Mollah Consulting Agency

Mollah Consulting Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mollah Consulting Agency, Travel Agency, No. b3-m block c Jalan selaman 1 dataran polma, Ampang.

MOLLAH CONSULTING AGENCY focusing on travelers from Bangladesh to all country We provide tour and transportation services, International&Domestic Air Ticket, International & Domestics Hotel Booking, VISA Application, Travelling Insurance,Student VISA etc

08/02/2022

ইউরোপের যে ৬ টি দেশে ভিসা পাওয়া খুব সহজ

ইউরোপে আমরা সবাই যেতে চাই কিন্তু সঠিক দিকনির্দেশনা না থাকার জন্য আমরা সঠিক পথ খুঁজে পাই না ইউরোপে যাওয়ার বেশ কিছু সহজ উপায় আছে যেগুলো আমাদের অনেকের জানা নেই আমাদের যদি জানা থাকতো তাহলে আমরা সবাই সেই উপাই টা খুঁজে নিয়ে সুন্দরভাবে যেতে পারতাম । এখান থেকে ইউরোপে যাওয়ার খুব সহজ রাস্তা খুঁজে পাবেন।

ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবগুলো দেশি উন্নত নয় এখানে বেশ কিছু দেশ আছে যেগুলোতে ভিসা হলেও সেখানে যাওয়া ঠিক নয় ইউরোপের ভিতর উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে সেনজেন যে দেশ গুল যুক্তি আছে সেই দেশগুলো । কিন্তু সেনজেনার সকল দেশে সহজে ভিসা পাওয়া যায় না যে সকল দেশে সহজে ভিসা পাওয়া যায় সে সকল দেশ গুলো সম্পর্কে আমরা বিশেষভাবে জানিনা সেই দেশগুলো হচ্ছে,

১.নেদারল্যান্ড যাওয়ার সহজ উপায়: নেদারল্যান্ড এমন একটি দেশ যেখানে খুব সহজে স্টুডেন্ট ভিসায় যাওয়া যায় এই দেশটিতে স্টুডেন্টদের ভিসা সফলতা রেট ৯৯ ভাগ । নেদারল্যান্ড আসতে হলে আপনার অবশ্যই বাধ্যতামূলক আইএলটিএস থাকতে হবে আইএলটিএস 6.5 থাকলে আপনি খুব সহজে নেদারল্যান্ডে আসতে পারবেন এ দেশের সবথেকে সুবিধা জনক বিষয় হচ্ছে এখানে ভিসা খুব সহজেই হয় এবং ভিসা ইউনিভার্সিটি থেকে নিশ্চিত করা হয় সেজন্য ভিসা না হওয়ার কোনো চিন্তা নেই।

২.মাল্টা যাওয়ার সহজ উপায়: মাল্টা এমন একটি দেশ যে দেশটিতে বাংলাদেশ ও ইন্ডিয়ানদের প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে একি সাথে স্টুডেন্ট ভিসার পরিমাণ বলা যায় খুবই সফলতার দিকে ।আপনি খুব সহজেই ভিসা নিয়ে মাল্টাতে আসতে পারবেন এবং মাল্টা সেনজেন কান্ট্রি এখানে আপনি খুব সহজেই বসবাস করতে পারবেন।ইউরোপে যাওয়ার সহজ উপায় এটা অন্যতম।

৩.হাঙ্গেরি যাওয়ার সহজ উপায়: হাঙ্গেরি এমন একটি দেশ যে দেশেটি প্রতি বছর বাংলাদেশ থেকে স্কলারশিপ এর মাধ্যমে স্টুডেন্ট এনে থাকে এছাড়াও বহু আগে থেকেই হাঙ্গেরিতে লেখাপড়ার জন্য বাংলাদেশ থেকে স্টুডেন্ট এ দেশে পাড়ি জমায় । হাঙ্গেরির গত বছরের ভিসা ৯৫% এখান থেকে সফলতা এসেছে হাঙ্গেরিতে জব ভিসা তে যারা আসবেন তাদের জন্য সুখবর হচ্ছে ২০১৯ সাল থেকে হাঙ্গেরিতে প্রতিনিয়ত জব ভিসার জন্য বাংলাদেশ থেকে অনেকেই আসছে সে ক্ষেত্রে হাঙ্গেরিতে স্যালারি কম হলেও এখানে ভিসা সফলতার পরিমাণ অনেক বেশি।

