23/04/2022
এখন থেকে বাংলাদেশে প্রবেশ করার পূর্বে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে।
বাংলাদেশে প্রবেশ করতে এতো দিন দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের পূর্বে যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হতো। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, যা যাত্রীদের জন্য ছিলো অনেক কষ্টসাধ্য। তাই এই ভোগান্তি দূর করতে দেশে আসার পূর্ববর্তী ৩ দিনের মধ্যে যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। নিম্নে ফরমের লিংক দেয়া হলো:
Link:
http://healthdeclaration.dghs.gov.bd/
বোডিং এর সময় যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে এয়ারলাইন্স কতৃপক্ষ। দেশে আসার পর বিমানবন্দরে যাত্রীকে তার কিউআর কোড (QR Code) যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে।