Authentic visas

Authentic visas We are provide only visas processing and counseling .

29/01/2025

বাংলাদেশ থেকে VFS এর মাধ্যমে বুলগেরিয়া Long-Stay ভিসা কার্যক্রম শীঘ্রই শুরু হতে যাচ্ছে।

যারা থাই ই-ভিসার পেমেন্ট নিয়ে সমস্যা ফেস করছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।01317-065133 (WhatsApp) অথবা প...
25/01/2025

যারা থাই ই-ভিসার পেমেন্ট নিয়ে সমস্যা ফেস করছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
01317-065133 (WhatsApp) অথবা পেজে মেসেজ করতে পারেন।

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):✅ এশিয়া:ভ...
21/01/2025

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):

✅ এশিয়া:

ভুটান: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নেপাল: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মালদ্বীপ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

শ্রীলঙ্কা: ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন।

কম্বোডিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

পূর্ব তিমুর (টিমর-লেস্টে): ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ আফ্রিকা:

কেপ ভার্দে: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

কমোরোস: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

গিনি-বিসাউ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মাদাগাস্কার: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মৌরিতানিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মোজাম্বিক: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

রুয়ান্ডা: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সেশেলস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় (প্রবেশ পারমিট প্রয়োজন)।

সিয়েরা লিওন: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সোমালিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টোগো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

লেসোথো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ ওশেনিয়া:

কুক দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ফিজি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

কিরিবাতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মাইক্রোনেশিয়া: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নিউয়ে: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সামোয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টুভালু: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

ভানুয়াতু: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ ক্যারিবিয়ান অঞ্চল:

বাহামাস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

বার্বাডোস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ডোমিনিকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

গ্রেনাডা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

হাইতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

জামাইকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট কিটস ও নেভিস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ত্রিনিদাদ ও টোবাগো: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মন্টসেরাট: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ দক্ষিণ আমেরিকা:

বলিভিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

উল্লেখযোগ্য তথ্য:

1. ভ্রমণের আগে নিশ্চিত করুন আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে।

2. কিছু দেশে প্রবেশের সময় ফেরত টিকিট, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং স্বাস্থ্য বীমা প্রয়োজন হতে পারে।

3. প্রতিটি দেশের নির্দিষ্ট প্রবেশ নীতি ও শর্তাবলী সম্পর্কে ভ্রমণের আগে জেনে নিন।

নোট:

এই তথ্য বিভিন্ন উৎস থেকে সংগৃহীত এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করুন।

নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ কামনা করছি!

゚viral

Follow: Authentic Visas

04/12/2024
02/12/2024

🤲আলহামদুলিল্লাহ! শুরু হয়ে গেল ক্রোয়েশিয়া ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশে!
👁️দিল্লি নয়, এখন ঢাকাতেই শেনজেন ভিসার আবেদন করতে পারবেন। 🇪🇺
👉ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র। এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, এবং সুইডেনের ভিসা আবেদন করা যাবে সরাসরি ঢাকায়।
✅ আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন এখন আরেক ধাপ সহজ!
• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• ঢাকায় বসেই দ্রুত এবং সঠিক প্রক্রিয়ায় ভিসা আবেদন করুন।
🔶আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাই আমাদের এই প্রাপ্তির জন্য।
💠সবাই দোয়া করুন যেন এই প্রক্রিয়া সহজ এবং সুন্দর থাকে।

02/12/2024

সুখবর, সৌদিতে যারা অবৈধ আছেন, তারা বৈধ হতে পারবেন, গতকাল থেকে ৬০ দিন সময়ের মধ্যে, আলহামদুলিল্লাহ

নিজের উদ্যোগে কানাডা ভিসার আবেদন: ধাপে ধাপে গাইডকানাডা ভিসার জন্য দালালের উপর নির্ভর না করে নিজেই আবেদন করতে চাইলে সঠিক ...
30/11/2024

