Portu-Bangla Xpress Limited

Portu-Bangla Xpress Limited Visa & Immigration Support | Recruitment Service | Consulting Services | Travel Agency | Ticketing

✅ SEF বা AIMA .. কিছুই বদলায়নি ✅ এর আগে, ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস (SEF) অভিবাসন বিভাগ পরিচালনা করত, এবং অনেক লোক...
08/12/2024

✅ SEF বা AIMA .. কিছুই বদলায়নি ✅

এর আগে, ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস (SEF) অভিবাসন বিভাগ পরিচালনা করত, এবং অনেক লোক বিলম্ব এবং অন্যায্য আচরণের অভিযোগ করেছিল। এখন, আমাদের AIMA আছে, কিন্তু খুব একটা উন্নতি হয়নি। যে বিভাগই অভিবাসন পরিচালনা করে না কেন, পর্তুগালে কী ঘটছে তা সরকার বুঝতে না দেওয়া পর্যন্ত জিনিসগুলি একই থাকবে।

আগে, হাজার হাজার আবেদন ছিল, কিন্তু এখন কয়েক হাজার আছে। এটি একটি বড় বৃদ্ধি, কিন্তু কাজের অবস্থার পরিবর্তন হয়নি। পর্যাপ্ত কর্মী নেই, এবং বিপুল সংখ্যক মুলতুবি থাকা অ্যাপ্লিকেশনগুলিকে মোকাবেলা করার জন্য সিস্টেমের নতুন প্রযুক্তি এবং আরও ভাল পদ্ধতির প্রয়োজন।

আশা করি আইনজীবী এবং মিডিয়া এই কঠিন সময়ে অভিবাসীদের সাহায্য করার দিকে মনোযোগ দেবে, বরং আরও বিভ্রান্তি এবং সমস্যা সৃষ্টি করবে।

✅ লিগ্যাল স্টে সার্টিফিকেট আবেদন করার প্রক্রিয়া ✅ AIMA আইনি সময় শংসাপত্রের জন্য আবেদন করতে, এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ ...
08/12/2024

✅ লিগ্যাল স্টে সার্টিফিকেট আবেদন করার প্রক্রিয়া ✅

AIMA আইনি সময় শংসাপত্রের জন্য আবেদন করতে, এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন:

1. আবেদনপত্র পূরণ করুন।
2. আপনার পাসপোর্ট এবং শেষ বাসস্থান কার্ডের একটি ফটোকপি করুন।
3. একটি পিডিএফ ফাইলে ফর্ম, পাসপোর্ট কপি, এবং বাসস্থান কার্ড একত্রিত করুন।
4. বিষয় সহ [email protected]এ ইমেল করুন: সময়ের গণনা শংসাপত্রের জন্য অনুরোধ - পর্তুগালে আইনী বসবাসের দৈর্ঘ্য।

এখানে ফর্মের লিঙ্ক রয়েছে: [ফর্ম লিঙ্ক](https://aima.gov.pt/media/pages/documents/d1967cd110-1714485830/modelo-7.pdf)

Intermarche sacavem Recruiting | যারা সুপারশপে জব করতে চান,  অভিজ্ঞতা সম্পুর্ন তারা এই মেইলে সিভি ড্রপ করুন। ফুল টাইম জব...
06/12/2024

Intermarche sacavem Recruiting |

যারা সুপারশপে জব করতে চান, অভিজ্ঞতা সম্পুর্ন তারা এই মেইলে সিভি ড্রপ করুন। ফুল টাইম জবের অফার আছে তাদের কাছে।

✅ Update From AIMA ✅According to recent update from AIMA, Police Clearence Certificate Shouldn't be Older than 3 Months....
03/12/2024

✅ Update From AIMA ✅

According to recent update from AIMA, Police Clearence Certificate Shouldn't be Older than 3 Months.

