প্রবাসী ট্রাভেলস ইন্টারন্যাশনাল Probashi Travels International

  • Home
  • Malaysia
  • Kuala Lumpur
  • প্রবাসী ট্রাভেলস ইন্টারন্যাশনাল Probashi Travels International

প্রবাসী ট্রাভেলস ইন্টারন্যাশনাল Probashi Travels International Tour & Travels

https://www.youtube.com/

04/01/2025

আন নিসা 4:135
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُوۡنُوۡا قَوّٰمِیۡنَ بِالۡقِسۡطِ شُہَدَآءَ لِلّٰہِ وَلَوۡ عَلٰۤی اَنۡفُسِکُمۡ اَوِ الۡوَالِدَیۡنِ وَالۡاَقۡرَبِیۡنَ ۚ اِنۡ یَّکُنۡ غَنِیًّا اَوۡ فَقِیۡرًا فَاللّٰہُ اَوۡلٰی بِہِمَا فَلَا تَتَّبِعُوا الۡہَوٰۤی اَنۡ تَعۡدِلُوۡا ۚ وَاِنۡ تَلۡوٗۤا اَوۡ تُعۡرِضُوۡا فَاِنَّ اللّٰہَ کَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا

Bangla - Bayaan Foundation
হে মুমিনগণfh, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষীরূপে। যদিও তা তোমাদের নিজদের কিংবা পিতা-মাতার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে- পেঁচিয়ে কথা বল কিংবা এড়িয়ে যাও তবে আল্লাহ তোমরা যা কর সে বিষয়ে সম্যক অবগত।

২০২৪ সাল অনেক প্রবাসী ভাই অনেক কষ্টে কেটেছেন।২০২৫ সাল হোক সবার জন্য সর্বউত্ত সাল।মহান রব সবাইকে সুস্থতার সাথে ,নিরাপদে র...
01/01/2025

২০২৪ সাল অনেক প্রবাসী ভাই অনেক কষ্টে কেটেছেন।

২০২৫ সাল হোক সবার জন্য সর্বউত্ত সাল।
মহান রব সবাইকে সুস্থতার সাথে ,নিরাপদে রাখুক , সবার কর্মসংস্থান নিশ্চিত হোক, পুলিশ ,ইমিগ্রেশন থেকে সবাইকে আল্লাহ নিরাপদ রাখুক।
আমিন।

🇲🇾🇧🇩আলহামদুলিল্লাহ ১৭ লক্ষ মালয়েশিয়া প্রবাসীদের প্রানের দাবী পূরণ হওয়ার পথে।আমাদের মাল্টিপল ভিসা চালু না হওয়া পর্যন্ত আম...
29/12/2024

🇲🇾🇧🇩আলহামদুলিল্লাহ ১৭ লক্ষ মালয়েশিয়া প্রবাসীদের প্রানের দাবী পূরণ হওয়ার পথে।

আমাদের মাল্টিপল ভিসা চালু না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ।

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের মাল্টিপল ভিসা ও অন্যান্য দাবির গুরুত্ব অনুধাবন করে, বাংলাদেশ হাইকমিশন আমাদেরকে এই বিষয়ে আলোচনা করার জন্য আজ ডেকেছেন।

মালয়েশিয়ায় বর্তমান মানব্যর হাইকমিশনার এইচ.ই. শামীম আহমেদ স্যার আমাদের অবগত করেছেন যে, এ বিষয় নিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ইমিগ্রেশন বিভাগে আলোচনা হয়েছে। হয়তো খুব শীঘ্রই আমরা মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়ে যাব, যার কার্যক্রম বর্তমানে চালু আছে।

এছাড়া আমরা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস কুয়ালালামপুরে মান্যবর হাইকমিশনারের নিকট ইতিপূর্বে একটি স্মারকলিপি জমা দিয়েছি, যার মধ্যে উল্লেখ্য বিষয়গুলো নিচে দেওয়া হল:

মাল্টিপল ভিসা প্রদান প্রক্রিয়া সহজতর করা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ও মালয়েশিয়া সিন্ডিকেট ও দূর্নীতিতে জড়িত ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খস্তগীরসহ অন্যান্য দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের অপসারণ।

29/12/2024

বুকিং ব্যাগে কত কেজি ও হাত ব্যাগে কত কেজি নিতে পারবেন।

আর মাত্র ২ দিন পরেই শেষ হতে যাচ্ছে, সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীদের দেশে যাওয়া কার্যক্রম।
29/12/2024

আর মাত্র ২ দিন পরেই শেষ হতে যাচ্ছে, সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীদের দেশে যাওয়া কার্যক্রম।

27/12/2024

প্রিয় শায়েখের মাহফিলে জায়গা না পাওয়ার ভয়ে ১ আগেই উপস্থিত হয়েছেন হাজারো মানুষ।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

13/12/2024

ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চাইলে যোগাযোগ করুন।
📱হোয়াটসঅ্যাপ নাম্বার।
+601163264256
+60 10-869 0501

জুমা মুবারক।
13/12/2024

জুমা মুবারক।

আপনাদের যাত্রা নিরাপদ এবং আরামদায়ক হোক। ফ্যামিলি টুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য যোগাযোগ করুন।
10/12/2024