নিজের উদ্যোগে কানাডা ভিসার আবেদন: ধাপে ধাপে গাইড
কানাডা ভিসার জন্য দালালের উপর নির্ভর না করে নিজেই আবেদন করতে চাইলে সঠিক তথ্য এবং নির্দেশনা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সহজ ও পরিপূর্ণ গাইড দেওয়া হলো, যা আপনাকে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবে।
১. প্রাথমিক প্রস্তুতি
✅ IRCC (Immigration, Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান: IRCC অফিশিয়াল সাইট https://www.canada.ca/.../immigration-refugees...
✅ GCKey অ্যাকাউন্ট তৈরি করুন এবং লগইন তথ্য সংরক্ষণ করুন।
২. অ্যাপ্লিকেশন শুরু
✅ আপনার GCKey অ্যাকাউন্টে লগইন করে "Apply to come to Canada" সিলেক্ট করুন।
✅ "Visitor Visa, Study and Work Permit" নির্বাচন করুন এবং প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর দিন।
৩. ডকুমেন্ট আপলোড
প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে:
✅ পূরণকৃত আবেদন ফর্ম (IMM5257)
✅ পাসপোর্ট কপি
✅ ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি
✅ ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিং বা ইনভাইটেশন লেটার
✅ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
✅ পরিবার সম্পর্কিত তথ্য (IMM5245 ফর্ম)
✅ কর্মসংস্থান সম্পর্কিত তথ্য বা NOC
৪. পেমেন্ট
✅ ভিসা ফি: 100 CAD
✅ বায়োমেট্রিক ফি: 85 CAD
✅ অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে মোট 185 CAD পরিশোধ করুন।
৫. বায়োমেট্রিক এবং আবেদন প্রক্রিয়া
✅ পেমেন্টের পর VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন।
✅ বায়োমেট্রিক সম্পন্ন করুন।
৬. ফলাফল ও পাসপোর্ট জমা
✅ GCKey অ্যাকাউন্টে আপডেট চেক করুন।
✅ ভিসা অনুমোদনের পর VFS-এ পাসপোর্ট জমা দিন এবং ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করুন।
৭. পুনরায় আবেদন (প্রয়োজনে)
✅ রিজেকশন হলে কারণ বুঝে নতুন করে আবেদন করুন।
✅ বায়োমেট্রিক পুনরায় দিতে হবে না (১০ বছরের জন্য বৈধ)।
প্রয়োজনীয় লিংকসমূহ:
✅ কানাডা ভিসার তথ্য https://www.canada.ca/.../immi.../services/visit-canada.html
✅ অনলাইনে আবেদন https://www.canada.ca/.../immig.../services/application.html
✅ VFS গ্লোবাল সেবা https://www.vfsglobal.ca/Canada/Bangladesh/
এই নির্দেশনা অনুসরণ করলে আপনি সহজেই কানাডা ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন।

30/11/2024

ক্রয়েশিয়ার কাজ শুরু হবে খুব শিগ্রি

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতিবাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু VFS GLOBAL  ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।সবচেয়ে বড় সুবিধ...
03/11/2024

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু VFS GLOBAL ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী। একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার

ফ্রেশ পাসপোর্ট এ ভিসা করুন ✅Malaysia E-Visa Requirement: Basic Document:--Seven (07) Months Valid Passport.-Previous vis...
13/10/2024

ফ্রেশ পাসপোর্ট এ ভিসা করুন ✅
Malaysia E-Visa Requirement:
Basic Document:-
-Seven (07) Months Valid Passport.
-Previous visited countries visa copy (if any).
-Recent 2 copy photographs taken in the last 3 months (white background only, photo size 35 mm X 50 mm, Matt paper).
-Original Bank Statements of last six months with a bank solvency certificate (Minimum balance BDT 60,000 for individual and BDT 120,000 for family).

