ্রমণের সঙ্গী হয়ে আপনাকে পৌঁছে যেতে হবে ভুবনেশ্বরে। ব্যাস তারপর গাড়ী ছুটবে গন্তব্যে। কেমন হবে সে যাত্রা ? আসুন একবার দেখে নি-
প্রথম দিন-
সন্ধ্যায় হাওড়া থেকে ট্রেনে যাত্রা
দ্বিতীয় দিন-
ভুবনেশ্বের রেলওয়ে স্টেশন থেকে পিক-আপ এর পর সবুজ পথের বুক চিরে, গাড়ীর জানলায় দুচোখ রেখে পৌঁছে যাবো সাতকোশিয়া টাইগার রিজার্ভ ফরেস্টে। এই অঞ্চলের নাম কমলাডিহা। মহানদীর রিভারব্যাঙ্কে বিখ্যাত নীলমাধব মন্দির ঘুরে লাঞ্চের পালা। এবার রোমাঞ্চে ভরপুর যাত্রা কান্ট্রি বোটে চেপে শ্যালো ওয়াটার রিভার ক্রুস সানসেট পয়েন্ট অবধি। আমাদের রাত্রিযাপন মহানদী রিভার ব্যাঙ্কের রিসর্টে। ফিরে চা- স্ন্যাকস আর রাতে ডিনার করে নিদ্রা।
তৃতীয় দিন-
সকাল-সকাল ব্রেকফাস্ট করে বেড়িয়ে পড়া সারাদিনের এক্সারসান এ। আমাদের প্রথম গন্তব্য সাতকোশিয়া ওয়াইল্ড স্যানচুয়ারী (টাইগার রিজার্ভ)। সঙ্গে ক্যামেরার লেন্স তৈরী রাখতে ভুলবেন না, জঙ্গল ট্রেল ধরে চলতে চলতে দেখা মিলতে পারে পশুপাখির। এরসর আমরা একে একে ভিজিট করবো শিশুপাথার ড্যাম, বুধিদেহি ড্যাম, দেও ঝড় জলপ্রপাত, চম্পানাথ মন্দির এ। বিকেলে ডিপ ওয়াটার রিভার ক্রুস থাকছে গভঃ বোটে করে।
দুপুরের প্যাক করা লাঞ্চ বা কোন হোটেলে কোন সাইটে সেরে নেওয়া হবে। সন্ধের মধ্যে হোটেলে ফিরে ইভনিং স্ন্যাকস আর ডিনার।
চতুর্থ দিন:
ব্রেকফাস্ট করে ব্যাগপত্তর গুছিয়ে আমরা চেক-আউট করবো রিসর্ট থেকে এবং ভাত্তারিকা মন্দির, আনসুভা লেক এবং নন্দন কানন চিড়িয়াখানা ঘুরে ড্রপ ভুবনেশ্বর স্টেশনে। তারপর সোজা হাওড়া। ভ্রমণ শেষ।
*প্যাকেজ মূল্য জন প্রতি*-
মাত্র *৮,৭০০/-*
প্যাকেজের মধ্যে যা যা থাকবে-
•রুম (নন-এসি) ডাবল শেয়ারিং
•খাবার ( ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভনিং স্ন্যাকস, ডিনার)। শেষদিনের লাঞ্চ অবধি।
•গাড়ী পিক আপ-ড্রপ ( ভুবনেশ্বর থেকে ভুবনেশ্বর), সাইটসিং (এস পার ইটিনারী)। গাড়ী এসি, সুমো বা বোলেরো। এক গাড়ীতে ছয় জন।
•জঙ্গল সাফারি এন্ট্রি ফ্রিস
• একদিন সন্ধায় বার্বিকিউ, ক্যাম্প ফায়ার
• বোট চার্জ
• ট্রেনের টিকিট স্লিপার ক্লাস
প্যাকেজে যা যা থাকবেনা-
• মিনারেল ওয়াটার
• কোন রকম এক্সট্রা রাইড, খাবার, পর্টার, গাইড চার্জ, ক্যামেরা চার্জ।
• এসি রুম
• ট্রেনের খাবার