Falaq Express

Falaq Express Falaq Express
we provide our service with well mannered and try to service with affordable fees.

ফালাক এক্সপ্রেস এর পক্ষ থেকে আমাদের সকল সম্মানিত গ্রাহকদের জানাই ২০২৫ সালের অগ্রিম শুভেচ্ছা। আপনাদের বিশ্বাস এবং সহযোগিত...
31/12/2024

ফালাক এক্সপ্রেস এর পক্ষ থেকে আমাদের সকল সম্মানিত গ্রাহকদের জানাই ২০২৫ সালের অগ্রিম শুভেচ্ছা। আপনাদের বিশ্বাস এবং সহযোগিতাই আমাদের প্রতিদিন আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। এই অসাধারণ যাত্রা একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আগ্রহী এবং আরও বড় সাফল্যের পথে আপনাদের সাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নতুন বছরে আপনাদের জন্য সুখ, সাফল্য এবং নতুন সম্ভাবনার শুভ কামনা রইল

পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে বর্তমানে ইউরোপীয় রেসিডেন্স কার্ডধারীদের ওপর পর্তুগিজ কর্তৃপক্ষ (IRN) আরও কঠোর নজরদারি চালাচ্ছে...
28/12/2024

পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে বর্তমানে ইউরোপীয় রেসিডেন্স কার্ডধারীদের ওপর পর্তুগিজ কর্তৃপক্ষ (IRN) আরও কঠোর নজরদারি চালাচ্ছে। যেসব আবেদনকারী তাদের পর্তুগালে প্রকৃত বসবাসের প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছেন, তাদের জাতীয়তা আবেদন স্থগিত করা হচ্ছে। এটি বিশেষত সেসব ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে রেসিডেন্স কার্ড থাকলেও পর্তুগালে বসবাসের বাস্তবতা মেলেনি।

এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা জরুরি:

বাস্তব বসবাসের প্রমাণ: আবেদনকারীদের অবশ্যই পর্তুগালে বসবাসের তথ্য সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে হবে, যেমন বাসস্থানের চুক্তি, বিল পেমেন্টের রেকর্ড, বা চাকরির কাগজপত্র।
মিথ্যা তথ্যের ঝুঁকি: যারা অন্য দেশে দীর্ঘ সময় কাটিয়েছেন বা বসবাসের ভুল তথ্য প্রদান করেছেন, তারা IRN-এর তদন্তে সহজেই ধরা পড়ছেন।
নতুন নিয়ম ও কড়াকড়ি: সাম্প্রতিক সময়ে IRN রেসিডেন্স কার্ডধারীদের মধ্যে প্রকৃত বসবাস যাচাই করার জন্য আরও আধুনিক প্রযুক্তি ও তথ্যভাণ্ডার ব্যবহার করছে।
পরামর্শ: যদি আপনি পাসপোর্ট বা জাতীয়তা আবেদন করতে চান, তবে নিশ্চিত করুন যে আপনার পর্তুগালে বাস্তব বসবাসের প্রয়োজনীয় প্রমাণ ঠিকমতো প্রস্তুত রয়েছে। এমনকি ক্ষুদ্র ত্রুটিও আপনার আবেদন স্থগিতের কারণ হতে পারে

বাংলাদেশ থেকে পরিবারকে পর্তুগালে আনার সহজ সমাধান: ফালাক এক্সপ্রেস আপনার পাশেআপনি কি পর্তুগালে বসবাসরত একজন বৈধ রেসিডেন্ট...
17/12/2024

বাংলাদেশ থেকে পরিবারকে পর্তুগালে আনার সহজ সমাধান: ফালাক এক্সপ্রেস আপনার পাশে

আপনি কি পর্তুগালে বসবাসরত একজন বৈধ রেসিডেন্ট? আপনি কি চান আপনার প্রিয় পরিবারকে আপনার কাছে নিয়ে আসতে? ফ্যামিলি রিইউনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনি খুব সহজেই এই স্বপ্ন পূরণ করতে পারেন। কিন্তু এই প্রক্রিয়ায় সঠিক নিয়ম-কানুন জানা না থাকলে অনেক সময় জটিলতা দেখা দিতে পারে।

এখনই চিন্তা বাদ দিন! ফালাক এক্সপ্রেস আপনার জন্য নিয়ে এসেছে ফ্যামিলি রিইউনিফিকেশনের সম্পূর্ণ সমাধান। আমাদের বিশেষজ্ঞ টিম আপনার জন্য প্রক্রিয়াটি সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করতে প্রস্তুত।