আইমার নতুন আপডেট -
এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ৩ মাসের পুরাতন হওয়া যাবে না।

03/12/2024

নোটিশ:
আমাদের অফিসের নাম্বার গুলো ছাড়া অন্য কোন ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করবেন না বা কাজ, লেনদেন করবেন না। আমাদের অফিসের আগের সমস্ত স্টাফ পরিবর্তন হয়েছে। দয়া করে অফিসিয়াল কোন কাজের জন্য অফিসিয়াল নাম্বার ছাড়া কাউকে মেসেজ, কল দিবেন না। আমাদের অফিসিয়াল নাম্বার গুলো নিচের সবার সুবিধার্থে দিয়ে দিয়ে দিচ্ছি।

ধন্যবাদ।

919 666 634 920368383👉+351915552064

আসসালামু আলাইকুম  যারা AIMA  নতুন  মেইল আসছে পেমেন্ট  করার পরে ফিংগার মেইল আসছে  ডকুমেন্টস  আপলোড  করতে  চাচ্ছেন তারা চা...
25/11/2024

আসসালামু আলাইকুম যারা AIMA নতুন মেইল আসছে পেমেন্ট করার পরে ফিংগার মেইল আসছে ডকুমেন্টস আপলোড করতে চাচ্ছেন তারা চাইলে ডকুমেন্টস আপলোড করতে চলে আসুন আমাদের প্রতিষ্ঠান Portu-Bangla Xpress Limited বিস্তারিত জানতে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার +351915552064👉+351919 666 634

পর্তুগালে বৈধতার নতুন নীতিমালা | যারা সেইফ এন্টি করতে পারেন নি ৩ জুনের ২০২৪ এর মধ্যে। ৩রা জুন ২০২৪ এর পূর্বে যারা পর্তুগ...
24/11/2024

পর্তুগালে বৈধতার নতুন নীতিমালা | যারা সেইফ এন্টি করতে পারেন নি ৩ জুনের ২০২৪ এর মধ্যে।

৩রা জুন ২০২৪ এর পূর্বে যারা পর্তুগালে এসেছেন ,তিন শর্তে পর্তুগালে বৈধতা লাভের সুযোগ দিয়েছে নতুন আইনে (article 88.6 / 89 . 5 )।

1.৩রা জুনের পূর্বে পর্তুগালে এসেছেন
2.সোস্যাল সিকিউরিটি নাম্বার নিয়েছেন
3. ১২ মাসের ফুল কন্টাক্ট এর কাজের প্রমাণ অথবা ইন্ডিপেন্ডেন্ট এক্টিভিটির প্রমাণ|
কিভাবে আবেদন করবেন শীঘ্রই আয়মা পোর্টালে এর নির্দেশনা আসবে|

👉একটা মিনিমাম কাজের কন্টাক এর শর্ত হলো : প্রতিদিন আট ঘন্টা,(এর মানে আপনি ওই আট ঘন্টা মালিকেরই কাজ করবেন) সপ্তাহে পাঁচ দিন | বেতন ৮২০ ইউরো | মালিক এখান থেকে সোসালে দেওয়ার জন্য 11% কেটে রাখবেন| বছরে দুই মাস বেতন দিয়ে ছুটি দিবেন অথবা দুই মাসের বেতন দিবেন|
এখন মালিক /ওয়ার্কার কে কতটুকু শর্ত ভঙ্গ করতেছেন এটা নিজেই হিসাব করেন|

👉২৪ সালে পর্তুগালে আগত সকল ফ্যামিলি সদস্যের ফিন্যান্সের পাসওয়ার্ড রেডি করে রাখুন| আগামী ফেব্রুয়ারি মাসে ফিন্যান্সে ফ্যামিলি সদস্যদের যুক্ত করার মাস|ওই সময় পরিবারের সকলের পাসওয়ার্ড লাগে|

👉রেসিডেন্ট কার্ড রিনিউ সমস্যা সমাধানে এখনো ভালো কোন উদ্যোগের আবাস পাওয়া যাচ্ছে না|

👉যাদের সব ডকুমেন্টস রেডি নেই আপ্নারা কিছুদিন পর প্যামেন্ট করতে পারেন,সেক্ষেত্রে AIMA অ্যাপোয়েন্টমেন্ট ও একটু দেরি করে দিবে।প্যামেন্ট এর নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই।আগে প্যামেন্ট করলে আগে অ্যাপোয়েন্টমেন্ট পাবেন শুধু এই টুকুই।

