Bangla Explorer

Bangla Explorer Bangla Explorer is a Travel, Education and Immigration information page. please Follow this page.

Endereço

Lisbon

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Bangla Explorer publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Bangla Explorer:

Compartilhar

আমাদের কথা...

‌'ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা। হবে মানুষের মতো মানুষ এক, লেখা ইতিহাসের পাতায়...।'-গানের এ লাইনের মতো সব বাবা-মা’ই সন্তানদের ইতিহাসের পাতায় স্থান পাওয়ার মতো বড় দেখতে চান। আর আমরা অনেকেই বাবা-মায়ের সে স্বপ্নের বাস্তব রূপ দিতে পারি না। উল্টো তাদের জীবনে দুর্যোগ নিয়ে আসি! চলার পথে বন্ধুবান্ধব বা কোনো খারাপ মানুষের সংস্পর্শে গিয়ে জড়িয়ে পড়ি কখনো নেশার ছোবলে; আবার কখনো সামাজিক নানা অপরাধে। তখনই মুহূর্তে নষ্ট হয়ে যায় আমাদের আগামীর সোনালী ভবিষ্যৎ। ধ্বংস হয়ে যায় বাবা-মায়ের সব স্বপ্নগুলো। বিপন্ন হয় সম্ভাবনাময় তরুণ-তরণীদের জীবন। এভাবে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ায় দেশের অগ্রগতিও পড়ছে বাধার মুখে। সমাজে নিরাপত্তা ব্যবস্থাও পড়ছে হুমকিতে। মাদক অপরাধ প্রতিরোধ ফাউন্ডেশন/ড্রাগ ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশন (ডিসিপিএফ) এমন একটি সংগঠন, যারা তরুণ এবং যুবসমাজকে সঙ্গে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে মাদকের বিরুদ্ধে। মাদক ও অপরাধ প্রতিরোধে কাজ করেন এবং অভিজ্ঞতা আছে- এমন কয়েকজনের স্বপ্নের সংগঠন ডিসিপিএফ। তাঁদের স্বপ্ন, সমাজকে নিরাপদ করতে বিপজ্জনক মাদকের অপব্যবহার রোধ করা এবং অপরাধ প্রতিরোধ করে উন্নত সমাজ গড়ে তোলা। মাদককে বলা হয়- 'মাদার অব ক্রাইম' বা 'সব অপরাধের মা'। মাদক থেকেই প্রতিটি পরিবার, সমাজ ও দেশে বেশিরভাগ অপরাধের সৃষ্টি। এর কারণেই বিপন্ন হয় মানবতা। সমাজ থেকে নেশাদ্রব্য ও সামাজিক অপরাধ দূর করে প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে ডিসিপিএফ। মাদকের চাহিদা, যোগান ও কারবার বন্ধ করতে ব্যাপক প্রচার চালানাের মাধ্যমে সবাইকে সচেতন করাই ডিসিপিএফ-এর প্রধান কাজ। এরপর ঝুঁকি নিয়ন্ত্রণে মাদকসেবীদের চিকিৎসা, পূনর্বাসন ও সচেতনতায় কাজ করছে সংগঠনটি। ভুল পথ থেকে সবাইকে ফিরিয়ে সুন্দর জীবনে আহবান জানায় ডিসিপিএফ। শক্তিশালী গণযােগাযোগ নেটওয়ার্ক, সমাজের আলোকিত মানুষ, প্রতিষ্ঠিত বিবেকভান ব্যক্তি-প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সব ধরনের সমাজকর্মের সংগঠন এবং যুব সমাজকে সঙ্গে নিয়ে কাজ করে এই সংগঠনটি। প্রতিটি নাগরিক, সমাজ ও দেশের সুরক্ষায় সেচ্ছাসবী হিসেবে কাজ করাই ডিসিপিএফ-এর উদ্দেশ্য। দেশের যে কোনো প্রান্তে যে ব্যক্তি মাদক ও অপরাধের বিরুদ্ধে কথা বলবেন- তার সঙ্গেই থাকবে ডিসিপিএফ। মাদক প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণ করে সামাজিক নিরাপত্তার কাজে আপনার পাশে দাঁড়াবে এবং আপনাকে সঙ্গে নিয়ে চলবে। সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া, মহল্লা, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা-সবখানে ডিসিপিএফ- প্রতিনিধি তৈরি করে কাজ করছে। ডিসিপিএফ-ই খুঁজে নিচ্ছে সমাজের প্রকৃত বন্ধু, সমাজকর্মীদের। আপনিও মাদকমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে সেচ্ছাসেবী হিসেবে যুক্ত হোন এই সংগঠনের সঙ্গে । আসুন, সবাই এক হই- সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য...।