17/10/2024
আলবেনিয়ার সঙ্গে ইটালির করা চুক্তির অধীনে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৬ জনের প্রথম দলটি বুধবার আলবেনিয়ার শেনজিন বন্দরে পৌঁছায়৷ এদের মধ্যে ১০ জন বাংলাদেশি এবং ছয় জন মিশরীয় রয়েছেন৷
বার্তা সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা গেছে, এদিন অভিবাসীদের নিয়ে আসা ইটালি নৌবাহিনীর জাহাজ লিব্রা শেনজিন বন্দরে নোঙর করেছে৷
এর আগে রোববার ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে এই ১০ বাংলাদেশি এবং ছয় মিশরীয়দের উদ্ধার করেছিল রোম৷
ইটালির লাম্পেদুসা থেকে সোমবার যাত্রার পর অবশেষে বুধবার আলবেনিয়ায় এসে পৌঁছায় অভিবাসীদের প্রথম দলটি৷
ইতালি সিজনাল ও ননসিজনাল ভিসা আপডেট-ITALY SEASONAL NON SEASONAL VISA�
ইতালির সিজনাল এবং ননসিজনাল ভিসা (নুলুস্তা) আপডেট