ফ্যামিলি রিইউনিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১. আপনার পরিবারের সদস্যদের পাসপোর্ট কপি।
২. আপনার পর্তুগালের রেসিডেন্স পারমিট।
৩. বিয়ের সনদ (যদি আপনার সঙ্গী/সঙ্গিনীর জন্য আবেদন করেন)।
৪. জন্ম সনদ (যদি সন্তানদের জন্য আবেদন করেন)।
৫. আর্থিক সক্ষমতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট বা ইনকাম সার্টিফিকেট)।
৬. আপনার পর্তুগালের বাসস্থানের প্রমাণ।

আমরা কীভাবে সাহায্য করি?
সঠিক কাগজপত্র তৈরিতে পূর্ণ সহায়তা।
আবেদন ফর্ম পূরণ থেকে শুরু করে SEF-এ জমা দেওয়ার পুরো দায়িত্ব।
পরিবারের সদস্যদের ভিসা ইস্যু এবং ফ্লাইট প্রস্তুতির ব্যাপারে দিকনির্দেশনা।
প্রক্রিয়ার প্রতিটি ধাপের আপডেট দেওয়া এবং জটিলতার সমাধান করা।
আমাদের অভিজ্ঞ টিমের মাধ্যমে আপনি নিশ্চিন্তে আপনার পরিবারের জন্য আবেদন করতে পারবেন।

কেন ফালাক এক্সপ্রেসকে বেছে নেবেন?
অভিজ্ঞতা: বহু বছর ধরে আমরা সফলভাবে ফ্যামিলি রিইউনিফিকেশন প্রক্রিয়া পরিচালনা করছি।
ঝামেলামুক্ত সেবা: কোনো দুশ্চিন্তা ছাড়াই পুরো প্রক্রিয়ার দায়িত্ব আমরা গ্রহণ করি।
গ্রাহক সহায়তা: যেকোনো প্রশ্ন বা সমস্যায় আপনার পাশে আছি আমরা।
সাশ্রয়ী খরচ: আপনার বাজেটের মধ্যে সর্বোচ্চ মানের সেবা।
আজই যোগাযোগ করুন!
আপনার পরিবারকে কাছে আনার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার সঙ্গে। দেরি না করে এখনই যোগাযোগ করুন।

শেয়ার করুন এবং অন্যদেরও জানার সুযোগ দিন!
অনেকেই আছেন যারা পর্তুগালে তাদের প্রিয়জনদের কাছে আনতে চান, কিন্তু সঠিক তথ্য ও সহযোগিতা না পাওয়ায় সমস্যায় পড়েন। এই পোস্টটি শেয়ার করুন যেন তারাও সঠিক সমাধান পেতে পারেন।

ফালাক এক্সপ্রেস: আপনার পরিবারকে একত্রিত করার নির্ভরযোগ্য সঙ্গী।

(আপনার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন!)

বর্তমানে পর্তুগাল সরকার অভিবাসন নীতিতে বেশ কিছু পরিবর্তন ও নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৪ সালে ঘোষিত নতুন Action Plan for...
17/12/2024

বর্তমানে পর্তুগাল সরকার অভিবাসন নীতিতে বেশ কিছু পরিবর্তন ও নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৪ সালে ঘোষিত নতুন Action Plan for Migration এর আওতায় ৪১টি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হলো:

ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি: এখন থেকে পর্তুগালে আসার আগে নিজ দেশের পর্তুগিজ দূতাবাস থেকে অস্থায়ী রেসিডেন্সি ভিসা নিতে হবে। আগে "Expressions of Interest" পদ্ধতিতে দেশটিতে এসে কাজ খুঁজে বৈধ হওয়া যেত, যা বন্ধ করা হয়েছে।
সিপিএলপি দেশের নাগরিকদের অগ্রাধিকার: কমিউনিটি অব পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ কান্ট্রিজ (CPLP) এর সদস্য দেশের নাগরিকদের জন্য ভিসা ও রেসিডেন্স পারমিট আরও সহজ করা হয়েছে।
অধিবাসীদের অপেক্ষা কমানোর উদ্যোগ: প্রায় ৪ লাখের বেশি জমে থাকা অভিবাসন আবেদন দ্রুত নিষ্পত্তি করার পরিকল্পনা করা হয়েছে।
শিক্ষার্থী ও দক্ষ কর্মী আকর্ষণ: উচ্চশিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, যাতে তারা পড়াশোনা শেষে চাকরি খুঁজে নিতে পারেন। একইসাথে, শ্রমবাজারের চাহিদা মেটাতে দক্ষ কর্মীদের প্রাধান্য দেওয়া হবে।
অভিবাসীদের জন্য বসবাস ও স্বাস্থ্যসেবা সহজলভ্য করা: জরুরি আবাসন সুবিধা বৃদ্ধি এবং ন্যাশনাল হেলথ সার্ভিসে অভিবাসীদের প্রবেশাধিকার বাড়ানো হয়েছে।
এই পরিবর্তনগুলো অভিবাসন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও দক্ষ করার জন্য তৈরি করা হলেও, ভিসার প্রাথমিক শর্ত কঠোর হওয়ায় অভিবাসীদের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। পর্তুগাল সরকার অভিবাসন প্রক্রিয়া আরও কার্যকর ও মানবিক করার অঙ্গীকার করেছে।