৪. লিথুনিয়া এবং লাটভিয়া: লিথুনিয়া এবং লাটভিয়া এই দুইটি দেশ একই সাথে বলা যায় যে প্রচুর পরিমাণ ভিসা দিয়ে থাকে স্টুডেন্টদেরকে ।এবং এই দুইটি দেশে অনেকে বাংলাদেশ থেকে এসে থাকে জব ভিসাতে । ইউরোপে যাওয়ার সহজ উপায় এটাও হতে পারে।

৫.ফ্রান্স যাওয়ার সহজ উপায়: ফ্রান্স এমন একটি দেশ যেখানে আপনি জব ভিসাতে এপ্লাই করলে আপনার সফলতা টা খুবই কম দেখা দিবে এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের যদি আইএলটিএস থাকে তারা যদি এখানে এপ্লাই করেন তাহলে সফলতা টা খুবই ভালো দেখা দিবে।

৬.পর্তুগাল যাওয়ার সহজ উপায়: পর্তুগালের ইমিগ্র্যান্টদের জন্য গোল্ডেন কান্ট্রি বলা হয় বিভিন্ন দেশ থেকে এখানে প্রবাসীরা আসে ইমিগ্রান্ট হওয়ার জন্য ।পর্তুগালের সহজে আসার উপায় হচ্ছে, এখানে জব ভিসাতে খুব সহজে আসা যায় ।কিন্তু মনে রাখবেন এখানে শুধুমাত্র এগ্রিকালচার প্লাটফর্মে জব ভিসা হয়ে থাকে ,আর স্টুডেন্ট ভিসা আসার ক্ষেত্রে আপনার অবশ্যই আইএলটিএস থাকতে হবে 5.5 থাকলেও আপনার পর্তুগালে খুব সহজে আসতে পারবেন।

16/01/2022
11/01/2022

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য অনলাইনে আবেদনের নির্দেশনা সংক্রান্ত ঘোষণা আসবে খুব শীঘ্রই!
এই বিষয়েই জানালেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

বৃক্ষরোপণ ছাড়া অন্য সব সেক্টরের জন্য বিদেশি কর্মী নিয়োগ উন্মুক্ত- ১০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠক থেকে এমন সিদ্ধান্ত আসে।

অনুমোদিত খাতগুলো হল কৃষি, উত্পাদন, পরিষেবা, খনিতে খনন, নির্মাণ ও গৃহকর্মী। নিয়োগকর্তারা উৎস দেশ থেকে অনুমোদিত কর্মসংস্থানের প্রতিটি সেক্টরের জন্য বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ার জন্য অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে অনলাইনে আবেদনের নির্দেশনা সংক্রান্ত ঘোষণা আসছে শিগগিরই। এমনটিই জানালেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। সোমবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে মন্ত্রী বলেছেন, শিগগিরই তারিখ ঘোষণা করবেন তিনি।

বৃক্ষরোপণ ছাড়া অন্য সব সেক্টরের জন্য বিদেশি কর্মী নিয়োগ উন্মুক্ত- ১০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠক থেকে এমন সিদ্ধান্ত আসে। অনুমোদিত খাতগুলো হল কৃষি, উত্পাদন, পরিষেবা, খনিতে খনন, নির্মাণ ও গৃহকর্মী। নিয়োগকর্তারা উৎস দেশ থেকে অনুমোদিত কর্মসংস্থানের প্রতিটি সেক্টরের জন্য বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ার জন্য অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

👉 Rakib N Rana

01/11/2021

=watsapp+60165970254

29/08/2021

রোমানিয়া ভিসা হওয়ার পর টাকা । ফোন হোয়াটসঅ্যাপ+60165970254

এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণ থেকে মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন। পবিত্র ঈদুল আযহা'র আনন্দধারা সবার মা...
19/07/2021

এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণ থেকে মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।
পবিত্র ঈদুল আযহা'র আনন্দধারা সবার মাঝে ছড়িয়ে পড়ুক আগামী দিন হোক সুন্দর ও আনন্দময়।
২নং বাকিলা ইউনিয়ন এর পক্ষ থেকে সর্বস্তরে জনসাধারণকে জানাই ।
শুভেচ্ছা ও। ঈদ মোবারক।🌙🌙

13/07/2021

দেশ যখন আমাদের তাই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম জারি করেছে সরকার।

তাই দেশের বাইরে থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন নিশ্চিত কল্পে এগিয়ে এসেছে ঢাকা হোটেলল।

সাশ্রয়ী মূল্যে হোটেলের সেবার মূল্য নির্ধারণ করা হয়েছে।

এক্ষেত্রে ঢাকা হোটেল কোয়ারান্টাইন প্যাকেজ নিম্নরূপ:

মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন ও কুয়েত থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিন হোটেল কোয়ারান্টাইনে থাকতে হবে ।

বিস্তারিত খরচ:
সিঙ্গেল রুম - 2000BDT
শেয়ারিং রুম - 15000 BDT

যা কিছু অন্তর্ভুক্ত আছেঃ
১। ১৪ দিন হোটেল অবস্থান।
২। তিন বেলা খাবার।
৩। এয়ারপোর্ট ট্রান্সফার।
৪। হোটেলের সকল কমপ্লিমেন্টারি সার্ভিস।

বিঃদ্রঃ শেষদিন করোনা টেস্ট খরচ যাত্রীকে বহন করতে হবে।

সর্বনিম্ন খরচে বুকিং করতে এখনি যোগাযোগ করুন-

19/06/2020

মালয়েশিয়া সরকার খুব শীগ্রই প্রফেশনাল ভিসা ক্যাটাগরি ১ & ২ এবং ৩ ভিসাধারীদের মালয়েশিয়া প্রবেশের অনুমতি দিবে। জুলাই থেকে স্টুডেন্ট ভিসাধারীরা প্রবেশ করতে পারবে। তাদের ইমিগ্রেশন থেকে কোন প্রকার অনুমতি পত্র সংগ্রহ করার প্রয়োজন হবে না। আজ মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব তার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।

18/06/2020

মালেশিয়া এয়ারলাইনসের ঘোষণা অনুযায়ী আগামী ৩ জুলাই থেকে বাংলাদেশের সাথে সপ্তাহে ২টা ফ্লাইট পরিচালনা করবে।। তবে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।। ৩ তারিখ থেকে ফ্লাইট চালু হলে মালেশিয়া থেকে সিঙ্গেল টিকিটের দাম ১৫০০-১৮০০ রিঙ্গিত হতে পারে। এবং ডাবল টিকিটের মূল্য ২৪০০-২৮০০ রিঙ্গিত হতে পারে।।

সূত্রঃ মালেশিয়া এয়ারলাইন্সের ওয়েবসাইট।।

 #ভালোলেগেছে ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেমে ফ্রি তে কল করে যোগাযোগ করুন প্রিয়জনদের সাথে। বিমানবন্দরে নামার পর আমাদের দরক...
14/02/2020

#ভালোলেগেছে

ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেমে ফ্রি তে কল করে যোগাযোগ করুন প্রিয়জনদের সাথে। বিমানবন্দরে নামার পর আমাদের দরকার পরে বিমানবন্দরে রিসিভ করতে আসে প্রিয়জনদের সাথে ফোনে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত করা। কিন্তু সে সময় দেখা যায় অনেকের নানা ধরনের বিপত্তি।যেমন কারো সিম থাকেনা বা সিম থাকলে টাকা থাকেনা আবার দুটোই আছে কিন্তু মোবাইলের চার্জ নেই। এমতাবস্থায় কি করবেন 🤔? সে জন্য বিমানবন্দরের কর্তৃপক্ষ থেকে ফ্রী টেলিফোনের ব্যাবস্থা করা হয়েছে প্রবাসীদের জন্য। ইমিগ্রেশন পার হওয়ার পরই রয়েছে এই টেলিফোন বুথটি। কথা বলুন ফ্রীতে। তা ছাড়া বিমানবন্দরে যে মোবাইল অপারেটর কোম্পানিগুলি, আছে সেখান থেকে পাসপোর্টের মাধ্যমেও সিম ক্রয় করতে পারবেন, ভোটার আইডিকার্ড লাগবেনা।
তথ্যটি সবাইকে জানালে সবাই উপকৃত হবে ইনশাঅাল্লাহ।

