Biman Bangladesh Airlines Oman

Biman Bangladesh Airlines Oman Biman Bangladesh Oman is the local Biman official page run by the GSA: Bahwan Travel Agencies L.L.C. located in Makha Business Centre in Ruwi High Street.

you will get all kind of Updates regarding Biman flights operations. Sale of a new ticket, Date Change, and any other ticket-related support.

23/03/2024

আমরা বাংলাদেশি যাত্রীরা বিমানে সভ্য আচরণ করবো কবে ?

ইতালি থেকে ঢাকায় ফিরছি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে।

কাতারে ২ ঘন্টার ট্রানজিট। বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশগামী যাত্রীরা পরের ফ্লাইটের যাত্রী। কেউ এসেছেন আমেরিকা, কেউ আফ্রিকা, কেউ ইউরোপ থেকে।

এরমধ্যে সৌদি আরব থেকে ওমরা করা যাত্রী ছিলো বেশি। পাশপাশি কাতার, সৌদি, কুয়েতসহ কয়েক দেশের প্রবাসী কর্মীরাও ছিলেন ফ্লাইটে।

বিমানে উঠলাম। গিয়ে দেখি আমার সিটে অন্য একজন বসা। পাশের কেবিন ক্রু ছিলেন তিনি আমার বোর্ডিং কার্ড দেখতে চাইলে, দেখলাম তাকে। কেবিন ক্রু সেই যাত্রীকে বললেন ওটা আপনার সিট নয়, আপনি আপনার সিটে গিয়ে বসুন।

আমার সিটে যিনি বসেছেন, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানালার পাশেই বসি, অন্য সিটে বসি না। আপনি আমার সিটে বসে পড়েন।
রেমিটেন্স যোদ্ধার সিটেই আমি বসলাম। কেবিন ক্রু কে বললাম সমস্যা নেই। ভাবলাম থাক, আমাদের রেমিটেন্স যোদ্ধাই তো।
সিটে বসার কিছু সময় টের পেলাম রেমিটেন্স যোদ্ধা আমার দিকে হেলে আছেন। তার জ্যাকেটের একটা অংশ আমার সিটে, তার সঙ্গে থাকা একটি ব্যাগ আমার উপর এসে পড়ছে। কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। আমাদের রেমিটেন্স যোদ্ধা তো।

ফ্লাইট ছাড়ার ১৫ মিনিট পার, তবুও ফ্লাইট ছাড়ছে না। প্রথমে ভাবলাম টেকনিক্যাল কারণে হয়ত।

এরমধ্যে দেখলাম এয়ারলাইন্সের গ্রাউন্ড স্টাফ এসে ফ্লাইটে ঢুকছেন, বের হচ্ছেন। কিন্তু কেন ফ্লাইট দেরি হচ্ছে বুঝতে পারছি না। ওয়াশ রুমে যাবার জন্য উঠলাম। পিছনের দিকের ওয়াশ রুমে যেতেই দেখি সেখানেই হট্টগোল।

আমাদের ২জন আমাদের রেমিটেন্স যোদ্ধার সিট নিয়ে হট্টগোল।
একজন আরেকজনের সিটে বসে। কেউ কারও সিট ছাড়ছে না। এয়ারলাইনের সিকিউরিটি আসলেন, বললেন তারা শান্ত না হলে দুজনকে ফ্লাইট থেকে নামিয়ে দিবেন, তারপর তারা শান্ত হলেন। দুজনের পাসপোর্ট কেবিন ক্রুর জিম্মায় নেয়া হলো।

ফ্লাইট টেক অফের প্রস্তুতি চলছে।
আমার পিছনে আরেকটা জায়গায় গিয়ে কেবিন ক্রু দাড়িয়ে আছেন। একটি পরিবার ওমরা করে দেশে ফিরছেন। পরিবারের ২ জনের সিট একজায়গায় বাকি দুজনের অন্য জায়গা। সেই পরিবারের একজন নারী নিজের সিট ছেড়ে সামনে এসে সিট ধরে দাড়িয়ে আছেন। কেবিন ক্রু সিটে বসতে বলছেন বসছেনই না।

অনেক এয়ারলাইন বাংলাদেশ ফ্লাইট নিয়ে বিড়ম্বনায় পড়েন। কারণ কেবিন ক্রুরা বাংলাদেশ রুটে ডিউটি করতে চান না।

আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে আপনার বোর্ডিং কার্ডে যে সিট লেখা থাকবে, দয়া করে সেখানেই বসুন। কেবিন ক্ররা যে নির্দেশনা দেন, তা মনে চলুন। মনে রাখা দরকার, আন্তর্জাতিক একটি ফ্লাইটে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

Address

Makha Business Center, Ruwi High Street
Muscat
100

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Saturday 09:00 - 13:00
14:30 - 19:00
Sunday 08:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Biman Bangladesh Airlines Oman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biman Bangladesh Airlines Oman:

Share