Tawhid Global Services

Tawhid Global Services TAWHID GLOBAL SERVICE

✈️ মালয়শিয়া পোঁছানোর পরে টাকা ( শর্ত প্রযোজ্য)  ভিজিট ভিসার যাত্রীদের জন্য ১০০% নিশ্চয়তা সহকারে মালয়শিয়া প্যাকেজ :  প্যা...
19/05/2024

✈️ মালয়শিয়া পোঁছানোর পরে টাকা ( শর্ত প্রযোজ্য) ভিজিট ভিসার যাত্রীদের জন্য ১০০% নিশ্চয়তা সহকারে মালয়শিয়া প্যাকেজ : প্যাকেজের অন্তর্ভুক্ত : 🚀 মালায়শিয়া ভিসা ( ভিজিট ) 🚀 বিমানের টিকেট 🚀 ফাইল রেডি 🚀 এয়ারপোর্ট সাপোর্ট (২পাশেই) বিস্তারিত তথ্য জানতে : 📍 Contact: 📞 Call/Whatsapp: +60175902402 Email: [email protected]

✅ মালায়শিয়ায় জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ✅➡ Golden Metric industries sdn bhd.★ কাজের ধরণঃ  ফ্যাক্টরী (GENARAL WORKERS) ★ সুযোগ...
29/01/2024

✅ মালায়শিয়ায় জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ✅

➡ Golden Metric industries sdn bhd.

★ কাজের ধরণঃ ফ্যাক্টরী (GENARAL WORKERS)
★ সুযোগ-সুবিধাঃ RM 1500 + OT, বাসস্থান।
★ বয়সঃ ১৮-৩৫ বছর।
★ ডিউটিঃ ০৮ ঘন্টা + ওভার টাইম।

*সিলেকশন পদ্ধতিঃ পুশিং*

15/03/2023
আলহামদুলিল্লাহ আজকে আমাদের মালয়েশিয়ার কলিং ভিসার বড় একটি গ্রুপের ফ্লাইট সম্পূর্ণ হল। 🇲🇾
06/03/2023

আলহামদুলিল্লাহ আজকে আমাদের মালয়েশিয়ার কলিং ভিসার বড় একটি গ্রুপের ফ্লাইট সম্পূর্ণ হল। 🇲🇾

26/02/2023

Alhamdulillah 💞
we have completed
one more Flight in Romania
(Domino's Pizza company )
already they all reached the company
good good luck to everyone
we have some more approvals
in this company 📚
anyone who wants to go
can contact us
Tawhid Global service
For More Information
+6(+60 17-590 2402)📞

আলহামদুলিল্লাহ    আর একটা রেস্টুরেন্ট  কিছু  কলিং হাতে পেলাম আশা করি খুব দ্রুত তাদের ফ্লাইট সম্পন্ন হবে  ইনশাআল্লাহ এখন ...
20/02/2023

আলহামদুলিল্লাহ
আর একটা রেস্টুরেন্ট কিছু কলিং হাতে পেলাম আশা করি খুব দ্রুত তাদের ফ্লাইট সম্পন্ন হবে
ইনশাআল্লাহ এখন প্রতিনিয়ত কাজ হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত কাজ আছে কেউ যদি বই দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ

মালয়েশিয়া কলিং ভিসা *ইলেকট্রনিকস ফেক্টরি*👉কোম্পানির নাম: Schmaco Auto Parts Industries Sdn Bhd.( গাড়ির পারটস মেনুফেকচারি...
17/02/2023

মালয়েশিয়া কলিং ভিসা

*ইলেকট্রনিকস ফেক্টরি*
👉কোম্পানির নাম: Schmaco Auto Parts Industries Sdn Bhd.
( গাড়ির পারটস মেনুফেকচারিং কোম্পানি )

*বেতন: ১৫০০ বেসিক+ওভার টাইম*( ২৫০০/২৭০০ রিংগিত বেতন আসবে মাসে)
👉থাকা কোম্পানি।
👉খাওয়া নিজ।
Available
quotation 45 💁‍♂️

🇺🇲🇺🇸 মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা প্রবাসীদের জন্য সু-খবর। মালয়েশিয়াতে যারা অবৈধভাবে আছেন, তাদের সবাইকে বৈধ হওয়ার জন্য মালয়েশ...
13/02/2023

🇺🇲🇺🇸 মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা প্রবাসীদের জন্য সু-খবর। মালয়েশিয়াতে যারা অবৈধভাবে আছেন, তাদের সবাইকে বৈধ হওয়ার জন্য মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে। নতুন এই বৈধকরণ প্রোগ্রাম এর নাম RTK 2.0 এবং এই RTK 2.0 তে ঝামেলা ও জটিলতা কাটিয়ে দ্রুততর সময়ে বৈধতা পাওয়ার জন্য উপযুক্ত সবাইকে বৈধতা দেয়া হবে।
আমরা সততার সাথে অত্যন্ত নির্ভূলভাবে অবৈধ শ্রমিকদের বৈধ করে দেওয়ার জন্য কাজ করছি, আমাদের রয়েছে অভিজ্ঞ টিম।

মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন ২ বা RTK 2.0 প্রোগ্রামে কারা বৈধ হতে পারবে?

