Limu Life Butterfly

Limu Life Butterfly Daily life, travel and cooking.

20/10/2024

G tower, Kuala Lumpur ❤️ বঙ্গ ভয়েস আয়োজিত অনুষ্ঠান।

09/10/2024

লেখাটি পড়ে বাস্তবতার সাথে মিল পেলাম, তাই কপি করে পোস্ট করলাম:

এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরলো,
"বাবা, আমি মানুষের মাংস খাবো! "

শকুন বললো---,ঠিক আছে বেটা,সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল,আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো

বাচ্চা বলল, "বাবা, এটাতো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই। "বাপ বলল--অপেক্ষা কর বাবা!

শকুনটা আবার উড়ে গেলো আর আসার সময় এক ম*রা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছো! মানুষের মাংস কোথায়?

এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিলো আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা! কয়েকশ মানুষের লা*শ পড়ে গেল! তখন গাছের ডাল থেকে নেমে বাপ-বেটা মিলে খুব তৃপ্তিতে মা*নুষের মাংস খেলো।

বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মা*নুষের মাংস এখানে কি করে এলো ?"

শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে! "

বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নীরিহ লোক মা*রা গেলো , রাজনীতি করলেই পারতে!

বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মা*রা পড়তো! ধর্মটা আবেগের যায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক! তুমি আজই খেতে চেয়েছিলে! রাজনীতি টা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামেনা!

বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা"

শকুন -- "আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করা !!

07/09/2024

Mata fair মালয়েশিয়ায় অনেক বড় এভেন্ট এটি। সকল দেশকে রিপ্রজেন্ট করে।অফারে বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ডমেস্টিক টিকেট সেল করা হয়। আজকে সেই ইভেন্টে যাচ্ছে আমি।

ইন্টারনেট ছাড়া আমাদের সময়টা খুবই সুন্দর ছিলো।90's kid
02/09/2024

ইন্টারনেট ছাড়া আমাদের সময়টা খুবই সুন্দর ছিলো।90's kid

90's পোলাপান এগুলো অবশ্যই দেখেছে। এগুলোর সাথে জড়িত আছে আমার স্মৃতি।
02/09/2024

90's পোলাপান এগুলো অবশ্যই দেখেছে। এগুলোর সাথে জড়িত আছে আমার স্মৃতি।

বহুদিন  আগে  আমার বাবা  তার  খালি  জমিতে  একটা  গরিব  পরিবারকে  থাকতে দিয়েছিলেন।  বেশ কয়েক বছর  পর বাবা  বাড়ি  করার জন্য...
30/07/2024

বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন।
বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল।
শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়।
আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে, তানা উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপারতো
তাই লোভ সামলাতে পারেনি।

আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ৪০ টাকা ফিক্সড। তবে আমি নিয়মিত ৫০ টাকা দিতাম।
একদিন আমার কাছে খুচরা ৪৫ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম। টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, “ আর ৫ টাকা ? " আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, " ভাড়াতো ৪০ টাকা, বাকি ৫ টাকা ফেরত দেন। "লোকটা হেসে বলল না সবসময়তো ৫০ টাকা দেন তাই কইলাম। ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।

আমার এক প্রতিবেশী।
রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে।
প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেয়া হয়নি।
আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,
" আপনার কাজের লোক কোথায়? "
-- একটু বেড়াতে গেছে।
--আমাকে আগে বলল না। এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে ?
আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
--ভাবি ও হয়তো ভুলে গেছে।
--না যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
--ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।
সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো।
ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

আমার এক কলিগ। গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।
সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো। সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিলো। এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়।
ভুলে যায় --"It's facility, not right."
তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার।
হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।

টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা ২-৩ দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল, আরে নাস্তাই দিল না।
পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবক এর নাস্তা নিয়ে চুক্তি হয়নি,
তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন।
বরং নাস্তা দেয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ছিল।
কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি, সেটা বোঝা জরুরি।।

সংগৃহীত পোস্ট।

29/07/2024

sunway putra mall 50 years of commitment

28/07/2024

Taman tasik Titiwangsa park

20/07/2024

আরেক জন শহীদের লাশ 🙂🙂আর কত মায়ের বুক খালি করবে...