10/12/2024

ভিসা প্রাপ্তি সহজ করতে ড. ইউনূসের গুরুত্বপূর্ণ উদ্যোগ

আজ ড. ইউনূস ইউরোপীয় ইউনিয়নের অন্তত ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের একটি দাবি তুলে ধরেছেন।

বর্তমানে ইউরোপের অনেক দেশের ভিসা পেতে বাংলাদেশিদের দিল্লি যেতে হয়, কারণ তাদের ঢাকায় কোনো দূতাবাস বা ভিসা প্রসেসিং সেন্টার নেই। ভারতের ভিসা সীমিত করার ফলে এই সমস্যাটি আরও বেড়েছে। এতে শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ড. ইউনূস রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যেন তাদের ভিসা প্রসেসিং সেন্টার ঢাকায় স্থাপন করে। ঢাকায় সম্ভব না হলে, কাছাকাছি অন্য কোনো দেশে এই সুবিধা চালু করার প্রস্তাবও তিনি দিয়েছেন।

এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ভিসা প্রক্রিয়া সহজ হবে এবং বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও দৃঢ় হবে। আমরা আশাবাদী, ড. ইউনূসের সময়োপযোগী এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

🌍✈️ ফালাক এক্সপ্রেস, পর্তুগাল 🇵🇹আপনার ভ্রমণ সহজ এবং সাশ্রয়ী করুন!আমরা দিচ্ছি ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফ্লাইট টিকেট,...
09/12/2024

🌍✈️ ফালাক এক্সপ্রেস, পর্তুগাল 🇵🇹
আপনার ভ্রমণ সহজ এবং সাশ্রয়ী করুন!

আমরা দিচ্ছি ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফ্লাইট টিকেট, সেইসঙ্গে বাস টিকেট - সবকিছুই বাজারের সবচেয়ে কম দামে।

✅ বিশ্বজুড়ে যেকোনো গন্তব্যের জন্য টিকেট।
✅ সেরা সেবা এবং দ্রুত বুকিং।
✅ বিশ্বাসযোগ্য এবং সুবিধাজনক।

📞 আজই যোগাযোগ করুন এবং আপনার পরবর্তী যাত্রার জন্য সেরা ডিলটি নিশ্চিত করুন!

📍 ফালাক এক্সপ্রেস, পর্তুগাল
"আপনার ভ্রমণের নির্ভরযোগ্য সঙ্গী।

আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করুন সহজে ও নির্ভুলভাবে!যারা এপয়েন্টমেন্ট পেয়েছেন বা ডকুমেন্ট আপলোড করার ইমেইল পেয়েছে...
08/12/2024

আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করুন সহজে ও নির্ভুলভাবে!

যারা এপয়েন্টমেন্ট পেয়েছেন বা ডকুমেন্ট আপলোড করার ইমেইল পেয়েছেন, দ্রুত প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত ও আপলোড করে নিন। সময়মতো ডকুমেন্টস জমা দেওয়া অত্যন্ত জরুরি। যেকোনো সমস্যা সমাধানে বা সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। প্রয়োজনে লয়ার সাপোর্টসহ সব ধরনের সহায়তা পাবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস চেকলিস্ট:
✔️ পুলিশ ক্লিয়ারেন্স (বাংলাদেশ বা ইউরোপ)
✔️ জুন্তা
✔️ আপডেটেড ফিন্যান্স পেপার
✔️ আপডেটেড সোশ্যাল পেপার
✔️ জব কন্ট্রাক্ট
✔️ পাত্রন ডিক্লারেশন
✔️ লাস্ট ৩ মাসের পে স্লিপ
✔️ SNS নাম্বার