👉যারা কোর্ট ফাইল জমা দিয়ে অ্যাপোয়েন্টমেন্ট এর জন্য অপেক্ষা করছেন আপনারা এইসব করতে পারেন আবার না ও করতে পারেন।এখানে প্যামেন্ট না করলে আপনি স্বয়ং AIMA তে বায়োমেট্রিকের দিন প্যামেন্ট করতে পারবেন।

👉যারা ইতোমধ্যে কোর্টের মাধ্যমে অ্যাপোয়েন্টমেন্ট পেয়েছেন আবার AIMA থেকে নরমাল অ্যাপোয়েন্টমেন্ট ও পেয়েছেন,আপনারা যেকোনো একটি অ্যাপোয়েন্টমেন্ট এ যেতে পারবেন এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই।তবে কোর্টের অ্যাপোয়েন্টমেন্ট এ যাওয়াই ভালো।

👉যাদের কোনো রকম ডকুমেন্টস নেই আবার অ্যাপোয়েন্টমেন্ট ও পেয়ে গেছেন আপনারা উকিলের মাধ্যমে AIMA তে যেয়ে অন্য একটি অ্যাপোয়েন্টমেন্ট এর জন্য রিকুয়েষ্ট করতে পারেন।

তথ্যটি আপনার উপকারে আসবে বলে সংগ্রহ করা,

Portu-Bangla Xpress Limited আসসালামু আলাইকুম  যাদের  TRC নেই  বল্ট আইডি  ওপেন করতে  চাচ্ছেন তারা চাইলে  পাসপোর্ট  দিয়ে  ...
19/11/2024

Portu-Bangla Xpress Limited আসসালামু আলাইকুম যাদের TRC নেই বল্ট আইডি ওপেন করতে চাচ্ছেন তারা চাইলে পাসপোর্ট দিয়ে বল্ট আইডি ওপেন করতে পারবেন আমাদের অফিসে মাধ্যমে খুব কম সময়ের মাধ্যমে মাএ ১ দিনে বল্ট আইডি ওপেন করতে পারবেন আমাদের নিজস্ব ফিল্টে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার 👉+351915552064👉+351919666634👉+351915552084

আসসালামু  আলাইকুম, যাদের২০২৩ এর পরে সেইফ  এন্ট্রি এবং  লিগেল এন্ট্রি  করেছেন, আপনাদের এখনই সুযোগ ৩০-৬০ দিনের মধ্যে অল্প ...
06/11/2024

আসসালামু আলাইকুম, যাদের২০২৩ এর পরে সেইফ এন্ট্রি এবং লিগেল এন্ট্রি করেছেন, আপনাদের এখনই সুযোগ ৩০-৬০ দিনের মধ্যে অল্প খরচে কোর্টে পিটিশন করে ফিঙ্গার ডেট নেওয়ার। দেরি না করে আজই আপনার ফাইল কোর্টে সাবমিট করে ডেট নিতে যোগাযোগ করুন।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আমাদের
হোয়াটসঅ্যাপ এ +351915552064, wa.me/+351915552084
আমাদের অফিস এর ঠিকানা - Centro Commercial Martim Moniz, Shop D-4, Lisbon, Portugal
Google Map: https://g.co/kgs/oizn2pL

লিসবন এর বাহিরে মাত্র ৭ থেকে  ১০ দিনে Uber Eats আইডি ওপেন করতে যোগাযোগ করুন এখনিআরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ এ যোগাযো...
06/11/2024

লিসবন এর বাহিরে মাত্র ৭ থেকে ১০ দিনে Uber Eats আইডি ওপেন করতে যোগাযোগ করুন এখনি

আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন.
wa.me/+351915552064
আমাদের অফিস এর ঠিকানা - Centro Commercial Martim Moniz, Shop D-4, Lisbon, Portugal
Google Map: https://g.co/kgs/bKTAqoB

আপনার অতি প্রত্যাশিত মেডিকেল SNS নাম্বার করতে যোগাযোগ করুন আমাদের সাথে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান পেয়ে যাবেন ইনশাল্...
06/11/2024

আপনার অতি প্রত্যাশিত মেডিকেল SNS নাম্বার করতে যোগাযোগ করুন আমাদের সাথে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এ..
wa.me/+351915552064
আমাদের অফিস এর ঠিকানা - Centro Commercial Martim Moniz, Shop D-4, Lisbon, Portugal
Google Map: https://g.co/kgs/oizn2pL