মালয়েশিয়া সরকার কর্তৃক নির্ধারিত শর্তানুযায়ী যারা বৈধ হতে পারবে -
👉 রিহায়ারিং প্রোগ্রাম এবং 6P প্রোগ্রামে যাদের ভিসা হয়েছিল কিন্তু এখন অবৈধ হয়ে গেছে তারা আবেদন করতে পারবে।

👉 মালয়েশিয়ায় বৈধভাবে প্রবেশ করেছে ও ইমিগ্রেশন এর সিস্টেমে প্রবেশ রেকর্ড আছে - এমন ট্যুরিষ্ট ভিসায় আগমনকারী।

👉মালয়েশিয়ার ইমিগ্রেশনের কোন আইন লংঘন করেনি বা তার নামে ইমিগ্রেশনে ব্ল্যাকলিস্ট নেই - তারা সহজভাবে বর্তমানে বৈধ হতে পারবে।

যে-সকল দেশের শ্রমিকরা বৈধ হতে পারবেন:
👇👇👇👇👇
1. India
2. Bangladesh
3. Indonesia
4. Pakistan
5. Sri Lanka
6. Myanmar
7. Nepal
8. Thailand
9. Cambodia
10. Vietnam
11. Philippines

👉 উপরে উল্লেখিত সবার পাসপোর্ট এর মেয়াদ ১৮ মাস এর উপরে থাকতে হবে (২৪ মাস হলে ভালো)।

রোমানিয়া(ROMANIA)কেন যাবেন রোমানিয়াতে?বাইরের দেশে যাওয়ার কথা আসলেই ইদানীং রোমানিয়ার নাম আসছে সবার আগে। কিন্তু কেন যাবেন ...
11/02/2023

রোমানিয়া(ROMANIA)

কেন যাবেন রোমানিয়াতে?

বাইরের দেশে যাওয়ার কথা আসলেই ইদানীং রোমানিয়ার নাম আসছে সবার আগে। কিন্তু কেন যাবেন রোমানিয়া? এমন কি কারন আছে যার জন্য অন্যান্য দেশ বাদ দিয়ে রোমানিয়াই যেতে হবে!

আসুন আলোচনা করা যাক ৫ বছর আগেও যে রোমানিয়ার শ্রমবাজার সম্পর্কে দেশের মানুষের ধারনাও ছিলোনা কেন আজকে এতটা জনপ্রিয়ঃ

এর সব থেকে বড় কারন হচ্ছে রোমানিয়াতে আপনি সেটেল্ড এবং সিটিজেন হতে পারবেন!

রোমানিয়াতে সেটেল্ড হওয়ার ১ম ধাপ :

রোমানিয়াতে আসার পরেই যে কোম্পানির আন্ডারে আসবেন সেই কোম্পানি আপনাকে TRP করে দিবে। অর্থাৎ -

TRP = Temporary Residence Permit

অনেকেই আমরা এটাকে TRC বলি, অর্থাৎ

TRC = Temporary Residence Card

TRP পাওয়ার জন্য প্রথমেই কোম্পানি আপনার মেডিক্যাল টেস্ট করাবে

যেমন:

* ই সি জি

* সুগার লেভেল

* ব্লাড প্রেশার

এসব সাধারণ কিছু টেস্ট। টেস্ট এর রিপোর্ট আসার পর কোম্পানি আপনার সাথে নতুন করে কন্ট্রাক্ট পেপার সাইন করবে। কন্ট্রাক্ট এর মেয়াদ হবে ১ বছর। অনেকের ধারণা যে, বাংলাদেশ থেকে যে কন্ট্রাক্ট পেপার নিয়ে আসা হয় সেটাই ব্যবহার করে, কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই তা করে না। নতুন কন্ট্রাক্ট পেপার সাইন করিয়ে নিতে চায় কোম্পানি গুলো। তবে এটা উভয় পক্ষের জন্যই ভালো। কন্ট্রাক্ট পেপার রেডি হওয়ার দু এক দিনের মধ্যে কোম্পানি আপনাকে কাজে জয়েন করাবে। আপনি যদি জেনারেল ওয়ার্কার বা হেলপার পোস্টে আসেন তবে কাজ করার ক্ষেত্রে আপনার নিজস্ব কোন পছন্দ থাকবে না। কোম্পানি আপনাকে যে পজিশনে, যে কাজ করতে বলবে তাই করতে হবে। আর আপনি যদি প্রফেশনাল লেভেলের স্কীল্ড ওয়ার্কার হোন তবে যে কাজের জন্য আপনাকে নিয়ে আসবে সেটাই করতে দিবে। যাই হোক, আপনি কাজে জয়েন করার সাথে সাথেই কোম্পানি আপনার নামে ইন্সুইরেন্স পলিসি সাইন করবে।

এখন প্রশ্ন আসে TRP কার্ড পাবো কখন -?

