National Agency

National Agency Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di National Agency, Organizzazione viaggi, Via GIACOMO SAVARESE 84, Naples.

IMMIGRATION & TRAVEL
CAF & PATRONATO, AGENCY DEL VIAGGIO, MONEY TRANSFER, AIR TICKET, DOMANDA PER CITTADINANZA ITALIANA, RICONGIUNGIMENTO FAMILIARE & FIERA E FESTA, ITALIAN LANGUAGE SCHOOL FOR A2 & B1 AND ALL KINDS OF IMMIGRATION SERVICES FOR FOREIGNERS.

14/09/2024

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে। বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন্টারে চেক-ইন করেন, লাগেজ জমা দেন। সেই লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে।
অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌছিয়ে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেয়া এয়ারলাইনের দায়িত্ব। এটা বিশ্বের যে এয়ারলাইনই হোক না কেনো। যে দেশে হোক, যে বিমানবন্দর হোক।
এখন লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হয়েছে তাহলে কী করবেন ?
একদম সোজা সাপ্টা উত্তর, আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হবার দায় এয়ারলাইন্সের। আর এজন্য তারা ক্ষতিপূরণ দিবে।
ক্ষতিপূরণ পেতে হলে, আপনাকে বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে। লাগেজ ক্ষতিগ্রস্থ হলে বিমানবন্দরে অবস্থান করেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে।
সাধারণত সারা বিশ্বে সকল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয়। মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না।
ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দরে অবস্থান করে নির্ধারিত ফরম/পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। অর্থাৎ অভিযোগ জানানোর পর, এয়ারলাইনের কাছ থেকে ডকুমেন্টস বুঝে নিবেন।
বিশ্বের যে বিমানবন্দরেই হোক না কেন, আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন।

10/09/2024
10/09/2024

ই পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে :
Last updated: 12 August 2021

Required documents:

1.Printed application summary incl. appointment (if any)
2.Identification documents (NID card or Birth certificate)
3.Payment Slip
4.Previous Passport (if any)
5.GO/NOC for govt. service holder (if any)
6.Further documents depends on application nature/correction
7.Printed application form

প্রয়োজনীয় কাগজপত্র:

১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)
২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং)
৩। পেমেন্ট স্লিপ
৪। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে)
৫। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে)
৬। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি থাকে)
৭। আবেদনপত্রের প্রিন্ট কপি

10/09/2024

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:
Last updated: 23 October 2022

১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।
১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
১৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।
তথ্য সূত্রঃ
বহিরাগমন শাখা ১ , সুরক্ষা সেবা বিভাগ , স্বরাষ্ট্র মন্ত্রণালয়স্মারক নং ৫৮.০০.০০০০.০৪০.০১.০০৩.১৬-১২৩৪

আব্দুল মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আ...
01/09/2024

আব্দুল মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই ফ্লাইট ধরতে পারবেন।কিন্তু তিনি তা পারলেন না।এমন পরিস্থিতিতে পড়তে না চাইলে সতর্ক হোন।

বাংলা এভিয়েশনের পরামর্শ

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

30/08/2024

নতুন ই-পাসপোর্টের তালিকাঃ
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাদের ই-পাসপোর্ট বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত আছে তাদের ই-পাসপোর্টের তালিকা (তালিকা নম্বর ৩৮৭-৪০০) নিম্নে লিঙ্কের মাধ্যমে দেয়া হলো। লিঙ্কে ক্লিক করে তালিকায় নাম দেখে দূতাবাসে এসে ই-পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট বিতরনের সময়ঃ সোমবার হতে শুক্রবার
( সকাল ১১ঃ৩০-১২ঃ৩০ ) এবং ( বিকাল ৩ঃ৩০-৪ঃ৩০ )
[দ্রষ্টব্যঃ পাসপোর্ট সংগ্রহের জন্য কোন এপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। মূল রসিদ ও পুরাতন পাসপোর্ট অবশ্যই সাথে আনবেন।]
https://rome.mofa.gov.bd/.../E-Passports-Ready-for...

National agency via giacomo savarese 84Napoli-80142Mobile:- 3383712275
29/08/2024