নরসিংদীর প্রথম মেধাশহীদ তাহমিদ, নবম শ্রেণি, NKM

12/07/2024

জীবনে চলার পথে অনেক বাঁধাই আসবে,, ধৈর্য্য সহকারে এই বাঁধা গুলোকে অতিক্রম করতে হয়।

যারা সহজে মাফ করে দেয়,,, অন্তত তারা শান্তি পায় বা সব কিছু ভুলে যায়। আর যারা সহজে মাফ করতে পারে না,, তাদের কষ্টটা দ্বিগুন...
12/07/2024

যারা সহজে মাফ করে দেয়,,, অন্তত তারা শান্তি পায় বা সব কিছু ভুলে যায়। আর যারা সহজে মাফ করতে পারে না,, তাদের কষ্টটা দ্বিগুন। আগে বড় অপরাধীকেও ক্ষমা করতে পারতাম এবং হাসি মুখে কথা বলতাম,, আর এখন ছোট থেকে ছোট বিষয়ও ক্ষমা করতে পারি না। নিজের ভিতরটাই কেমন জানি হয়ে গেছে। 😓😓 এই রাগ কে দমন করা অসম্বভ হয়ে গেছে।😡😡😡

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
10/07/2024

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে আল্লাহর মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, কিংবা নাজিরাবাজারের কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে শাড়ি পাঞ্জাবি পরে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল ব্যাটা, বান্দরবান যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, চিটাগাং এর ট্রেইন ধরতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।

আর যা- ই করেন, এই ভুলটা করবেন না।
(সংগৃহীত)

05/07/2024

Highlight

09/06/2024

ছুটির দিনে, এভাবেই আলু ভেজে বসে বসে খাই আর মুভি দেখি এইটা আমার খুব পছন্দের।

06/06/2024

মালয়শিয়ায় গ্রাম সাইড দেখতে যেমন হয়।

01/06/2024

লং ড্রাইভে রাস্তার ধারে রামবুতান কেনার মজাই আলাদা

29/05/2024

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
সকাল ৬:১০ এ কাজের উদ্দেশ্য সব সময় বের হতে হয়। তখন সব দিক অন্ধকারই থাকে।

With স্বপ্নের প্রবাস – I just got recognised as one of their top fans! 🎉
28/05/2024

With স্বপ্নের প্রবাস – I just got recognised as one of their top fans! 🎉

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Ekbal Al Hasan, Md Mamun Miah, Md Ajijul
28/05/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Ekbal Al Hasan, Md Mamun Miah, Md Ajijul

সাব্বাশ বাংলাদেশ - আরো বেশী ভ্যাট আর ট্যাক্স বাড়ানো দরকার,এদেশের মানুষের টাকার অভাব নেই।পৃথিবীর সবচাইতে ব্যায়বহুল ও নামক...
28/05/2024

সাব্বাশ বাংলাদেশ - আরো বেশী ভ্যাট আর ট্যাক্স বাড়ানো দরকার,এদেশের মানুষের টাকার অভাব নেই।

পৃথিবীর সবচাইতে ব্যায়বহুল ও নামকরা এয়ারলাইনস এর একটি নাম -- Bangladesh Biman.
এটি এতই ব্যায়বহুল যে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের দামে অন্যান্য ফ্লাইটে আপনি ২/৩ বার আসা যাওয়া করতে পারবেন।
এটি এতই নাম করা ও ভালো সার্ভিস দেয় যে,যাত্রীগন অন্য ফ্লাইট বাদ দিয়ে এই ফ্লাইটে সহজে চড়তে চান না।

শুনেছি এই বিমানগুলো মাটি থেকে আকাশে উড়ার সময় ৩ গুন তেল বেশী খেয়ে ফেলে তাই মনে হয় ভাড়াটাও সেঅনুযায়ী নেওয়া হয়। বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের নমুনা রেট খেয়াল করুন/~rate

Kualalumpur To Dhaka @ ~ 12,000৳
Dhaka To Kualalumpur @~ 1,20,000৳

Dubai To Dhaka @~28,000/-
Dhaka to Dubai -@~1,12,000/-

Oman to Dhaka @~30,000/-
Dhaka to Oman @~ 80,000/-

Qatar to Dhaka @~24,000/-
Dhaka to Qatar @~92,000/-

South Korea to Dhaka @~1,18,000/-
Dhaka to South Korea @~2,15000/-

cp

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 GM Tushar M, Mhasin Mia, Afjal Hossain S...
27/05/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 GM Tushar M, Mhasin Mia, Afjal Hossain Shekh

27/05/2024

নিজ হাতে বেলুন দিয়ে কি বানালো??

26/05/2024

25/05/2024

malaysia Botanical garden

23/05/2024

সুর্নিমল বসুর শ্রেষ্ঠ কবিতা।
আমি ১ম চেষ্টা করছি কবিতা আবৃতির। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

Address

Villa Puteri Condominium Kuala Lumpur
Kuala Lumpur
50480

Telephone

+60183925560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Limu Life Butterfly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Limu Life Butterfly:

Videos

Share

Category


Other Travel Companies in Kuala Lumpur

Show All