রোমানিয়ান লেবার কোড অনুযায়ী, কোন ওয়ার্কার কাজে জয়েন করার সময় হইতে প্রথম ৯০ দিন হচ্ছে তার " প্রভিশনাল পিরিয়ড " অর্থাৎ এই প্রথম ৯০ দিনের মধ্যে কোম্পানি আপনার কাজ পর্যবেক্ষণ করতে পারবে, এবং যদি আপনাকে কাজের উপযুক্ত মনে করে তবেই কার্ডের জন্য আবেদন করবে। কিছু কোম্পানি ১ মাসের মধ্যেই কার্ড এপ্লাই করে দেয়। এটা নির্ভর করে কোম্পানি মালিকের মন মানসিকতার উপরে। যদি কাজ পছন্দ না হয় তাহলে আইনত কোনো বাধা ছাড়াই কোম্পানি থেকে বের করে দিতে পারে এবং আপনার ওয়ার্ক পারমিট ও কন্ট্রাক্ট পেপার বাতিল করে দিবে। কোম্পানি থেকে বের করে দেওয়ার সময় যদি ভিসার মেয়াদ শেষ না হয়ে থাকে তাহলে ভিসার মেয়াদ এর ভেতরে যত দ্রুত সম্ভব অন্য একটা কোম্পানির আন্ডারে নতুন ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে। যদি কারো কার্ড এপ্লাই হওয়ার আগেই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, এবং কোম্পানি থেকে বের করে দেয়, তাহলে এটা একটা জটিল সমস্যা তৈরি করবে।

আমি চাই না কারো এমন অবস্থা হোক, তারপর ও যদি হয়ে যায় তাহলে কি করনীয় এই বিষয়টি নিয়ে ইন শা আল্লাহ অন্য কোন এক পোস্টে আমি আলোচনা করবো।

TRP কার্ড আবেদনের জন্য কোম্পানি আপনার নামে Tax পরিশোধ করবে, এবং আপনার জন্য সাইন কৃত " Accommodation Agreement " পেপার, " Medical Report " সহ আপনার পাসপোর্ট এর কপি এবং ওয়ার্ক পারমিট এর কপি অনলাইনে সাবমিট করবে। অনলাইন সাবমিশন হওয়ার ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে সেটি যাচাই-বাছাই করে এপ্রোভ করবে, এবং আপনার নিকটবর্তী কোন এক লকাল ইমিগ্রেশন অফিস এর ঠিকানায় আপনার "Biometric Enrolment" এর জন্য এপয়েনমেন্ট এর তারিখ জানিয়ে দিবে। বায়োমেট্রিক এনরলমেন্ট অর্থাৎ যেটাকে আমরা ফিংগার প্রিন্ট বলি।

তারিখ মোতাবেক আপনার অরজিনাল পাসপোর্ট, অরজিনাল ওয়ার্ক পারমিট ও কন্ট্রাক্ট পেপার সহ নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে, কম্পিউটার কানেক্টেড ডিজিটাল ক্যামেরায় ছবি, ফিংগার প্রিন্ট এবং ডিজিটাল রাইটিং প্যাডে পাসপোর্ট অনুযায়ী সাইন করতে হবে। ফরমালিটি শেষ হবার পর ডেলিভারির তারিখ উল্লেখ করে একটা কালেকশন স্লিপ দেয়া হবে। সাধারণত ৩০ দিন সময় নিবে। এই কাজ গুলো কোম্পানি পক্ষই যে কোন এক immigration Lawyer এর মাধ্যমে করিয়ে নিবে।

সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে একই জায়গা থেকে কার্ড কালেকশন করতে পারবেন।

TRP হাতে পাওয়ার পর আপনি দেখতে পাবেন

আপনাকে ১ বছরের জন্য রেসিডেন্সি দেওয়া হয়েছে এবং আপনার নামে একটা CNP নাম্বার দেয়া হয়েছে।

CNP = Cod Numeric Personal

CNP নাম্বারটা হচ্ছে এদেশের প্রত্যেকটা মানুষের ব্যাক্তি পরিচিত নাম্বার। এখানকার যাবতীয় অফিসিয়াল কর্মকান্ড, যত কিছুই আছে সব কিছুর জন্য এই একটা CNP নাম্বারই যতেষ্ট।