আসসালামু আলাইকুম  যাদের  TRC নেই  বল্ট আইডি  ওপেন করতে  চাচ্ছেন তারা চাইলে  পাসপোর্ট  দিয়ে  বল্ট আইডি  ওপেন  করতে  পারবে...
06/11/2024

আসসালামু আলাইকুম যাদের TRC নেই বল্ট আইডি ওপেন করতে চাচ্ছেন তারা চাইলে পাসপোর্ট দিয়ে বল্ট আইডি ওপেন করতে পারবেন আমাদের অফিসে মাধ্যমে খুব কম সময়ের মাধ্যমে মাএ ৩ থেকে ৪ দিনে বল্ট আইডি ওপেন করতে পারবেন যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার 👉+351915552064👉+351919666634👉+351915552084

আসসালামু আলাইকুম  যারা  ফুড ডেলিভারি  করতেছেন অনাকাঙ্খিত  কারণে   bolt আইডি  ব্লক  হয়ে গেছে  বা  ফ্লিট বন্ধ  হয়ে যাওয়ার ...
06/11/2024

আসসালামু আলাইকুম যারা ফুড ডেলিভারি করতেছেন অনাকাঙ্খিত কারণে bolt আইডি ব্লক হয়ে গেছে বা ফ্লিট বন্ধ হয়ে যাওয়ার কারণে আইডি ওপেন হচ্ছে না তারা চাইলে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে bolt ব্লক আইডি ওপেন করতে পারবেন খুব অল্প সময়ের ২ থেকে ৩ দিন এর ভিতর যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার 👉+351915552064👉+351919666634👉+351915552084 Portu-Bangla Xpress Limited

05/11/2024

আমার ফ্রেন্ডলিস্টের কেউ কি পর্তুগাল থেকে সম্প্রতি বাংলাদেশে আসবেন? তাহলে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
+8801790896848 What's app

এই ফেইক আইডি টি রিপোর্ট করুন যারা আমার পরিচিত জন আছেন। এই আইডি থেকে নানা গ্রুপে পোস্ট করে ফাইল নেয়ার পোস্ট দিচ্ছে। আইডি ...
02/11/2024

এই ফেইক আইডি টি রিপোর্ট করুন যারা আমার পরিচিত জন আছেন। এই আইডি থেকে নানা গ্রুপে পোস্ট করে ফাইল নেয়ার পোস্ট দিচ্ছে। আইডি লিংক:

https://www.facebook.com/profile.php?id=100063983973490&mibextid=ZbWKwL

02/11/2024

ইউরোপের সকল দেশের ভিসা সেন্টার /এম্বাসি ঢাকায় চাই

ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের এম্বাসি/ভিসা সেন্টার বাংলাদেশে চাই এই মর্মে বাংলাদেশের সকল ভিসা এজেন্ট, দালা*ল, ক্লাইয়েন্টের ঐক্যবদ্ধ মানববন্ধনের আয়োজন কর‍্যে যাচ্ছি। যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক এজেন্ট আছেন তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করতে পারেন। আমরা দিন তারিখ ফিক্স করব শ্রীগ্রই। ইভেন্টের জন্য ফেইসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ খুলা হয়েছেন। কোন এজেন্ট যুক্ত হতে চাইলে কমেন্টস করুন।

এই কাজটি শুধু এজেন্ট না সকল স্তরের ভিসা প্রত্যাশীদের জন্য একটি মাইলফলক হিসাবে দেখতে চাই। সবার অংশ গ্রহণ ই আমাদের ডিপ্লোমাটিক এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। আসুন সবাই আওয়াজ তুলি -

Not in Delhi or Kathmandu 🚫
We want all European embassy's in Dhaka 🇪🇺

Endereço

Centro Comercial Martim Moniz, Shop N° D04
Lisbon
1150-333

Horário de Funcionamento

Segunda-feira 10:00 - 20:00
Terça-feira 10:00 - 20:00
Quarta-feira 10:00 - 20:00
Quinta-feira 10:00 - 20:00
Sexta-feira 10:00 - 20:00
Sábado 10:00 - 20:00

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Portu-Bangla Xpress Limited publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Portu-Bangla Xpress Limited:

Vídeos

Compartilhar