12/12/2023
ওমানে যাত্রা শুরু করলো বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান Asraf Travel & Tourism। রাজধানী মাস্কাটে Engr Ali Asraf(প্রকৌশলী আলী আশরাফ) এর মালিকানাধীন প্রতিষ্ঠানটির উদ্ভোধন করা হয়। এর মধ্যো দিয়ে প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টিসহ রেমিট্যান্স প্রবাহ আরো বারবে বলে প্রত্যাশা করি।প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতিতে প্রবাসীদের সহযোগীতা কামনা করি। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ ওমান এর কান্ট্রি ম্যানাজার শরিফুল আলম, স্টেশন ম্যানাজার শফিকুল ইসলাম, বাংলাদেশ সোশ্যাল ক্লাব বৃহত্তর কুমিল্লা উয়িংসএর সদস্য সচিব প্রকৌশলী সাঈদুল ইসলাম, ইউএস বাংলার ওমান কান্ট্রি ম্যানেজার মাহফুজুর রহমান, লুলু এক্সচেঞ্জের বাংলাদেশ বিজনেস প্রধান আহমদ উল্লাহ, এনআরবি স্পোর্টিং এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদের, ব্যাবসায়ী মীর জাকির হোসাইন সহ আরো অনেকে।