আর এই CNP নাম্বারটাই আপনার রোমানিয়াতে সেটেল্ড হওয়ার প্রথম চাবি কাটি।

কার্ড হাতে পাবার পর আপনি চাইলে ব্যাংক একাউন্ট খুলতে পারবেন,

মেডিক্যাল সেন্টার অথবা রোমানিয়ান ন্যাশনাল হেলথ্ সিস্টেম এর সাথে সংযুক্ত হতে পারবেন।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় সরকারি বেসরকারি সেক্টর এ সকল কাজেই এই কার্ড ব্যবহৃত হবে।

TRP কার্ড এর মেয়াদের শেষ দিন পর্যন্ত,

বাংলাদেশ, বুলগারিয়া, সাইপ্রাস এবং বাংলাদেশী পাসপোর্ট এর জন্য ভিসা ফ্রী যে সকল দেশ সমূহ রয়েছে সেসব দেশ সমূহে যখন খুশি তখন যেতে আসতে পারবেন। TRP কার্ড এর মেয়াদ যতদিন থাকবে রোমানিয়ান ইমিগ্রেশন আপনাকে রোমানিয়া প্রবেশের ক্ষেত্রে কোন বাধা দিবে না। তবে সতর্কতা সরূপ কোম্পানি থেকে ছুটির NOC নিয়ে যাওয়া উত্তম। তবে সেঞ্জেন দেশসমূহে যেতে পারবেন না। বৈধ ভাবে যেতে হলে ভিসা নিয়ে যেতে হবে।

কিছু অসাধু এজেন্সি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য একেবারে ভিত্তিহীন এই কথাটা বলে থাকে যে, আপনি TRP কার্ড নিয়েই সেঞ্জেনে যেতে পারবেন,,, এটা সম্পুর্ণ ভূল।

রোমানিয়াতে সেটেল্ড হওয়ার দ্বিতীয় ধাপ:

আপনার প্রথম রেসিডেন্স পারমিট এর মেয়াদ ১ বছর। তাহলে কিভাবে কি হবে, প্রশ্ন আসে মনে-- এখন আপনি কি করবেন। মূল কথা হচ্ছে আপনাকে কিছুই করতে হবে না। কারন, আপনার যে ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়াতে এসেছিলেন সেই পারমিট টা একটু ভালো করে দেখুন, সেখানে স্পষ্ট অক্ষরে লেখা আছে ""

পারমিট টাইপ - Permanent

আবার আপনি যে ভিসা নিয়ে এসেছিলেন সেই ভিসার ভিসার মধ্যে ভিসা টাইপ হচ্ছে D

এখন প্রশ্ন আসে এই ওয়ার্ক পারমিট এর

"Permanent" এবং ভিসায় D এগুলোর মানে কি?

মূলত ওয়ার্ক পারমিট এ এই Permanent শব্দটা এবং ভিসার D অক্ষরটাই আপনার রোমানিয়াতে সেটেল্ড হওয়ার ২য় ধাপ। আসুন একটু বিশ্লেষণ করে দেখি -

রোমানিয়ান সরকার যে কোম্পানির জন্য আপনার ওয়ার্ক পারমিট এপ্রোভাল দিয়েছিলো সেটা স্থায়ী কর্মী হিসেবেই দিয়েছিলো, এর মানে হলো কোম্পানি যদি আপনাকে ১ বছর মেয়াদের পর আরো ১ বছরের জন্য চুক্তি করতে চায় তাহলে আর নতুন কোন ওয়ার্ক পারমিট এর প্রয়োজন হবে না। কারন উক্ত কোম্পানির জন্য আপনাকে স্থায়ী ওয়ার্ক পারমিট দেয়া আছে। সুতরাং ১ম TRP কার্ড এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোম্পানি আপনাকে রাখতে চাইলে শুধুমাত্র TRP কার্ড রিনিউ করার আবেদন করবে। তবে এটা খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ১ম TRP কার্ড এর মেয়াদ ১ মাস থাকা অবস্থায় ২য় TRP কার্ড আবেদন করতে হবে। এই ক্ষেত্রে প্রথম বারের মতো এতো জটিল প্রসেস এর মধ্যে যেতে হবে না। কারণ অলরেডি ওদের সিস্টেম এ আপনার সকল তথ্য জমা আছে, শুধু ফিংগার প্রিন্ট এর জন্য ইমিগ্রেশন অফিসে যেতে হবে, যদি ও ওদের কাছে ফিংগার প্রিন্ট ১ বার দিয়েছেন, তবুও আবার ওরা যাচাই করে দেখতে চাইবে আপনি স্ব শরীরে রোমানিয়াতে উপস্থিত আছেন কি না।