09/02/2020

🇲🇾🇲🇾মালয়েশিয়া বডি কন্টাক ভিজিট ভিসায় যাওয়ার পর টাকা ! Blacklist / অবৈধ যারা তারাও যেতে পারবেন।
সময়ঃ ৫/৭দিন।
ঢাকা টু কুয়ালালামপুর ডাইরেক্ট ফ্লাইট।
অবশ্যই পেমেন্ট গ্যারান্টি দিতে হবে।
শুধু মাত্র যাদের মালয়েশিয়া আত্নীয় স্বজন, বা পরিচিত লোক আছে তারাই যেতে পারেন।
মনে রাখবেন ভিজিট ভিসা কাজের ভিসা না। এই ভিসায় আমরা আপনাকে শুধু মালয়েশিয়া পৌছায় দিব। এর পর বাকি দায় দায়িত্ব আপনার।

☎+60168879515 whatsapp only.

📙✈Sᴛᴜᴅʏ ɪɴ Mᴀʟᴀʏsɪᴀ/মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা 🇲🇾সহজ নিয়মে ও স্বল্প খরচে IELTS, TOEFL ছাড়া মালেশিয়া ভর্তি ও ভিসার সুযোগ।আপনি...
07/02/2020

📙✈Sᴛᴜᴅʏ ɪɴ Mᴀʟᴀʏsɪᴀ/মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা 🇲🇾

সহজ নিয়মে ও স্বল্প খরচে IELTS, TOEFL ছাড়া মালেশিয়া ভর্তি ও ভিসার সুযোগ।
আপনি কি এমন একটি উন্নত দেশে উচ্চশিক্ষার কথা ভাবছেন যেখান থেকে ডিগ্রি নিলে তা বিশ্বের যে কোন দেশে সমাদৃত হবে? যদি তাই হয় তাহলে মালেশিয়াই একমাত্র দেশ যেখানে আপনি এর সবই পাবেন।
আমরা মালয়েশিয়ার সকল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি তে ফাইল প্রসেস করে থাকি।

কেন মালেশিয়া উচ্চশিক্ষার জন্য যাবেন??
☑ বিশ্ব জুড়ে সমাদৃত এবং গ্রহনযোগ্য ডিগ্রি
☑ পড়াশুনার পাশাপাশি চাকরির সুযোগ
☑ সাশ্রয়ী মূল্যের শিক্ষা
☑ স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ
☑ কম খরচে থাকা/খাওয়া
☑ সহজে অন্যান্য দেশ ভ্রমণ
☑ অন্যান্য

বিস্তারিত জানার জন্য চলে আসুন আমাদের অফিসে।
🏠অফিসের ঠিকানা
কে,বি প্লাজা, ২য় তলা (প্রিমিয়ার ব্যাংকের উপরে),
গুলজার মোড়, চট্টেশ্বরী রোড,চকবাজার, চট্টগ্রাম।
📞🇧🇩+60168879515
📞🇧
📧[email protected]

সৌদি কুয়েত কাতার নতুন চলছে বিভিন্ন কোম্পানিতে কাজে করেন.watsapp+60168879515
04/02/2020

সৌদি কুয়েত কাতার নতুন চলছে বিভিন্ন কোম্পানিতে কাজে করেন.watsapp+60168879515

কাতার সৌদি কুয়েত লোক নিয়োগ চলছে বিভিন্ন কোম্পানিতে আজই যোগাযোগ করুন.wstsapp.+60168879515
04/02/2020

কাতার সৌদি কুয়েত লোক নিয়োগ চলছে বিভিন্ন কোম্পানিতে আজই যোগাযোগ করুন.wstsapp.+60168879515

Address

No. B3-m Block C Jalan Selaman 1 Dataran Polma
Ampang
68000

Opening Hours

Tuesday 09:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+60165970254

Alerts

Be the first to know and let us send you an email when Mollah Consulting Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mollah Consulting Agency:

Share

Category