আপনাদের যাত্রা নিরাপদ এবং আরামদায়ক হোক।
ফ্যামিলি টুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য যোগাযোগ করুন।

আপনাদের দোয়া ও ভালোবাসায় ,আপনাদের প্রিয় প্রবাস টিভি আজ ২ লক্ষ্য ১০ হাজার সদস্যের পরিবারে মাইলফলক অতিক্রম করেছে। সমস্ত কৃ...
02/11/2024

আপনাদের দোয়া ও ভালোবাসায় ,আপনাদের প্রিয় প্রবাস টিভি আজ ২ লক্ষ্য ১০ হাজার সদস্যের পরিবারে মাইলফলক অতিক্রম করেছে।
সমস্ত কৃতিত্ব আপনাদের।আর এভাবেই পাসে থাকবেন।
ধন্যবাদ সবাইকে
♥️♥️♥️

আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় প্রবাস টিভি অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
01/11/2024

আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় প্রবাস টিভি অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

27/10/2024

প্রতিদিন চলছে ইমিগ্রেশনের অপারেসি,গ্রে ফ তার আতঙ্কে প্রবাসীরা।

মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে প্রবাসীদের যৌক্তিক দাবি নিয়ে এন টিভি তে সাক্ষাৎকার।সিঙ্গেল এ...
30/09/2024

মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে প্রবাসীদের যৌক্তিক দাবি নিয়ে এন টিভি তে সাক্ষাৎকার।
সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মাল্টিপল ভিসা, কলিং ভিসা, প্রবাসীদের লাশ ও জেলে আটক প্রবাসীদের দেশে পাঠানো নিয়ে RTV তে সাক্ষাৎকার।

RTV News এ পাবেন বিস্তারিত।

21/09/2024

মাল্টিপল ভিসা, পাসপোর্ট রি-নিউ, কলিং ভিসা , প্রবাসীদের মৃত দেহ ও আটক প্রবাসীদের দেশে পাঠানোর জন্য সাংবাদ সম্মেলন।

আলহামদুলিল্লাহ গতকাল রাতে আমাদের সংবাদ সম্মেলন হয়েছে।বাংলাদেশ হাইকমিশন আমাদের যথাযথ প্রশ্নের উত্তর না দিলে শীঘ্রই আমরা আ...
21/09/2024

আলহামদুলিল্লাহ গতকাল রাতে আমাদের সংবাদ সম্মেলন হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন আমাদের যথাযথ প্রশ্নের উত্তর না দিলে শীঘ্রই আমরা আবার যাবো হাইকমিশনে।

বিদেশের মাটিতে হাইকমিশন প্রবাসীদের গার্ডিয়ান, যেহেতু হাইকমিশন মাঠপর্যায়ে কখনোই প্রবাসীদের খোজ রাখেন না সেহেতু আমরাই বারংবার হাইকমিশনে যাবো।

আমাদের কোনো চাওয়া যদি অযৌক্তিক হয় সেইটা আমাদের ফেস টু ফেস বুঝিয়ে দেয়া লাগবে।

প্রবাসী হয়ে হাইকমিশনে যেতে বাধা থাকবে কেনো? প্রত্যেক প্রবাসীর অধিকার যেকোনো সমস্যায় সরাসরি হাইকমিশনে যাওয়া এবং সমাধান নিয়ে আসা।

অতীতেও বলেছি এখন আবার বলছি, আমরা অরাজনৈতিক মনোভাব নিয়ে থাকি, আমাদের সাথে হাইকমিশনের বিরোধ নেই তবে হাইকমিশনের অনেক কাজ নিয়ে আমাদের মতবিরোধ আছে।

আশাকরি হাইকমিশন প্রবাসীদের স্বার্থে থাকবে, মনে রাখবেন আপনাদের পজিশন আজীবন থাকবে না, তবে প্রবাসীদের উন্নয়ন করে গেলে আজীবন তাদের মুখে নাম ও অন্তরের দোয়া পেয়ে যাবেন।

একটি হারুনের ভাতের হোটেল অন্যটি মেধাবীদের ভাতের হোটেল। এ দুটির মাধ্যে পার্থক্য কোথায় জানেন? হারুনের ভাতের হোটেল থেকে জীব...
20/09/2024

একটি হারুনের ভাতের হোটেল অন্যটি মেধাবীদের ভাতের হোটেল। এ দুটির মাধ্যে পার্থক্য কোথায় জানেন?
হারুনের ভাতের হোটেল থেকে জীবিত ফিরে গেলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে জীবিত ফেরা যায়না৷
😭😭

12/09/2024

সেপ্টেম্বর মাসের সেরা অফার.!!!
ঢাকা টু কুয়ালালামপুর
US Bangla Rm 970
সিট শেষ হওয়ার আগেই কনফার্ম করুন।+601163264256 / 0108690501

Address

Kualalampur
Kuala Lumpur
50200

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+60108690501

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী ট্রাভেলস ইন্টারন্যাশনাল Probashi Travels International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসী ট্রাভেলস ইন্টারন্যাশনাল Probashi Travels International:

Videos

Share

Category