ইন শা আল্লাহ সব ঠিক থাকলে ১ মাসের মধ্যে ২য় TRP পেয়ে যাবেন।

যদি কোন কারনে আপনি কোম্পানি পরিবর্তন করেন তাহলে আপনাকে ১ম কোম্পানি ছেড়ে দেওয়ার ৯০ দিন এর মধ্যে নতুন কোন কোম্পানির মাধ্যমে রোমানিয়ান পুলিশ ক্লিয়ারেন্স সহ নতুন ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে। নতুন কোম্পানির আন্ডারে আপনার ওয়ার্ক পারমিট আসার পর আবার TRC কার্ড এর জন্য ১ম TRC কার্ড এর সমান প্রসেসে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবারো নতুন কোম্পানির ঠিকানায়

" Accommodation Agreement " এবং " Medical Report " লাগবে। এছাড়া আরো কিছু ফরমালিটি আছে, রোমানিয়াতে কাজ পরিবর্তন বিষয় অন্য এক পোস্টে বিস্তারিত লিখবো।

২য় TRP কার্ড এর মেয়াদ ক্ষেত্র বিশেষে ১ বছর অথবা ২ বছর হতে পারে।

কিন্তু CNP নাম্বার এর কোন পরিবর্তন হবে না।

২য় TRP কার্ড চচলাকালীন অবস্থায় আপনি চাইলে দেশ থেকে পরিবার নিয়ে আসতে পারেন,, এর জন্য আরো অন্যান্য ফরমালিটিজ আছে, সেটা অন্য এক পোস্টে ইন শা আল্লাহ বিস্তারিত বলবো।

রোমানিয়াতে সেটেল্ড হওয়ার তৃতীয় ধাপ :

আপনি যদি ২য় মেয়াদের মধ্যে কোম্পানি পরিবর্তন না করে থাকেন তাহলে ঠিক ২য় TRP কার্ডের মতোই একই প্রসেসে আপনাকে ৩য় TRC নিতে হবে। এভাবে ৫ বছর পর্যন্ত আপনাকে কোন না কোন কোম্পানির আন্ডারে থেকে বৈধ ভাবে পার করতে হবে। কারন আপনি এদেশে "D" টাইপ ভিসা নিয়া এসেছিলেন। কোন কোম্পানির আন্ডারে না থেকে ও আপনি ৫ বছর এখানে বৈধ ভাবে থাকতে পারবেন, সে রাস্তা ও খোলা আছে। ইনশা আল্লাহ এই বিষয়ে পরে এক সময় লিখবো, পোস্ট এমনিতেই অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে।



রোমানিয়াতে সেটেল্ড হওয়ার চতুর্থ ধাপ:

চতুর্থ ধাপে কিছু কন্ডিশন আছে -

১.আপনি যে ৫ বছর রোমানিয়াতে পার করবেন, তা শুধু কাজ করে নয়। আমি একটা পোস্টে বলেছিলাম, এখানে কাজ করতে হলে ধৈর্য প্রয়োজন, অনেক ধৈর্য প্রয়োজন,, কারণ যেদিন থেকে ১ম TRP কার্ডটি ইস্যু হয়েছে, এবং আপনার CNP নাম্বারটা পেয়েছেন,, তারপর ৫ বছর যাবত এখানে বৈধ ভাবে থাকার চেষ্টা করবেন, সেটা এমনি এমনি হবে না। রোমানিয়াতে যে ভাইয়েরা আছেন, কাজ করছেন, কতটা ধৈর্য প্রয়োজন, তারা ভালো করেই জানেন। যে যাই বলুক না কেনো, যাই সহ্য করতে হোক না কেনো ক্রাইম করা যাবে না। মাথা গরম করা যাবে না, শরীরে গন্ডারের চামড়ার মতো কিছু পড়তে হবে। কারো কথা যাতে গায়ে না লাগে,,, পুলিশ ক্লিয়ারেন্স এ কোন দাগ লাগানো যাবে না। এখন বুঝে নিন ধৈর্য কেন প্রয়োজন। সুতরাং ১ম কন্ডিশন হচ্ছে ক্রাইম ফ্রী পুলিশ ক্লিয়ারেন্স। মনে রাখবেন বিনা টিকিট এ বাস অথবা মেট্রোরেল চড়ে যদি পুলিশের হাতে ধরা পড়েন এবং জরিমানা দিতে হয় সেটা ও চতুর্থ ধাপে আমলে নেয়া হবে, বড় কিছু হলে সেটা তো আর কথাই নাই। সুতরাং সাবধান পরিস্কার আমল নামা থাকা চাই।
একটা TRP কার্ড এর মেয়াদ শেষ হওয়ার আগেই অন্য TRP কার্ড আবেদন করতে হবে। কমপক্ষে মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে আবেদন করতে হবে। সুতরাং এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কোন কারনে বিলম্বিত হয় তবে এর জন্য অবশ্যই উপযুক্ত কারণ দর্শাতে হবে।

