![ইতালির ‘Invest your Talent in Italy’ তে বাংলাদেশের অন্তর্ভুক্তি: ইতালি সম্প্রতি ‘Invest your Talent in Italy’ বৃত্তি কর্...](https://img5.travelagents10.com/010/052/1020706350100522.jpg)
23/01/2025
ইতালির ‘Invest your Talent in Italy’ তে বাংলাদেশের অন্তর্ভুক্তি:
ইতালি সম্প্রতি ‘Invest your Talent in Italy’ বৃত্তি কর্মসূচির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের দশম সংস্করণে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। আসন্ন সেশন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তি কর্মসূচিতে আবেদন করার সুযোগ পাবে। নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি পাবেন এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে সম্পর্কিত একটি ইতালীয় কোম্পানিতে তিন মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করতে পারে । বাংলাদেশী শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং-অ্যাডভান্সড টেকনোলজি, অর্থনীতি-ব্যবস্থাপনা এবং স্থাপত্য-নকশা এই তিনটি ক্ষেত্রে বিভিন্ন মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে পড়াশোনা করতে পারবে।
আগ্রহী শিক্ষার্থীরা আরও বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইট ভিজিট করতে পারেনঃ
The Invest Your Talent in Italy rogram aims at promoting the internationalization of the Italian university system as a center of excellence, by giving foreign students opportunities for a fulfilling educational path and successful future careers.