National agency
via giacomo savarese 84
Napoli-80142
Mobile:- 3383712275

28/08/2024

বাংলা এভিয়েশনে ফোন করে সৌদি আরব প্রবাসী আব্দুল মজিদ চাচা খুব রাগারাগি করলেন। মজিদ চাচার মন খারাপ। তিনি বললেন, এমন কেমন বিমানবন্দর ইন্টারনেট নেই? দুনিয়ার সব বিমানবন্দরে ইন্টারনেট পাওয়া যায়, বাংলাদেশে কেন পাবো না ? প্রবাসী মজিদ চাচার মতো অনেকেই ইন্টারনেট নিয়ে অভিযোগ করেন বাংলা এভিয়েশনের কাছে।
অনেক বছর ধরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই ফাই ব্যবহার আছে। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC ) শর্ত হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে হবে। যার কারণে, বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি ছিলো বিমানবন্দরে। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকা প্রবাসীদের কাছে বাংলাদেশি মোবাইলের সিম না থাকায় সেই ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হতো না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিনামূল্যে কোন ধরণের পিন ছাড়াই ওয়াই ফাই সুবিধা দিতে চাইলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (BTRC) শর্তের কারণে সম্ভব হচ্ছে না।
বর্তমানে বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পাশপাশি, হেল্প ডেস্ক থেকে ওয়াই ফাই সংযোগের ব্যবস্থা করা হয়েছে। ইমিগ্রেশন শেষ করে এই হেল্প ডেস্ক থেকে যে কেউ মোবাইলে ওয়াই ফাই সংযোগ করে নিতে পারবেন। এছাড়া, বিমানবন্দরে থাকা ফ্রি ফোন ব্যবহার করেও যে কেউ কল করতে পারবেন।
মোবাইল সীম ছাড়াই বিমানবন্দরের ওয়াই ফাই কানেক্ট করা যাবে ইমিগ্রেশরে পর হেল্প ডেস্ক থেকে। আপনার কি মনে হয়, এবার মজিদ চাচার রাগ কমবে তো?
#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

25/08/2024

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ত্রাণ সহায়তার লক্ষ্যে অর্থ প্রেরণ প্রসঙ্গে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ সহায়তা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণ করতে পারবেন। এ বিষয়ে রোমস্থ বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে এবং নির্ধারিত ব্যাংক একাউন্টের তথ্য বিস্তারিতভাবে অতি শীঘ্রই সবাইকে জানিয়ে দেওয়া হবে। প্রেরিত অর্থ দূতাবাস কৃতজ্ঞতার সাথে গ্রহণপূর্বক এর যথাযথ হিসাব সংরক্ষণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরণ করবে।

এ প্রসঙ্গে আরো জানানো যাচ্ছে যে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য- সহায়তা প্রদানের জন্য ইতালি প্রবাসীদের অনেকেই ইতোমধ্যে দূতাবাসের নিকট আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের এই মহতি উদ্যোগকে দূতাবাস স্বাগত জানায়। ত্রাণ সহায়তা সংক্রান্ত যে কোন জিজ্ঞাসা ও প্রয়োজনীয় তথ্যের জন্য দূতাবাসের নিম্নোক্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দের সাথে যোগাযোগ করা যেতে পারেঃ
- জনাব আসিফ আনাম সিদ্দিকী, প্রথম সচিব (শ্রম কল্যাণ), মোবাইল: +39 351 176 6537
- ⁠জনাব মোঃ আশফাকুর রহমান, প্রথম সচিব (কূটনৈতিক), মোবাইল: +39 351 102 6825
ইমেইল: [email protected]

এখানে উল্লেখ করা যেতে পারে, বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য আগ্রহী প্রবাসী বাংলাদেশীগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সরাসরি সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন। নিম্নে সংশ্লিষ্ট একাউন্টের বিস্তারিত তথ্য উল্লেখ করা হলোঃ
▫️হিসাবের নাম : 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল'
▫️ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
▫️হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

▫️Account Name: Chief Advisor's Relief and Welfare Fund
▫️Bank: Sonali Bank Corporate Branch, Chief Adviser's Office
▫️Account Number: 0107333004093