৩. এই ৫ বছর সময়ের মধ্যে আপনি সর্বোচ্চ ১০ মাস রোমানিয়ার বাহিরে থাকতে পারবেন। প্রতি বছরে ২ মাস, এককালীন সর্বোচ্চ ৬ মাস,, সর্বসাকুল্যে ১০ মাস। এর বেশী রোমানিয়ার বাহিরে অবস্থান করলে এখানে সেটেল্ড হওয়া যাবে না। আপনি যদি রোমানিয়ার বাহিরে কোন দেশে যান এবং সে দেশে প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারীর জন্য লক ডাউন অথবা আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখা হয় সেক্ষেত্রে যতদিন আটকা পড়ে থাকবেন সেটা এই নিয়মের আওতায় পড়বে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই রোমানিয়া প্রত্যাবর্তন হবে। ৫ বছর সময়ের মধ্যে যতবার রোমানিয়ার বাইরে বের হবেন এবং প্রবেশ করবেন খুব সতর্কতার সাথে চেক করে দেখবেন পাসপোর্ট এ আগমণ এবং বহিরাগমণ অর্থাৎ Entry and Exit সীল ঠিক মতো দেয়া হয়েছে কি না।

৪.যে ৫ বছর সময় আপনি কাজ করবেন, সেই ৫ বছর সময়ের মধ্যে সর্বোচ্চ ১৫ মাস আপনি আপনার বেতনের Tax পরিশোধ না করে থাকতে পারবেন। সুতরাং ৫ বছরে কমপক্ষে ৪৫ মাস রোমানিয়ান সরকারকে আপনার বেতনের Tax পরিশোধ করতেই হবে। এককালীন সর্বোচ্চ ৬ মাস, প্রতি বছরে গড়ে ৩ মাস Tax না দিয়ে থাকতে পারবেন, অন্যথায় সেটেল্ড এর আশা বাদ দিতে হবে।

৫. যে পাচ বছর আপনি অতিবাহিত করবেন এই সময়টাতে যুক্তিসঙ্গত কোন কারন ছাড়া ন্যাশনাল ইন্সুরেন্স ফাঁকি দিতে পারবেন না।

৬. আপনাকে অবশ্যই" Satisfactory Level of Romanian Language " অর্থাৎ কমপক্ষে B2 লেভেল এর রোমানিয়ান ভাষা জানতে হবে এবং রোমানিয়ান ভৌগোলিক অবস্থান, পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য, সামাজিক নীতি ও সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।

৭.জাতীয় স্বার্থ ও নিরাপত্তার আঘাত লাগে এমন কাজ আপনি কখনোই করতে পারবেন না।

সেটেল্টমেন্ট আবেদন কালীন সময়ে খুব নিখুঁত ভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। তাই ৫ বছর অপরাধ থেকে বেচে থাকার পাশাপাশি কোন ব্যাংক একাউন্টে আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক লেনদেন করতে পারবেন না, অবৈধ পথে দেশে টাকা পাঠানো সহ সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে বেচে থাকতে হবে।

৮.রোমানিয়াতে থাকা কালীন অবস্থায় পুরো ৫ বছরে ইমিগ্রেশন এবং কোম্পানি থেকে প্রাপ্ত সকল ডকুমেন্টস সংগ্রহে রাখতে হবে। সেটেলম্যান্ট আবেদন চলাকালীন অবস্থায় যে কোন সময়ে যে কোন ডকুমেন্টস কাজে লাগতে পারে।

৯. ৫ বছর সময়ের মধ্যে যদি আপনার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে যায় তবে তা যথা সময়ে রিনিউ করে রাখতে হবে। আপনার জন্ম সনদের ইংলিশ ভার্ষনের অরজিনাল কপি বাংলাদেশ এর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে এটি আবার রোমানিয়াতে বাংলাদেশ হাই কমিশন এর মাধ্যমে সত্যায়িত করে রাখতে হবে। বাংলাদেশ এর পুলিশ ক্লিয়ারেন্স এবং জন্ম সনদ দুটোকেই রোমানিয়ান ভাষায় ট্রান্সলেট করে রোমানিয়ার নোটারী পাবলিক দ্বারা সত্যায়িত করে রাখতে হবে।

১০. এটাই সেটেলমেন্ট এর চুড়ান্ত পর্যায়। আপনার সকল ডকুমেন্টস রেডি হয়ে গেলে, আপনার প্রথম TRC কার্ড যেদিন ইস্যু হয়েছিলো সেদিন থেকে হিসেব করে ৫৯ মাস (অর্থাৎ ৪ বছর ১১ মাস ) এর সময়ে আপনি " PR" এর জন্য আবেদন করতে পারবেন।