For Business Person:-
Renewal Trade license copy with notary public ( English Translated )
Memorandum for Limited Company
The blank page of Office Pad / Company Letter Head Pad
Visiting Card
For Job Holder:-
No Objection Certificate (NOC)
Office Id Card
Visiting Card
BMDC certificate for Doctor
BAR Council Certificate for Advocate
Retirement certificate for Retired Person.

For Student:-
Student ID card copy.
Recommendation Letter or Leave Letter from the Educational Institute.
Birth Certificate ( Only for Child & Infant).

Others:-
NID copy
eTin/ Tin Certificate (if embassy requires)
Marriage Certificate Copy (For family application only)

এখন থেকে মাত্র তিনদিনে মিলবে দশ বছর মেয়াদী ই-পাসপোর্ট;নিজে নিজে পাসপোর্টের আবেদনের নিয়ম এবং বিস্তারিত তথ্য দেখুনঃ বাংলাদ...
28/09/2024

এখন থেকে মাত্র তিনদিনে মিলবে দশ বছর মেয়াদী ই-পাসপোর্ট;
নিজে নিজে পাসপোর্টের আবেদনের নিয়ম এবং বিস্তারিত তথ্য দেখুনঃ
বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

১. আবেদন ফরম পূরণ:✍️
- *অনলাইনে আবেদন ফরম পূরণ*: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.epassport.gov.bd/landing) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- *আবেদন ফরম প্রিন্ট*: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।
২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- *জাতীয় পরিচয়পত্রের ফটোকপি*: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- *জন্ম নিবন্ধন সনদের ফটোকপি*: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- *পাসপোর্ট সাইজ ছবি*: ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- *পূর্বের পাসপোর্টের ফটোকপি* (যদি থাকে)।
- *অন্যান্য ডকুমেন্ট*: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।
৩. ফি জমা 💰
- *ফি*: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- *ফি রসিদ*: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।
৪. আবেদন জমা 📬
- *আবেদন জমা*: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- *ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি*: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।
৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- *এসএমএস বা ইমেইল*: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।

- *সংগ্রহ*: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

19/09/2024

অন্যায়ভাবে মানুষ হ"ত্যা করা আমাদের পেশা হয়ে যাচ্ছে না তো ⁉️

19/09/2024

মেধাবীদের ভাতের হোটেল।
এখানে জীবনের দামে ভাত পাওয়া যায়। 🥹
বিচার চাই ✊ একটি পাগল এতিম এভাবে মরতে পারে না।

আসসালামু আলাইকুম। 🇮🇳যারা ইন্ডিয়ার ভিসা এপ্যায়েন্টমেন্ট পাচ্ছেন না অনেক চিন্তিত?তাদেরকে ১ -৩ দিনের মধ্যে  ডেট নিয়ে দেয়া...
19/09/2024

আসসালামু আলাইকুম। 🇮🇳
যারা ইন্ডিয়ার ভিসা এপ্যায়েন্টমেন্ট পাচ্ছেন না অনেক চিন্তিত?
তাদেরকে ১ -৩ দিনের মধ্যে ডেট নিয়ে দেয়া যাবে ইনশা"আল্লাহ।
✅Appointment Available.
WhatsApp / Call
+8801332313752

আসসালামু আলাইকুম। 🇳🇱যারা লিথুনিয়া, এপ্যায়েন্টমেন্ট না পেয়ে চিন্তিত?তাদেরকে ১ -৩ দিনের মধ্যে  ডেট নিয়ে দেয়া যাবে ইনশা"...
14/09/2024

আসসালামু আলাইকুম। 🇳🇱
যারা লিথুনিয়া, এপ্যায়েন্টমেন্ট না পেয়ে চিন্তিত?
তাদেরকে ১ -৩ দিনের মধ্যে ডেট নিয়ে দেয়া যাবে ইনশা"আল্লাহ।
✅ Passport Submission Appointment Available.
WhatsApp / Call 📞

Adres

Warsaw
00-200

Telefon

+8801317065133

Strona Internetowa

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy Authentic visas umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Skontaktuj Się Z Firmę

Wyślij wiadomość do Authentic visas:

Widea

Udostępnij