23/08/2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস
নোট: অনেকেই না বুঝে বিভ্রান্তিকর কথা বলছেন। মূলত এই সার্ভিস নেয়া বাধ্যতামূলক নয়। সার্ভিস যাদের প্রয়োজন শুধু তারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরিকতার সাথে মিট এন্ড গ্রিট সার্ভিস দিচ্ছে ট্রাভেল শপ। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত ও নীতিমালা অনুসরণ করে ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করা হয়।
_____________________________
ট্রাভেল শপের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কী?
____________________________
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত সহায়তা মুলক সেবা। কিছু দিন আগে আপনার অপারেশন হয়েছে ভারি ব্যাগ নাড়াচাড়া করা মানা, কিংবা সাথে দুটি বাচ্চা আছে- এখন আপনি ব্যাগ সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার হয়ে আপনার লাগেজগুলো বহন করে আপনাকে বিমানবন্দরে সহায়তা করবে।
আপনার বয়স্ক মা-বাবা একা একা প্রথমবারের মতো আপনার কাছে বিদেশ আসবেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কিছু তো তারা বোঝেন না। একজন কেউ যদি পাশে থেকে তাদের লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট যাত্রীর পাশে থেকে লাগেজগুলো বহন করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় সহায়তা করবে।
বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিদেশি বিনিয়োগকারী আপনার প্রজেক্ট দেখতে আসবেন। হোটেল থেকে গাড়ি সবই রেডি তার জন্য। বিমানবন্দরে তাকে যদি কেউ রিসিভ করে লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? হ্যা এখানেও সহায়তা করবে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট।
বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে আসছে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস উপভোগ করতে আপনাকে বিজনেস ক্লাস টিকিট বা অন্য কোন নীতি অনুসরণ করতে হবে না। সার্ভিস চার্জ দিয়ে যে কেউ এ সার্ভিস গ্রহণ করতে পারবেন।
তবে, পাশে থেকে সহায়তা করলেও যাত্রীর এয়ারলাইনের টিকিট, ভিসা, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এ সকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।
মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?.......................................................................................................
✈ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ✈
১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা...............................................................................................................................
✈️ বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে ✈️
১.
ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২.
ইমিগ্রেশন আগে ভিসা অন অ্যারিভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা
৩.
ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা।
৪.
ইমিগ্রেশন আগে ভিসা অন অ্যারিভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১৫০০ টাকা।
_____________________________
নোট:
_____________________________
১. জন প্রতি চার্জ প্রদান করতে হয়। ২ বছর বা ২ বছরের কমবয়সী যাত্রীদের সার্ভিস চার্জ ফ্রি।
২. একজন সম্মানিত যাত্রীর এয়ারলাইনের সাধারণ লাগেজ এলাউন্স থেকে বড় আকারের কিংবা অধিক সংখ্যক লাগেজ থাকলে, তখন যদি ১ জন সম্মানিত যাত্রীর জন্য একাধিক কাস্টমার সার্ভিস এজেন্ট প্রয়োজন হয়, তবে যাত্রীকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।
_____________________________________
ফ্লাইটের টিকিটের মতো আপনি আগে থেকেই ট্রাভেল শপের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস বুক করলে নিশ্চিন্ত থাকবেন। বুকিং করতে কিংবা আরও তথ্য জানাতে
https://wa.me/message/4LYGQT3QBPX3C1 এই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি Whats app এ যোগাযোগ করতে পারবেন।
ফোন করুন +880 1759-732040 এই নাম্বারে ।
#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

23/08/2024

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক যাত্রী ফ্লাইটের টিকিট কেটেও আসতে পারেননি, ফ্লাইট মিস করছেন। সেসব যাত্রীর ফ্লাইটের টিকিট পরবর্তী তারিখে বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট ২০২৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী ৩৩টি এয়ারলাইন্সকে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম।
#বাংলা_প্রবাস #বাংলা_এভিয়েশন

23/08/2024
NID SMART CARD READY FOR DELIVERYরোমস্থ বাংলাদেশ দূতবাসে বিতরণের জন্য প্রস্তুত জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডের তালিকা...
23/08/2024

NID SMART CARD READY FOR DELIVERY
রোমস্থ বাংলাদেশ দূতবাসে বিতরণের জন্য প্রস্তুত জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডের তালিকাঃ

সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাদের জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত আছে তাদের নাম ও আবেদন নম্বরের তালিকা নিম্নে দেয়া হলো। তালিকায় নাম আছে কিনা নিশ্চিত হয়ে দূতাবাসে সশরীরে এসে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। সংগ্রহের জন্য আবেদনের সময় প্রদানকৃত স্লিপটি প্রদর্শন করতে হবে।

[দ্রষ্টব্যঃ স্মার্ট কার্ড সংগ্রহের জন্য কোন এপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। মূল রসিদ অবশ্যই সাথে আনবেন।

16/08/2024

আব্দুল মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই ফ্লাইট ধরতে পারবেন।কিন্তু তিনি তা পারলেন না।এমন পরিস্থিতিতে পড়তে না চাইলে সতর্ক হোন।
বাংলা এভিয়েশনের পরামর্শ
** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।
** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।
** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।
** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।
** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।
** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।
** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।
** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।
** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।
** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।
** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

15/08/2024

এখানে বাংলাদেশ সহ সকল গন্তবের বিমান টিকেট পাওয়া যায়।
National Agency
Via Giacomo Savarese 84, Napoli-80142
PHONE :- 0812300449 CEL:- 3383712275, 3510423647
EMAIL:- [email protected]
PEC:- [email protected]

15/08/2024

এখানে বাংলাদেশ সহ সকল গন্তবের বিমান টিকেট পাওয়া যায়।
National Agency
Via Giacomo Savarese 84, Napoli-80142
PHONE :- 0812300449 CEL:- 3383712275, 3510423647
EMAIL:- [email protected]
PEC:- [email protected]

Indirizzo

Via GIACOMO SAVARESE 84
Naples
80142

Telefono

+393383712275

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando National Agency pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a National Agency:

Video

Condividi

Agenzie Di Viaggio nelle vicinanze