PR = Permanent Residence

স্থায়ী আবাসন সনদ

আবেদনের ৩০ দিনের মধ্যে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এবং রোমানিয়ান ভাষায় আপনার সাথে রোমানিয়ার, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থা, সামাজিক নীতি, আইন কানুন ইত্যাদি সম্পর্কেআপনার সাথে কথা বলা হবে, মোটামুটি ভাবে এসব বিষয়ে আপনি অবগত কিনা সেটা পর্যবেক্ষণ করা হবে। আপনার ইন্টারভিউ রেকর্ড করা হবে। এবং সেটা উচ্চপদস্থ ইমিগ্রেশন অফিসারের মাধ্যমে যাচাই-বাছাই করার পর আপনার, ক্রিমিনাল রেকর্ড থেকে শুরু করে সামাজিক জীবন, আচার আচরণ সবকিছুর উপর নিবিড় ও নিখুঁত পর্যবেক্ষণ এর পরে ইন শা আল্লাহ " Permanent Residency " এপ্রোভ করা হবে।

এর জন্য আবেদন সময় হইতে " PR " কার্ড হাতে পাওয়া পর্যন্ত ৬ মাস সময় লাগবে। মেয়াদ হবে ৫ বছর। তবে CNP নাম্বার এর কোন পরিবর্তন হবে না।

PR পাওয়া মানেই শুধু রোমানিয়া নয় পুরো ইউরোপীয়ান ইউনিয়নের জন্য আপনি সম্পুর্ণ বাধা মুক্ত। সেটা হোক সেঞ্জেন অথবা নন সেঞ্জেন।

১১.এরপর বাকী থাকলো রোমানিয়ান পাসপোর্ট, তখন সেটা হবে শুধু সময়ের অপেক্ষা, . PR পাওয়ার টিক ৩০ মাস (আড়াই বছর পর) পর থেকে যে কোন সময়, যদি ক্রাইম না করে থাকেন তবে রোমানিয়ান পাসপোর্ট আবেদন করতে পারবেন। ইন শা আল্লাহ সব ঠিক থাকলে আবেদন পরবর্তী ৬ মাসের মধ্যে রোমানিয়ান সিটিজেনসিপ স্ট্যাটাস পেয়ে যাবেন। এবং আপনার CNP নাম্বার পরিবর্তন করে দেওয়া হবে। জেনে রাখা ভালো শুধুমাত্র সিটিজেনসীপ পেলেই CNP নাম্বার পরিবর্তন হয়। এবং আপনার সামনে উন্মুক্ত হবে ১৭৯ দেশের ভিসা ফ্রী প্রবেশের সুযোগ, এবং হয়ে যাবেন সর্ব ইউরোপীয়ান নাগরিক।

কি মনে হচ্ছে বলেন তো আপনারা, এটা কি স্বপ্ন,, হা অনেকের কাছে তাই,, শুধু স্বপ্ন,,

তবে এটা ও সত্যি, স্বপ্ন আগে দেখতে হয়।

যারা পালিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে আসবেন, তাদের কাছে শুধুই স্বপ্ন। যারা চলে যাচ্ছেন তাদের কষ্টটা আমি বুঝি,, কেনো মানুষ চলে যায়, এটা নিয়ে ও একদিন লিখবো ইনশা আল্লাহ।

যুক্তরাজ্যের লন্ডনে আজ বাংলাদেশ এর কমিউনিটি এতো বড়ো, ফ্রান্সে, পর্তুগালে, স্পেনে, ইতালিতে, আমেরিকা, কানাডায় কমিউনিটি অনেক বড়ো,, এসব এমনি এমনি হয়নি ভাই, এসব অর্জন হাজারো লাখো বাংলাদেশীদের অনেক অনেক কষ্টের বিনিময়ে হয়েছে। আসুন আমরা কষ্ট করতে শিখি, ধৈর্য ধরতে শিখি। এখানে আসুন। থাকুন, কষ্ট করুন, রোমানিয়াতে বাংলাদেশের কমিউনিটি বড় হবে ইনশা আল্লাহ। এভাবে যেন পালিয়ে না যাই, আমাদের পেছেনে যে বাংলাদেশী ভাইয়েরা আসতে চাচ্ছে তাদের পথ যেন আমরা বন্ধ না করি।

কোন "আলালের ঘরের দুলাল " রোমানিয়াতে আসবেন না, জীবনে যারা কখনো কাজ করেননি তারা এসে বিপদে কেনো পড়বেন, কাজ না জানলে পালানো ছাড়া কোন পথ নেই। ধনীর দুলালদের জন্য অনেক আরাম আয়েশের দেশ অপেক্ষা করছে। ধন্যবাদ।

পূর্ব  ইউরোপের দেশ রোমানিয়া কর্মী সংকটে ২০২৩ সালে লক্ষাধিক কর্মী নিবে, আপনি সুযোগ হাতছাড়া করছেন না তো!আপনি দক্ষ কিংবা অদ...
10/02/2023

পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া কর্মী সংকটে ২০২৩ সালে লক্ষাধিক কর্মী নিবে, আপনি সুযোগ হাতছাড়া করছেন না তো!

