03/02/2025
*🔉জরুরি ঘোষণা🔊*
🌈🌈🌈🌈🌈🌈🌈
🌍 অনেকেই টিকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না, তাদের জন্য জানানো যাচ্ছে যে, ফ্লাইটের ১০ দিন আগে টিকা না নিলে আপনি কোনো ভাবেই সৌদি আরব যেতে পারবেন না। এর ফলে আপনার ভিসা ও টিকেট পুরোপুরি বাতিল হয়ে যাবে এবং অর্থও হারাতে হতে পারে।
যদি কোনো কারণে টিকা গ্রহণের কারণে কেউ ফ্লাইট করতে না পারেন, তবে আমরা কোনোভাবেই এই দায়-দায়িত্ব নেবো না। অতএব, অনুগ্রহ করে সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করুন।
🌍 ১০ই ফেব্রুয়ারি'২০২৫ থেকে সৌদি আরব ভ্রমণ বা উমরা/হজ্ব ফ্লাইটের ক্ষেত্রে সরকারি অথবা বেসরকারি (রেজিস্ট্রার্ড) হাসপাতাল থেকে নির্দিষ্ট টিকা গ্রহণ করা বাধ্যতামূলক।
মনে রাখবেন:
১. ফ্লাইটের ১০ দিন আগে টিকা নিতে হবে। উদাহরণস্বরূপ, যদি ১০ ফেব্রুয়ারি ফ্লাইট হয়, তবে ৩০ জানুয়ারি এর মধ্যে টিকা নিতে হবে। ৩১ জানুয়ারি নিলে ১০ দিনের শর্ত পূর্ণ হবে না।
২. টিকা নেওয়ার পর পাসপোর্টের নাম ও জন্মতারিখ অনুযায়ী টিকা কার্ড সংগ্রহ করতে হবে এবং ভ্রমণের দিন টিকা কার্ড ও এর ৩টি ফটোকপি (মোট ৪ কপি) সঙ্গে রাখতে হবে।
৩. মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই সঙ্গে নিতে হবে।
বি.দ্র: টিকা কার্ড এবং মাস্ক পরিধান বাধ্যতামূলক। এই শর্ত পূর্ণ না হলে বোর্ডিং পাশ প্রদান করা হবে না, অর্থাৎ আপনি ভ্রমণ করতে পারবেন না।