গুরুত্বপূর্ণ:

ফিন্যান্স ও সোশ্যাল পাসওয়ার্ড তৈরি করে নিন।
ফিন্যান্সের রিপ্রেজেন্টেটিভ রিমুভ করুন।
ফিন্যান্সের ঠিকানা (এড্রেস) আপডেট করুন।
আমাদের সেবাসমূহ:
🔹 ফ্যামিলি এপয়েন্টমেন্ট: সহজ এবং নির্ভুল প্রসেসিং
🔹 রেসিডেন্স কার্ড আবেদন: কোর্টের মাধ্যমে আবেদন সহায়তা
🔹 নতুন ফিন্যান্স ও সোশ্যাল পেপার তৈরি
🔹 পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট: বাংলাদেশ ও ইউরোপের যেকোনো দেশের
🔹 মানি ট্রান্সফার: দ্রুত এবং নিরাপদ
🔹 কোম্পানি ও এক্টিভিটি ওপেনিং
🔹 সোশ্যাল ফ্যামিলি বেনিফিট আবেদন
🔹 আইআরএস ডিক্লারেশন
🔹 ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেসিং
🔹 লিগ্যাল সাপোর্ট ও অ্যাডভাইজারি

আপনার সমস্যার দ্রুত সমাধানে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার সাফল্যই আমাদের লক্ষ্য।

📞 যোগাযোগ করুন: ফালাক এক্সপ্রেস
আমরা আছি আপনার পাশে, সবসময়!
920 275 616

ফালাক এক্সপ্রেস: আপনার নির্ভরযোগ্য টিকেট সেবাআপনার ভ্রমণ বা ইভেন্টের টিকেট কেনার জন্য আর কোথাও যেতে হবে না। ফালাক এক্সপ্...
06/12/2024

ফালাক এক্সপ্রেস: আপনার নির্ভরযোগ্য টিকেট সেবা

আপনার ভ্রমণ বা ইভেন্টের টিকেট কেনার জন্য আর কোথাও যেতে হবে না। ফালাক এক্সপ্রেস নিয়ে এসেছে সহজ, দ্রুত, এবং নির্ভরযোগ্য টিকেট সেবা।

আমাদের কাছ থেকে টিকেট কেনার কারণ:

সহজ পদ্ধতি: দ্রুত এবং ঝামেলাবিহীন টিকেট বুকিং।
বিশ্বাসযোগ্যতা: গ্রাহকের সন্তুষ্টি আমাদের প্রথম অগ্রাধিকার।
সাশ্রয়ী মূল্য: প্রতিযোগিতামূলক দামে টিকেট পাওয়ার নিশ্চয়তা।
বিভিন্ন অপশন: ইভেন্ট, ভ্রমণ, এবং অন্যান্য সেবার টিকেট।
কেন ফালাক এক্সপ্রেস?
আমাদের প্রতিষ্ঠানে এসে আপনি পাবেন বন্ধুত্বপূর্ণ এবং পেশাদারী সেবা, যা আপনাকে বারবার আমাদের কাছে আসতে উদ্বুদ্ধ করবে।

ভ্রমণ বা ইভেন্টের টিকেটের জন্য আজই ফালাক এক্সপ্রেসে আসুন। আপনার যাত্রা আমাদের সাথেই শুরু হোক।

ফালাক এক্সপ্রেস: বিশ্বাসের সাথে যাত্রা।

আইমার এক লক্ষ ৮ হাজার ফাইল রিজেক্টের কারণ: বিস্তারিত বিশ্লেষণসম্প্রতি আইমা (AIMA) এক লক্ষ আট হাজার ফাইল রিজেক্ট করেছে। এ...
05/12/2024

আইমার এক লক্ষ ৮ হাজার ফাইল রিজেক্টের কারণ: বিস্তারিত বিশ্লেষণ

সম্প্রতি আইমা (AIMA) এক লক্ষ আট হাজার ফাইল রিজেক্ট করেছে। এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু নির্দিষ্ট কারণ রয়েছে, যা আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। নিচে রিজেকশনের কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

কেন ফাইলগুলো রিজেক্ট করা হয়েছে?
রিজেকশনের পেছনে বেশ কিছু সাধারণ ত্রুটি দেখা গেছে, যেমন:

প্রয়োজনীয় কাগজপত্রের অভাব:

অনেক ফাইলে ভ্রমণের প্রমাণ হিসেবে বাস বা ট্রেনের টিকিট সংযুক্ত করা হয়নি।
কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেমন বাংলাদেশ পুলিশের ক্লিয়ারেন্স সনদ (Police Clearance Certificate), প্রদান করা হয়নি।
ঠিকানার অসঙ্গতি:

সঠিক ও বিস্তারিত ঠিকানা জমা না দেওয়ায় অনেক ফাইল রিজেক্ট হয়েছে।
ঠিকানা এবং পরিচয়পত্রের তথ্যের মধ্যে মিল না পাওয়াও একটি বড় কারণ।
অন্য দেশের অবস্থানের তথ্য:

যারা অন্য দেশে এক বছরের বেশি সময় অবস্থান করেছেন, তাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক তথ্য এবং ডকুমেন্ট প্রদান করা হয়নি।
অন্য দেশে অবস্থানের সঠিক প্রমাণপত্র এবং সেখানকার সংশ্লিষ্ট পুলিশ ক্লিয়ারেন্স জমা না দেওয়ায় ফাইলগুলো বাতিল হয়েছে।
তথ্যের অসঙ্গতি ও ভুল:

আবেদনে তথ্যগত ভুল ছিল।
সে ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান করা হয়নি।
ভ্রমণ তথ্যের ঘাটতি:

অনেক ক্ষেত্রে বাস, ট্রেন বা ফ্লাইটের টিকিট যুক্ত করা হয়নি, যা ভ্রমণের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় ছিল।
সময়সীমার লঙ্ঘন:

নির্ধারিত সময়সীমার পরে জমা দেওয়া ফাইলগুলোও বাতিল করা হয়েছে।
এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা:
আইমা এই পদক্ষেপের মাধ্যমে প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নির্ভুলতা বজায় রেখেছে। সঠিক তথ্য ও ডকুমেন্ট ছাড়া আবেদন গ্রহণ করা হলে প্রক্রিয়ার মান ক্ষতিগ্রস্ত হতে পারে।

আপনার করণীয়:
যারা ফাইল রিজেকশনের শিকার হয়েছেন, তারা নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

প্রয়োজনীয় সব ডকুমেন্ট সংগ্রহ করুন, যেমন:

বাংলাদেশ পুলিশের ক্লিয়ারেন্স সনদ।
বিদেশে অবস্থানের ক্ষেত্রে সেখানকার পুলিশ ক্লিয়ারেন্স।
সঠিক ঠিকানা এবং পরিচয়ের প্রমাণ।
বাস, ট্রেন বা ফ্লাইট টিকিট।
তথ্য যাচাই করুন:

আবেদনে দেওয়া সব তথ্যের সঙ্গে জমা দেওয়া ডকুমেন্টের মিল আছে কিনা নিশ্চিত করুন।
সময়সীমা মেনে পুনরায় আবেদন করুন:

নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত ফাইল পুনরায় জমা দিন।
প্রয়োজনে সহায়তা নিন:

আইমার হেল্পলাইন বা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা নিন।
ভবিষ্যতের জন্য পরামর্শ:
প্রতিটি ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত করুন এবং জমা দেওয়ার আগে তা যাচাই করুন। বিদেশে অবস্থান বা ভ্রমণ সংক্রান্ত তথ্য সম্পূর্ণ ও সঠিকভাবে প্রদান করুন।

পর্তুগালে প্রবেশের আগে, নিজ দেশ বা যেখানে ১ বছরের বেশি সময় ধরে বসবাস করেছেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স রেকর্ড জমা দেওয়...
03/12/2024

পর্তুগালে প্রবেশের আগে, নিজ দেশ বা যেখানে ১ বছরের বেশি সময় ধরে বসবাস করেছেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স রেকর্ড জমা দেওয়া বাধ্যতামূলক। এই নথি প্রদান না করলে, আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।

বাসস্থান ভিসার ছাড়ের আওতায় রেসিডেন্স পারমিটের আবেদন করার ক্ষেত্রেও পুলিশ ক্লিয়ারেন্স রেকর্ড জমা দেওয়া আবশ্যক।
AIMA বিশেষভাবে উল্লেখ করছে যে, অ্যাপয়েন্টমেন্টের তারিখ থেকে ৯০ দিনের বেশি পুরনো অপরাধমূলক রেকর্ড গ্রহণযোগ্য হবে না।

02/12/2024

Lost passport
For gd

🔔        রেসিডেন্ট কার্ড  আবেদনকারীদের জন্য অত্যন্ত জরুরি নোটিশ!যারা AIMA (আয়মা) সেন্টারগুলোতে যেমন: আলামেদা মহাত্মা গান...
02/12/2024

🔔 রেসিডেন্ট কার্ড আবেদনকারীদের জন্য অত্যন্ত জরুরি নোটিশ!