আপনি দক্ষ কিংবা অদক্ষ হোন আপনার জন্য রয়েছে নিশ্চিত ভিসা পাওয়ার সুযোগ।

🔴রোমানিয়ায় কাজের ধরণঃ
👉কনস্ট্রাকশন/এগ্রিকালচার
👉ফ্যাক্টরি/ওয়ারহাউস
👉হোটেল/রেস্তোরা
👉সুপার মার্কেট ও অন্যান্য সার্ভিস সেক্টরসমূহ

🔴রোমানিয়ায় বেতন কাঠামোঃ
সাধারণত ৬০০ ইউরো থেকে ৭০০ ইউরো (দক্ষতা অভিজ্ঞতা ও কোম্পানি ভেদে ভিন্ন)

🔴কত দিনের পারমিটঃ ২ (দুই) বছরের পারমিট।

🔴প্রসেসিং এর সময়ঃ মোট সময় ৭ মাস। (

🔴প্রয়োজনীয় কাগজপত্রঃ
👉 পাসপোর্ট কপি
👉সদ্যতোলা সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি (সাইজ ৩৫*৪৫)
👉পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
👉শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি থাকে)
👉দক্ষতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)

আপনি আগ্রহী হলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

📞 ⁨017-590 2402⁩( whatsapp)
✉️ [email protected]

📣📣📣Rekalibrasi program START!!! BUKA!! 📣📣📣📣📣📣27/1/2023 to 31/12/2023!!📣📣📣APPLY YOUR  WORKING PERMIT TODAY  ❗️ ❗️ ❗️DAPAT...
09/02/2023

📣📣📣Rekalibrasi program START!!! BUKA!! 📣📣📣
📣📣📣27/1/2023 to 31/12/2023!!📣📣📣

APPLY YOUR WORKING PERMIT TODAY ❗️ ❗️ ❗️
DAPATKAN PERMIT KERJA ANDA SENDIRI ❗️ ❗️ ❗️

1. Rekalibrasi Program
2. Renew Permit
3. CIDB
4. Fomema unfit can do
5. Do Sp and Check out memo
6. Maid Permit can apply

Call 017-590 2402 (Mr Tawhid)










🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾𝗦𝗧𝗨𝗗𝗬 𝗔𝗡𝗗 𝗝𝗢𝗕 𝗜𝗡 𝗠𝗔𝗟𝗔𝗬𝗦𝗜𝗔প্রয়োজনীয় কাগজপত্রঃ✪ মূল পাসপোর্ট। ✪ এস এস সি অথবা দাখিল পাশ হতে হবে।✪  ছবি। ✪ সা...
08/02/2023

🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
𝗦𝗧𝗨𝗗𝗬 𝗔𝗡𝗗 𝗝𝗢𝗕 𝗜𝗡 𝗠𝗔𝗟𝗔𝗬𝗦𝗜𝗔

প্রয়োজনীয় কাগজপত্রঃ
✪ মূল পাসপোর্ট।
✪ এস এস সি অথবা দাখিল পাশ হতে হবে।
✪ ছবি।
✪ সার্টিফিকেট এবং মার্কশীট।

সুবিধা সমূহঃ-
✪ পড়াশোনার পাশা পাশি ফুল টাইম জব করে মাসে অন্তত ৬০/৬৫ হাজার টাকা ইনকাম করতে পারবে।

✪ স্টুডেন্টরা ইচ্ছেমতো কাজ করতে পারবে।

ডকুমেন্টস দিলেই অফার লেটার ।
সর্বচ্চো ৩০-৩৫ দিনে ফ্লাইট🛩

07/02/2023

ভয়ংকর ভূমিকম্প
বিধ্বস্ত তুরস্ক- সিরিয়া!

07/02/2023

💁‍♂️Alhamdulillah🙋‍♂️
I received many Romania work permits today InshaAllah everyone's flights will be completed very soon. Best wishes to all. May Allah make their long journey easy and fulfill everyone's hopes, Ameen.💞

06/02/2023

Fruitful meeting with Bangladesh govt over migrant workers issue, says Saravanan

The Star

Address

6. 05 A, 6th Floor, Wisma Central, 147, Jalan
Ampang
50450

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00

Telephone

+60175902402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawhid Global Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tawhid Global Services:

Videos

Share

Nearby travel agencies