Centro Servizi Padova - CSP

Centro Servizi Padova - CSP সব সময় মানুষে পাশে থাকার স্বপ্ন দেখি। মানুষের সুখে নিজের সুখ খুজি।

ইতালির ‘Invest your Talent in Italy’ তে বাংলাদেশের অন্তর্ভুক্তি: ইতালি সম্প্রতি ‘Invest your Talent in Italy’ বৃত্তি কর্...
23/01/2025

ইতালির ‘Invest your Talent in Italy’ তে বাংলাদেশের অন্তর্ভুক্তি:

ইতালি সম্প্রতি ‘Invest your Talent in Italy’ বৃত্তি কর্মসূচির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের দশম সংস্করণে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। আসন্ন সেশন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তি কর্মসূচিতে আবেদন করার সুযোগ পাবে। নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি পাবেন এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে সম্পর্কিত একটি ইতালীয় কোম্পানিতে তিন মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করতে পারে । বাংলাদেশী শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং-অ্যাডভান্সড টেকনোলজি, অর্থনীতি-ব্যবস্থাপনা এবং স্থাপত্য-নকশা এই তিনটি ক্ষেত্রে বিভিন্ন মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে পড়াশোনা করতে পারবে।

আগ্রহী শিক্ষার্থীরা আরও বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইট ভিজিট করতে পারেনঃ

The Invest Your Talent in Italy rogram aims at promoting the internationalization of the Italian university system as a center of excellence, by giving foreign students opportunities for a fulfilling educational path and successful future careers.

04/01/2025
26/12/2024

ISEE 2025 এর জন্য প্রস্তুত থাকুন! 🇮🇹১ জানুয়ারি ২০২৫ থেকে আবেদন শুরু!আপনার সরকারি বোনাস এবং সুবিধাগুলো (যেমন: বাচ্চাদে.....

26/12/2024

ISEE 2025 এর জন্য প্রস্তুত থাকুন! 🇮🇹
১ জানুয়ারি ২০২৫ থেকে আবেদন শুরু!
আপনার সরকারি বোনাস এবং সুবিধাগুলো (যেমন: বাচ্চাদের ভাতা, ভাড়ার বোনাস, বিদ্যুৎ/গ্যাসের সহায়তা) চালু রাখতে আপনার ISEE (Indicatore della Situazione Economica Equivalente) আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নতুন ISEE 2025 জমা দিতে, নিচের ডকুমেন্টগুলো প্রস্তুত রাখুন:
ব্যক্তিগত তথ্য:
* আবেদনকারীর পরিচয়পত্র ও CODICE FISCALE।
* পরিবারের সকল সদস্যের CODICE FISCALE।
বাসস্থানের তথ্য:
* ভাড়া বাড়ির জন্য: বাসা ভাড়ার চুক্তিপত্রের রেজিস্ট্রি করা কপি (CONTRATTO DI LOCAZIONE REGISTRATO)।
* নিজস্ব বাড়ির জন্য: কেনাকাটার দলিলের কপি (ATTO DI COMPRAVENDITA)।
যানবাহনের তথ্য:
* পরিবারের কোনো সদস্যের গাড়ি বা মোটরসাইকেল থাকলে তার রেজিস্ট্রেশন নম্বর (TARGA)।
আর্থিক তথ্য:
* ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রিপেইড কার্ডের তথ্য:
* GIACENZA MEDIA (গড় ব্যালেন্স)।
* SALDO DEL 31/12/2023 (৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের ব্যালেন্স)।
বিশেষ প্রয়োজন:
* পরিবারে কোনো DISABLED সদস্য থাকলে তার ডিসেবিলিটির সার্টিফিকেট (CERTIFICATO DELLA DISABILITÀ)।
গুরুত্বপূর্ণ: ISEE তে সঠিক তথ্য জমা না দিলে, আপনার সরকারি বোনাস এবং সুযোগ-সুবিধা স্থগিত হতে পারে

22/12/2024
১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
15/12/2024

১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

বাংলাদেশের সকল উৎসবে সাথে আছে CENTRO SERVIZI PADOVA
14/12/2024

বাংলাদেশের সকল উৎসবে সাথে আছে CENTRO SERVIZI PADOVA

🇮🇹 ইতালিতে মনোপাত্তিনো (ইলেকট্রনিক স্কুটার) ব্যবহারে নতুন নিয়ম চালু!আগামীকাল থেকে ইতালিতে ইলেকট্রনিক স্কুটার ব্যবহারে ন...
13/12/2024

🇮🇹 ইতালিতে মনোপাত্তিনো (ইলেকট্রনিক স্কুটার) ব্যবহারে নতুন নিয়ম চালু!

