27/04/2024
#কৌতুক ; বিয়ে বাড়িতে তিন কুকুর
গ্রামের এক বাড়িতে বিয়ে হচ্ছে,
তিনটি কুকুর বাড়ির পাশে বসে ভাবছে,
কিভাবে বিয়েটা খাওয়া যায়!
একটি কুকুর বলল-
‘আমাদের একসঙ্গে যাওয়া যাবে না,
একে একে যেতে হবে।’
তারপর একটি কুকুর রওনা করল।
যখন সে বাড়ির ভেতর ঢুকল, এর কিছুক্ষণ পরই একজন লোক কিছু গরম পানি দিয়ে কুকুরটিকে ঝাপটা দিলো।
এক দৌড়ে কুকুরটি তাদের আগের অবস্থানে ফিরে গেল।
দ্রুত ফিরে যাওয়ায় বাকি দুই কুকুর তার কাছে ঘটনা জানতে চাইলো,
তখন প্রথম কুকুর বলল-
‘গেলাম আর গরম গরম দিয়ে দিলো।’
এরপর দ্বিতীয় কুকুর ওই বাড়িতে যায় এবং বাড়ির লোকজন তাকে খানিকটা সময় আটকে রেখে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দেয়।
ফিরে গিয়ে সে বলে,
‘আমারে তো বসায়া নিয়া দিলো।’
সবশেষে তৃতীয় কুকুর বিয়ে বাড়িতে গিয়ে আর আসে না।
সারা দিন বাঁধা অবস্থায় থেকে সন্ধ্যার সময় কিছু লাঠির বাড়ি খেয়ে আগের অবস্থানে ফিরে গিয়ে বলল- ‘আর বলো না, আমারে তো আসতেই দিতে চায় না।’