যারা AIMA (আয়মা) সেন্টারগুলোতে যেমন: আলামেদা মহাত্মা গান্ধী সেন্টার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন,কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা অসম্পূর্ণ ছিল,তাদের ইমেইল পাঠানো শুরু হয়েছে।

ইমেইল অনুযায়ী আপনার দায়িত্ব:
1️⃣ ইমেইল মনোযোগ দিয়ে পড়ুন।

ইমেইলে আপনার বাকি থাকা ডকুমেন্ট/ডকুমেন্টগুলোর তালিকা দেওয়া থাকবে।
ইমেইলের তারিখ থেকে ১০ কর্মদিবস (১৪ দিন) এর মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।
2️⃣ ডকুমেন্ট জমা দেওয়ার স্থান:

ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সেন্টারেই ডকুমেন্ট জমা দিতে হবে।
ইমেইলে দেওয়া নির্দেশনা হুবহু অনুসরণ করুন।
3️⃣ সময়ের সীমা অতিক্রম করবেন না:

সময়মতো জমা না দিলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে।
সময়সীমার পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
সতর্কবার্তা:
যে কোনো ডকুমেন্ট জমা অসম্পূর্ণ থাকলে, আপনার ভিসার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বা আবেদন বাতিল হতে পারে। ইমেইলে উল্লেখিত তথ্য অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিন।

উদাহরণ:
একজন আবেদনকারীর কাছে ২৭ তারিখে ইমেইল এসেছে, যেখানে তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলা হয়েছে। যদি আপনার ক্ষেত্রেও কোনো ডকুমেন্ট বাকি থাকে, তা সময়মতো প্রস্তুত করে জমা দিন।

👉 সময়ের মধ্যে সঠিক পদক্ষেপ নিন এবং আপনার রেসিডেন্ট কার্ডের প্রক্রিয়া সফল করুন।

🌍 ঢাকা থেকে শেনজেন ভিসার আবেদন – ইউরোপ ভ্রমণ এখন আরও সহজ! 🇪🇺বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ খবর! এখন সংযুক্ত ফালাক ...
02/12/2024

🌍 ঢাকা থেকে শেনজেন ভিসার আবেদন – ইউরোপ ভ্রমণ এখন আরও সহজ! 🇪🇺

বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ খবর! এখন সংযুক্ত ফালাক এক্সপ্রেস-এর মাধ্যমে ঢাকায় থেকেই শেনজেন ভিসার আবেদন করা যাবে। আর দিল্লি যাওয়ার ঝামেলা নেই!

🎯 যেসব দেশের জন্য ভিসা আবেদন করতে পারবেন:
🇭🇷 ক্রোয়েশিয়া
🇦🇹 অস্ট্রিয়া
🇩🇰 ডেনমার্ক
🇩🇪 জার্মানি
🇸🇪 সুইডেন
🇵🇹 পর্তুগাল

শেনজেন ভিসার সুবিধা কী?
✔️ এক ভিসায় ২৭টি ইউরোপীয় দেশ ভ্রমণের সুযোগ।
✔️ আরও দ্রুত, সহজ এবং সুবিধাজনক প্রক্রিয়া।
✔️ ঢাকায় সরাসরি আবেদন জমার সুযোগ।

✨ কেন আবেদন করবেন সংযুক্ত ফালাক এক্সপ্রেসের মাধ্যমে?
🔹 পেশাদার পরিষেবা
🔹 ঝামেলামুক্ত প্রক্রিয়া
🔹 সময় ও অর্থের সাশ্রয়

এখনই আবেদন করুন এবং ইউরোপ ভ্রমণের স্বপ্ন পূরণ করুন!
আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করুন এবং ঢাকার নতুন আবেদন কেন্দ্র থেকে জমা দিন।

💼 ইউরোপ আপনার জন্য অপেক্ষা করছে – আজই প্রথম পদক্ষেপ নিন!