আগামীকাল থেকে ইতালিতে ইলেকট্রনিক স্কুটার ব্যবহারে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এই নিয়মগুলো মেনে চলা বাধ্যতামূলক। আইন অমান্য করলে সর্বোচ্চ ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

যা যা করতে হবে:

1️⃣ বীমা বাধ্যতামূলক (Assicurazione): স্কুটারের জন্য বীমা করাতে হবে।
2️⃣ নম্বরপ্লেট (তারগা): গাড়ির মতো স্কুটারেও নম্বরপ্লেট বসাতে হবে।
3️⃣ হেলমেট (কাস্কো): চালানোর সময় হেলমেট ব্যবহার অবশ্যই করতে হবে।
4️⃣ ইন্ডিকেটর এবং ব্রেক: স্কুটারে সিগন্যাল ইন্ডিকেটর ও ব্রেক থাকতে হবে।
5️⃣ সর্বোচ্চ গতিসীমা: ৫০ কিমি/ঘণ্টা এর বেশি চালানো যাবে না।

যা যা নিষিদ্ধ:

🚫 হাঁটার রাস্তায় পার্কিং: স্কুটার হাঁটার রাস্তার ওপর রাখা যাবে না।
🚫 হাঁটার রাস্তায় চালানো: এই যানবাহন ফুটপাতে চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
🚫 উল্টোদিকে চালানো: সঠিক পথে না চালিয়ে উল্টোদিকে চালালে শাস্তিযোগ্য অপরাধ হবে।
🚫 অতিরিক্ত যাত্রী নেওয়া: স্কুটারে একের অধিক যাত্রী নেওয়া যাবে না।

নতুন এই নিয়মগুলো সকলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহরের পরিবহন ব্যবস্থা আরও শৃঙ্খলিত করতে নেওয়া হয়েছে।
নিয়ম মেনে চলুন, নিরাপদ থাকুন!

আপনারা দয়া করে এই তথ্য অন্যদের সাথেও শেয়ার করুন।

আগামীকাল বিকাল ৫টায় CSP অফিসে আভোকাতো থাকবেন। কারো কোন বিষয়ে পরামর্শ লাগলে আসতে পারেন। Avvocato Sandro Silvestri সিভিলে,...
09/12/2024

আগামীকাল বিকাল ৫টায় CSP অফিসে আভোকাতো থাকবেন। কারো কোন বিষয়ে পরামর্শ লাগলে আসতে পারেন। Avvocato Sandro Silvestri সিভিলে, পেনালে ও ইমিগ্রেশন বিষয়ে স্পেশালিষ্ট।

L'avvocato sarà domani alle 17 presso la sede del CSP. Può ve**re a consigliare su qualsiasi questione. L'Avvocato Sandro Silvestri è specialista in materia civile, penale e dell'immigrazione.

ইতালীর বেকার ভাতার আবেদন করে দেশে গিয়ে বসে বসে টাকা পাবার দিন শেষ হয়ে গেছে। মোট কথা আপনাকে ইতালিতে না পাওয়া গেলে টাকা বন...
06/12/2024

ইতালীর বেকার ভাতার আবেদন করে দেশে গিয়ে বসে বসে টাকা পাবার দিন শেষ হয়ে গেছে।

মোট কথা আপনাকে ইতালিতে না পাওয়া গেলে টাকা বন্ধ। সেন্ট্রো ইম্পিয়েগো থেকে মেসেজ বা কল আসবে। আপনাকে কাজের অফার করবে যদি কাজ পছন্দ না হয় তাহলে কোন না কোন কোর্স করে কাজ শিখতে হবে।

25/10/2024

সব সময় মানুষে পাশে থাকার স্বপ্ন দেখি।

Indirizzo

Via Stefano Dall'Arzere 23/1
Padua
35132

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Centro Servizi Padova - CSP pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Centro Servizi Padova - CSP:

Video

Condividi