দক্ষিন কোরিয়ায় আবার জমবে বাংলাদেশীদের সব থেকে বড় মিলনমেলা। বাংলাদেশ উৎসব- ২০১৮
২২ শে জুলাই, রবিবার।
উইজংবু, সিনহান ইউনিভার্সিটি।
মাকে নিয়ে একটি সর্ট ফিল্ম । সময় থাকলে দেখুন ।
তিনঘণ্টা ধরে যুবতির গলায় জড়িয়ে থাকল সাপ, রক্ষা করার পরিবর্তে পূজা শুরু করলো হিন্দু সম্প্রদায়
টিম খাপ্পাইয়ের সমর্থক মডেল অভিনেত্রী অহনা ও মিতুর শুভকামনা ও শুভেচ্ছা বার্তা।
Bangladeshi tigers in south korea
আধুনিক বিশ্বে ফায়ার ব্রিগেডের নতুন এক অগ্নি নির্বাপন পদ্ধতি ।
:o :o :o দামী মোবাইল :o :o :o
জেনে নিন ১০ দামী মোবাইলের দাম,
একটি মোবাইলের মুল্য দিয়ে আপনি ঢাকা শহরে একটি বাড়ি বানাতে পারবেন।
টিম খাপ্পাই বলে কথা....
ভয়তো একটু আধটু পেতেই পারে অন্য টিমগুলো।
কোপা সামসু কোপা।
ইয়েস!! টিম খাপ্পাই আসছে ক্রিকেট ব্যাট দিয়ে কোপাতে।
এটি একটি জনসতর্কী করণ পোস্ট!
একটু মন দিয়ে দেখুন,আত্বীয় স্বজন,বন্ধুদের সতর্ক করুন-জনস্বার্থে শেয়ার করুন.
দুবাই বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ভয়াবহ আগুন লেগে যায় | এমিরেটস-এর এই বিমানটি ইন্ডিয়া থেকে 275 জন যাত্রী নিয়ে দুবাই বিমানবন্দরে অবতরণ করার পর পরই বিমানটির ইঞ্জিনে বিকট শব্দে বিস্ফোরন হয়ে সাথে সাথে আগুন ধরে যায় | তবে যাত্রীদের সবাই নিরাপদে বিমান থেকে নেমে এসেছেন । কেউ হতাহত হননি || আল্লাহ সবাইকে হেফাজত করুন 😭😭😭😭 || সকল ধরনের বিমান উঠানামা বন্ধ রয়েছে ||।।
২০১৭ সালের নূন্যতম দক্ষিণ কোরিয়ার সকল শ্রমিকের মজুরী ঘন্টায় ৬,৪৭o ₩ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতিঘন্টায় বেতন ৬০৩০₩ । এ বছরের তুলনায় ৭.৩% (৪৪০₩) বৃদ্ধি করে মাসে নূন্যতম বেতন ১৩,৫২,২৩০ ₩ এ নির্ধারণ করা হয়।
গতকাল মিনিমাম ওয়েজ কাউন্সিলের ১৩তম মিটিং এ শ্রমিক পক্ষ ওয়াক আউট করলে তাদের অনুপস্থিতিতেই আজ ভোর ৪টার দিকে ১৪তম মিটিং এ মালিক পক্ষ ও ম্যানেজমেন্ট পক্ষের ভোটাভুটিতে ঘন্টায় ৬,৪৭০₩ নির্ধারিত হয়। এর আগে গতকাল রাত ১১টার দিকে ১৩তম মিটিং থেকে শ্রমিক পক্ষ তাদের দাবি (ঘন্টায় ১০,০০০₩, পরবর্তীতে মানসম্মত) না মানার কারণে ওয়াক আউট করে।
6,470원으로 결정됐습니다 440원 올랐네요#최저임금
ইয়াংজু ষ্টেশনে ঢুকতে মায়ানমার থেকে আগত এক শ্রমিকের সাথে অনিচ্ছাকৃত একজন কোরিয়ানরে শরীরে ধাক্কা লাগে। আর মায়ানমারের সেই শ্রমিক ক্ষমা চায়নি বলে তাকে বেদম মারধর করে বদমায়েশ কোরিয়ান ব্যক্তিটি।
বর্তমানে ইয়াংজু পুলিশ কোরিয়ান ব্যক্তিটাকে খুঁজছে...
একজন প্রবাসীর টাকায়
বিশ্বের ২য় সর্বোচ্চ টাওয়ার হতে যাচ্ছে বাংলাদেশে .
‘ঢাকা ম্যাসাকার’-এর শিকার ৯ ইতালীয়ান নাগরিককে বিক্ষিপ্তভাবে গুলি করার পর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এলোপাতাড়ি কুপিয়ে অত্যন্ত ধীর গতিতে টর্চার করতে করতে বিভিন্ন অঙ্গহানী ঘটিয়ে দীর্ঘসময় ধরে মৃত্যুযন্ত্রণা দিয়ে অবশেষে জবাই করা হয়। রোমে সম্পন্ন করা ময়নাতদন্ত রিপোর্টে উপরোক্ত তথ্য জানানো হয়েছে। এদিকে ৭ জুলাই ইতালীর সিনেটে বিশেষ শুনানীতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্তিলোনি বলেছেন, “ইতালী তাঁর ৯ ভিক্টিমকে কোনদিনই ভুলবে না”। বাংলাদেশের ঈদ জামাতে নতুন করে হামলায় ৪ জন নিহত হবার বিষয়টিকে জঙ্গীদের ধারাবাহিক আক্রমন হিসেবে বর্ণনা করা হয় রাষ্ট্রীয় টেলিভিশন ‘রাই টিজি ওয়ান’ সংবাদে।
ঢাকায় আইএস-এর বর্বরতার শিকার ৯ ইতালীয়ানের মরদেহ মঙ্গলবার বিকেলে রোমে পৌঁছেছে। মহামান্য রাষ্ট্রপতি সের্জো মাত্তারেল্লা বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতদের প্রতি সম্মান জানাতে। ইতালীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বিমানবন্দরে ছিলেন রোমে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত শাহদৎ হোসেনও। পোস্টমর্টেমের জন্য সবগুলো মরদেহ নিয়ে যাওয়া হয়েছে রোমের ‘পলিক্লিনিক’ হসপিটালে। স্থানীয় ইতালীয়ানরা ব্যথিত, ক্ষুব্ধ। শোকাবহ পরিবেশ গোটা ইতালীতে। ভয়াবহ ধ্বস বাংলাদেশের ভাবমূর্তির। লজ্জিত, বিব্রত এখানকার ২ লাখ বাংলাদেশী।