📌 আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Visa Consulting
01/12/2024

Visa Consulting

✅ Checklist for Article 88-2 ✅Here's a clear and concise document checklist for Article 88-2. Make sure you prepare thes...
30/11/2024

✅ Checklist for Article 88-2 ✅

Here's a clear and concise document checklist for Article 88-2. Make sure you prepare these documents in advance for your biometric appointment to secure your residency permit successfully:

Legal Entry Proof:

1:Entry paper, tickets, or boarding pass.
Passport:

2:Ensure your passport is valid.
Visa or Residency Card:

3:Carry your visa or any current residency card.
Finance Number (NIF):

4:Provide a copy of your NIF.
Social Security Number (NISS):

5:Provide a copy of your NISS.
Junta Certificate:

6:Proof of residence, valid for one month.
Job Contract:

7:Official work contract.
Salary Slips:

8:Last three months' salary slips.
Boss/Patron Declaration:

9:Signed statement from your employer.
IRS Declaration: (Optional)

10:Tax declaration papers (if applicable).
Social/Tax Statements:

11:Copies of your latest statements.
Police Clearance (Home Country):

12:Certified and translated police clearance from your home country.
Police Clearance (Other Schengen Countries):

13:Certified and translated police clearance from any other Schengen country where you've lived for more than a year.
✅ Prepare these documents diligently, and you're guaranteed a smooth process!

29/11/2024

রেসিডেন্স কার্ড বিতরণ শুরু হচ্ছে – নতুন ভবিষ্যতের পথে এক ধাপ!

২০২৪ সালের ডিসেম্বর থেকে মহাত্মা গান্ধী সেন্টারে প্রথম রেসিডেন্স কার্ড বিতরণ শুরু হবে। যদি আবেদন ও প্রক্রিয়া সঠিক থাকে, তাহলে এই মাস থেকেই আবেদনকারীরা তাদের রেসিডেন্স কার্ড হাতে পেতে শুরু করবেন।

ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দিন থেকে আবেদনকারীরা তাদের আবেদন নিয়ে বিভিন্ন আপডেট পেতে থাকবেন।

যাদের কাগজপত্র অসম্পূর্ণ, তারা অপ্রাপ্ত কাগজপত্র জমা দেওয়ার জন্য নোটিফিকেশন পাবেন।
যাদের আবেদন বাতিল হবে, তারাও সঠিক কারণ উল্লেখসহ একটি নোটিফিকেশন পাবেন।
আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ। তাই, যেকোনো ধরণের ভুল এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিন এবং সময়মতো ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়ায় অংশ নিন।

এই উদ্যোগ আমাদের সবার জন্য একটি নতুন সুযোগ এনে দিচ্ছে। সঠিকভাবে এই সুযোগের সদ্ব্যবহার করুন এবং একটি নিরাপদ, স্বস্তিদায়ক ভবিষ্যতের পথে এগিয়ে যান।

AIMA পেমেন্ট এবং ডকুমেন্ট প্রস্তুতি নির্দেশিকা২০২৩ সালের মে, জুন এবং জুলাই মাসে পর্যায়ক্রমে পেমেন্ট সংক্রান্ত ইমেইল আসা...
21/11/2024

AIMA পেমেন্ট এবং ডকুমেন্ট প্রস্তুতি নির্দেশিকা
২০২৩ সালের মে, জুন এবং জুলাই মাসে পর্যায়ক্রমে পেমেন্ট সংক্রান্ত ইমেইল আসা শুরু হয়েছে। নিচে পেমেন্টের পদ্ধতি এবং পরবর্তী প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ করা হলো

পেমেন্ট করার পদ্ধতি:
AIMA থেকে প্রাপ্ত ইমেইলে প্রদত্ত লিংকে গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করুন

নিবন্ধন করুন:

জন্ম তারিখ লিখুন।
একটি পাসওয়ার্ড তৈরি করুন (কমপক্ষে ৯ অক্ষর)।
একই পাসওয়ার্ড পুনরায় দিন।
Submit করুন।
লগইন করুন

ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
পেমেন্ট পেইজে গিয়ে Pagar অপশনে ক্লিক করুন।
পেমেন্ট রেফারেন্স কপি করে রাখুন।
পেমেন্টের মাধ্যম
আপনার নিজের বা পরিচিত কারও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার ৩টি পদ্ধতি:

1️⃣ ক্যাশ মেশিন Multibanco
কার্ড ঢুকিয়ে পিন দিন।
PAGAMENTOS E OUTRO SERVIÇOS নির্বাচন করুন।
ESTADO E SECTOR PUBLICO নির্বাচন করুন।
PAGAMENTO AO ESTADO নির্বাচন করুন।
Referencia Pagamento (ইমেইলে দেওয়া রেফারেন্স) লিখুন।
Valor (পরিমাণ) দেখুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আসবে।
Confirmer চাপুন।
2️⃣ Novobanco Apps:
Payments > State and Public Sector > State Payment নির্বাচন করুন।
ফাইনান্স নম্বর, পেমেন্ট রেফারেন্স, এবং এমাউন্ট লিখুন।
পরপর তিনবার Continue চাপুন।
পেমেন্ট প্রমাণ কপি রাখুন।
3️⃣ Millennium Bank Apps
Pay Public Services নির্বাচন করুন।
পেমেন্ট রেফারেন্স এবং এমাউন্ট লিখুন।
Continue চাপুন।
প্রমাণপত্র সংরক্ষণ করুন।
পেমেন্টের পরবর্তী ধাপ
পেমেন্ট সম্পন্ন হওয়ার পর, কিছুদিনের মধ্যে AIMA থেকে আরেকটি ইমেইল আসবে। সেখানে ফিঙ্গারপ্রিন্টের তারিখ এবং ডকুমেন্ট আপলোড করার বিষয়ে নির্দেশনা থাকবে।

ডকুমেন্ট প্রস্তুতির নির্দেশিকা আর্টিকেল 88.2
ফিঙ্গারপ্রিন্টের তারিখের আগে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করুন। নিচে প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা দেওয়া হলো

মেইন ডকুমেন্ট
পাসপোর্ট বা বৈধ ভ্রমণ ডকুমেন্ট।
পর্তুগালে বৈধভাবে প্রবেশের প্রমাণ।
টিকেট, ভিসা, বোর্ডিং পাস, বা হোটেল এন্ট্রি।
কাজের প্রমাণ:
সর্বশেষ ৩টি পে-স্লিপ।
IRS (আইআরএস) করলে MODELO 3 এর কপি।
বাংলাদেশ পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট:
বাংলাদেশ থেকে সংগ্রহ করার পর যথাক্রমে বাংলাদেশ এম্বাসি সত্যায়ন, নোটারি ও ট্রান্সলেশন, এবং পর্তুগাল ফরেন মিনিস্ট্রি এটাস্টেশন করাতে হবে।
অন্য দেশের পুলিশ ক্লিয়ারেন্স:
নিজ দেশ ছাড়া অন্য দেশে ১ বছরের বেশি অবস্থান করলে সেই দেশের ক্লিয়ারেন্স।
বাসস্থানের প্রমাণ Attestado de Morada
ফ্রেগেসিয়া জুন্তা থেকে সংগ্রহ করুন।
অথবা এই লিংক থেকে MINUTA DECLARACAO DE ALJOMENTO ফর্ম পূরণ করে জমা দিন।
সেগুরান্সা সোশ্যাল রেজিষ্ট্রেশন NISS
সোশ্যাল নাম্বারের কাগজ
ফিন্যান্স রেজিস্ট্রেশন (NIF)
ফিন্যান্স নাম্বারের কাগজ
কাজের কন্ট্রাক্ট ও বস ডিক্লারেশন
সর্বশেষ ৩ মাসের পে স্লিপ
AIMA যাওয়ার ৩ দিন আগে বস ডিক্লারেশন সংগ্রহ করুন।
SEF এন্ট্রিতে প্রমিজ কন্ট্রাক্ট থাকলে এর কপি।
অতিরিক্ত ডকুমেন্টস:
SEF এন্ট্রির অন্যান্য ডকুমেন্ট।
সকল পে-স্লিপ।
হেলথ নাম্বারের ডকুমেন্ট SNS

প্রিয় গ্রাহকবৃন্দ,আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। আইমা (Aima)-এর পেমেন্ট সম্পর্কিত ইমেইলগুলো ২০২৩ স...
17/11/2024

প্রিয় গ্রাহকবৃন্দ,

আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। আইমা (Aima)-এর পেমেন্ট সম্পর্কিত ইমেইলগুলো ২০২৩ সালের মে মাস থেকে প্রেরণ করা শুরু হয়েছে। যদি আপনি এখনো ইমেইল না পেয়ে থাকেন, তাহলে দয়া করে আপনার ইমেইল অ্যাকাউন্ট চেক করুন (স্প্যাম বা প্রোমোশন ফোল্ডারও দেখে নিন)।

যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে, তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, যাতে বিষয়টি সমাধান করা যায়।

Endereço

Lisbon
1100-364

Horário de Funcionamento

Segunda-feira 09:00 - 17:00
Terça-feira 09:00 - 17:00
Quarta-feira 09:00 - 17:00
Quinta-feira 09:00 - 17:00
Sexta-feira 09:00 - 17:00
Sábado 09:00 - 17:00

Telefone

+351920275616

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Falaq Express publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Falaq Express:

Vídeos

Compartilhar